এলেবেলের পরিবার সুস্থ আছে ভালো আছে শুনে খুশি হলাম। সাবধানে থাকবেন আপাতত।
'মন মেরা রাম রাম রচে' র অরিজিনালের আমেজই কিছু আলাদা। কিন্তু sm এর গানের ভদ্রলোকের নাম কী? দিব্বি গান তো!
মেহদি হাসান আর গুলাম আলির মধ্যে দেখেছি যখন যাঁ্রটা শুনি, তখন মনে এই মনে হয় সেরা। যেমন হয় বেগম আখতার আর ফরিদা খানুম নিয়ে।
তবে এই দুজনের গান তো দুরকম। মেহদি হাসানের সেই রাগাশ্রয়ী গজল তো আর কারুর গলায় খেলবে মনে হয়না। আবার চুপকে চুপকে যা এক লাইভ শুনেছিলাম গুলাম আলির, সে পুরো জন্মজন্মান্তরে ভুলিব না গোত্রের ব্যাপারস্যাপার। এক একটা কথা নিয়ে কী খেলাটাই না খেলেছিলেন। সে শোনার পর মনে হয়েছিল এঁর গান লাইভ না শুনলে চোদ্দ আনা বৃথা।
আর দু'জনের লাইভ শুনে এমনি মনে হয়েছে। সুমন চট্টোপাধ্যায়, যখন মধ্যগগনে, সেই নব্বইয়ের শেষদিকে। বারো আনা।
আর ভীমসেন যোশী। যখন প্রায় অস্তাচলে, তখনো। ষোলো আনা!
নাহ ডিসেম্বরে মোটামুটি সবই খোলা ছিল। শুধু কাঞ্চনদাদু বেশিরভাগ খেশপমুড়ি দিয়ে ঘুমোচ্ছিলেন। ছবি তুলতে মহাকাল মন্দিরের পেছনে যেতাম আর হতাশ হয়ে ফিরতাম। সেখানে এক আইটিওলার সাথে আলাপ। তিনি একমাসের জন্য ওয়ার্ক ফ্রম মাউন্টেন কচ্ছেন। এদিকে দাজ্জিলিঙে নেটওয়ার্কের যে মর্মান্তিক অবস্থা। প্রায় কোন সার্ভিস প্রোভাইডারই কাজ করে না।
Apu | 2401:4900:314a:dfb9:20e1:932:cc8f:***:*** | ১৫ জুন ২০২১ ২৩:১৭482137আমরা পুজোর সময় ( 2020) দু দিন কার্শিয়াং আর ৩ দিন দার্জিলিং গেলাম দ। অবশ্য বড় টিম। বোন রা ৪ । আমরা দুই।
সব বন্ধ । শেষে বোর হয়ে লামাহাটি থেকে ঘুরে এলাম
আমি প্রকৃতই বেড়াতে গেসলাম। ডিসেম্বরে দাজ্জিলিং পেটভরে শুয়োর টুয়োর খেয়ে মনের আনন্দে এলোমেলো বেড়িয়ে এসেছি। এটা সোলো ট্রিপ ছিল। আর এপ্রিলে জুলুক কুপুপ নাথাং কোলাখাম। এটা যদিও সোলো নয় কিন্তু দিব্বি ঘুরেছি চুটিয়ে।
অভ্যু
দেখলাম। টোটাল খোরাক। খুব ভাল লেগেছে এমনিতেই আমার বিহারি টান ও সুর খুব মিষ্টি লাগে।
'সুওরনি কাঁহিকে! ইতো ডিপিএস জেইসন, তুমনা বিগড়েইল বিলাইনী জেইসা"।
সম্বিৎ | ১৫ জুন ২০২১ ২২:২৯482134'মন মেরা রাম রাম রচে' তো রাজস্থানী ফোক। সোনার কেল্লায় অরিজিনাল ইউজ করা হয়েছিল, উইথ ফোক ইন্সট্রুমেন্টস।
মেহদি হাসান ও দাদরা এখনও শোনা হয়নি। সঠিক মুহূর্তের জন্যে অপেক্ষা করছি।
Apu | 2401:4900:314a:dfb9:44af:1526:43ca:***:*** | ১৫ জুন ২০২১ ২১:৫৯482133আমি ও গিয়েছিলাম ২৬ সে জানু র র ছুটি তে। রায়পুর। আমার বিদ্যামন্দিরের বন্ধুর বাড়ি। ও ভিলাই স্টীলে আছে।
ওর স্ত্রী তখন কলকাতায় ছিলেন। দুই বন্ধু তে মিলে টোটাল নরক গুলজার হল। তারপরে কাঙ্গার ভ্যালি ন্যাশানাল পার্ক আর জগ্দলপুর গেলাম। দুটো দুদিকে। গুরু তে সেই ঝর্ণা সামনে উদাসী দৃষ্টি তে তাকিয়ে থাকার ফটক দিয়েছিলুম তো!!
আর বনমোরগের ঝোল দিয়ে ভাত খেলাম। টোটাল খেতে :)))
dc | 223.184.***.*** | ১৫ জুন ২০২১ ২১:৩৫482132দ দি, সে আমিও ব্যাঙ্গালোর থেকে বার দুয়েক ঘুরে এসেছি, ডিসেম্বরে আর ফেব্রুয়ারিতে। ডিসেম্বরে গেছিলাম শশুরবাড়ি (শাশুড়িমাতার লিট্টিও খেয়ে এসেছি) আর ফেব্রুয়ারিতে কাজে গেছিলাম। কিন্তু তাকে কি আর ঘোরা বলে? :-(
এলেবেলে, আমি উইকেন্ডে লেখার চেষ্টা করব। আপনি সপরিবারে ঠিকঠাক আছেন জেনে ভাল্লাগলো।
ডিসি, আমি ত দিব্বি ডিসেম্বরে একবার আর এপ্রিলের শুরুতে আরেকবার বেরিয়ে এলাম।
Abhyu | 47.39.***.*** | ১৫ জুন ২০২১ ২০:৪৯482129রঞ্জনদা এইটা দেখেন - ভিডিওটা :)
https://www.ndtv.com/offbeat/watch-womans-reaction-after-daughter-buys-gucci-belt-worth-rs-35-000-2464144?pfrom=home-ndtv_lateststories
দ,
থ্যাংক ইউ ! নিজে নিজে সাহস করে শুধরে নিলাম।
আনন্দ বি,
আপনার যদি অশিক্ষিত হয় তবে আমি তো হাতেখড়ি মাত্র।
আপনি সম্বিত অভ্যু কেসি যখনই গানের লিংক পাঠান আমি শুনি। খালি জীবনে ইংরেজি বলা আর পাশ্চাত্য সংগীত শোনা হবেনা -বুঝে গেছি।ঃ))
এলেবেলে | 202.142.***.*** | ১৫ জুন ২০২১ ২০:২৫482126জ্জিও!
Alok Ray (ed.) - Nineteenth Century Sudies
Call Number - 306. 09541409034 R 263
আরে দুইবিন্দু বাঁকা ধনুক! এ ওমনাথ!
অনেক ধন্যবাদ।
আমার দাদু ঠাকুমা বৈষ্ণব, কাজেই তৃণাদপি সুনীচেন ইত্যাদি। সদা হাঁটু গেড়ে--!
***যাকগে, রামজন্মভূমি মন্দিরের জন্যে জমি কেনায় দশমিনিটের মধ্যে জমির দাম ২.৫ কোটি থেকে ১৮ কোটি হওয়ার কথিত ফ্রড নিয়ে উত্তর ভারত তোলপাড় হচ্ছে। আগ্রহীরা দিল্লিতে আপ পার্টির নেতাদের ডকুমেন্ট হাতে নিয়ে প্রেস কনফারেন্স দেখতে পারেন। বিজেপি আপাতত ব্যাকফুটে।
anandaB | 50.125.***.*** | ১৫ জুন ২০২১ ২০:১১482124@রঞ্জন , সময় করে শুনেছেন জেনে ভালো লাগলো , sm এর দেওয়া গুলাম আলীর দাদরা টিও অতি উপাদেয়
দাদরা টি আমারও ধারণা ভৈরবীর ওপর
কিন্তু মেহেদী হাসান এর গজল টি মনে হয় না কোনো নির্দিষ্ট রাগের চলন মেনে যায় , আমি কিছু মিল পেয়েছি ভীমপলাশী র সাথে
তবে আমার অশিক্ষিত কান , ভুল হতেই পারে
Apu | 2401:4900:314a:dfb9:9d27:941c:9a34:***:*** | ১৫ জুন ২০২১ ২০:০৩482123আচ্ছা বই টা দাও। দেখছি।
এলেবেলে
অনেক ধন্যবাদ।
অপু
ঠিকঠাক। স্ত্রী ও মেয়ে করোনা থেকে সেরে উঠেছে। আমি নেগেটিভ ও ডাবল ডোজ পেয়ে গেছি।
এবং মুহুর্তে মাথায় ঢুকেছে অন্ধ রাষ্ট্রবাদের বিরুদ্ধে একটু ইয়ে করা আরকি। তাই আজ শেষ করলাম আর্থার কোয়েসলারের ডার্কনেস অ্যাট নুন; কাল ধরব ' ইয়োগী অ্যান্ড দ্য কমিশার'। ইতিমধ্যে পড়লাম ব্রহ্মসূত্রের দুটো ব্যখ্যা ও তাদের ডিবেট- শংকরাচার্য ও রামানুজ, নিরাকার ও সাকার।
আর অভ্যু এবং যদুবাবুর চক্করে দেখলাম ৪৫ বছর আগে একবার পড়া প্রোব্যাবিলিটি একেবারে ভুলে গেছি। তাই এলিমেন্টারি বই নামিয়ে রোজ সকালে একঘন্টা আঁক কষছি- ইন্ডিপেন্ডেন্ট ও ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, মিউচুয়ালি ইনক্লুসিভ ও এক্সক্লুসিভ ইভেন্ট ইত্যাদি। ক থাকলে খ এর সম্ভাবনা ও ভাইস ভার্সা এইসবএবং বেয়ার্স থিওরেম ও প্রসিকিউটরস বায়াস বুঝেই ছাড়ব।
এইভাবেই সময় কাটছে ভাই, বই পড়ে, অল্প লিখে এবং গান শুনে।
খারাপ সময় এভাবেই পার করব।
এলেবেলে | 202.142.***.*** | ১৫ জুন ২০২১ ১৯:২৭482121এক, মেম্বার না হলেও আইএসআইতুতো অনেক বন্ধু আছে তো রে বাবা। দেখবেন একটু চেষ্টাচরিত্তির করে। এই অধম বড়ই উপকৃত হয় তাহলে।
দুই, পেত্থম দিকে আম্মো অন্যদের দেখাদেখি আপনাকে 'বোতিন্দা' লিখেছিনু। তখন বিবুকে নিয়ে আপনি আমার ওপরে খচে ফায়ার। বেশ কাটা-কাটাভাবে বলেছিলেন "আ-মা-র না-ম ব্র-তী-ন"। সেই থেকে পুরো নাম লিখি। ফাউ হিসেবে একটি বাবুও জুড়ে দিইচি।
Apu | 2401:4900:314a:dfb9:9d27:941c:9a34:***:*** | ১৫ জুন ২০২১ ১৯:২২482120আমি অই এস আই লাইব্রেরির মেম্বার নই তো এলেবেলে দা । তাছড়া তুমি আমাকে ব্রতীন বাবু বলো। মেম্বার হলেও দিতাম না :))
এলেবেলে | 202.142.***.*** | ১৫ জুন ২০২১ ১৯:২০482119ব্রতীনবাবু, বরানগরের আইএসআই লাইব্রেরি থেকে একটা বইয়ের সফট কপি করে দিতে পারবেন? হাঁটু 'গেড়ে' বসে কৃতজ্ঞতা জানাব তাহলে।
এলেবেলে | 202.142.***.*** | ১৫ জুন ২০২১ ১৯:১৬482118কিন্তু 'মান্ধাতার বাবার আমল'টা আর্কাইভ থেকে নামালে একটা মিস হয়ে যাবে। করুণা প্রকাশনী বইটাতে যুবনাশ্বের বানান লিখেছিল 'যুবণাশ্ব'। এই যে

Abhyu | 47.39.***.*** | ১৫ জুন ২০২১ ১৯:১২482117ব্রতীন্দা স্মাইলিটা মিস করে গেলে :)
Apu | 2401:4900:314a:dfb9:9d27:941c:9a34:***:*** | ১৫ জুন ২০২১ ১৮:৫০482116কেউ এক জন দিয়ে দিয়েছেন । অনেক ধন্যবাদ।
রঞ্জন দা, কেমন আছো? আজকাল কী নতুন বই পড়লে?
Apu | 2401:4900:314a:dfb9:9d27:941c:9a34:***:*** | ১৫ জুন ২০২১ ১৮:৪৫482115অভ্যু, আমার লেখার ভুল। প্রোগ্রাম টা আছে ২১/৬ এ। প্রথমে জনা ১৫ যাবে ঠিক হয়েছিল। এসব ক্ষেত্রে যা হ য়ে থাকে তাই হয়েছে । অর্থাৎ পুরো দায়িত্ব টাই আমার। মোট কটা গাড়ি যাবে কলকতা থেকে , কে কার গাড়ি তে যাবে এই সব। :))
বিকেল অবধি দেখা গেল ৫ জন কনফার্মড । অবশ্য এখনো ক জনএর সাথে কথা বলা হয় নি
:-) | 182.76.***.*** | ১৫ জুন ২০২১ ১৮:৪৪482114https://archive.org/search.php?query=jubanashwa
এই যে রঞ্জনদার চিরকাল একটা হাঁটু গেঁড়ে বসে ...
অভ্যেস আর-কি !!
এলেবেলে | 202.142.***.*** | ১৫ জুন ২০২১ ১৮:০০482113রঞ্জনবাবু, যুবনাশ্বের দুটো বই-ই আমার কাছে আছে। যেহেতু 'পাঁচালি' লিখেছেন, তাই আজ রাতে মেল করে দেব!
ব্লগে এখন নিজেই এডিট করা যায় তো।
এলসিএম/হুতো
ফের ছড়িয়েছি। হারানো কোল্কাতার পর্বটি ৬ এর বদলে ৮ করে দেবেন প্লীজ?