চিন্তা করে দেখুন একবার, ৩৫ লাখ বছর আগে মানে তো সেই কীসব পিথেকাস টিথেকাসরা ছিলেন তখন!
৩৫ লাখ বছর!! যাক, "মান্ধাতার আমল" ব্যাপারটা ক্লিয়ার হল এতদিনে।
আরে ডিসি, আপনি কোথায়? সেই উহানের ল্যাবে টুপি থেকে জ্যান্ত বাদুড় ঝুলছে, এইসব ভিডিও নাকি বেরিয়েছে!!!!
কোথায় যেন কমেন্ট দেখলাম ভারতে আট হাজার বছর আগেই নাকি গ্যালিলিও, নিউটন ইত্যাদিদের করা আবিষ্কার টাবিষ্কার সব হয়ে গেছিল!!!!
আচ্ছা টইতে একটা লেখা দেখলাম রাজা মান্ধাতার বিষয়ে। সেখানে দেখি লেখক লিখেছেন মান্ধাতা নাকি ৩৫ লাখ বছর আগের এক রাজা। কথা হল হোমো স্যাপিয়েন্স প্রজাতিটাই তো লাখখানেক কি লাখদেড়েক বছরের পুরনো। তাহলে এইরকম ৩৫ লাখ বছরের গপ্পো লোকে সিরিয়াসলি লিখছে কী করে????
আহা! আনন্দবি-র দেওয়া এই "non soothing" ভিডিওটি ভারি উপভোগ্য! এরকম অপেক্ষাকৃত কম সুদিং জিনিসপত্র দেবেন মাঝেমধ্যে আমাদের মতন নাদানদের জন্য :-)
ইনস্ট্রুমেন্টের কথা যখন হচ্ছে তখন এটাও থাক। পরে অরণ্যদাকে একটা কথা জিগ্গেশ করব :)
আরেকজনের নাম দেখলাম সামলাই মুখার্জী। সাংঘাতিক সব নাম দেখি আজকাল। :-)
এই নামের বিষয়ে একমাত্র দইপায়ন বাবু হয়ত কিছু বলতে পারতেন।
একজনের নাম দেখলাম দৈপাল্য। এর মানে কী????
জয়তীৰ্থ র প্রথম দিককার একটা বৈরাগি এরকম আছে।.. একদম খাড়া নোট গুলো লাগছে অথচ ক্লিন তান পুরো আলট্রা স্পিড
মেহদি হাসান এখন আমার প্রিয়তম গজল গায়ক। এই আলোচনা ভালো লাগছে :)
ও আচ্ছা এই ব্যাপার :)
একটা ইনক্রেডিবল মিয়াঁ মাল্লার পেলাম ..... জাস্ট ৬ মিনিট এ সব ছারখার করে দিলেন
সতর্কীকরণ : খুব একটা eye soothing নয় ভিডিও টা , কিন্তু চোখ বন্ধ করলে অন্য লেভেল
পাতি আওয়াজ মারেন। যেহেতু জাকির ক্যালিফোর্নিয়াতে সেটল করেছেন আর জাকিরের ফ্যান ফলোয়িং বেশি সেজন্য। :-)
ভাটিয়ালি সঙ্গীতময় ! সুরে সুরে সুরময়। আহা।
টু গুড kc :) এই লস এঞ্জেলস ঘরানাটা কি ব্যাপার ? এ কি জাকির ভাই এর আমদানি ?
আহা আহা! একেই বলে সঙ্গত।
তরী খানের সব ভালো, শুধু কাহারবাকে বিশ্বভ্রমণ করাতে নিয়ে বেড়িয়ে যখন লস অ্যাঞ্জেল্স ঘরানা বলে জাকিরের ঢংয়ে বাজাতে শুরু করেন, একটু হালকা রাগমতন ফিল আসে। (ব্যক্তিগত মত)
হ্যাঁ পীর বক্স আর তারি খান এ দুজনের মধ্যে বেছে নেওয়া খুব মুশকিল (অবশ্য নিতেই হবে তার কোনো মানে নেই )
এই মুহূর্তে এক্সাক্টলি মনে পড়ছে না কিন্তু জব্ উস জুলফকি বাতে চলি র একটা ভার্সন এ গানের মাঝপথে পিয়ার বক্স সাহেব প্রায় দু আড়াই মিনিট পুরো অফ বীট এ লগ্গি বাজিয়ে গেলেন
মিঠুদিইইই
আবার দেখুন, মেহেদী সাহেবের সঙ্গে সব বিখ্যাত রেকর্ডগুলোতেই একদম 'খাপে খাপ পঞ্চার বাপ' করে বাজিয়ে গেছেন পীর বক্স। আলাদা করে খেয়াল করে দেখবেন, একই রিপিটেটিভ তেহাই, লগ্গি, এমনকি খানাপুরিও। কিন্তু কি দারুণ লাগে। আমার কাছে বেস্ট সঙ্গত। পীর বক্স সম্পর্কে খুব কমই জানা যায়, যদিও বেশিদিন আগেকার কথা নয়।
মনে করুন, 'আয়ে কুছ আবর অথবা ভুলি বিশরি চন্দ উমিঁদে অথবা ফুল হি ফুল, দিল তুঝে হুয়া কেয়া। একদম হ্যাকনিড ঠেকা তবুও কি দারুণ, কি সুন্দর।
yes স্যার।.. :)
এনার একটা আইটেম আছে যেটার chronological জার্নি ইউটুবে এ পাওয়া যায় ... গজাল টা ভূপালি টোরি আর কিছুটা বিলাসখানি টোরি র সংমিশ্রণ।..
একদম প্রথম এর রেকর্ড।..
তারপর এলো একটা ভ্যারিয়েন্ট ।।..লয় চেঞ্জ হয়ে গেলো
তারও পরে বড়ো ভার্সন
আর একদম শেষে প্রাইভেট মেহফিল উইথ ডিসেকশন
ব্যক্তিগত ভাবে আমি প্রথম টা টানা সাতদিন শুনে গেছি তারপর মনে হলো এবার বোধহয় মাথা খারাপ হয়ে যাবে ফলে বন্ধ করে দিলাম :)
আনন্দ, ওই ব্যাক টু ব্যাক আলীফটা লাইভ ইন লন্ডনে আছে।
As usual kc সুলভ বর্ণনা :)
মল্লিকার্জুন আমি সেই অর্থে খুব রিসেন্ট শুনতে আরাম্ভ করেছি .... কি ভয়ানক সুরেলা রে বাবা .... খুব কম গাইয়ে মনে করতে পারি যারা একবিন্দু পিছলে যাননি (আমার শোনামতে)।... ইনি তাঁদের একজন আর অবশ্যই বেগম আখতার
মেহেদী হাসন এর এই ভার্সন টা শুনেছি , কিন্তু আর একটা আছে (actually অনেকগুলো আছে) যেখানে উনি শেখাচ্ছেন কিভাবে দুটো ব্যাক তো ব্যাক আলীফ কে আলাদা করতে হয় এক্সপ্রেশনে কোনো কম্প্রোমাইস না করে
আর একটা ইন্টারভিউ তে উনি খালি গলায় শোলা থা গাইছেন আর তার composing এর জন্ম বৃত্তান্ত খোলসা করছেন .... এই লোকটার হারমোনিয়াম না হলেও চলে যেত .... এতটাই দখল ।..কতটা রিয়াজ করলে এই জিনিস হয়
আর আমরা সলিল বা সুমন এর এনালিটিক্যাল ক্ষমতা নিয়ে মুগ্ধ হই কিন্তু এই ইন্টারভিউ টা শুনলে মালুম হয় ইনি কতোটা দক্ষ ছিলেন সে ব্যাপারেও
এই সেই লিংক
লকডাউনে আক্ষরিকভাবেই প্রায় গত দেড় বছর ঘরে একা বন্দী। দুহপ্তা পরে এক হপ্তা শুধু আপিস যাই তাও চার ঘন্টার জন্য। হোম ডেলিভারিতে সাপ্লাই আনাই। জ্যান্ত কোনও মানুষের সঙ্গে সরাসরি কথা বলিনি প্রায় দেড় বছর, সব ওয়েবেক্স টিম ফেসটাইমে। মনে হয় সিরিয়াসলি, একা মহাকাশচারী হয়ে ভেসে বেড়াচ্ছি।
আমির খাঁ, BGAK, বিলায়েৎ, রবি, আলি আকবর, শামতা প্রসাদ সবাই পচে গেছেন। এখনও পচেননি মল্লিকার্জুন বুয়া আর মেহেদী হাসান। আর আর, ওস্তাদ তরী খান, কী হাত রে দাদা, জমে দই।
মেহেদী হাসানের একটা গান না চিপকালে পাপ হবে।
এটা কার্শিয়াঙের হোটেলের ব্যালকনি থেকে।
আমরা বেশ ঝকঝকে কাঞ্চন জঙ্ঘা পেয়েছিলাম। দার্জিলিঙের হোটেলের জানলা দিয়ে।
সঞ্জয় চক্রবর্তী ।