"সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে", এই সুদর্শন তো একরকমের প্যাঁচা বলে শুনেছিলাম।
যদিও প্রথম যখন এ লাইন পড়ি তখন মনে হয়েছিল এ কী অশৈরণ কান্ড! সুদর্শন চক্র উড়ছে সন্ধ্যার বাতাসে? ঃ-)
অভ্যু, নার্দার এক বড়দা ছিল বলছে তো! যমজ ভাইও ছিল? http://www.mandrakewiki.org/index.php?title=Narda
সবুজ-মাথা হাঁস আসে, ক্রীকের ধারে সবুজ মাঠে গাছের ছায়ায় বিশ্রাম করে ।
পাপিয়া। কোকিল না। পাপিয়া ডিম পাড়ে ছাতারের বাসায়।
ম :-)
আমার পুরনো অফিস ক্যাম্পাসে খুবি সজ্জন ও মিশুকে এক কায়োটি পরিবার ছেল
আমি বি এর দলে। গরীব মানুষ। আমাজন প্রাইম টাইম কিস্য নেই। ইউ টিউবে গিয়ে বাঙলা সার্চ মারি "উত্তম কুমার মুভিজ"। যা আসে তার থেকে বেছে বুছে এখনো দেখি নাই এমন একটা মুভি টুক করে দেখি নি। তার পরে উত্তম কুমার মুভি লিস্টি তে টুক করে একটা টিক মেরে দি।
তেজস্ক্রিয় আমাশাটা বাদ দিলেন তা বলেন?
এবারে হয়েছে :)
খেলা শুরু হলো, স্পেন সুইডেন
হয়নি হয়নি ফেল!
ডগা হল খুদে বৈজ্ঞানিকের কুকুরের নাম
যাহ! হল না! আচ্ছা তাহলে,
ভারিক্কিয় তামাশা,
তাতেও না হলে,
ন্যাতানোক্রিয় বাতাসা
আমাদের বাড়ির পাশেই আছে এক ট্রেইল। তাতে বড় জন্তু বলতে হরিণ, কায়োটি, ছোট শেয়াল এমনকি দুটি ময়ূরও আছে (তারা বরফে কেমন করে বাঁচে আমাকে জিগাবেন না, তারা আছে)।লোকে দলে দলে সেখানে স্বাস্হ্যরক্ষা করতে আসে। এক বন্ধু দম্পতি একদিন সেখানে একটু 'তাড়াতাড়ি সকালের দিকে' বেড়াতে গেছেন।নির্জন,মনোরম পরিবেশ।খানিকটা এগোনোর পর নাকি একটা বিকট গম্ভীর স্বরে কে ডেকে উঠলো। প্রথমে ওরা ভেবেছিলো দূরে হয়তো কোনও কুকুর ডাকছে।আর একটু এগোতেই আবার সেই ডাক।দুজনেই বিরাট বীর।কয়েকবার ঐ ডাক শুনে বাঘ, সিংহ অব্দি পৌঁছে গেছে।বৌ এর কদিন আগে পায়ে সমস্যা হয়েছিলো, তাই দৌড়ানো মানা।প্রাণ হাতে নিয়ে বর দিয়েছে জোরে দৌড়।একেবারে লোকালয়ে গিয়ে থেমেছে। বউ পা নিয়ে লেংচে লেংচে অনেক ফিরে এসেছে।দুজনে তারপর প্রায় মুখ দেখাদেখি বন্ধ হবার জোগাড়।পরে বোঝা গেছে, নিঝুম সকালে ব্যাং গলা সাধছিলো।
একদিন শেষ বিকেলে গেলাম পার্কে। সে পার্কের চারদিকে বেশ বাড়িঘর আছে। মধ্যিখানে একটা লেক।জেটিতে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছি। নিচে জলের মধ্যে অনেক মাছ আর কচ্ছপ।তাদের কান্ড কারখানা হাঁ করে দেখছি।একটু পরেই শুনি পাশে বিড়বিড় করছে, ইশ্, গা টা কীরম করছে, কি জঘন্য ব্যাপার, মাছ আর কচ্ছপ কিলবিল করছে, এসব হাঁ করে দেখে আনন্দও পায় মানুষ... তোরাও বাবা সব ( মাছ ইত্যাদি) এখানেই এসে জুটেছিস,সে অবশ্য একজন মুগ্ধ দর্শক পেয়েছিস ... পাত্তা না দিয়ে দাঁড়িয়ে আছি, হঠাৎ একটা পিলে চমকানো গম্ভীর আওয়াজ।দূর থেকে মনে হচ্ছে গর্জন।একটু পরপর হয়েই চলেছে। হাত ধরে হ্যাঁচকা টান,চলো চলো এ কী জায়গা। রাত্রে মনে হয় ডাইনোসর আসে...
একটাও মেলেনি। আরো ভাল করতে হবে
যাই হোক, "তেজস্ক্রিয় মাকড়শা" র সঙ্গে ছন্দ মিলিয়ে হতে পারে,
স্বয়ংক্রিয় বাদশা
নিস্পৃহ আমাশা
নিষ্ক্রিয় অমিতশা
সাপের লাস্ট নেম। ফার্স্ট নেম লাউ
আচ্ছা বলুন দেখি ডগা কার নাম?
টিম স্পাইডারম্যান গপ্পের গোড়ায়
তেজস্ক্রিয় মাকড়শা
সে তো সেই সারদা কেস, আর তারপরে নারদা কেস।
বাবা! এই লাল পোকাটা কি জিনিস
নার্দার বড় দাদার নাম সার্দা । এতো সবাই জানে
ডিসির দেওয়া মাইকেল ডগলাসের ইন্টারভিউ লিংক দেখে মনে পড়ল, নেটফ্লিক্সে কোমিনিস্কি মেথড দেখেছে কি ডিসি -
ন্যাশনাল এসোসিয়েশন অফ রিটেল ড্রাগীস্ট (NARD) এর হয়ে একটা বিি জ্ঞা প ন বানানোর সময় লি ফক এর মাাথায় নাম টা আসে। nard এর পর a যোগ করে দেন।
নার্দা র বাবার নাম দাদার নাম তো নয় হলো। নার্দার নাম নার্দা হলো কেন কে বলতে পারবে।
ওহ আমি সুদর্শন দেখি নি। থ্যাঙ্কু ল্যাদোষ। এই যে বীরবহুটি। ইনি অন্য।
সুদর্শন তো দিব্য দেখতে
আমাদের পাড়ার একটা ছেলে, দুর্বার বলতে গেলে বাদুর বলে ফেলত --- বাঁ দিক দিয়ে বাদুর গতিতে এগিয়ে চলেছেন বিদেশ বসু --
সে যাই বল, বাদুড় বা চামচিকার থেকে আরশোলাকে এনিডে বেটার দেখতে। স্পেশালি উড়লে।
উচ্চাকাংখী শামুক ঃ))
শামুক সমাজের ইতিহাসে হয়ত ইনি একদিন তেনজিং নোরগের সম্মান পাবেন।
সুদর্শন
আপনারা কোকিল আর কোকিলা নিয়ে আলোচনা করেছেন দেখলাম। এই গল্পটা শুনুনঃ