Abhyu | 198.137.20.25 | ১৪ জুন ২০২১ ২১:২৯
তাও ভালো জিজ্ঞেস করেন নি, আপনি কি সন্ধ্যার বাতাসে ওড়েন ?
চিপ্পা গত বছর দেখেছি। সেই মহাত্মা গান্ধী মেট্রোর পাশ থেকে রাতের উত্তর কোলকাতা আর জন্মদিনে বাবাকে খুঁজতে বেরিয়ে পড়া ফুটপাথবাসী ছেলেটার গল্প তো? ভাল লেগেছিল।
সবটা দেখ।
যাগ্গে বলেই দি, ম্যানড্রেকের প্রেমিকা নার্দা হল কোকেন দেশের রাজকুমারী আর ক্যাপটেনের নাম হল আর্চিবল্ড হ্যাডক
লিংটা দে না রে বাবা
আমি বাড়ি থেকে দেখছি, স্ট্রিমিং সার্ভিস সব জায়গা থেকেই দেখা যাওয়া উচিত, নেট চাই শুধু
ইন্সপেক্টর কলস - দেখেছি -
আমাজন প্রাইম থাকলে আমি রেকো দিলাম - অ্যান ইন্সপেকটর কলস (BBC) নইলে এখানে https://vimeo.com/498329477
আমি দেখলাম একটা সিনেমা - পিংকি ফারার - এরকম কিছু নাম। তাতে পরিবর্তন ব্যাংক নামে এক জালি ব্যাংকের গপ্পো আছে।
আমাদের আপিসে বলেছে, কোভিড ভ্যাকসিনেশন কার্ড এর ছবি ফোনে তুলে পোর্টালে আপলোড করতে।
গত বছরের অতিদীর্ঘ রেসিডেন্সিয়াল ভাটের সূত্র ধরে আমি হুচিটিমকে চিপ্পা রেকো করলাম (পূর্ণ অথবা আংশিক, আমি আর্ধেকটা দেখেছি, বাকি আর্ধেকটা ভালো না হলে কোম্পানী দায়ী নহে)।
কেউ বলতে পারলো না তো কোকেন নামের দেশ কেন বিখ্যাত? হুঁ হুঁ বাবা :)
নেটফ্লিক্সে চিপ্পা নামে একটা সিনেমা দেখছিলাম, পুরোটা দেখিনি, মাঝপথের পর একটু বোর হয়ে গেছি। কিন্তু মনে হলো চমৎকার সিনেমা।
বাড়ি থেকে পালিয়ের একটা অন্য দিক মত বলা যায়।
খেলা দেখছিস কী করে? আপিসে বসে ফ্রীতে অনলাইন দেখা যাবে?
একটা অনুরোধঃ
কেউ কি যুবনাশ্ব নামে লেখা মণীশ ঘটকের "পটলডাঙার পাঁচালি" বইটির পিডিএফ লিং দিতে পারবেন? একটু দরকার ছিল।
@নমস্কার,
"একটা সাইটের সমস্ত ইউজার যদি ব্যক্তিগত অবস্থান ও পরিচয়ের বাইরে বেরিয়ে শুধু বক্তব্যের মেরিটের নিরিখে ইন্টার্যাকশন করার ম্যাচিওরিটি দেখাতে পারেন, তবে এই চেনা অচেনা দুই নিকের প্রয়োজনীয়তা ও বাহুল্যই ফুরোয়। চেনা লোকের সাথে আড্ডা দেওয়া আর চেনা বা অচেনা লোকের সাথে নৈর্ব্যক্তিক তর্ক বা আলোচনা চালানো দুটো যে ভিন্ন জিনিস সেটুকু অ্যাপ্রিশিয়েট করার জন্যেও মিনিমাম সাইবার ম্যাচিওরিটি প্রয়োজন"।
--চমৎকার বলেছেন; হক কথা। এরপর কোন কথা হয় না।
হুতো বলল না উটপাখি আর বক একই? তো সেই রকম লাকি লুক জিগ্গেশ করেছিল হাতিতে কি করে চড়তে হয়।
খেলা শুরু হয়েছে। পোল্যান্ড স্লোভাকিয়া
তবে সিজন সিরিজ সিরিয়ালই যদি বলেন তো আমি এক টার্কিশ টিভি সিরিজের প্রেমে হাবুডুবু খাচ্ছি, বেরতে পারছিনা। বলা ভাল, তার বাংলা ডাবড ভার্শনের। ইতিহাস গল্প পাত্রপাত্রী সেট আর সবার উপরে কী ভাল বাংলা!!
তবে সিজন সিরিজ সিরিয়ালই যদি বলেন তো আমি এক টার্কিশ টিভি সিরিজের প্রেমে হাবুডুবু খাচ্ছি, বেরতে পারছিনা। বলা ভাল, তার বাংলা ডাবড ভার্শনের। ইতিহাস গল্প পাত্রপাত্রী সেট আর সবার উপরে কী ভাল বাংলা!!
তবে
আরে! কী কান্ড! কেমনে ব্যাটা অভ্যুও আমার মনের প্রশ্ন জানতে পেরেছে!
আমি সহজ প্রশ্নই করি।
কোকিলা কি সুশীলা হতে পারেন না? দুঃশীলা হবেন, এমন ধরে নেওয়ার কারণ?
আরো কঠিন প্রশ্ন, কোকিলা কি সুশীলা হতে পারেন না?
আমার বাবাকে ব্যাঙ্কের সামনে এক ভদ্রমহিলা প্রশ্ন করেছিলেন - আপনি কি সুদর্শন? বাবা বলে - আমার তো তাই ধারণা কিন্তু মুশকিল কি জানেন, আমার স্ত্রী কিছুতেই সেটা মানতে চান না!
আচ্ছা কঠিন প্রশ্ন করি - ক্যাপ্টেন হ্যাডকের আসল নাম কী? আর কোকেন কোন দেশের নাম?
আধারের সঙ্গে কোভিড ইমিউনিটি স্টেটাসকে জুড়ে দেওয়া অত্যন্ত জরুরি হয়েপড়েচে | এবারথেকে সর্বত্র যাতায়াত কত্তে কোবিদ হয়েছে কি হয়নি - ভ্যাক্স হয়েছে কিনা -লাস্ট টেস্টিং ডেট ইত্যাদি জানা দরকারহবে | এর কোটি দোকুমেন্ট নিযে ঘুরবে মানুষ | আধার স্ক্যান করলেই জেনো সব জানা যায় | অপ্সনালরাখুক যার ইচ্ছে আলাদা ডকু নিয়ে ঘুরুক |
একটা প্ল্যাটফর্মে থাকলে নোটি পেতেও সুবিধে হবে | ট্রাভেল প্ল্যান করা যাবে | প্রচন্ডএলোমেলো অনপ্ল্যানড চলছে সবকিছু | মানুষ ভয়ে মুভ করা বন্ধ কল্লে ইকোনমি গাধার গাঁড়ে | অনলাইন এ হয় কি নাহয় তো পরের প্রশ্ন | ফেজ বই ফেজ ওপেন করতেগেলেওতো ইন্টিগ্রেটেড প্লাটফর্ম দরকার | সরকারের কাছে সমস্ত ইনফ্রা আচে জবরদস্তি না করলে ইম্প্লিমেন্টেশনেও চাপ হওয়ার কথা নয় |
সুশীলা আর কোকিলা গুলিয়ে ফেলেছে। কি অবস্থা
এইরে রসুড়ে মে কি সুশীলাবেন রাশিকে বকাবকি করছিলেন, কোকিলাবেন না?
বাঁটুলের পোষা উটুঃ)
বললে বিশ্বাস করবেন না, হুতোদাকে ব্রাত্য হিসেবে চিনে ফেলার পর পরই কারেন্ট চলে গেল। এর পরে আর কোন সন্দেহ থাকেনা। বক কে বক কচ্ছপ কে কচ্ছপ হয়ে গেছে একেবারে।
অভ্যু বাটুঁল থেকে সোজা সোজা প্রশ্ন করছে।
কোকিলাবেন সিরিয়ালের চরিত্র? আম্বানিদের মা না?
বলুন দেখি উটু কার নাম?