আচ্ছা, কোকিল কী বলল জানিয়ে দেবেন।
ছাতারে কী বলল, সেটা কি হুতো জানতে পারবেন?
লজ্জা করে লিখবেন না কেউ, এক্সট্রা পাতা লাগলে চেয়ে নেবেন।
দ দি তাই দেখছি :d
ডিসি-ই দশ নম্বরের প্রবন্ধ হয়ে গ্যালেন দেখছি।
ডিসি তো দেখি যাকে বলে টক অব দ্য টাউন হয়ে উঠেছে। :-)) :-p
এসএমকে,
"কেউ উলটো পালটা বললে বা খিস্তিখেউড় করলে আপনি প্রতিবাদ করুন, যেমন অনেকে করেন। যে যাই বলুন, বেশ কিছু প্রতিবাদ বা পালটা খিল্লি (খিস্তি নয়) করলে প্রথম জনের ঝাঁঝ কমে আসে এবং ক্রমশঃ বন্ধ হয়। সে তাঁরা আমার ওসব সমালোচনায় কিছু যায় আসেনা বলে মুখে যাই বলুননা কেন"।
--এর মানে কি "আপনি ভয়ানক প্রতিবাদ করলেন,এতে নাকি গুরুর সমূহ ক্ষতি হতে পারে" ? নাকি প্রতিবাদ করলে ফল হয় বলা? অ্যাডমিনদের হস্তক্ষেপের বিরুদ্ধে বলা মানে পাঠকদের প্রতিবাদের বিরুদ্ধে বলা? হাসালেন মশাই।
কোকিলের দেখা পেলে হবে না, কোকিলার দেখা পেতে হবে। তাও লাভ হবে বলে মনে হয় না, মান্না দে তো শুধিয়ে দেখেছিলেন।
দেখুন একটা শুধুমাত্র বাংলায় পড়া ও লেখার সাইটে যারা দীর্ঘদিন উপস্থিতি ও স্মৃতিসম্বল মন্তব্য বাংলায় টাইপ করে করেন, তারা যদি খিস্তিও করেন তবে সেটা প্রকৃতপ্রস্তাবে একজন ইউজারের সম্পূর্ণ দায়িত্ব নিয়ে করা খিস্তিই। তার নির্দিষ্ট র্যাশনেল ও রিজনিং থাকে; এমনকি কথা ও যুক্তির পিঠে কথা সাজানোর বা যুক্তি দেওয়ার মতো সময় ও সজ্ঞান সক্ষমতাও থাকে। এদের অন্ধকারের জীব বেনামী মেরুদণ্ডহীন নিননিছা অজ্ঞাতকুলশীল বায়ুভূত স্বয়ম্ভু যা খুশি বলে নিজের কাছে এ প্রশ্ন বা খিল্লি বা খিস্তির জবাব দেওয়ার দায়মুক্ত থাকতে পারেন, আপনার নিজের মানসিক শান্তি ও স্বস্তির জন্য সেটা ফলপ্রসূই হয়ত। কিন্তু দিনের শেষে তাদের থেকে আসা প্রশ্ন বা মন্তব্যগুলোও তাদের খিল্লি ও খিস্তির মতোই দায়িত্বশীল প্রশ্ন বা মন্তব্যই; নিক চেনা না অচেনা - তার সাথে সঙ্গতিবিহীন। এ ঠিক চলতি বাস বা ট্রেনের জানলা থেকে ছুঁড়ে দেওয়া থুতু বা পানের পিকের দায়িত্বহীনতা নয়। মানে দায়িত্বজ্ঞানহীন মন্তব্যগুলিও দায়িত্বশীল দায়িত্বজ্ঞানহীনতাই।
উদ্দিষ্ট ব্যক্তি আর তার কার্যকলাপ যখন সাইটে সর্বসমক্ষে উন্মোচিত, তখন তার প্রাপ্য প্রশংসা বা খিস্তিও তাইই। সেটা চেনা নিক এর চেনা লোকের থেকে এল না অচেনা নিকের পিছনে থাকা চেনা বা অচেনা লোকের থেকে এল - পুরোটাই অপ্রাসঙ্গিক। শুধুমাত্র বক্তব্য বা মন্তব্যটাই প্রাসঙ্গিক। প্রতিযুক্তি বা উত্তর বা আক্রমণ শানাতে প্রতিপক্ষের পরিচয়, অবস্থানগ্রহণ বা পক্ষাবলম্বনের ইতিহাস কি মুদ্রাদোষ জানা জরুরি হয়ে পড়লে তা আপনার নিজের দুর্বলতা। ইগনোর করা বা উত্তর না দেওয়াকে অপরিচিতির সুবিধা হিসেবে ব্যবহার করতেই পারেন, তবে বোঝা দরকার, তাতে বিশেষ অ্যাডভান্টেজ পাওয়া যায় না, কারণ প্রশ্নটা বা মন্তব্যটা তার নিজস্ব মেরিটেই সাইটে থেকে যাবে। অপরিচয়ের অজুহাত খুঁজে আপনার নিরুত্তর পলায়নপ্রবৃত্তিটাও।
ইন্টারনেট ব্যবহারের ম্যাচিওরিটির সাথে অ্যানিনোমিটির প্রয়োজন ও দায়িত্ব বোঝার দরকার আছে। একটা সাইটের সমস্ত ইউজার যদি ব্যক্তিগত অবস্থান ও পরিচয়ের বাইরে বেরিয়ে শুধু বক্তব্যের মেরিটের নিরিখে ইন্টার্যাকশন করার ম্যাচিওরিটি দেখাতে পারেন, তবে এই চেনা অচেনা দুই নিকের প্রয়োজনীয়তা ও বাহুল্যই ফুরোয়। চেনা লোকের সাথে আড্ডা দেওয়া আর চেনা বা অচেনা লোকের সাথে নৈর্ব্যক্তিক তর্ক বা আলোচনা চালানো দুটো যে ভিন্ন জিনিস সেটুকু অ্যাপ্রিশিয়েট করার জন্যেও মিনিমাম সাইবার ম্যাচিওরিটি প্রয়োজন।
ভালো কথা, ব্রতীনের চায়ের ঠেক না ওই নামের একটা গুরুর প্রতিস্পর্ধী অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছিল না এককালে? আছে সেটা এখনো?
এস এম,
আপনি অনেকদিন আসেন না, এবং অমনোযোগী পাঠক। তাই দায়িত্বজ্ঞানহীনের মত কমেন্ট করেছেন।
নাহলে দেখতেন যতবার পিটিকে গাল দেয়া হয়েছে , এমনকি ইদানীং ইলেকশানের আগে এবং পরে, প্রত্যেকবার লাগাতার প্রটেস্ট করেছি। সন্তোষ ব্যানার্জি যতবার পিটি বা এলেবেলেকে গাল দিয়ে উগ্র পোস্ট করেছেন -সমানে কাউন্টার করেছি। এমনকি যারা ভাটের পাতায় পিটির ছাগল বলা ইত্যাদি নিয়ে ওনাকে গাল দেয়া জাস্টিফাই করেছেন, বা মাস্টার বলে ইয়ার্কি মেরেছেন -প্রত্যেকবার বলেছি-ব্যক্তি আক্রমণ না করে বিষয় নিয়ে বিতর্ক করতে।
এও বলেছি, আমার পিটির বা অন্য কারও মতামত ভুল বা কখন কখনো হাস্যকর মনে হলেও তাঁকে গালি দেয়ার সবসময় বিরোধিতা করব। আর আমিই বা সবসময় ঠিক তাতো নয়!
আর প্রতিবাদ করলে গুরুর 'ক্ষতি' হতে পারে? এমন হাস্যকর বক্তব্যটি কার? না আমার, না অ্যাডমিনদের কারও। প্রতিবাদ সবসময় কাম্য, পুলিশি বা অ্যাডমিনদের হস্তক্ষেপ, অন্ততঃ ভাটে নয়। যদিও আমি নিজে একবার সন্তোষ বাবুর গালাগালির বহর দেখে ধৈর্য হারিয়ে অ্যাডমিনদের বলেছিলাম ওনাকে ওয়ার্নিং দিতে।
এপ্রিল-মে মাসের পোস্টগুলো দেখে নিজেই বলুন ঠিক বলছেন কিনা!
ছিদ্রান্বেষী,
একটি পোস্ট চেরিপিকিং না করে এর পর অভ্যুর পোস্ট এবং আমার জবাবী পোস্টগুলোও তুলে দিন, তবে ওই পোস্টের ব্যঙ্গটি বুঝতে পারবেন এবং ওই বাক্যের শেষে বিস্ময়সূচক চিহ্নের তাৎপর্যটিও।
তবে এটুকু বুঝলাম, অন্যান্য পাখিদের সান্ধ্য আলোচনায় এই নিয়েই কথা হয়ঃ কোকিল হইতে সাবধান!
"এসব প্রশ্নের উত্তর হয়তো পেপারগুলো ভাল করে পড়লে জানা যেত, তা কেউ জানলে বলুন না! "
শুধু কাগজ পড়লে কি আর এসব জানা যাবে? তাচ্চেয়ে একটা কোকিলকে জিগ্যেস করলে হয়। আমি যদি কোকিলের দেখা পাই তো সবকিছু জেনে পোস্ট করে দেবো।
আমার দুটো ছোট প্রশ্ন। প্রথম টি lcm কে।গুরু কি কখনো কারো পোষ্ট ডিলিট করে না?
দ্বিতীয় প্রশ্ন,রঞ্জন বাবু কে।জনৈক সন্তোষ বাবু,বিভিন্ন রাজনৈতিক নেতাদের কাঁচা গালা গালি দিয়ে লিখতেন। আপনি ভয়ানক প্রতিবাদ করলেন,এতে নাকি গুরুর সমূহ ক্ষতি হতে পারে। ফেয়ার এনাফ। আপনি গুরুর হিতৈষী ব্যক্তি।
কিন্তু পিটি কে অকথ্য গালা গালি করলে সেবেলা, চলতা হ্যায়!!
আচ্ছা, কোকিল কি শুধু কাকের বাসায় ডিম পাড়ে নাকি ছাতারে পাখির বাসাতেও?
একটা ভিডিও দেখলাম হো আ তে, একটা বড় সাইজের পাখিকে একটা ছোট পাখি মুখ হাঁ করিয়ে নানা খাবারদাবার খাইয়ে যাচ্ছে। তার সঙ্গে লেখা এই বৃদ্ধ অশক্ত পাখিকে কেমন অন্য পাখি দেখছে!
এবার সে দেখে কেউ কেউ বলছে ওটা মোটে বৃদ্ধ পাখি নয়, ছানা কোকিল। তাকে তা দিয়ে ডিম থেকে ফুটিয়েছে যে ছাতার, সে নাকি খাওয়াচ্ছে!
আবার বলেছে কোকিলের ডিম মাত্র ১২ দিনেই ফুটে যায়, তখন ওই ছানা কোকিল অন্য ডিম বা বাচ্চা বেরলে তাদের বাসা থেকে ফেলে দেয়। তো তারপরেও ছাতারে মা এতই মহানুভব যে কোকিলকেই পেটের সন্তানজ্ঞানে মানুষ করে!
এটা সত্যি?
যাহোক, একটু খুঁজতে গিয়ে দেখি কতরকমের স্টাডি আর পেপার, কোকিল নাকি ঘুরে ঘুরে পড়শিদের সব বাসা চেক করে, যে বাসার ডিমের সঙ্গে সবচে বেশি মিল, তাতে পাড়ে নাকি। তা কী রঙ্গের ডিম হবে আগে থেকেই জেনে যায়, পাখিদের ডিম কি ব্যাচ টু ব্যাচ ভেদে আলাদা রংের হয়, আর যদি না ই হয়, তাহলে তো ওদের জানারই কথা কোন পাখির ডিমের সঙ্গে ওদের ডিমের চেহারা রং এ সবচে মিল, তাদের কাছে গেলেই হয়। এসব প্রশ্নের উত্তর হয়তো পেপারগুলো ভাল করে পড়লে জানা যেত, তা কেউ জানলে বলুন না!
আর আডাল্টের চেহারার মিল থাকতে হবেনা? কাকের বাসায় তো সেজন্যই পাড়ে জানতাম!
আমার পাড়ায় কোকিলের উৎপাতে অস্থির। মেয়ে কোকিলগুলো যেমন দেখতে হিংস্র তেমনি তীক্ষ্ণ ডাক। ওদিকে এই বার দেখছি ছাতারে পাখির ঝাঁক আর আসছে না। পাশের বাড়ির রেসিডেন্ট বেজীটির দুটি ছানা হয়েছে, আক্ষরিক অর্থেই মায়ের ল্যাজে ল্যাজে ঘুরে বেড়ায়।
এই প্রশ্নটা আগেও দু'বার করে উত্তর পেয়েছি কিন্তু কলকাতা ছাড়লেই ভুলে যাই - সন্ধ্যেবেলা ছোট ছোট কালো কতগুলো পাখি খুব জোরে এলোমেলো ওড়ে - ওগুলো যেন কী পাখি?
ঠিকই আছি অভ্যু।বিকেলে পার্কে গিয়ে কচ্ছপ, হুমদো কোলাব্যাং আর হাঁসদের চরিত্র সম্পর্কে জ্ঞানলাভ করছি!তোমরা?
পাবলিক ফোরামে গালাগাল কাউকেই দেয়া উচিত নয়, সে পিটিই হোন বা এস এম। তবে ছাগোল, বাঁদর ঝোলাবীচি --এগুলো বোধহয় আজকাল গালির মধ্যে ধরা হয় না-- যেমন শালা বা বাল!
আমি যদ্দূর বুঝি, ভাটে গড়পড়তা লোকজনের রুচিবোধই রক্ষাকবচ। তা না করে মর্যাল পুলিশ বা কিছু ফিল্টার( অমুক অমুক শব্দ ব্যবহার করলে পোস্ট বাতিল, যা কোন কোন সাইট করে থাকে) লাগালে গুরু আর গুরু থাকবেনা , ভাট তার অ্যানার্কিস্ট চরিত্র এবং আকর্ষণ হারাবে।
কেউ উলটো পালটা বললে বা খিস্তিখেউড় করলে আপনি প্রতিবাদ করুন, যেমন অনেকে করেন। যে যাই বলুন, বেশ কিছু প্রতিবাদ বা পালটা খিল্লি (খিস্তি নয়) করলে প্রথম জনের ঝাঁঝ কমে আসে এবং ক্রমশঃ বন্ধ হয়। সে তাঁরা আমার ওসব সমালোচনায় কিছু যায় আসেনা বলে মুখে যাই বলুননা কেন।
একদম গ্রামার মেনে শুদ্ধ বামুনগিরি ( এখানে জাতিসূচক নয়, হেজিমনি সূচক) কাম্য নয়। আমার নিজের আচরণ সব সময় র্যাশনাল হয়না।
একসময় দু'একজন এসএমকে 'ঝোলাবিচি' বলে উপহাস করত, বিরক্ত লেগেছিল। পরে ভয় ধরল। আমিও বয়স্ক, নিজেকে পরীক্ষা করে নিশ্চিত হলাম--এটা স্টেটমেন্ট অফ ফ্যাক্ট' নয়। তারপর কড়া প্রতিবাদ করলাম।
আমি যদ্দূর বুঝি, ভাটে গড়পড়তা লোকজনের রুচিবোধই রক্ষাকবচ। তা না করে মর্যাল পুলিশ বা কিছু ফিল্টার( অমুক অমুক শব্দ ব্যবহার করলে পোস্ট বাতিল, যা কোন কোন সাইট করে থাকে) লাগালে গুরু আর গুরু থাকবেনা , ভাট তার অ্যানার্কিস্ট চরিত্র এবং আকর্ষণ হারাবে।
কেউ উলটো পালটা বললে বা খিস্তিখেউড় করলে আপনি প্রতিবাদ করুন, যেমন অনেকে করেন। যে যাই বলুন, বেশ কিছু প্রতিবাদ বা পালটা খিল্লি (খিস্তি নয়) করলে প্রথম জনের ঝাঁঝ কমে আসে এবং ক্রমশঃ বন্ধ হয়। সে তাঁরা আমার ওসব সমালোচনায় কিছু যায় আসেনা বলে মুখে যাই বলুননা কেন।
একদম গ্রামার মেনে শুদ্ধ বামুনগিরি ( এখানে জাতিসূচক নয়, হেজিমনি সূচক) কাম্য নয়। আমার নিজের আচরণ সব সময় র্যাশনাল হয়না।
একসময় দু'একজন এসএমকে 'ঝোলাবিচি' বলে উপহাস করত, বিরক্ত লেগেছিল। পরে ভয় ধরল। আমিও বয়স্ক, নিজেকে পরীক্ষা করে নিশ্চিত হলাম--এটা স্টেটমেন্ট অফ ফ্যাক্ট' নয়। তারপর কড়া প্রতিবাদ করলাম।
আ হা ইয়াহু চ্যাট এর অভিজ্ঞতার বিকল্প হয় না
র২্হ,
ওকে, এটা দেখতে হবে।
২০০৮ বা ৯
দ,
ব্ল্যাংকের শিকাগোর লেখাটা আমি খুঁজেছি, ওটা পেলাম না। নানারকম কিওয়ার্ড দিয়ে টই/বুলবুল বিভিন্ন জায়গায় দেখেও পেলাম না। ওটা কত সাল নাগাদ লিখেছিল মনে থাকলে বোলো।
এসেমবাবু, আমার বারবার পোস্ট করতে ভালো লাগে :)
এসেম,
আপনার বক্তব্য বোঝা যাচ্ছে না। এখানের পলিসির কোনো গপ্পো নেই।
আমি এই মুহূর্তে sm নাম নিয়ে কিছু গালিগালাজ পোস্ট করতে পারি। যে কেউ যে কোনো নাম নিয়ে পোস্ট করতে পারে। এটা সিস্টেম - আটকানোর কোনো ব্যাপারই নেই - এর সঙ্গে পলিসির কিছু নেই।
লগড-ইন ইউজার হলে একই ব্যাপার - আমিই sm নাম নিয়ে দশটা ইমেইল থেকে থেকে দশ খানা অ্যাকাউন্ট খুলতে পারি, এবং, যা খুশি পোস্ট করতেই পারি। এটাও সেই সিস্টেম - আটকানোর ব্যাপার নেই। ফেসবুক বা হোয়াটসঅ্যাপ ও পারছে না।
গুরু তো ঠিক আছে, চলছে। আর লোকজন ওরকম দিনের পর দিন ভাটিয়ালি করতে পারেন নাকি - ফ্রিকোয়েন্সি বাড়ে কমে। অনেকে এক এক সময় কয়েক মাস খুব পোস্ট করেন, আবার পরে আসেন - এ খুবই স্বাভাবিক।
এখন যেমন খেরোর খাতায় অনেক লেখা আসছে, এখন ৫৮ পাতা দেখাচ্ছে, তো ধরো পাতা প্রতি ২০টা হলে, ১১০০ এর ওপর লেখা, এবার ধরো এর মধ্যে ঐ সব সার্ভে কিছু আছে -- আপনি কি আঁতেল - এই সব -- ওগুলো বাদ দিলেও অনেক লেখাই আসছে ---
লোকজন কমেন্ট করছে না তেমন। এটা একটা ব্যাপার - কি করে লোকজনকে দিয়ে দু লাইন কমেন্ট করানো যায়। বুলবুলভাজা আর ব্লগের অনেক লেখা ফেসবুকে শেয়ার হচ্ছে, ফেসবুকে শেয়ার কাউন্ট দেখা যাচ্ছে, যদিও ওতে কিছু ঘাপলা আছে হয়ত, সব শেয়ার কাউন্ট ঠিক আসে না। আর হোয়াটসঅ্যাপের শেয়ার কাউন্ট তো জানা যায় না।
হুতো,আপনার মূল বক্তব্য তো জানা হয়ে গেছে। বার বার পোষ্ট করছেন কেন? ডিসি র কিছু পোষ্ট দেখুন। এতে যদি গুরুর সাইটের মর্যাদা না যায়, কি সে যাবে?
কিছু লোক একতরফা গালা গালি দিয়েই যাবে? এঁদের সংখ্যা তো হাতে গোনা! ভিন্ন ভিন্ন নিক থেকে লিখে থাকলেও।
এডমিন আপত্তি কর পোষ্ট ডিলিট করতেই পারে। ডিলিট করা পোষ্ট গুলো,অপত্তির্কর পোষ্ট বলে, আলাদা কোন টই খুলে রেখে দিতে পারে।
পলিসি টা জানতে আপত্তি কোথায়?
এই ল্যাদোশ একটা কাজের কাজ করো না। ব্ল্যাঙ্কির শিকাগো ভ্রমণের টইটা খুঁজে দাও না।
হাহা, না না, আমি ব্যক্তিগত মেসেজ পাই না, অফলাইনে আমি ব্রাত্য :)
আইপি অ্যাড্রেস - ও বাবা! এই ভার্সান সিক্স থেকে যা গাম্বাট সাইজের সব আইপি আসছে - এ জিনিস দেখেই বা কি হবে।
ধুর ধুর!