তোর সাহস থাকলে নিজের নাম থেকে লেখ। দরকার হলে তোর আইপিআড্রেশ সমেত সব কিছু এখানে প্রকাশ করবো। একটু কথা বলে নিতে হবে এলসিএম দার সাথে ডায়নামিক আইপি ট্রেস করার উপায়।
আমি আজ অবধি কাউকে তেল দিই নি। ভবিষ্যতেও দেবো না।
পিটির মত দুকানকাটাকে নিয়ে অত ভাবার কি আছে? মিথ্যে কথা বলে একটু প্যাঁচে পড়েছিল তাই দুদিন গা ঢাকা দিয়েছে। মমতার খুঁত পেলেই ঢ্যাক ঢ্যাক করে আসবে।
ব্রতীন ছাগল একের পা চেটে অন্যকে দমিয়ে রাখার প্যাঁচ খেলার চেষ্টা করে বরাবর। তবে এমনই ছাগল যে পাতি গোদা বাংলায় লেখা পড়েও বোঝে না কী মানে। এই সেদিন এলবোকে বলল নিজের লেখার লিং দিয়েছে। ওদিকে সেসব নেই পড়ে নি বোঝে নি ধরিয়ে দিতেই চেপে গেল।
এমন বৃষ্টি বাদলার দিনটা এলবো আট্টু লাফালাফি করবে না? দুরদুর।
হ্যালু
ডিসি নিজের দল মানে সিপিএম এর হারের জ্বালা সইতে না পেরে পিটিদাকে গাল দেন!!
ব্রতীনদার পোস্টটার প্রায় একটা লাইনের মানেও ঠিকঠাক বুঝলাম না। তোমার কি আবারো চশমা গেছে? ঃঃ(-
বহুদিন থেকেই ভাবছিলাম।আজ আমি পিটি দা কে কল করেছিলাম সকালে। অনেকক্ষণ কথা হল।
আমি পিটি দা কে স্পষ্ট বললাম দেখো ডিসির মতো পাবলিক থাকবে। যারা নিজের দলের হার টার জ্বালা অন্য কে গালাগালি দিয়ে ভেন্ট আউট করতে চায়।
কাজেই ডিসি যদি বার বার বারণ করা সত্ত্বেও পিটি দা "হারামী" বলে, সেটা কে আমি ডিসি র "মহানুভবতা" বলেই মেনে নেবো।
আর কিছু লোকের "সিলেক্টিভ আমনেশিয়া" তে বিস্ময় প্রকাশ করবো :)))
ওই দুটো টেস্টের কথা আমি বলেছিলাম সুতরাং আমি যদি কোনো ভুল পরামর্শ ও দিয়ে থাকি, b কে দোষী করতে চাই না।
আরেকটা কথা বলব যে বেশি করে জল খাওয়া এই সময় খুব দরকার। আমার যখন হয়েছিল ভীষন গলা শুকিয়ে যেত, শরীর ও খুব ডি হাইড্রেট হয়ে যাচ্ছিল। জল এবং electral ors এগুলো খুব দরকার।
রমিত, বি এবং পাই দেখা যাচ্ছে সবই বলে দিয়েছেন।
আমি তবু বি'র কথা ধরে জোর দিচ্ছি সি আর পি এবং ডি ডাইমার টেস্ট (রক্ত পরীক্ষা)র জন্য। অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী। আমার স্ত্রী ও মেয়ের ক্ষেত্রে ওই দুটো টেস্ট ডাক্তারকে কোর্স অফ ট্রিটমেন্ট ঠিক করতে খুব সাহায্য করেছে।
ওরা সেরে উঠেছে । আজ ডাক্তার আমাদের হোম আইসোলেশন (যে যার নিজের ঘরে থাক এবং খাও, সামনে এলে মাস্ক পরে এসো) থেকে মুক্তি দিলেন। দেড় মাস লাগল।
এই দেখলাম। সবাই তো বলেই দিয়েছেন। ডাক্তার দেখছেন যখন একেবারেই তাঁর কথামত চলুন।
এবারে rt pcr নেগেটিভ বেশ কিছু কেস এসেছে, সেক্ষেত্রে ডাক্তার সিটি স্ক্যান করিয়ে নেন বা উপসর্গ অনুযায়ী চিকিতসা করেন, অনেক ক্ষেত্রেই কোভিড ধরে নিয়ে। তাই আইসোলেশনে রাখা ভাল, অবশ্যই।
হোম আইসোলেশনের রিভাইসড মিনিস্ট্রি গাইডলাইন আছে, এখানে pdf কীকরে শেয়ার করব জানিনা, নেটে এটা লিখে সার্চ করলে পেয়ে যাবেন। যিনি আইসোলেটেড তিনি কী কী করবেন, বাড়ির অন্যেরা কে কীভাবে সব লেখা।
অক্সিজেন মনিটরিং কয়েক ঘ্ণটা বাদে বাদে করার কথা আর ৯৫% এর নিচে নেমে গেলে ( অক্সিমিটার কীভাবে দেখতে হবে, কোন রিডিং নিতে হবে, রিডিং কম এলে কীভাবে ভেরিফাই কর্তে হবে৷ সব বলা আছে), বা প্যারাসিমল নিয়েও জ্বর না নামার কোন পরিস্থিতি বা আর কী কী থাকলে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করে রাখতে হবে, সেও বলা আছে।
আশা করি, তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন।
এলেবেলে, আপনার স্ত্রীকে আলাদা রাখুন আইসোলেশানে। এবার বাকীরা যেমন বলেছেন এবং ডাক্তার যেমন বলবেন সেইভাবে মনিটার করুন। আরটিপিসিয়ায়ার তিনবার নেগেটিভ আসার পরেও সিরিয়াস অবস্থা নিয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে এরকম কেস জানি।
আর সতর্ক থাকুন, ভয় পাবেন না ওঁকে ভয় পেতে দেবেন না।
রমিত, আমি দুটো ডোজই পেয়েছি। হ্যাঁ, ডাক্তারবাবুর সঙ্গে নিয়মিত যোগাযোগ আছে। তিনি আমাদের পারিবারিক বন্ধু। কাল তাঁর পরামর্শ অনুযায়ী আজ টেস্ট করিয়েছি। অক্সিমিটার আজ কেনা হয়েছে। আপাতত আজ আর কথা বলব না। যেটুকু ইনপুট আপনারা দিলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ।
ভ্যাক্সিন নিয়ে কভিড হচ্ছে না নাকি? আমার চেনা গুচ্ছ লোকের হয়েছে। দুটো ভ্যাক্সিনের পর সিরিয়াস কেস, মারা যাচ্ছে এরকমও অনেক খবর পেয়েছি। হয়তো লার্জ পপুলেশনে সংখ্যাটা কমে। কিন্তু ইন্ডিভিজুয়াল মানুষ ভ্যাক্সিন নিয়েও ভালনারেবলই থাকেন।
আর, পিটিকে লোকে এমনিই খিস্তি করে। এরকম নয় যে যেটা আনডিজার্ভড পাওনা ওনার :D
ধন্যবাদ বি। তখন কী টেস্ট করাতে হবে? কতদিন অপেক্ষা করার পরে?
@এলেবেলে সাবধানে থাকুন। বাড়ির বাকি সদস্য দেরও সাবধানে রাখুন। আপনি সম্ভবত টিকার একটি ডোজ পেয়েছেন, দ্বিতীয় ডোজ এখনো পান নি। রিপোর্ট নেগেটিভ এলেও যদি শ্বাসকষ্ট পারসিস্ট করে একটা চেস্ট এক্স রে করিয়ে নেওয়া ভালো হবে। আর পরে বোধহয় সি আর পি এবং ডি ডাইমার টেস্ট করতে হবে। রোগীর বিপদ কতটা বোঝার জন্য। একজন ভালো কোনো ডাক্তারের সাথে যোগাযোগ রাখুন বা টেলিমেডিসিন এ যোগাযোগ রাখুন। প্রত্যেক দিন প্রেসার, টেম্পারেচার , পালস রেট ও অক্সিজেন স্যাচুরেশন মনিটর করুন। বাড়িতে পালস অক্সি মিটার বা প্রেসার মনিটর আছে কি ?
এলেবেলে, সব রকম প্রিকশন নিন। আর টি পি সি আর নেগেটিভ এলেও জ্বর বা শ্বাসকষ্ট থাকলে (কিম্বা আবার এলে )আবার টেস্ট করান। আমার পরিচিতদের মধ্যে দু একজনের সিম্পটাম থাকলেও প্রথ্ম এক দু বার আর টি পিসিআর নেগেটিভ এসেছে, পরে পজিটিভ এসেছে। হয়ত সংখ্যাটা কোটিকে গুটিক। তবুও
50.7.93.84 ধন্যবাদ। সেটা জানি। কিন্তু এরা আমার চেয়েও একশো গুণ ছিটেল, হয়তো তারপরেও বলবে গুল মারছে। সুযোগের অপেক্ষাতেই থাকে। কিছুদিন চুপচাপ থাকে, ফের যে কে সেই। কাল রাতে ওই ভাষাটা মুখ দিয়ে এমনি এমনি বার হয়নি।
কেউ কোন টেস্ট রিপোর্ট দেখতে চায়নি। টেস্ট রিপোর্টে অনেক পার্সোনাল ডিটেলস থাকে। ছিটেলপনা করে সেসব পাবলিক করবেন না। সিরিয়াসলি বল্লাম।
কাল রাত একটা নাগাদ আমার ভ্যাকসিন পাওয়া-না পাওয়া নিয়ে যারা এখানে ত্যানা পেঁচিয়েছেন, কাল তাদের প্রত্যেকের মুখে লোকলজ্জার মাথা খেয়ে স্ত্রীর টেস্ট রিপোর্টটা ছুঁড়ে মারব এখানে।
আমার ভাষাপ্রয়োগ নিয়ে যাঁরা আপত্তি জানিয়েছেন তাঁদের আবারও জানাই ভেড়ুয়াদের ভেড়ুয়ার ভাষায় উত্তর দিতে হয়, নাহলে তারা বুঝতে পারে না। আর সাইটে চণ্ডাল থাকবে অথচ তাঁদের বুলিতে কানে আঙুল গুঁজবেন - এ কেমন দ্বিচারিতা? পিটিকে যখন লাগাতার গালাগাল দেওয়া হচ্ছিল তখন এই রুচি বিকশিত হয়নি কেন?
পাই আছেন? একটা বিশেষ দরকারে আপনাকে বিরক্ত করছি। কাল রাত সাড়ে এগারোটা নাগাদ আমার স্ত্রীর জ্বর আসে। ১০২ ডিগ্রি। কাল ওষুধ দিয়েছি, আজ সকালে আরটিপিসিআর টেস্ট করানো হয়েছে। অক্সিমিটার কেনা হয়েছে। এখনও অবধি ঠিকঠাক। কাল সকাল এগারোটা নাগাদ রিপোর্ট পাওয়া যাবে। রিপোর্ট নেগেটিভ আসলে কী করতে হবে?
মঠে যাই না। মঠ অবধি হাটি। আমার বাড়ি থেকে হেটে 15/20 মিনিট। মাঝে মাঝে বিদ্যামন্দিরে ঢুকি আমার প্রাণের আরাম। বা বিবেকানন্দ ইউনিভার্সিটি।
Covid resources বলে যে crowd source ওয়েবসাইট টা ছিলো সেটা কি বন্ধ করে দেওয়া হয়েছে ? ওই সাইটে তো about ছাড়া কিছু খুলছে না।
খুব খারাপ খবর, বোধিদা!
অপু বাবু, বেলুড় মঠ খোলেনি বলছেন আবার সেখানে যাবেন বলছেন -- দুটি একসঙ্গে কেমন করে হবে? এতো দেখছি অভ্যু বাবুর ধাঁধার চেয়েও কটিন!
রমিত এবং এলেবেলে -- দুই বাবুকেই ধন্যবাদ চিঠি নিয়ে আলোচনার খেইটা ধরিয়ে দেবার জন্য।
চলচ্চিত্রকার বুদ্ধদেব দাশগুপ্ত প্রয়াত। বাংলায় বিকল্প-বাস্তব ছবির এক পুরোধা চলে গেলেন। শ্রদ্ধায় স্মরণ করি।
বোধির জন্যে সহ-অনুভূতি রইল। সাবধানে থাক, শক্ত থাক, ভাল থাক।
বোধিদা শুনে খারাপ লাগল। সাবধানে থেকো।
@ বোধিসত্ত্ব দাশগুপ্ত
খুব ক্লিশে কিছু কথা মনে আসছে, সেগুলো লেখা না-লেখা সমান। আপনি ভালো থাকবেন।
সকালে যখন হাঁটতে বেরোও, বাজার অবধি চলে যাও? গরম সিঙারা আর জিলিপি কেনো? ঃ-)
হমম আটোজ। কায়দা করে 11 টার আগে কোন দিন ক্লাশ রাখি নি। কাজেই সকালে অনেকটা সম য় পাই। :))
আমাদের এক্ষুণি ভ্যাকসিনের জন্য পৌরসভা থেকে নাম বয়েস লিখে নিয়ে গেল।