এবংঅথবা বাবু: এখন অনেক পুরোনো কথার উত্তর লিখতে বসেছি ভাট কখনও তামাদি হয় না এই ভরসায়। কোলন দাঁড়ি কোলন ডাকার ভার বহনকারীকে কোলনকুলী বলা যেতেই পারে। বেশ কলকাকলি মতো শুনতে!
রঞ্জন বাবু: জুমলার উপর ভিত্তি করে যা বলবেন সেটা তো জুমলাই হয়ে যাবে। তাই উনিজি যদি মিথ্যা জন্মদিন/বছর বলে থাকেন -- তাইলে যতই বলুন আপনারটা মিথ্যা না বাই মেরী ইত্যাদি তবু ...। যাগ্গে আপনি ভেবে দেখুন।
এলেবেলে বাবু: চিঠিটা কোন তারিখ-সময়ে এখানে পেস্ট করেছেন যদি জানান তো ভালো হয়। রমিত বাবুর সঙ্গে আলোচনাটা দেখতে পাচ্ছি কিন্তু মূল চিঠিটা খুঁজে পাচ্ছিনা বলে একটু খেই হারিয়ে ফেলছি।
অপু বাবু: বেলুড় মঠ খুলেছে? লোকে ঢুকতে পারছে?
টি বাবু: আপনি কি আর আসেন্না? নাকি অন্য নামে আসেন যেটা আমি জানিনা। আসলে আজকাল কথায় কথায় আবাপর ভন্দুকে খপর করা দেখে আপনার কথা মনে হলো।
আর কাউকে কি কিছু বলার ছিলো? এখন মনে পড়ছে না।
আসলে বিষয় টা হল, আমি রেড ভলান্টিয়ার দের সঙ্গে মাঝে মাঝে স্যানিটাইজার স্প্রে করার কাজে বেরো ই কিন্তু বিষয়গুলো সম্পর্কে অবহিত নই।মেটেরিয়াল ও কিনে দেই সামর্থের মধ্যে স্যানিটাইজার কেমিকাল। এটা চলছে বহুদিন ধরে। কিন্তু কখনো পড়াশুনো করিনি তাই জানার চেষ্টা করছি, তাহলে কয়েক রকম কিনে ছেলেমেয়েদের দেবো বা নিজে জায়গা বুঝে ঠিক ঠাক মাল নিয়ে বেরোবো।
বোধিসত্ত্ব দাশগুপ্ত
ওকে পড়ছি , থ্যাংক ইউ ইপসিতা।
বোধিসত্ত্ব দাশগুপ্ত
একটা ডকুমেন্ট তোমাকে মেল করেছি দেখ। তাতে সব বিস্তারিত আছে।
আর, এটাও রইল। ১ লিটার জলে মোটামুটি দেড় চামচ ( ৭ গ্রাম) ব্লিচিং পাউডার দিয়ে একটি দ্রবণ/ মিক্সচার বানান হয়।
সরকার ব পৌরসভা যেগুলো ব্যবহার করে সেগুলো কি, সেগুলো ফলো করাই বেটার রাইট? নাকি সেগুলোর কোভিড স্পেসিফিসিটি, কোন বিল্ডিং এর সারফেস তার উপরে ভ্যারি করে?
বোধিসত্ত্ব দাশগুপ্ত
১। কোভিড আক্রান্ত পরিবার যেখানে রুগী একটা ঘরে আছেন
২। কোভিড আক্রান্ত পরিবার, যেখানে রুগী কে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে
৩। ফ্ল্যাটবাড়ি , বড় কম্পলেক্স , ছোটো ফ্ল্যাটবাড়ি (সেখানে কি সিঁড়ি গ্যাংওয়ে তে করার দরকার আছে, করে যদিও অনেকে, আর যদি করাও হয়, সেটার কি কোভিড স্পেইফিক হওয়া জরুরী।
৪। ছোটো সোয়েটশপ, যেখানে যন্ত্রপাতি আছে, ঘরে ছোটো জিনিশ, তৈরীর কারখানা, সেখানে কর্মী বা বাসিন্দা রা অফ্যেক্টেড
৫। আইসোলেটেড বড় বাড়ি, কিন্তু ধর একাধিক পরিবার যাদের মধ্যে অনেকে কোভিড আক্রান্ত তাদের কি পুরো বাড়ি স্যানিটাইজ করার দর্কার আছে, বাইরের বাগান উঠোন সহ, করলে কি দিয়ে।
৬। ছোটো পরিবার বা একলা সিনিয়র সিটিজেন এর বাড়ি যিনি কোভিড পেশেন্ট এবং বাড়িতেই আছেন। তাঁরা বাড়ি , ঘর কি ভাবে কি কেমিকাল দিয়ে স্যানিটাইজ করা উচিত।
৭। দোকান, বাজার, বন্ধ বাজার, খোলা বাজার , গ্রামীন হাট
৮। আপিস , ব্যাংক অন্য অফিস, এটিএম, দোকান, যেখানে কর্মীরা অসুস্থ ছিলেন , বা লোক্জন আসেন
মানুষের হাতে দেবার জন্য যে স্যানিটাইজার ব্যবহার হয় আর বিভিন্ন সারফেসে যে স্যানিটাইজার ব্যবহার করা হয় সেগুলো নিস্চয়ী আলাদা , সেগুলো কি হওয়া উচিত, কি কমারশিয়ালি হয়।
ঈপ্সিতা এরকম একটা চার্ট পাওয়া যাবে বা করে দিবি কোথায় কোন ধরনের র স্যানিটাইজেশন কেমিকাল, আইডিয়াল , কোভিড স্পেসিফিক বা জেনেরিক আর কমার্শিয়ালি আভেলেবল আর ক্ষতির চান্স কম।
সুপ্রভাত অপু।
রমিত, কিছুদিন আগে নেটফ্লিক্সে মোসাদ-এর ওপর একটা স্পাই থ্রিলার আপনি রেকমেন্ড করেছিলেন - তার নামটা আরেকবার বলবেন
@এলেবেলে কালকের কমেন টা পড়েছি। ধন্যবাদ। রামমোহন নিয়ে পড়ে আরো ডিপে পড়ার ইচ্ছে আছে। আপনি আগ্রহটা বেশ খুঁচিয়ে বাড়িয়ে দিয়েছেন।
বাহ বেশ। সকালবেলায় গঙ্গার তীর বেশ লাগে।
চা হল। নো সিঙাড়া। এখন বেলুড়মঠ যাচ্ছি। বিলম্বিত প্রাত:ভ্রমণ।..
সুপ্রভাত ব্রতীন্দা। গরম চা সিঙাড়া হল?
আরে বোধি দা, কেমন আছো বস?
সুপ্রভাত বি।
রঞ্জনদা, স্বপন চক্রবর্তীর এই লেখাটা পড়েছেন?
https://abahaman.com/abahaman/%e0%a6%b6%e0%a6%99%e0%a7%8d%e0%a6%96-%e0%a6%98%e0%a7%8b%e0%a6%b7%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%aa%e0%a6%a8-%e0%a6%9a/
মাধ্যমিক বাতিলের বিষন্নতায় এক ছাত্রী আত্মঘাতী হয়েছেন।খোদ জাপানে বিষন্নতা মহামারীর আকার ধারণ করায় সেই দেশের সরকার এই বিষয়ে একটি দপ্তর খুলছেন-- এইসব নিয়ে একটি আলোচনাও চোখে পড়ছে? উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের প্রাক্তন আধিকারিক শ্রদ্ধেয় Badal Bhattacharjee পরিকাঠামো তৈরি হওয়ার পর এই পরীক্ষা বাতিলের যুক্তিহীনতা ঘিরে অত্যন্ত প্রয়োজনীয় একটি পোষ্ট করেছেন।একজন রাজনৈতিক কর্মী র ও কি সেই পোষ্ট নজরে এসেছে? নয়তো ,' পরীক্ষা বাতিল করে মমতা প্রশ্নপত্র ফাঁস রুখে দিলেন'- এই খিল্লি করে রাজনীতি থেকে রাজনীতিকে বিযুক্ত করবার এই প্রবণতা এতো তীব্র হয়ে উঠতো না।কেন প্রশ্ন উঠবে না, মালয়েশিয়া তে যে ভাবে ইস্কুল স্তরে পরীক্ষা হচ্ছে, ভারত কেন সেই পথে হাঁটবে না?
ওকে এটা কি কোভিড প্রভাবিত পরিবারের বাড়িতে এসে মিউনিসিপ্যালিটি করে দেয় ?
আমাদের এখানে স্যানিটাইজ করতে সোডিয়াম হাইপোক্লোরাইট সল্যুশন (পড়ুন ব্লিচিং পাউডার জলে গোলা ) ব্যবহার করা হয়। ওটা ঠিক কোভিড স্পেসিফিক নয়, এক টিকস মে বহুত খেল টাইপের।
যখন
কেউ কি জানেন মিউনিসিপ্যালিটির তখন কারো বাড়ি স্যানিটাইজ করতে আসে কি কেমিকাল ব্যবহার করে আর সেগুলো কোভিড স্পেসিফিক কেমিকাল কিনা। হাসপাতালে কোভিড ওযার্ডে কি কেমিকাল ব্যবহার হয়।?
ব্রতীনবাবু, বড় ভুল হয়ে গেছে। আমি কেমন আছি সেটা জানতে চেয়েছিলেন, বলা হয়নি। গুস্তাকি মাফ করবেন হুজুর। আজ্ঞে আপনাদের আশীর্বাদে তোফা আছি। ইন ফ্যাক্ট গুরুতে নিননিছারা পেচুনে না লাগলে ডবল তোফা থাকি। বিশেষত আপনার 'বাবু' থেকে 'দা'-তে ফিরে আসায় এই মুহূর্তে ট্রিপল তোফা আছি। গেরুয়া নমন রইল।
রেড ভলান্টিয়ার্স কোথাও ত্রাণ পলিটিসাইজ করেছে বা কারুর পক্ষে/বিপক্ষে কিছু বলেছে বলে শুনিনি।
মমতা মুসলিম তোষণকারী - এটা ত আর এস এস বিজেপী বলে। শুভেন্দু খুবসে বলেছিল।
রেড ভলান্টিয়ার্সরা বিশেষ কিছু বলার সময় পায় না। একটা অক্সিজেন হলেই বাঁইবাঁই করে একটা বেডের খোঁজে বেরিয়ে যায়।
আরএসএস সমাজসেবা মূলক কাজ করে কিন্তু ছড়ায় মুসলিম বিদ্বেষ।
রেড ভলান্টিয়ার্স সমাজসেবা মূলক কাজ করে কিন্তু ছড়ায় মমতা বিদ্বেষ (মমতা = মুসলিম তোষনকারী)।
বাকিটা বুঝে নিন, যে যার মতন।
আলাদা করে ভ্যালু রাখে না কেন? ধরুন যোগের দ্বারা দুম করে একটা সাম্রাজ্যবাদী ব্রিজ উড়িয়ে দিলাম? ঃ-)
অভ্যু
আই এগ্রি উইথ ইউ ১১০%।
সমাজসেবা, ব্রহ্মচর্য্য, যোগ, এসব আলাদা করে কোন ভ্যালু রাখেনা, যদি তুমি এর সাথে অন্য লং টার্ম ধ্বংসাত্মক কাজ কর। অনেক পাড়ার গুন্ডা বা বিগ মাফিয়াও অনেক দান ধ্যান স,আজ সেবা করে থাকে।
রঞ্জনদা, RSS আর রেড ভলান্টিয়ার্সের তফাত নিয়ে আমার মনে কোনো সন্দেহ তো ছিল না কখনো, অন্যদের কথা বলতে পারি না। আর সামাজিক কাজ তো অনেকেই করে; ডবল শ্রী করেন, সদগুরু বলে একজন আছেন তিনিও করেন; তবে কি না আরো অনেক কিছুও তাঁরা করে থাকেন (আরেসেসের মতোই)। ঐ সমাজসেবা নিয়ে আমার ততো মোহ নাই।
এই ত্তো!!! কেকে !!! মেইল !!! তার মানেই নতুন নুড়িতলার বাঁক! এইবারে হয়তো আবার মিথোলজি থাকবে। ঃ-)
আচ্ছা, সত্যি সত্যিই যদি কোনো প্রপিতামহ অত্যন্ত বৃদ্ধ অবস্থা পর্যন্ত জীবিত থাকেন, তাহলে তাঁর নাতির ছেলে তাঁর সম্পর্কে নিজের বন্ধুকে কী বলবেন? উনি আমার অতি বৃদ্ধ প্রপিতামহ? ব্যাপারটা খুবই কনফিউজিং হয়ে যাবে। ঃ-)
পাই সাহেব,
মেল দেখবেন।