ডিসিজনাব, আরও একটা জিনিস আপনাকে না জানালে ঠাকুর পাপ দেবেন। অঙ্কুশ চিনচাঙ্কর বৃদ্ধ হলেন কিন্তু ইউটিউউবে একটা দুর্দান্ত জিনিসের নমুনা রেখেছেন - রিদমস অফ পঞ্চমদা। দু ঘন্টার জুম সেশন। না দেখলে মিস করবেন। উন্নাসিকদের অসুবিধা সৃষ্টি হতে পারে ভেবে লিঙ্ক দিলাম না।
ও হ্যাঁ, ব্রাহ্মসমাজ আয়োজিত জুম সেশনে 'বিদগ্ধ গবেষক' শক্তিসাধন মুখোপাধ্যায়ের বক্তিমেও শুনলাম এবং উপলব্ধি করলাম এঁরা রামমোহন চর্চার থেকে যোজন দূরে পিছিয়ে।
dc,
আপনার সাথে সরাসরি কোনদিন কথা হয়েছে বলে মনে পড়ছেনা। নানান টইয়ে আপনার কিছু মন্তব্য পড়ে আপনার রসবোধের ভক্ত হয়ে উঠেছি। সেটা না জানালে ঠাকুর পাপ দেবেন। টইগুলোতে সেকথা লিখে প্রসঙ্গান্তর করা হয়তো ঠিক হতো না। তাই এখানেই প্রশংসা জানিয়ে গেলাম।
বিজ্ঞানী বিভা চৌধুরী সম্পর্কে একটি লেখা বেরিয়েছিল। সেটা কেউ খুঁজে দিতে পারেন?
*নির্মাণ
ওয়েস্টল্যান্ড পাবলিশিং হাউস গোটা মে মাস জুড়ে প্রতিদিন একটা করে বই কিন্ডলে ফ্রি দিয়ে গেছেন। তো শনিবার ২৯শে মে ফ্রি ছিল সাবা দেওয়ানের লেখা তওয়াইফনামা। ঐ আমাজনে যে খানিক স্যাম্পল পাওয়া যায় সেইটে নেড়ে ঘেঁটে ইন্টারেস্টিং লাগায় আমি বইটা নামাই, ব্ল্যাঙ্কিকে দেখাই। ও-ও নামায়।
তো, কালকেই বৈজয়ন্ত লিখেছে এই বইটা ঠুমরি ও বাঈজি বিষয়ে সেরা বই। সাবা দশ বছর ধরে বিষয়টির পেছনে লেগে থেকে বইটি রচনা করেছেন। বইয়ের আগে একটা তথ্যচিত্রও নির্র্মণ করেছেন ( "The Other Song" ( ) )
তো সেই সাথেই জানলাম সাবা দেওয়ান ও তাঁর স্বামী রাহুল রায় দিল্লি পোগ্রোমে আক্রান্তদের সাহায্য করছিলেন, তাই ফেকুর সরকার নাকি তাঁর বিরুদ্ধে মামলা করেছে।
আরামবাগ চিকেনের চেনটা এখনো ভালো চলে কি? ওরা কিন্তু তুমুল ব্র্যান্ডিং করেছিল। বিশেষ করে আমার মত যারা পব-র বাইরের লোক, জেলা মহকুমা নিয়ে কিছু জানি না, আমাদের কাছে আরামবাগ মানেই ছিল মুরগী।
বেশ ভালো চপ কাটলেট পাওয়া যেত, আর ফ্রোজেন মুর্গী ঘ্যাঁ করে মেশিন চালিয়ে কেটে কুটে দিত।
আজকাল বেরিয়েছে টিভি চ্যানেল। আমি এখানে পড়ে ভেবেছিলাম লোকে খিল্লি করে অন্য কোন চ্যানেলকে আরামবাগ বলে। তারপর অরণ্যদা বললো সত্যি ওরকম কিছু আছে। অরণ্যদা এত যুগ আমেরিকা থেকেও হলধর হয়নি, খোঁজ খবর রাখে।
সেকি, সঞ্চালকের অ্যাকাউন্টে পনেরো লাখ ঢোকেনি? সেই যে উনিজি বলেছিলো সবাই নাকি পনেরো লাখ করে পাবে, সেটা ঢপ ছিলো নাকি? ইয়া আল্লা!
ডিসি বাবু
ঠিক বলেছেন । আরামবাগ টিভির সঞ্চালক কে করুন দেখাচ্ছে।
তৃণমূল গুন্ডারা যা অত্যাচার করেছিল সেটাকে আর যাই হোক গণতন্ত্র বলে না ।
কেন জানেন ,
করোনা কালে ক্লাবগুলোকে টাকা বিলি করা হয়েছিল সেই খবর প্রচার করেছিলেন ।
তারপর পুলিশ রাতে দা শাবল এনে দরজা ভেঙে ওই ভদ্রলোক , উনার স্ত্রী , দুই নাবালক সন্তানকে তুলে নিয়ে যায়।
এটাই পশ্চিমবঙ্গের গণতন্ত্র না দিদিতন্ত্র ,?
কাটান দেন রমিতবাবু। কোভিড থেকে নজর ঘোরাতে ফেকু আর তড়িপারযা পাবে আঁকড়ে ধরবে। ওদের ফুটেজ দিয়ে কাম নাই।
পদ্মাবত এর পর এবার পৃথ্বীরাজ !
অক্ষয় কুমারের নতুন সিনেমার টাইটেলে ঘোর আপত্তি কার্নি সেনার। বলতে হবে হিন্দু সম্রাট ভীর ইয়োদ্ধা পৃথ্বীরাজ। নাহলে আগের মতো হাঙ্গামা বাঁধানোর হুমকিি দেেওয়া হয়েছে। সিনেমা হওয়ার পর প্রথমে রাজপুত দের প্রতিনিধি দল ও কার্নি সেনার দল দেখে হ্যাঁ বলবে তবে বাকি কথা।
আমার এক সহপাঠী ত্রিপুরার বিজেপি মিডিয়া সেলের প্রধান হয়েছে। ভাবছি যোগাযোগ করে দেখি, কলাটা মুলোটার ব্যাবস্থা করা যায় কিনা। জানতে পারলে আপনাদেরও খবর দেবো।
আরামবাগের সঞ্চালক ভদ্রলোককে দেখে মনে হলো বেচারা কতোদিন মুর্গি খান নি, এখন ডিমও জুটছে না। মুখটা করুন দেখাচ্ছে :-(
সেদিন শুনলাম, যদ্দুর মনে পড়ছে রঞ্জন বাবু, আপনিই বলছিলেন যে আপনার আর উনিজির জন্মদিন এক বছরে। এখন বলছেন একই মাসে। এরপর তো আর মাত্র দুইটা কথা বলাই বাকী রইলো -- একই দিনে আর তারপর আমিই উনিজি।
আর শক নেওয়া যাবে না। আজ আসি।
@চতুর্ভুজ,
আপনার আপত্তিটি যথাযথ। ওটা ৫ই হওয়া উচিৎ, ৫ম নয়। আসলে ১৯ বছর বয়সে কোলকাতা ছেড়েছি। ঘরে ছাড়া বাংলা বলার সুযোগ ছিলনা। লেখা দূরস্থান। জানা শব্দ বা শব্দবন্ধ ভুলে মনে পড়তনা।
২০০৭ থেকে বাংলালাইভ এবং তারপর গুরুওচন্ডালীর সৌজন্যে বাংলা লেখার সুযোগ পেয়েছি, কিন্তু হিন্দি প্রকাশভঙ্গী মাথায় ঘোরে। তারপর আমার ও উনিজীর জন্মদিন একই মাসে, তার প্রভাব আছে।
কোলীগ চলে গেলেন। কে জানে আর কত।
ইউনিভার্সিটির দু বছরের সিনিয়ার চলে গেলো।
মোটে দু টাকা ?
রঞ্জন বাবুর ৫ম সেপ্টেম্বরটা বেশ ধাক্কা দিলো। ফিফথের ইনজিরি পঞ্চমও হয় বটে, কিন্তু এক্ষেত্রে বোধহয় ৫ই হওয়াই বাঞ্ছনীয়।
নিশ্চয়ই, পাই বাবু, ব্রহ্মা বা বেম্মদত্যিতেও অসুবিধা নাই। বেম্মদত্তি বলে কি মানুষ না?
তবে সত্যিই এতদিন ভাবতুম, পোস্ট প্রতি দুটাকার কথাটা গল্পমাত্র। এখন দেখছি সেটা গল্প হলেও সত্যি! আবাপ খপর দিলো https://www.anandabazar.com/india/as-per-complain-tweet-for-yogi-adityanath-will-earn-2-rupees/cid/1284561
না, আমার তো হয় না, এই দ্যাখো। ইংরেজিই থাকে।
ইউ মিন, ইংরেজিতে লেখা যায় না কেন? ঐ বাক্সে ইংরেজি হরফে টাইপ করলে শব্দের শেষে বাংলা হয়ে যায়।
আচ্ছা ল্যাদোশদা, গুরুর সার্চে বাংলায় টাইপ করা যায় না কেন?
পাইদিদি, 1স্ট ডোজও পাওয়া যাচ্ছে। 45+দের জন্য। ওই একই বট।
তবে এই নং এর বটটা বেশ ভাল।
নাঃ, খালি কে এম সি ই দেখাচ্ছে। দ্বিতীয় ডোজ মানে কোভ্যাক্সিন নিশ্চয়। কোভিশিল্ড তো ৮৪ দিনের আগে দিচ্ছেনাই মনে হয়
এটা পেলাম। এ কি খালি কে এম সি এলাকায়?
'বৃহস্পতিবার থেকে 'ভ্যাকসিনেশন অন হুইল'।
দ্বিতীয় ডোজ বুকিং KMC-র ভ্যাকসিনেশন বট ওয়াটসঅ্যাপ নম্বরে: +91 83359 99000
দ্রুত হোক গণ-টিকাকরণ।'
হিম সাগর ভালো কোয়ালিটি চল্লিশ টাকা।জিভের আরাম,আত্মার তৃপ্তি। ভালো পেয়ারা চল্লিশ। চিংড়ি ৪০০। তাল শাঁস তিন টাকা পিস!
রসগোল্লা দশ ই আছে। ভালো সন্দেশ পনেরো। এগুলো চালিয়ে নেবার মতন।
কিন্তু সর্ষের তেল দুশো ছুঁই ছুঁই। পাঁঠা ৭৫০। পরোঠা দিয়ে কষা মাংস থেকে বাঙালি ক্রমশ দূরে সরে যাচ্ছে।এরপর বাঙালির কপালে ওই গুজ্জু ধোকলা লাচ্চে।
তবে এ ব্যাপারে সেরা গাইড বোধহয় শিবরাম চক্কত্তির ওই ট্রেনের গল্পটা।