অনুত্তম শব্দের দুটো অর্থ হয়। ১. যার থেকে উত্তম বা উৎকৃষ্ট হয় না, সর্বোৎকৃষ্ট, সবচেয়ে ভালো ২. উত্তম নয় এমন, নিকৃষ্ট, অধম। রেফ সংসদ বাংলা অভিধান, ২০১০, পৃ. ২৭
বাংলা সাইটের লোকজন আজকাল এসব দ্যাখেন-ট্যাখেন না?
চতুরানন, শনিবারে কথামৃত এবং রবিবারে রামমোহন - দুটোই দেখেছি। দুটো লেখারই প্রতিবাদ জানিয়ে চিঠি লিখব ভেবেছিলাম। কথামৃতটা ছাপবে না কারণ একে শংকর তায় আনন্দবাজার বেলুড় মঠের পেটোয়া। আপনার প্রশ্ন শুনে রামমোহন সম্পর্কিত চিঠিটা পাঠাব বলে মনস্থির করলাম। ছাপবে না জানি কিন্তু একটা লেখায় অত তথ্যগত ভুল মানাটা বড্ড কষ্টকর।
তবে রবীন্দ্রনাথকে দ্বারকানাথেরই নাতি বলা হয়েছে, রামমোহনের নয়। এই যে --- রামমোহনকে শায়িত করা হল বাড়ি লাগোয়া এক জায়গায়। পরে, বন্ধু দ্বারকানাথ ঠাকুর আর্নোজ ভেল-এ রামমোহনের সমাধিক্ষেত্র স্থানান্তরিত করান। আর বহু দিন পরে তাঁর নাতি রবীন্দ্রনাথ লেখেন, ‘হে রামমোহন, আজি শতেক বৎসর করি পার/ মিলিল তোমার নামে দেশের সকল নমস্কার।’
পলিটিশিয়ান, এই চ্যানেল টা বেশ ভালো। ধর্ম নিয়ে আরো একটা ভালো চ্যানেল আছে দেখতে পারেন রিলিজিয়ন ফর ব্রেকফাস্ট।
অপুস্যার বোধ হয় ভুলে গেছেন, তবে কোনো এক সত্যযুগে কাবলিদা, সিকি , হায়দ্রাবাদের এস এনাদের সাথে আপনারও দেখা পেয়েছিলাম , সল্টলেক সিটি সেন্টারে।
এবংঅথবা বাবু খোঁজ করেছিলেন। এই আছি আর্কি! ধন্যবাদ।
বুঁচি ওশিন আরিয়ান সব্বার কথা জেনে খুব ভালো লাগলো। বুঁচিদেবী মেকাপ আটিস হবেন -- সেই থেকে ওনার পাখা।
ফাহিয়েনের কাহিনীটা কেমন আদ্দেক থেকে গেলো। যদিও লিচুর দ্বৈতময়তার দর্শন মন ছুঁয়ে গেছে তবুও কেমন যেন লাগছে।
তো ফাহিয়েন এলেন চীন থেকে লিচু খেতে খেতে পথে বীজ ছড়াতে ছড়াতে। সেই দিনগুলি রাতগুলি পেরিয়ে গাছগুলি বড় হলো। বাবর তখন চত্ব। ওই পথ দিয়ে তিনিও এলেন। ইয়াব্বড় আঁটি গুলি ফেলে লিচু খেতে খেতে। নির্বাণে তার লোভ নাই। কিন্তু মুশকিল হলো এর পরেই। তিনি পথ হারালেন পলাশীর আমবাগানে। এই আম! এই স্বাদ! তিনি বড় হলেন, বুড়ো হলেন -- কিন্তু ফিরতে পারলেন না। সেই থেকে পরিবার পরিজন মিলে সবাই থেকে গেলেন। তারপর এলেন উনিজি। তিনি লিচু আম জানেননা বটে কিন্ত এনআরসি জানেন।
ব্যাস, পলিটিক এনে দিলুম। এইবার দায়িত্ব সেশ। এখন বাকীরা আলোচনা করবেন।
এলেবেলবাবু কি গত রোব্বারের আবাপে রামমোহনকে নিয়ে লেখাটা পড়েছেন? শেষ লাইনে গিয়ে জানলুম রবীন্দ্রনাথ ছিলেন উনার নাতি। এখানেও কি কিছু ব্যাপার আছে নাকি মশয়? জন্মদিন বছর কাজকর্ম -- সবই যখন সন্দেহের, তখন নাতির ব্যাপাট্টাও একটু ভেবে দেখা উচিৎ নাকি?
ইন্দ্রনীল বাবু কি এই রকম কিছু খুঁজছিলেন? গুগলিয়ে পেলুম।
বলছে মনে হয় নিজারী সেক্ট।
এদিকে ল্যাব লিকের থিওরি নিয়ে ক্রমে জোরালো হইচই শুরু হচ্ছে। প্রাক্তন এফডিএ কমিশনার স্কট গটলিয়েব বলেছেন সার্স-১ এর লাস্ট ছটা আউটব্রেকই নাকি চীনের ল্যাব থেকে শুরু হয়েছে। মানে লাস্ট দশ বছরের সবকটা সংক্রমণ।
যদুবাবু, অভ্যুদা বলছে। মানে আমার থেকে অনেক ছোটো। কেমন আমাদের ইন্সিটিউট এর মনে হচ্ছে। ঠিক বুঝতে পারছি না।
অন্য অবতারে নাকি?
হুঁ৷ রিষড়ায় শুনছি ওয়ার্ড ধরে ধরে সব্বার ফার্স্ট ডোজ করিয়ে দিয়েছে। আর সেকেন ডোজও যেমন যেমন আসছে। তবে শুনেছি, কাগজে দেখেছি।
কোন্নগরে আগামী সপ্তাহ থেকে নাকি শুরু করবে। ওই ডেঙ্গু হয়েছে কিনা খবর নিতে আসেন যে দিদিরা ওঁরাই বলে গেলেন। আর প্রত্যেক বাড়ির সাথে তাদের গৃহসহায়িকাদেরও হবে একই দিনে।
আরেকটা ভালো খবর
https://epaper.anandabazar.com/imageview_56446_4422624_4_71_31-05-2021_5_i_1_sf.html
আচ্ছা একটা ভালো খবর দি। রাজারহাট এলাকায় আমাদের গৃহসহায়িকা জানালেন যে ওনাদের পাড়ায় টিকার ভালো ব্যবস্থা করছে সরকার। পুরসভার পক্ষ থেকে মোবাইলে খবর আসছে কবে কখন গিয়ে টিকা নিতে হবে। শুনলাম অটো এবং টোটোচালকদের জন্যেও বিশেষ ব্যবস্থা হচ্ছে। শুধু ওখানে না, আমাদের আরেক আত্মীয় জানালেন ইন্টালি অঞ্চলেও সরকার থেকে সুন্দর ব্যবস্থা করা হয়েছে টিকার দ্বিতীয় ডোজের। ছোটোমাসিকে দ্বিতীয় ডোজের জন্যে কোনো লাইনে দাঁড়াতে হয় নি, ফোনে খবর এসেছে কখন ক্যাম্পে যেতে হবে, গেছে, টিকা নিয়েছে, চলে এসেছে। খুব সুন্দর ব্যবস্থা।
কলকাতার বাইরে এ রকম কোনো খবর আছে?
জল-পুলিশের কথা উঠলে একবার এইটা ঝালিয়ে না নিলেই নয়। :)
আজকেই হেডাপিসকে বলছিলাম 'নির্ধারিত শিল্পীর অনুপস্থিতিতে' সিনেমার গল্প। এই কাল-পরশুই দেখলাম গোটাটা কোনো এক গুড স্যামারিটান ইয়ুটুবে তুলেছেন। এসব লোকের স্বর্গে আপার বার্থ বাঁধা।
আমেরিকায় লোকে স্পিড করার জন্যে টিকিট খায়, সে এমন কিছু না। আটলান্টার এক বাঙালী কোথায় ভেকেশানে গিয়ে বোট চালাতে গিয়ে জল পুলিশের টিকিট খেয়ে এসেছিল। যদুবাবুর গল্প শুনে মনে পড়ল।
পোশাকের নাম শুনে আজকাল ভড়কে যাই। পালাজো শুনে ভেবেছিলাম পালাজ্বর টাইপের কিছু। ঃ-)
অপু, যখন আমাকে জিজ্ঞেস করেছিলে আমি তখন ছিলামনা। এখন তোমার প্রশ্নটা দেখলাম। আমি বেশ আছি। তুমি ভালো তো?
4z, বেশ পেন!
:)
@অভ্যুদাঃ মনে পড়লো জেকেজি-কে কোনো এক অপদার্থ লোক 'ওল্ড' বলায় জেকেজি হাঁহাঁ করে ওঠেন, 'আয়্যাম নট ওল্ড, আয়্যাম এনসিয়েন্ট।'
স্যারের কুইক-উইট দারুণ ছিলো। একবার মিসৌরা বেড়াতে গিয়ে বোটে চড়েছি অনেকে মিলে, এক দাদা বোটের স্টিয়ারিং হাতে পেয়ে সে একেবারে জেমস বণ্ডের মতন বোট নিয়ে লেক ওজার্কের জল চিরে দাপিয়ে বেড়াচ্ছে আর আমাদের বোট টলটলায়মান। আমি খানিকক্ষণ পরে জিগ্যেস করলাম, "স্যার আপনি সাঁতার জানেন?"। স্যার বললেন, 'জানি মানে একেবারে পাথরের মতন ডুবে যাবো না, খানিকক্ষণ হাত-পা ছুঁড়ে ডুববো।'
ইন্দ্রনীল বাবু কি দাউদি বোরাদের কথা জিজ্ঞেস করছেন? এই ভিডিওটা এক বোরা বন্ধু দিয়েছিল। সে একটু রিফর্মড বোরা। আগা খানের টাইথের টাকা মেরে মাল খেত।
এটা খুবই অভ্যুপযুক্ত কলম। ঃ-)
অভ্যু কি এটা দেখেছে?
https://www.montegrappa.com/en/collections/edizionilimitate/hemingwaythetraveller-904.html?c=162
অনুত্তমা নামটা আমিও দেখেছি। প্রথম অর্থটাই এক্ষেত্রে (অর্থাৎ কিনা সর্বোৎকৃষ্ট) ধরে নেওয়া যায়।
মানে উৎকৃষ্ট নিকৃষ্ট দুটোই হয়। আমি একজনের নাম দেখলাম অনুত্তমা। তাতেই অবাক হলাম কারণ আমি ভাবছিলাম শব্দটার মানে যে উত্তম নয়।
কেউ কোনোদিন বিস্কুট(বিলাতী বিস্কুট না, নরম পাঁউরুটির মতন পুরু গোলালো বিস্কুট) দিয়ে আঙুর খেয়েছেন? ঃ-)
https://www.freebanglafont.com/bangla-to-bangla-meaning.php?id=283327
আচ্ছা অনুত্তমা মানে কী?
আমি কোনকালেই উসাতে ছিলাম না। ভবিষ্যতেও থাকার চান্স নেই।
ইউকে গতজন্মের কথা।
পপুলার পারসেপশন নয়, প্লেন অ্যান্ড সিম্পল হিন্দু হেজিমনির ডমিনেশন। কেন আপনার মুসলিম বন্ধু বলছেন না যে মহসীন, শাখাওয়াত হোসেন (বাঙালি যাঁকে পাঁঠার মতো 'বেগম' রোকেয়া বলে) বা মৌলানা ভাসানিকে নিয়ে বিস্তারিত চর্চার দরকার? বলছেন না কারণ তিনিও ওই চক্করে ফাঁসছেন। সত্য কোনও বিজেপি কোনও তিনোর পরোয়া করে না। চর্চাগুলো তো জারি রাখতে হবে।