কিন্তু কেকে, এটায় তো মিথোলজি নেই। সেইজন্যেই ভাবছিলাম পঞ্চমে যদি থাকে। ঃ-)
আমি তার কী জানি?
ফোজ্জি, মুশকিল হচ্ছে যে ব্লগটিই নিয়মিত নয় :-)
"আর কোন উপদ্রব করে না নিশ্চয় ;-)"
অরণ্যদা, সে গুড়ে টন টন বালি।
সেকি অ্যান্ডর? সবে তো কালই চতুর্থ এলো। একটু গ্যাপ না থাকলে চলবে?
কিন্তু বড়াই, বুদ্ধের সঙ্গে পান্ডবদের কোথায় দেখা হল?
হেহে অরণ্য, আমি এবারে বীররত্ন হতে যাচ্ছি! উনিজি যে চারজনকে পাকড়াও করেছেন তার মধ্যে প্রথমেই আছেন রামমোহন (বাকি তিনজন যথাক্রমে অরবিন্দ-বিবেকানন্দ ও সত্যজিৎ)। কাজেই রামমোহনকে তুলোধোনা করা মানে পরোক্ষে উনিজিকেই তুলোধোনা করা।
গা থেকে এই ট্যাগটা তুলে ফেলার চেষ্টায় আছি। তাই রামমোহন শেষ হলে ৪৬-৪৭ সালের দাঙ্গা নিয়ে বড় করে কাজ করার ইচ্ছে আছে। উনিজি সেখানে ডাঁহা ফেল মারবেন। ডাইরেক্ট অ্যাকশন ডে-গোপাল পাঁঠা-শ্যামাপোকা সব মায়ের ভোগে যাবে।
বিজেপি একটি রাজনৈতিক দল। কাজেই তাকে রাজনৈতিকভাবে প্রতিহত করা দরকার বলে আমি মনে করি। আমার কাছে রামু-বিদু ব্রিটিশের বিশ্বস্ত বুদ্ধিজীবী। এই ব্রিটিশের বিশ্বস্ত চামচে হিন্দু মহাসভা। গোটা ডিসকোর্সটাকে আমি এভাবেই দেখি।
আচ্ছা, রামু শুরু করার আগে আমি যে রবি ঠাকুরের স্টেশনটা ছুঁয়ে গেলাম সেটা আপনার নজরে পড়েনি? খালি বদনাম দেন মশাইরা!
আমি কিন্তু ফেভারিট শেফের ব্লগ নিয়মিত ফলো করি @kk
কেকে, তিনচূড়ো পাহাড়ের পাশে চিত্রলেখা লেক, ভুলো না। ঃ-) তোমার নুড়িতলার পঞ্চম কবে আসবে?
অরণ্যদা, পার্কে আমাদেরই ঢুকতে দিচ্ছে না এখন। এই মাসের মাঝামাঝি আমার ক্যাম্পিং এ যাবার কথা ছিল। বাতিল করতে হল।
বর্ডার এত তাড়াতাড়ি খুলবে বলে মনে হয় না।
ফোর্জি মুখবই ছেড়ে দিয়েছ? ওহ, সেইজন্যেই ওখানে সাড়া পাই না।
এই ফোজ্জি খুব লক্ষ্মী মেয়ে। তাকে এতদিন পরে দেখে আমার খুব ভালো লাগলো।
আচ্ছা, একটা সিরিয়াস বিষয়ে সাহায্য চাই। শিয়াদের একটা সেক্ট আছে, ইসমাইলী, জানেন তো! ঐ যাদের মধ্য থেকে হাশাসিনদের উদ্ভব। তো, সেই ইসমাইলীদের একটি সাবসেক্ট আছে সাবকন্টিনেন্টে, যারা অদ্ভুত সব জিনিষে বিশ্বাস করে। নবী মহম্মদ হলেন ভগবান বিষ্ণুর দশম ও অন্তিম অবতার। বুদ্ধ বিষ্ণুর নবম অবতার, যিনি পাণ্ডবদের গোমাংসে দীক্ষিত করেন।
আমার প্রশ্ন, এই সাবসেক্টটি কিনি?
টইতে অবশ্য আছেন ডিডি।
হুম, ফোজ্জির হনুমান দ্বয়-ও বড় হয়ে গেল । আর কোন উপদ্রব করে না নিশ্চয় ;-)
পুরনো কতজন আজ এসেছেন! ডিডি এলে খুব ভালো হত।
চলে যাচ্ছে &/। মুখবই ছাড়ার পর থেকে খুব কম লোকের সঙ্গে কথা হয়।
তেনারা বড়োও হচ্ছেন আবার অকালপক্কও হচ্ছেন।
পাই তো হবেই। চিকেন পাই কি আমণ্ড পাই সেটাই দেখার।
ফোজ্জির দেশের কিছু ন্যাশনাল পার্কে যাব ভাবছিলাম, কিন্তু এখনো ঢুকতে দিচ্ছে না
আর সোসেন? তার কী খবর 4z?
ফোর্জি!!!! কতকাল পরে দেখা! ভালো আছো? ওরা তো বড় হয়ে গেল।
আরে পাঠক পাঠিকা যাই হোক ওটা পা'ই হবে তো।
এলেবেলে তো বিদ্যাসাগর, রামমোহন ইঃ বাংলার সো কলড মনীষি-দের জীবন নিয়ে কাটাছেঁড়া করেন - পরিশ্রমসাধ্য কাজ, অনেক গবেষণার ফল আপনার লেখা গুলো
কিন্তু একটা দ্বিধার ব্যাপার - বর্তমান ভারত বা পঃ বংগে বিজেপি-র মৌলবাদী মতবাদ তাতে কিছু রসদ পায় কিনা। বাঙালী তো এদের লিবারাল, সেকুলার, জনহিতৈষী মানুষ হিসাবে দেখে। এদের অন্য কোন রূপ উন্মোচিত হলে, যা হয়ত ঐতিহাসিক ভাবে সত্য, তাতে বিজেপি-র হাত কি শক্ত হয়?
বেঁচে আছি
এদিকে ফেবুতে একজনের সত্যিকার নামই ছিল নীপা। আমি তো ভাবছিলাম গুর্চ থেকে আইডিয়া পেয়ে বুঝি ওই নাম নিয়েছে। ঃ-)
ও আচ্ছা। দিদিমা মারা গেছেন ৯০ সালে। আমার চাকরিতে প্রবেশ তার কিছুদিন পরে। আমি পাঠকই নই মশাই। ওই খানিক খাবলে খুবলে...
ফোজ্জি,রাগ কইরো না মণি। লুরু গিছলাম ডাগদার দেখাইতে।
ফোর্জি মর্জি মাফিক আছে
আরে 4z কেমন আছো?
ইকে তে পরীক্ষা দিতে গিয়ে ইন্দো দার
টয়লেটে আটকে যাবার সেই অসাধারণ ঘটনা। মনে এলেই ভুসভুসিয়ে হাসি পায় :))