সিএস | 49.37.***.*** | ০২ মে ২০২১ ১৩:৩৪479074বামেরা থাকছে না কিন্তু হাম্বাগরা থাকবে।
sm | 2402:3a80:a9f:d653:0:4a:e00d:***:*** | ০২ মে ২০২১ ১৩:৩২479073এবারে তিনোমুল জিতছে বলে, সাধারণ মানুষের মধ্যে যা আনন্দ ও খুশী দেখছি;সেটা ২০১১ এর জয়ের থেকে ও বেশি মনে হচ্ছে।
Aniruddha Mukherjee | 2405:8100:8000:5ca1::34f:***:*** | ০২ মে ২০২১ ১৩:৩০479072জ্জিও মমতা!!
সারা ভারত তোমাকে আজ সেলাম ঠুকছে।
যে যাই বলুক, মহিলার ধক আছে, কিছু লড়াকু, একা লড়ে গেলেন বিজেপির মতন শক্তির সঙ্গে। মোদি-শাহ পশ্চিমবঙ্গে রেকর্ড ভিজিট করল, এত অ্যাটেনশন দিল - তাও হেরে গেল।
ডেভিড আজও হারাতে পারে গোলিয়াথ-কে
PT | 203.***.*** | ০২ মে ২০২১ ১৩:৩০479071বামেরা ৭% থেকে ৩% হয়েছে। আগেও ছিল না, এখনো নেই। তাই নিয়ে এত কচকচি কিসের?
কাল থেকে এবং আগামী ৬ মাস পরেও, হাসপাতালে বেড, অক্সিজেন, ভ্যাকসিন, রেমডেসিভির সব ঠিকঠাক পাওয়া যাবে তো? নকি এর সঙ্গে ভোট দেওয়া না দেওয়ার কোন যোগাযোগ নেই?
সিএস | 49.37.***.*** | ০২ মে ২০২১ ১৩:২৯479070বামছাগলরা পোস্টার দিয়েছে বলেই তারা সব বদলে দেবে, হাম্বাগরাই অন্য লোকেদের বোকা মনে করে সেসব প্রচার করে।
লোকে বুঝেছে যে ওসব দেখতে ভাল, আসলে কিছু নেই।
হাম্বাগরা এখনও বোঝেনা ভোটটা কীসের ভিত্তিতে হয়েছে, বুঝবে সে আশা নেই। বুকনিটুকু থাকবে শুধু।
হেহে | 192.184.***.*** | ০২ মে ২০২১ ১৩:২৫479069আরে মশাই তিনোরা ৫০ ভাগ পেয়েছে। বিজেপির ভোট বাড়তনা যদি বামেরা ভোট টানত। ছিপিয়েম ৫ য়ের বেশি ভোট পায়না সেটা তিনোমুলের দোষ? তিনোরা কি ১০০ ভাগ ভোট পাবে?

সিএস | 49.37.***.*** | ০২ মে ২০২১ ১৩:২২479067বামেরা নিজেরাই হাম্বাগপনা দেখিয়ে মাটির তলায় সেঁধিয়েছে।
তারা ভেবেছে যে তিনো আর ভাজপা ডীল করে কুস্তি করছে।
কিন্তু বড় অংশের লোকের কাছে সত্যি যে তিনোদের থেকে ভাজপা খারাপ সেটা বুঝতে চায়নি।
বুঝতে মমতাকে হারাবার প্ল্যান করা যেত না বলেই বুঝতে চায়নি।
ফলে এখন কোথাও দেখা যাচ্ছে না।
PT | 203.***.*** | ০২ মে ২০২১ ১৩:২১479066এইসব আলগা কথা বলে বিশেষ লাভ নেই। সেই চোর- ডাকাত- লুঠেরারাই ক্ষমতায় ফিরছে। আর তার সঙ্গে প্রধান বিরোধী দল হিসেবে (বেশ, বেশ ৩৭%) ডাকাতদের গুরুদেবরাও বিধানসভায় থাকবে।
উদ্বেল আপ্লুত মনের নয়েজ থিতোলে, যখন ঠিকঠাক সিগনাল আসবে তখন দেখবেন আসল কিছুই বদলায় নি।
বিজেপিকে বাদই দিলাম, তিনোরা এই কোভিডের আকালেও স্বাস্থ্য ব্যব্স্থায় বিপুল সরকারী বিনিয়োগের দাবি জানায়নি ভোটের প্রচারে। ভবিষ্যতেও জানাবে না। কাল থেকেই আবার মৃত্যু মিছিল, অক্সিজেনের হাহাকার, ও রেমডেসিভিরের ১৮০০০ টাকার এম্পুলের খবর আসতে থাকবে টিভির স্ক্রিন জুড়ে।
ছাগলেরা যদি ছাগলের জীবন নিয়েই খুশী থাকতে চায় তো তাদের কে আটকাবে?
সম্বিৎ | ০২ মে ২০২১ ১৩:২১479065বোধি কিন্তু অনেকদিন আগে থেকেই বিজেপিকে ফুটো আওয়াজ বলে আইডেন্টিফাই করেছিল।

হেহে | 192.184.***.*** | ০২ মে ২০২১ ১৩:১৮479063হাম্বাগ টিভি কি দেখাচ্ছে? ফুটকিগন এগিয়ে?
dc | 122.164.***.*** | ০২ মে ২০২১ ১৩:১৫479062আরে নানা বিজেপিটিদা এখানে লাথ খায় আর এক হাতে টাইপ করে আর অন্য হাতে নাড়ায়। যতো লাথ খাবে ততো নাড়াবে। ওরকম দুয়েকজনের একটু ইয়েমতো থাকে, কি করা যাবে।
পিটিকে ছেড়ে দিন | 2a0b:f4c1:2::***:*** | ০২ মে ২০২১ ১৩:১৩479061মমতা যে বিজেপিকে আটকে দিয়েছে - এটা পিটি র ঠিক হজম হচ্ছে না, তাই একটু চোঁয়া ঢেকুর ছাড়বেন। ছাড়তে দিন, নইলে হল হল করে বমি করে আবার পাতা নোংরা করে দেবেন। এদ্দিনের সযত্নে লালন করে রাখা মমতা ব্যানার্জির প্রতি ব্যক্তি আক্রোশ। ওর তো একটাই রাজনীতি - মমতাবিরোধিতা, দিনরাত মমতাকে গাল পাড়া হল ওনার জীবন দর্শন, সেটা করতে করতে এত ক্লান্ত হয়ে পড়েছেন, ওকে এবারের মতন খ্যামা করে দিন।
এদিকে তৃণমূল সমর্থকেরা আনন্দ পালন করতে চাইছেন ভাল কথা, কিন্তু এত লোক মাস্ক টাক্স খুলে আবীর মাখিয়ে বিজয় উতসব করছেন কেন? নিজের আর অন্যদের মৃত্যু ডেকে আনছেন তো!
গত কয়দিনে গাদা গাদা তৃণমূল নেতা কর্মী মারা গেছেন, লোকজন লিখছিল।
সিএস | 49.37.***.*** | ০২ মে ২০২১ ১৩:১১479059কার কিসে ম্যটার করে সেটা অনেকদিনই হাম্বাগদের কথা শুনে বোঝা গেছে।
রাজ্যের লোকের কাছে কী ম্যটার করে সেটা বোঝা যাচ্ছে।
চোরেরা ভোট বাড়াচ্ছে, দাঙ্গাবাজদের ভোট বাড়ছে না, হাম্বাগদের প্রচারের পরেও।
এর পরেও চুরি-ডাকাতিকে ঢাল করা আর দিলীপ ঘোষ যেমন শীতলখুচির পরে বলেছিল, দুষ্টু ছেলেদের জন্য মেয়েরা রাস্তায় বেরোতে পারে না, দুটোর মধ্যে কোন তফত নেই। থাকার কথাও নয় , সব এক গোয়ালের।
সম্বিৎ | ০২ মে ২০২১ ১৩:০৫479058পিটিবাবু এখানে সম্পূর্ণ নয়েজ। আজ অব্দি সিগনালে পেলাম না।
সিএস | 49.37.***.*** | ০২ মে ২০২১ ১৩:০৫479057হাম্বাগরা তথ্যটাও ঠিক করে দিক, এটাই কাম্য।
ভাজপার ভোট ৩৭ %, ৪৫ নয়, এখন পর্যন্ত।
https://results.eci.gov.in/Result2021/partywiseresult-S25.htm?st=S25
৪৫ নিয়ে মিথ্যে প্রচারের আগে দিয়ে দেওয়া হল।
PT | 203.***.*** | ০২ মে ২০২১ ১৩:০২479056আপনি বোধহয় ব্যবহারিক জীবনে পব-র অংশ নন। তাই চুরি-ডাকাতি-শিক্ষকের চাকরী না থাকা ইত্যাদি আপনার কাছে ম্যাটার করেনা।
বিজেপিকে ৪৫% লোক ভোট দিয়েছে। আমার হিসেবে বিজেপির কোমর ভাঙা যায়নি। তবে দুজনে মিলে বামেদের নির্মূল করেছে। সেটা কারো কারো কাছে আনন্দ-্সংবাদ হতে পারে।
কিন্তু "ধর্মনিরপেক্ষতা" কি শেষে গুরুতেও খারাপ কথায় পরিণত হল?
সিএস | 49.37.***.*** | ০২ মে ২০২১ ১৩:০০479055হাম্বাগদের দেখার ওপর কিছু নির্ভর করে না।
তারা বরং দেখার চেষ্টা করুক সিপিএম উবে গেল কেন ?
আগেই লিখেছিলাম সিপিএমের analysis করা উচিত তাদের ভোটটা কোথায় সে ব্যাপারে।
হামবাগ ভাজপা টিভির প্রচার না করে পণ্ডিতরা সেটা করতে পারত।
lcm | ০২ মে ২০২১ ১৩:০০479054যাক, ভোটের ঝামেলা মিটেছে মনে হচ্ছে, এমএলএ কেনাবেচা নিয়ে নাটক - সেসবের সম্ভাবনাও বোধহয় আর নেই, এবার করোনা সামলানো
dc | 122.164.***.*** | ০২ মে ২০২১ ১২:৫৭479053আজ বিজেপিটিদার বড়ো দুর্দিন। যদি এখানে কিছু লাথ খাওয়া যায়, সকাল থেকে সেই আশায় লেগে আছে।
সিএস | 49.37.***.*** | ০২ মে ২০২১ ১২:৫৬479052হাম্বাগ পন্ডিতরা রটিয়েছিল তিনোদের ওপর সবার খুব রাগ।
অথচ বলা যায়, এই রেজাল্ট ভাজপার বিরুদ্ধে রাগের প্রকাশ।
"ধর্মনিরপেক্ষ" সেজে ভাজপার সুবিধে করার জন্যই ঐসব কম্ম করা হয়েছিল নাকি পন্ডিতরা সত্যিই কিছু বোঝেনা, শুধু সবজান্তা বাক্যবাগীশ ?
Bodhisattva Dasgupta_Gurulogin | ০২ মে ২০২১ ১২:৫২479051গরু যার মাতা হন
পিতা যার ষাঁড়,
বেঙ্গল ভেঙে দিল
তাহাদের গাঁ**ঃ-)))
(সংগৃহীত)
PT | 203.***.*** | ০২ মে ২০২১ ১২:৫১479050সিএস
কোথায় থাকেন? মাপ করবেন প্রশ্নটা করতেই হল। উদ্বেলিত হয়ে চোর ডাকাতদের ক্ষমাশীল চোখে দেখার কোন কারণ নেই।
আপাততঃ তিনোদের ৫০% ভোট দেখাচ্ছে। অর্থাৎ কিনা প্রায় ৪৫% ভোট বিজেপির দখলে-সেটা খুব একটা আনন্দ সংবাদ নয়।
অরিনদা, খারাপ লাগল ঃ(
একটু আগে জানলাম, আমারো নিকটাত্মীয় হাস্পাতালে। সমস্যা হচ্ছে ৯০ ঘ্ণটার আগে রিপোর্ট আসছেনা!
মানুষ পোলারাইজেশন মেনে নেয়নি, সেও তো দেখা যাচ্ছে। শুধু মুস্লিম ভোট দিয়ে তো এ হয়না
অরিন | 161.65.***.*** | ০২ মে ২০২১ ১২:৪৮479047ভোটের আলোচনার মাঝখানে একটা ছোট লেখা রেখে যাই,
Hindustan Times: Evidence: The bedrock of Covid management.
https://www.hindustantimes.com/opinion/evidence-the-bedrock-of-covid-management-101619532812017.html
বেশিরভাগ আন্টি বিজেপি হয়েছে।
আর বেশিরভাগ সিপিএম প্রো বিজেপি।
অপু | 2409:4060:200:e950::19f7:***:*** | ০২ মে ২০২১ ১২:৪৭479045দে, ক্লিয়ার পোলারাইজেশন। সেখানে সিপিএম এর ধর্মনিরেপক্ষতা। যেটা আদতে হ ওয়া উচিত। সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য হয় নি। :(((