দলটা পুরোপুরি এদের হাতে ছেড়ে দেওয়া উচিত।
১৮০ এর কম হলে ঘোড়া কেনাবেচা হবে
আচ্ছা ভোন্দুর কী খবর?
সিএস, এই দেবলীনা, মীনাক্ষী দীপ্সিতারা লেগে আছে। থাকবেও মনে হয়। এরা যেহেতু বিরোধী এবং মার খাওয়া পজিশান থেকে শুরু করেছে সেজন্য ওই পেখমফোলা এইচটিটি ব্যাপারটা নেই।
বাংলার মানুষ দল বদলু দের অপছন্দ করে।এবার ভোটে অগ্রাহ্য করেছে। যথা যথ সিদ্ধান্ত।
সিপিএমের নতুন ছেলেপুলেদের মমতার থেকে শেখা উচিত, কেমন ভাবে লেগে থাকতে হয়।
এযাত্রা পব গোবর থেকে বেঁচে গেলো
https://www.news24online.com/live-tv/
১০০ র নীচে দেখাচ্চে।
এখানে চাণক্য বলেছিল তৃনরা ১৮০ হবে।
ধন্যবাদ পাই। আমি সুস্থ্য ই ছিলাম।আজ মনটাও খুশি।বাংলার মানুষ বুঝিয়ে দিলো,তারা রাজনীতি একটু বেশি বোঝে এবং জুমলা ভাইরাস তাদের কাবু করতে পারে নাই।
ওদিকে বিবিসি আর সিনেএন তো রোজ ন্যাংটো করে দিচ্ছে। প্রধানসেবক যে কি করবেন! স্যারই বা কোথায় গেলেন?
ভাজপা তো ১০০ র তলায় নেমেছে।
মমতারটা কী হয় ?
আসামে আরেকটু ক্লোজ হলে ভাল হত। এবার হিমন্ত না মুখ্যমন্ত্রী হয়! এন আর সিও তো করবে।
তিন গালে তিনটে থাপ্পড়! তবে কেরলের থাপ্পড়টা সবচেয়ে কষিয়ে পড়েছে।
হে গৌমাতা, এ তুমি কি করলে? ন্যাজে গোবরে করে দিলে?
আরে এস এম, অনেকদিন বাদে! আপনি সুস্থ আছেন?
যাক, পি কের চাকরী টা মনে হয় রয়ে গেলো!
সুনীত চোপড়া কোথাকার? বলে চলেছেন আমরা বাংলায় জিততে লড়াই করিনি। বিজেপিকে হারাতে করেছি।
ওঁকে লোকে জিগেশ করছে উনি আনন্দে না দু:খে পাগল হয়ে গেছেন!
যাজ্ঞে, এই ৮ দফা নিয়ে বাকি দলেরাও আগেও সরব হলে মানুষকে সত্যি এত মরতে হত না!!
সিপিএম এর সুনীত চোপড়া এবিপি তে বলছে আমরা দুই জায়গাতেই আচিভ করেছি। কেরলে জিতেছি, বাংলায় বিজেপিকে হারিয়েছি। বাংলায় আমাদের লক্ষ্য ছিল বিজেপিকে হারানো। আমরা বলেছিলাম, ত্রিকোণ লড়াই হবে, বিজেপি হারবে। এখন বলছেন ৮ দফা নির্বাচন করে লোক মারা হল। তাহলে ইসি র সঙ্গে মিটিং এ সিপিএম কেন শেষ ৩ দফা একসঙ্গে করানোর বিরোধিতা করল কেন? বিকাশ ভট্টাচার্য মিিিিিটিং থেকে বেরিয়ে বক্তব্য রেখেছিলেেনন!
এনডিটিভি যার এবিপি আনন্দে এতো তফাৎ কেন সিট এ ?
টিএমসি এখনো অবধি প্রায় ৫০% ভোট।
যা মনে হচ্ছে ডিসাইড হয়ে গেছে মোটামুটি।
কিলিয়ার হবে যে রাম- না কালো-!!
আর কয়েক ঘন্টার মধ্যেই কিলিয়ার হয়ে যাবে যে পবর মানুষ ছাগল!! কী বলেন পিটিবাবু?
"সে তো দেশের লোক হাড়ে হাড়ে বুঝছে আশা করি।"
আর কয়েক ঘন্টার মধ্যেই কিলিয়ার হয়ে যাবে যে পবর মানুষ কি বুঝেছে!!
টাকার মাস্টার মসায় কে ফলো করি। ক দিন খোজ নেই| যাতয়ত করচেন হয়্তো | সারঅসঅত, ঠআকুর আর নরেন এর গল্প বলার এর থেকে ভাল সময় আর হবে না।
নমশ্কার।
হ্যা, এই অপদার্থ মোদী সরকারের ওপর সব দিক থেকেই চাপ আসুক। দেশের মিডিয়া তো বিকিয়ে গেছে। অন্তত এগুলো দেখে লোকে সত্যিটা জানতে পারুক।
তবে অস্ট্রেলিয়া সরকারের ওপর ভেতর থেকেই প্রচুর চ্যপ আসছে। মনে হয়না এটা বেশিদিনের জন্যে রাখতে পারবে। অনেক অস্ট্রেলিয়ান সিটিজেন এখনও ইন্ডিয়াতে আটকে আছে। ক্রিকেটার ছাড়াও। অনেকে গত বছর থেকে ফেরার চেষ্টা করেও ফিরতে পারেনি কারণ একটা সার্টেন নাম্বার এর বেশি এন্ট্রি এলাও করেনি প্রতি মাসে। এক একটা বোয়িং-৭৩৭ ফ্লাইটে ২০-৩০ এর বেশি লোক চাপতে দেয়নি। যাতে কোয়ারেন্টাইন সিস্টেম এর ওপর বেশি চাপ না পড়ে। আমার চেনা শোনা দুতিন জন প্রায় ৬-৭ মাস চেষ্টা করে টিকিট পেয়েছে। এখন ও যারা আটকে আছে , তাদের কারোর কিছু হলে পুরো দায় সরকারের ওপর চাপবে।
আজকের খবর দেখলাম এই রেস্ট্রিকশন টা ১৫থ মে র রিভিউ করবে।
টিভি চানেল গুলোতে ও সমানে দিল্লিতে সারি সারি চিতা জ্বলার ফুটেজ দেখাচ্ছে।
তা, ইন্ট্যারন্যাশাল মিডিয়া কভার তো করবেই। অস্ট্রেলিয়া একটু বাড়াবাড়ি করেছে কিন্তু ইন্টারন্যাশানাল চাপ না থাকলে কি হয় সে তো দেশের লোক হাড়ে হাড়ে বুঝছে আশা করি। অব কি বার একটু চাপ আসা দরকার।
এটা নিয়ে হইচই হচ্ছে এখানে দুদিন ধরে যে এভাবে একটা দেশের জন্যে বায়ো সিকিউরিটি এক্ট ইনভোক করা উচিত কিনা। সমস্যা হলো গত কদিনে যে কয়েকটা কেস ধরা পড়েছে, প্রায় সবকটা ইন্ডিয়ার সাথে লিঙ্কড। ওই জন্যে গভট পারানোইড হয়ে গেছে। টিভি চানেল গুলোতে ও সমানে দিল্লিতে সারি সারি চিতা জ্বলার ফুটেজ দেখাচ্ছে। লোকেও ঘাবড়ে আছে পুরো।
এদিকে যা শুনছি গণনার পরে নাকি গৌমাতার দয়া উচ্ছলিয়া মাধুরী করিবে দান। তুমি জানো নাই তুমি জানো নাই তার মূল্যের পরিমাণ।
স্বাস্থ্যভবনের হেল্পলাইন নং এ কোন লাইনে কী পাবেন দেখে নিন। আর জেলাভিত্তিক হেল্পলাইন নং।