এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ২৭ এপ্রিল ২০২১ ১৩:৪৫478771
  • *সূর্য্যের

  • | ২৭ এপ্রিল ২০২১ ১৩:৪৪478770
  • অহো।


    বলে দিস দুকুরে নিলে বেরিয়েই স্যুর্যের দিকে তাকিয়ে মার্তন্ড মার্তন্ড জপ কত্তে হয় তবেই ওষুধ করে।

  • Ramit Chatterjee | ২৭ এপ্রিল ২০২১ ১৩:৩৬478769
  • তবে ভোরবেলা নিক, আরো এফেক্টিভ হবে।

  • T | 146.196.***.*** | ২৭ এপ্রিল ২০২১ ১৩:৩১478768
  • সকাল দশটার মধ্যে নেওয়া ভ্যাকসিনে কাজ হচ্চে, দুফুরের গরমের মধ্যে যারা নিচ্চেন তারা ঘন্তা উপকৃত হবেন, আর গোধূলি লগ্নে নেওয়া ভ্যাকে কিছু কাজ হতে পারে, তবে শিওর না, -- এইই আমার বাজার লব্ধ জ্ঞান। 

  • Ramit Chatterjee | ২৭ এপ্রিল ২০২১ ১৩:৩০478767
  • আর্সেনিকাম অ্যালবাম বোধহয় নাম ছিল।

  • | 2401:4900:104b:960c:b5cf:df3f:4787:***:*** | ২৭ এপ্রিল ২০২১ ১২:৪১478766
  • আরে ন্যাড়াদা, গতবছরে হুমোপাথির কি একটা আর্সেনিক ওষুধ যেন খুব চলছিল করোনা প্রতিরোধে। ঐন্দ্রিলের লেখাতেও ছিল রুগীরা এসে এসে বলছে। এবারে আবার  সেটার কথা শুনছি না। কে জানে ওটা হয়ত ২০২০ ইস্পেশ্যাল ছিল। 

  • বোধিসত্ত্ব দাশগুপ্ত | 49.37.***.*** | ২৭ এপ্রিল ২০২১ ১২:২১478764
  • ইন ফ্যাক্ট এই শাহী স্নান ইত্যাদি কে গ্লোরিফাই করেন সেকুলার মেডিয়েভাল হিস্টরিয়ান রা, সেটাও এবারে না করাই ভালো হত। বা উইথ লট অফ ডিসক্লেইমার্স। এই পরিস্থিতিতে এসব কেউ বলে বিশেষ করে এমন একটা সরকার , এর আমলে জারা কদিন আগেও তবলিঘি সুপারস্প্রেডার দের নিয়ে আলাদা ফর্মাল বুলেটিন করেছে, আলাদা ক্যাটিগোরি করে রোগ ছড়ানোর নিউজ দিয়েছে, তাদের আমলে মেডিয়েভাল হিস্টরি কে একটা স্টুপিডিটির রেশনাল হিসেবে ইউজ করতে দেওয়া উচিত ই না। ইন এনি ফর্ম। 

  • বোধিসত্ত্ব দাশগুপ্ত | 49.37.***.*** | ২৭ এপ্রিল ২০২১ ১২:১৩478762
  • বইটি ভালো যা শুনেছি, শুনছি,  পড়িনি ,  বৈজয়ন্ত রিভিউ করেছে বলেই পড়ার ইচ্ছে আছে, সে তো বাজে বকার লোক না, কিন্তু এই প্রবন্ধে বৈজয়ন্তর আর্গুমেন্ট আর মেসেজটা কতটা দাঁড়িয়েছে, আই অ্যাম নট শিয়োর আবাউট দ্যাট। আমার মতে আর্গুমেন্ট আর মেসেজ টা ডিসকর্ডান্ট। 


    কুম্ভমেলা বন্ধ করতে না পারা টা অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিওর , এন্ড অফ স্টোরি। সচেতনতার ফেলিওর , আমাদের জেনেরাল নাগরিক গান্ডুমি । 


    তার সঙ্গে হিন্দুত্ত্ব মুভমেন্ট এর আভ্যন্তরীন কনফ্লিক্ট এর ইতিহাস  এর সম্পর্ক নেই। যেটা আসলে সাধারণ ভাবে ধর্ম রাজনীতি ইত্যাদির জেনেরাল ইতিহাস,  তাকে আভ্যন্তরীন কনফ্লিক্ট বলে মনে হচ্ছে আজকের সংঘ পরিবার এর রেসপেক্ট এ। এবং এই আলোচনা অনেকটাই অর্থহীন, কারণ এই আলোচনায় শেষ পর্যন্ত যে মেসেজ উঠে আসে, সেটা হল, প্রতিটি আভ্যন্তরীন কনফ্লিক্টেই আরো বিশুদ্ধ মিলিটান্ট টেন্ডেন্সির জন্ম হয়। এবং সেই আলোচনা ফাটালিজম e ভরে যায়, প্রায় অনেকটা লেখাটার হেডিং এর মত। 


    এরকম দিন আসতেই পারে, যখন মোদী কে লিবেরাল মনে হবে, অ্যাট লিস্ট ধান্দা ধনতন্ত্রের , বিজনেস গ্রীড বি ই ং  সেকুলার,  তার মধ্যে ছিল। সফ্ট হার্ডের এই খেলাটা বহুদিনের নতুন কিসু না। কিন্তু তাই বলে সরকারের অসহায়তার সেটা কোন জাস্টিফিকেশন ই না।  


    যারা পড়েছেন বইটি , তারা বইটি সম্পর্কে , নিজেদের মতামত দিলে ভালো হয়, তাদের এই বিষয়ের এই সময়ের ইতিহাস সম্পর্কে দৃষ্টিভঙ্গী তাহলে বোঝা যায়। 


    বোধিসত্ত্ব দাশগুপ্ত 

  • π | ২৭ এপ্রিল ২০২১ ১২:০৬478761
  • আমাদের এতদিনের বন্ধু, ব্যাচমেট, ছোটবেলাত বন্ধুর বর, আমাদের বম্বের দিনগুলো কত একসঙ্গে কাটানো বন্ধু চলে গেল কোভিডে। দিল্লিতে৷  

  • সম্বিৎ | ২৭ এপ্রিল ২০২১ ১২:০১478760
  • নাক্সভমিকা থার্টি আর আর্নিকা। ক্যান্সার থেকে কোভিড, ম্যালেরিয়া থেকে মাথার ব্যামো - সব রোগ সেরে যায়।

  • হিজি -বিজ -বিজ | 2603:8000:b101:f400:15bb:e627:b038:***:*** | ২৭ এপ্রিল ২০২১ ১১:৫৯478759
  • দ দি আপনার ওই রিক্সাওয়ালা বেশ আপডেট রাখেন বলতে হবে। 

  • সিএস | 2401:4900:104f:6dad:8d16:5fa6:9e0b:***:*** | ২৭ এপ্রিল ২০২১ ১১:৫৪478758
  • সিংগল k কে বলার, হাই টেক ভাজপা বাহাদুর ২৮-৫৬ দিন টাঙিয়ে রাখলেও, মাটিতে যাকে বলে গ্রাউণ্ডে ৪২-৫৬ দিন চলছে। আরো দুই হাসপাতাল থেকে প্রাপ্ত তথ্য এটাই।

  • | ২৭ এপ্রিল ২০২১ ১১:১৭478757
  • বলে ফ্যাল।  :-)

  • dc | 122.174.***.*** | ২৭ এপ্রিল ২০২১ ১১:১৬478756
  • "রঞ্জনদা সারাদিনে নিঃশ্বাস ফেলবার সময় পাই নি। সবাই ভালো থাকবেন, সাবধানে।"


    এটাই হলো ​​​​​​​করোনা ​​​​​​​আটকানোর ​​​​​​​সবচাইতে ​​​​​​​ভালো ​​​​​​​উপায়। 

  • T | 146.196.***.*** | ২৭ এপ্রিল ২০২১ ১১:১২478755
  • হাঃ হাঃ হাঃ, তাও তো দমদি সকালের ভ্যাকসিন আর দুফুরের ভ্যাকসিনের গল্প শোনে নি। :) 

  • র২হ | 2401:4900:3147:1628:9c0d:3998:5970:***:*** | ২৭ এপ্রিল ২০২১ ১০:৪৯478754
  • মায়ের দেখভাল করার জন্যে যাঁরা আসেন তাঁদের মধ্যে সুন্দরবন অঞ্চলের একজন বললেন গ্রামের পুরুষরা সব বিজেপিকে ভোট দিচ্ছে কারন বিজেপি টাকা দিয়েছে। তবে মহিলারা তৃনকে দিচ্ছে।


    শোনা কথা, সত্যাসত্য জানি না।

  • র২হ | 2401:4900:3147:1628:9c0d:3998:5970:***:*** | ২৭ এপ্রিল ২০২১ ১০:৪৬478753
  • লুরুতে শুক্রবার স্যাম্পল দিয়েছিলাম, আজও রিপোর্ট আসেনি! (চিন্তা করবেন না, ট্র্যাভেলের জন্যে)


    ওদিকে আগরতলায় রাতের কার্ফিউ, সেসময় কিছু বিয়েবাড়িতে বিয়ের অনুষ্ঠান হচ্ছিল, শৈলেশ যাদব নামে এক ডিএম সেসব জায়গায় গিয়ে লোকজনকে মারধর করেছে, মারধোরের ভিডিও করেছে।

  • | ২৭ এপ্রিল ২০২১ ১০:৩৩478752
  • এখানকার লোকজন মনে হয় চায়ের দোকানে অটোর লাইনে খুব একটা দাঁড়ান না, টোটোওলা বা দোকানঅলার সাথে গপ্পসপ্প করেন না। ওইজন্য নানারকম বিচিত্র থিওরির সাথে পরিচিত নন। 


    এই শনিবারে একজন রিক্সাওলা আমাকে বোঝালেন কাক কমে যাওয়ায় করোনা বেড়ে গেছে।  বললেন কাক যতসব জার্ম (এটাই বললেন)৷ খেয়ে নিয়ে আমাদের এলাকা ফ্রেশ করে দিত। ওইসব কমে গেছে আর অসুখবিসুখ এমন বাড়ছে। ওইজন্য সকালে উঠে কাঁচা হলুদ আখের গুড় দিয়ে খেয়ে নিতে হয়। 


    সেদিন একটা দোকানে শুনছিলাম একজন বলছিল আমেরিকার প্রেসিডেন্টও হোমিওপাথি খায়। ওইজন্য ওদের অসুখ হয় না। মনমোহন সিঙের উচিৎ ছিল আমেরিকার প্রেসিডেন্টের থেকে অষুধের নামটা জেনে নিয়ে খাওয়া। দিনে মাত্র দুটি ডোজ ব্যাসসস করোনার বাপও ধারে ঘেঁষবে না। ইত্যাদি। 


    আপনারা বড্ডই এলিট। তাই এসব খবর রাখেন  না। 

  • | ২৭ এপ্রিল ২০২১ ১০:৩২478751
  • এখানকার লোকজন মনে হয় চায়ের দোকানে অটোর লাইনে খুব একটা দাঁড়ান না, টোটোওলা বা দোকানঅলার সাথে গপ্পসপ্প করেন না। ওইজন্য নানারকম বিচিত্র থিওরির সাথে পরিচিত নন। 


    এই শনিবারে একজন রিক্সাওলা আমাকে বোঝালেন কাক কমে যাওয়ায় করোনা বেড়ে গেছে।  বললেন কাক যতসব জার্ম (এটাই বললেন)৷ খেয়ে নিয়ে আমাদের এলাকা ফ্রেশ করে দিত। ওইসব কমে গেছে আর অসুখবিসুখ এমন বাড়ছে। ওইজন্য সকালে উঠে কাঁচা হলুদ আখের গুড় দিয়ে খেয়ে নিতে হয়। 


    সেদিন একটা দোকানে শুনছিলাম একজন বলছিল আমেরিকার প্রেসিডেন্টও হোমিওপাথি খায়। ওইজন্য ওদের অসুখ হয় না। মনমোহন সিঙের উচিৎ ছিল আমেরিকার প্রেসিডেন্টের থেকে অষুধের নামটা জেনে নিয়ে খাওয়া। দিনে মাত্র দুটি ডোজ ব্যাসসস করোনার বাপও ধারে ঘেঁষবে না। ইত্যাদি। 


    আপনারা বড্ডই এলিট। তাই এসব খবর রাখেন  না। 

  • π | ২৭ এপ্রিল ২০২১ ১০:২৫478750
  • ভ্যাকসিনের দুই ডোজ নেওয়ার ১৫ দিন পরে কাল একজনকে আইসিওউ তে যেতে হয়েছে। রিটায়ার্ড কর্নেল,  প্রচুর সুপারিশ নিয়েও কতক্ষণ আর্মি হাস্পাতালে বেড পাননি।


    - ইনি মারা গেলেন।

  • | ২৭ এপ্রিল ২০২১ ১০:১৫478749
  • রঞ্জনদা, এই বইটা পড়ে ফেলুন। বই লাগলে বলবেন পাঠায়ে দেব।


  • Abhyu | 198.137.***.*** | ২৭ এপ্রিল ২০২১ ১০:১১478748
  • রঞ্জনদা সারাদিনে নিঃশ্বাস ফেলবার সময় পাই নি। সবাই ভালো থাকবেন, সাবধানে।

  • π | ২৭ এপ্রিল ২০২১ ১০:০১478747
  • Ramit Chatterjee | ২৭ এপ্রিল ২০২১ ০৯:৫১478746
  • একজন ডাক্তার এখানে করোনা রোগী দেখছেন গিজগিজ করছে ভীড় তার চেম্বারে। যার হয়তো করোনা হয়নি বা ফ্যামিলির লোক যে কিনা সুস্থ সাথে এসেছে তাদেরও করোনা হয়ে যাবে। ভয়ংকর অবস্থা।

  • Ramit Chatterjee | ২৭ এপ্রিল ২০২১ ০৯:৪৯478745
  • @এন্ডোর গুরুর বাইরে আলাদাভাবে কোনো সামাজিক মাধ্যমে নেই। কিন্তু হোয়াট সাপে দু এক জন গায়ে পড়ে এসব আলতু ফালতু কিছু ফরোয়ার্ড করেছিল। হেবি ঝেড়েছি। আবার লান্সট এর নাম করে অপপ্রচার চালিয়ে যাচ্ছে এরা। লান্সট এ নাকি বেরিয়েছে মাস্ক খুলে ফেলুন, সবাই মিলে বাইরে বেরোন, এসব হাবি জাবি। আমি বললাম শিক্ষিত লোক হয়ে এসব বলেন কি করে। ফেবুতে মনে হয় এসব চাষ হয়।

  • π | ২৭ এপ্রিল ২০২১ ০৯:৪৬478744
  • এদ্দিন ধরে যেখানে যেখানে ভোট নেওয়া হচ্ছিল সেখানেই যদি সবাইকে ভ্যাকসিন দিয়ে দিত তাহলেও এই ভোটনিধনযজ্ঞের কিছু অন্তত উপকার  বুঝতাম!


    অন্তত কেন্দ্রীয় বাহিনীর মেশিনারির কিছু সদগতি তো হত!


     ভোটকেন্দ্রে অনেক ছাউনি হচ্ছে। আধ ঘ্ণটা সেখানেই বসানো যেত।   আমরা যেখানে নিলাম, সেখানে এত ভিড়ে ভিড়াক্কার,  বদ্ধ ছোট ঘর,  ওখানে গাদাগাদি করে বসাই তো এক রিস্ক। সবাইকে ২০ মিনিট বস্তে বলছে,  কেউ না বসলেও দেখছেনা। কাউকে শুইয়ে রাখেনি। শোওয়ানোর জায়গাই নেই!  অনেকেই বাইরে গিয়ে মনদির চাতাল, গাছ্ব্র তলায় খোলামেলায় বসছেন। ভোট দিয়েও সেভাবেই পারতেন। একটা ছাউনি করলেই হত।


     আমাদের কোন মেডিকাল হিস্ট্রি জানতে চায়নি। চাইলেও কাজটা ভোটের কাজের পর  ৩-৪ মিনিটের বেশি জুড়বেনা।  এখন ভ্যাক্সিনেশনের লাইনে যে পরিমাণ ভীড় হচ্ছে সেতো ইনফেক্সনের সূতিকাঘর। প্লাস আপো পাওয়া নিয়ে কী হুজ্জুতি! 

  • π | ২৭ এপ্রিল ২০২১ ০৯:৩৭478743
  • হ্যাঁঁ, দিল্লির অবসস্তগা ভয়াবহ। আমার ব্বহু পরিচিত, কলীগ পুরো পরিবার আক্রান্ত। বেশ কিছু পরিবারে কেউ না কেউ বা একাধিক মৃত :(


    ভ্যাকসিনের দুই ডোজ নেওয়ার ১৫ দিন পরে কাল একজনকে আইসিওউ তে যেতে হয়েছে। রিটায়ার্ড কর্নেল,  প্রচুর সুপারিশ নিয়েও কতক্ষণ আর্মি হাস্পাতালে বেড পাননি।


    কোলকাতার অবস্থাও ৭ দিনে এরকম হতে পারে,  এই ভয়টাই পাচ্ছি। অলরেডি বেজায় চাপে।


    গুরুরই একজনের  মাকে শুনলাম টেস্ট নেগেটিভ আসার আগেই।ইইডিএফ থেকে ছেড়ে দিয়েছে, বাড়িতে বাবা একা মা বাড়ি এসে বমি করছেন।


    রঞ্জনদা, খুব খুব সাবধানে।  মেয়ে বেটার?  আপনারা দিল্লিতে?


    আমাদের আবাসনে গুচ্ছ লোকের জ্বর, অসুস্থ। কেউ টেস্ট করাবেন না। 


    এদিকে ভ্যাকসিনের লাইনে ৫ টা থেকে ৪ ঘ্ণটা  লাইন দিয়েও সব ফেরত আসছেন। ৭৫-৮০ বছরের লোকজন সব। দ্বিতীয় ডোজ নিতে গিয়ে।


    এই লাইন থেকেই তো ইনফেকশন হয়ে যাবে! 


    আর এখন রোজ প্রতি মুহূর্তে কাঁটা হয়ে আছি, কী কী খারাপ খবর শুনতে হয়! 

  • T | 146.196.***.*** | ২৭ এপ্রিল ২০২১ ০৯:০৯478742
  • পাই দি, দিল্লীতে স্যাম্পেল কালেকশন করতে আগে দু তিনদিন সময় লাগছিল, এখন সম্পূর্ণ বন্ধ শুনলাম। যারা থাকে তাদের কাছ থেকেই শুনছি। ল্যাবের একটি ছেলে থাকে ইলাহাবাদে। তার বাবা মারা যান ফার্স্ট ওয়েভে। এবছর তাঁর বাৎসরিক কাজের পর পুরো ফ্যামিলিই কোভিডে। কয়েকজন মরণাপন্ন। তার কাছে শুনলাম টেস্টিং এসব গল্প হয়ে গেছে। লোকে সিম্পটম মেলাচ্ছে শুধু। আজ আবাপয় দেখলাম অযোধ্যার ষোলোটা হাসপাতাল ঘুরে বেড না পেয়ে এক দম্পতি পশ্চিমবঙ্গে এসে চিকিৎসা করাচ্ছেন। 

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত