আমার আগে কলেজে পড়াকালীন পরপর কয়েকবছর গরমকালে হারপিস হত। জ্বালা যন্ত্রণা একইসাথে হয় বাপস! তারপর পক্স হল। তারপর থেকে আর হারপিস হয় নি। তখন আমাদের বাড়ির ডাক্তার বলেছিলেন আর হবে না।
আর সেদিন অভ্যুকে সারফেস ট্রান্সমিশন নিয়ে লিখতে ফ্লাইট ছেড়ে দিল, লেখাও উড়ে গেল।
বলার ছিল এটাই, সিডিসি, হু, মায়ো ক্লিনিক সবাই বলছে, অল্প হলেও সম্ভাবনা আছে, সাবধানতাও নিতে। রুল আউট করা যায়নি।
এলিভেটরের টেস্ট কেস রিপোর্টগুলোয় অন্য ব্যাখ্যা খুব বেশি নেই। আর এরকম কয়টা স্টাডিই বা করা হয়েছে।
আমি অন্তত এক্ষেত্রে বলব সাবধানের মার নেই।
মনে পড়ে গত বছর ফেব মার্চ নাগাদ হু, নানা সরকার কত জোর দিয়ে বলল, সবার মাস্ক পরার দরকার নেই। সেসময় এখানে কত আলোচবা হয়েছিল মনে পড়ে গেল। আসিম্পটোমেটিক কি প্রিসিম্পটোমেটিক ব্যক্তি থেকে সংক্রমণ হলে কেন সবাইকে মাস্ক পরতে হবেনা, এ প্রশ্ন আমরা বারবার তুলেছিলাম। কয়দিন বাদে সেটাই বলল অথচ প্রথমেই বললে হয়ত সংক্রমণ এত ছড়াতোই না। যে বিষয় নিয়ে নিত্যনতুন তথ্য প্রমাণ আসছে, আগের বহু কিছু উল্টেও যাচ্ছে, জানা অনেক বাকি, যেখানে বহু মানুষের জীবন জড়িয়ে, তাতে আমি তো বলব সামান্য রিস্ক জানা থাকলেও সাবধান হওয়াই ভাল, হলে যখন ক্ষতি নেই
যাহোক, গাভি র সাইটের এই লেখায় বলতে চাওয়া বেশিরভাগ কথাই আছে।
The CDC says that while it’s possible that respiratory droplets could land on surfaces and objects, and that someone could become infected by touching them, “this is not thought to be a common way that COVID-19 spreads."
Also, “despite consistent evidence as to SARS-CoV-2 contamination of surfaces and the survival of the virus on certain surfaces, there are no specific reports which have directly demonstrated fomite transmission,” says the WHO.
This doesn’t mean surface transmission never occurs. As the WHO points out, it is difficult to disentangle the relative contributions of inhaled droplets and contaminated surfaces, because people who have come into contact with potentially infectious surfaces have generally also been in close contact with infected individuals.
As a precaution, it is important to continue washing your hands and keeping surfaces clean. This also helps to prevent transmission of other infectious diseases, e.g., those caused by diarrhoeal pathogens such as rotavirus, E. coli, and Shigella. However, cleanliness alone is unlikely to protect us from COVID-19. Maintaining physical distance from other people, wearing a face mask, and keeping buildings well ventilated are also essential interventions.
If surfaces do play a role in transmission, it’s also likely that some are riskier than others. Be particularly wary of objects that have been in contact with someone’s mouth or nose, such as used facemasks, crockery and cutlery - if you touch them, be sure to wash your hands afterwards. And if someone in your household has COVID-19, or if you’re working in a hospital or other workplace where people could be infected, frequently touched surfaces such as doorknobs, handrails, toilet flushes and hand towels might be more likely to harbour the virus, so be mindful of them and ensure they’re frequently disinfected or replaced.
হারপিস জস্টার হল শিঙ্গলস। চিকেনপক্সও হারপিস গ্রুপে।
শুধু বয়স হলেই না, আগেও হতে পারে৷ দাদার হয়েছিল ২৭-২৮ বছরে, চোখের পাশে। সেকি সাঙ্ঘাতিক। চিকেন পক্সের কিছুদিন পরেই।
কিছু কিছু বাচ্চাদেরও হয়। তবে বাচ্চাদের এই সব রোগই, বিশেষ করে চিকেন পক্স, হাম হয়ে গেলে অনেক কমের উপর দিয়ে যায়। বড় বয়সে চিকেন পক্স, এই বুড়ো বয়সে হাম হয়ে দেখলাম তো, মারাত্মক কষ্ট আর জটিলতা হয়।
চিকেন পক্স ভ্যাকসিন আগার আগে বিদেশে শুনতাম বড়দের কারুর চিকেন পক্স হলে বাচ্চাদের নিয়ে থাকতে, শুতে বলত,যাতে ওদের হয়ে যায়, কমের উপর দিয়ে যাবে। আমার কিছু তুতো ভাইবোনদের এমন করেছিল।
আমার ধারণা হারপিস একটা জেনেরিক ক্লাস অফ ভাইরাল ডিসিস , আর শিঙ্গলস তার একটা স্পেসিফিক ফর্ম
তবে খুব একটা নিশ্চিৎ নই , আর কোনোদিন না হলেই বাঁচি
শিঙ্গলস মানে আমাদের দ্যাশের যেটাকে হার্পিস বলে , সেটা তো? আমার দিদিমার একটা চোখ নষ্ট হয়ে গেছিলো।
ওই ডোল, খয়রাতি, ভিক্ষান্ন বললেই এই আলোচনাটা মনে পড়ে যায়।
বোঝো কান্ড খানা!!
মিনিয়াপুলুসে অবশেষে পুলুসকে দোষী বলেছে
এখানে গান অনেকেই ভালবাসেন। নাচ কজন জানিনা। মাধবী মুদ্গলের ওড়িশির একটি সুন্দর কম্পোজিশন দেখে মন ভরে গেল। নাচের সঙ্গে কণ্ঠ ও যন্ত্র সংগীত ও ।
খুব আশ্চর্য হবো না যদি "বল কি আছে গো" গানটি জনসম্মোহিনী বেসড হয় , অসম্ভব মিল মধ কল্যাণ এর সাথে , হতেই পারে ভিন্ন নামে এক ই রাগ বাজানো হতো /বাজানো হয়
আর ইনি তো সাংঘাতিক বাজান , ভীষণ ভালো ক্ল্যারিটি -প্রথম বার শুনে যা মনে হলো ... এই মাত্র শেষ করলাম :) মনে হচ্ছে আগামী কয়েকদিন আর চিন্তা করতে হবে না :)
অনেক ধন্যবাদ সম্বিৎ আপনাকে
আমি এনার নাম শুনেছিলাম অন্য প্রসঙ্গে। ইনি রাহুল দেবের সঙ্গে বাজাতেন। আজ প্রথম এনার সোলো শুনলাম।
ওকে এবার মনে পড়েছে ।...সারান রানীর ওপর একটা লেখা পড়ছিলাম সেখানে এনার প্রসঙ্গ পেয়েছিলাম
@s - দারুণ একটা আইডিয়া দিলেন , আমার এক্সাক্টলি মনে পড়ছে না গ্রীন কার্ড এর সময় ঠিক কি ভ্যাকসিন নিয়েছিলাম , কিন্তু কিছু একটা (বা একাধিক) নিয়েছিলাম মনে আছে , হতেই পারে তখন ওই ডরমেন্ট মহাশয় আমার দেহে প্রবেশ করেছিলেন
@সম্বিৎ - নাম টা খুব চেনা লাগছে , কিন্তু কোনোদিন শুনেছি বলে মনে করতে পারছি না , ইউটুবে দেখি ....
আনন্দ, আজ প্রথম জারিন দারুওয়ালা শুনলাম। জনসম্মোহিনী। ইউটিউবে আছে। আমার খুব ভাল লাগল। শুনেছেন?
ভ্যারিকেলা, মানে চিকেন পক্স ভাইরাস দেহে বহুদিন ডরম্যান্ট থাকতে পারে। কোনোদিন চিকেন পক্স হয়নি এমন কারোর দেহেও ডরম্যান্ট ভাইরাস থাকতে পারে, যার থেকে ভবিষ্যতে শিংগল্স হতে পারে।
আমেরিকায় গ্রিন কার্ড করানোর সময় যখন হেলথ হিস্ট্রি চেক করে তখন ইমিউনাইজেশানের প্রুফ না দেখাতে পারলে সেই সব ভ্যাক্সিন দিয়ে দেয়। আমাকে ভ্যারিকেলা, হেপ সি মায় MMR পর্যন্ত দিয়ে দিয়েছিল।
জনসংখ্যা দেখো বস
খবরে দেখলাম বলল, যে ইন্ডিয়াতে এখনও অবধি ১% মানুষের ভ্যাকসিনেসন হয়েছে। এ তো খুবই কম।
আনন্দবি-র ক্ষেত্রে এটা কিন্তু ইন্টারেস্টিং, কোনোভাবে এসেছে ভাইরাস কিন্তু কোনো সিম্পটম দেখা দেয় নি এতদিন।
টিকা নিয়ে টীকা!! :))
অ্যান্টি-ভেক্সারদের খুব দুর্দিন যাচ্ছে কোভিড আসার পরে।
ও হ্যাঁ , আমি চিকেন পক্স ভ্যাকসিন ও নিই নি কোনোদিন
সেটাই তো আমার ক্ষেত্রে রহস্য :) আমার মা আর বাবার একসাথে চিকেন পক্স হয়েছিল আমার খুব ছোটোবেলায় , সে সময় টুকু মামারবাড়িতে ছিলাম
প্রশ্ন হচ্ছে আমি তাহলে ওই ভাইরাস টা পেলাম কোথা থেকে , আর যাই হোক Shingles কিন্তু সংক্রামক নয় এক যদি না আপনি ডাইরেক্টলি fluid এর সংস্পর্শে আসেন
আগে কখনও চিকেন পক্স হয়ে থাকলে, বা, টিকা নেওয়া থাকলে -- অনেক বছর পরে শিঙ্গলস হতে পারে।
কারেক্ট , দু চারটে যা কেস স্টাডি পড়েছি তাতে সত্যিই মারাত্মক আকার ধারণ করতে পারে
বিশেষ করে চোখের আশেপাশে হলে খুব বিপদজনক
আনন্দ, আপনি তাহলে অল্পের উপর দিয়ে রক্ষা পেয়েছেন। বন্ধুটির সাংঘাতিক হয়েছিলো। চোখের পাশেও র-য় ফলা আকার-শ বেরিয়েছিলো
* ঠেলে না ঠুসে
@ ন্যাড়াবাবু
আপনাকে ডাক্তার দেখেই বুঝেছে খুব দুব্বল আদমি, তাই ঠেলে দিয়েছে:-)
Shingles অতি বিরক্তিকর ব্যাপার , গতবছর সেপ্টেম্বর মাসে হটাৎ একদিন ডানদিকের কোমর আর তলপেট এর কাছাকাছি পুরো জায়গাটায় একটা চিনচিনে ব্যাথা শুরু হলো , কখনো বাড়ে কখনো কমে ..... আর অসম্ভব ক্লান্তি সারাদিন জুড়ে
তারপর এক শুক্রবার বিকেলে দেখি ওই পুরো জায়গাটায় লাল লাল স্পট এবং ব্যাথা ক্রমশ উর্দ্ধগামী
গেলাম শনিবার সকালে ওয়াক ইন ক্লিনিক এ , সহকারী নার্স টি দেখেই বললো এ মনে হয় Shingles , আর তারপর ডাক্তার এসে যখন কন্ফার্ম করলো কি ছেলেমানুষের মতো খুশী সে :)
এন্টি ভাইরাল আর প্রেস্ক্রিপশন স্ট্রেংথ ব্যাথার ওষুধ চললো সাত দিন , ডাক্তার অবশ্য পই পই করি আধখানার বেশি ব্যাথার ওষুধ খেতে বারণ করেছিলো কিন্তু ওই ব্যাথা এক খানাতেও সামলানো যাচ্ছিলো না .... আর রাত্রি বেলা এতো sweat যে মাঝ রাত্রে উঠে জামা চেঞ্জ করতে হলো কয়েকদিন
স্পট গুলোতে fluid আস্তে শুরু করলো পরের দিন থেকে ।..আর পুরোপুরি শুকোতে আরও সপ্তাহখানেক , ব্যাথা আর ক্লান্তি ছাড়া অন্যে কোন প্রব্লেম যদিও ছিল না
খেল শুরু হলো এপারেন্টলি "সেরে" যাবার পর ।....কথা নেয় বার্তা নেই ওই পুরো জায়গা টায় অসম্ভব শিরশিরানি , মনে হচ্ছে চামড়ার নিচে কেউ যেন সুড়সুড়ি দিচ্ছে :) সে এক আজব পরিস্থিতি ..... এনিওয়ে সে সব চললো আরও মাসখানেক , তবে ওই পুরো জায়গাটায় স্পট গুলোর দাগ রয়ে গেছে , মনে হয় না মেলাবে বলে
গুগল করে যা বুঝলাম দ্বিতীয়বার এই এটাক খুব রেয়ার কিন্তু অসম্ভব নয় , তাই ভাবছি টিকা নিয়েই নেবো
আর হ্যাঁ আমার কস্মিন কালেও কোনোদিন চিকেন পক্স হয় নি , সেটা ভেরিফাই করার জন্য মা কে ক্লিনিক থেকে ফোন করে ঘুম ভাঙ্গিয়েছিলাম :)
দেদি, কোভিশিল্ডে দেখছি মা বাবাদের চাপ কম হচ্ছে, আমার বাড়িতেও তাই। তবে প্রথম ডোজে যাদের জ্বর এসেছিল, কাল তাদের সেকেন্ড ডোজের পর সেরকম কিছু হয়নি।
আমার আবার তেমন খিদে টিদে পায়নি। মানে পেলেও তেমন খেয়াল করিনি।
তোমাদের ক্যাম্পাসে কেস আসছে? যা অবস্থা মহারাষ্ট্রর, খুব সাবধানে থাক।
রঞ্জনদা, তার মানে এবার ছত্তিশগড়ের সীমান্ত মারাঠি গ্রামগুলোতে ছড়িয়ে গেছে, সেই থেকে।
তবে আগেরবার এত ভাল ম্যানেজ করাটা ল্রশংসনীয়।
পঞ্জাবও করে। কেস কবে বাড়তে শুরু করেছিল, কিমতু তারপর আটকে দিল। এত কৃষক সমাবেশেও কিছু প্রায় হয়নি! খোলা জায়গা বলে? নাকি লোকজনের দারুণ ইম্যুনিটি? রোদে কাজ করা লোজনের ভিটামিন ডি লেভেল খুব ভাল, তাই?
কেরালা ওড়িশায় আবার দেখি কেসের তুলনায় মৃত্যু খুব কম। হস্পিটাল ম্যানেজনেন্টের কামাল?