করোনার ট্রান্সমিশন সংক্রান্ত রিসার্চ এখনো চলছে এবং নিত্য নতুন তথ্য জানা যাচ্ছে। এটা নেচারের পেপার, এবছর জানুয়ারীতে বেরিয়েছে https://www.nature.com/articles/d41586-021-00251-4
সারফেস থেকে ছড়ানো
Only a handful of studies have looked for viable virus outside the lab. Tal Brosh-Nissimov, who heads the infectious-diseases unit at the Assuta Ashdod University Hospital in Israel, and his colleagues swabbed personal items and furniture in hospital isolation units and rooms at a quarantine hotel. Half of the samples from two hospitals and more than one-third of samples from the quarantine hotel were positive for viral RNA. But none of the viral material was actually able to infect cells, the researchers reported7.
তারপর
That leaves researchers sorting through messy epidemiological data about how the virus spreads. Hundreds of studies of COVID-19 transmission have been published since the pandemic began, yet there is thought to be only one that reports transmission through a contaminated surface, by what it termed the snot–oral route. According to the report, a person with COVID-19 in China blew his nose with his hand and then pressed a button in his apartment building elevator. A second resident in the building then touched the same button and flossed with a toothpick immediately after, thereby transferring the virus from button to mouth12. But without genome sequences of the viruses infecting each person, transmission through another unknown person couldn’t be ruled out.
7. Ben-Shmuel, A. et al. Clin. Microbiol. Infect. 26, 1658–1662 (2020).
12. Xie, C. et al. BMC Public Health 20, 1202 (2020).
হয়তো তখন তিন নম্বর শট নিতে বলবে। আবার আরেক মিউটেশন হয়ে গেলে বলবে চার নম্বর শট নিতে। এইভাবে n পর্যন্ত....
অরিনকে খুব দরকার ছিল। ভাইরাস মিউটেট করে করে বদলে গেলে ভ্যাকসিনের ক্ষেত্রে কী করণীয়? নতুন ভ্যাকসিন লাগবে তখন? নাকি আগের ভ্যাকসিনই তখনও কার্যকর?
প্রথমে ছিল ইউকে স্ট্রেন নিয়ে ভারতে আতঙ্ক। এখন আবার ভারতীয় স্ট্রেন নিয়ে ইউকে তে আতঙ্ক। এ যেন ভাইরাস এর ওয়ার্ল্ড কাপ চলছে কার স্ট্রেন কত ডেঞ্জারাস হতে পারে ।
রঞ্জন এত স্যাডিস্ট কেন?
অহো, প্রবল জনসমর্থন নিয়ে পুনর্নিবাচিত সরকার। অব কি বার ...
রঞ্জনদা, ছত্তিশগড় প্রথম কোভিড ওয়েভে এত ভাল করল, যেটা রীতিমত কঠিনও বটে কারণ ছত্তিশগড়ে এক বিশাল সংখ্যক পরিযায়ী শ্রমিক ফিরেছিলেন, তো তারপর দ্বিতীয় ঢেউয়ে এরকম ভয়ংংকর দশা কেন?যদিও ছত্তিশগড়ের পিছনে থাকা রাজ্যেরা, পব সহ, শিজ্ঞির একই ভয়াবহতায় পৌঁছতে চলেছে। কিন্তু তাও ছত্তিশগড়ে ঢেউ এত প্রবলভাবে আছড়াল কেন? মহারাষ্ট্র, দিল্লিতে নাহয় এয়ারপোর্ট সবচেয়ে ব্যস্ত, বিদেশ থেকে আসাযাওয়াও অনেক বেশি। নানারকম মিউটান্ট স্ট্র্বন এসেছে মিশেছেও বেশি৷ এইসব জায়গা থেকে ছত্তিশগড়ে অনেকে ফিরেছেন, এমন কিছু কি?
এ কি সত্য!
বি,
ওকে।
বিলাসপুর শহরের আলি হুসেনের বিরিয়ানি, প্যারা সিং ঢাবায় দাল মাখানি ও কুলচা, গোলবাজারের রাবড়ি। ভাইয়াজীর খোয়ে কা জলেবী। তারবাহার মোড়ের ঠাকুরের মিিনি পাত্তি পানের খিিলি।
রায়পুর শহরের ভক্তা দীর লস্যি, ম্যাড্রাস বা অম্বর রেস্তোরার স্পেশাল বিরিয়নি, দিল্লির অন্ধ্র হাউসের মাটন ফ্রাই, বিগ চিলের ইতালীয় স্যালাড।
দূর! কোথায় বলবেন গোলবাড়ির মাংস , নিজামের বিরিয়ানি , প্যারাডাইসের শরবত, বা নিদেন বাগবাজারের চপ, তা না ঘিউ শক্কর, ফুল চন্দন!
সম্বিৎ
আপনার মুখে ফুল-চন্দন, ঘিউ -শক্কর! সুলেখা খুলছে!
একবার চিত্তরঞ্জন কলোনির দাদাদের সঙ্গে বন্ধ হওয়া সুলেখা/কৃষ্ণা গ্লাস ওয়ার্কস এর শ্রমিকদের জন্যে কৌটো ঝাঁকিয়েছিলাম। আপনার বন্ধু কি বার্ষিক শিশুসাথীতে সুলেখার সেই সময়ের অ্যাডগুলো জানেন?
একটা ছোট্ট নমুনাঃ
"খোকনমণি খকনমণি ভাবছ বসে কী?
ইস্কুলেতে হাতের লেখায় শূন্যি পেয়েছি।
ভাবনা রাখ খোকনমণি, ভালো কালির খবর জানি,
কালির সেরা সুলেখাতে লেখাটি হয় কালো,
সেই কালিতে হাতের লেখা লাগবে সবার ভালো।"
দুটো ব্যবহার করতাম --রয়্যাল ব্লু আর জেটব্ল্যাক।
নটরাজ দেখতে সেরি আ লিগের জার্সির মতন হলে কী হবে, ওঁর সিসটি না কামানো দাড়ির মতন বৈপ্লবিক। অন্যদিকে ক্যামলিন বা এই অপ্সরা কিরম আন ইন্টেলেকচুয়াল। জন্মেছে অথচ কাগজে দাগ রাখতে পারে না।
হ্যাঁ, পেন্টেল মেকানিকাল। ঠিক আদর্শ ওজন।
এটা সত্যি, ন্যাড়াদা?
" কালি দিয়ে শুরু হলেও পরে ফাউন্টেন পেন, ইউজ এন্ড থ্রো বল পেন, ফিনাইল, হ্যান্ড ওয়াস, আঠা শুধু তাই নয় পরিবশবন্ধু সামগ্রীও তৈরি করে এই সংস্থা। সৌরবিদ্যুৎ চালিত লন্ঠন, পেট্রোল পাম্পে সম্পূর্ণভাবে সৌরবিদ্যুত চালিত করার প্রকল্পও সফল হয়। শুধু বাংলা নয় বাংলার বাইরে অসমে, ত্রিপুরায় বিশাল বাজার তৈরি করে ফেলে সুলেখা। "
ইকিরে, আগের পোস্টটা ফাঁকা এলো কেন?
https://www.facebook.com/101387018220505/posts/155315899494283/
একটু গুগুল করলাম https://react.etvbharat.com/bengali/west-bengal/state/kolkata/sulekha-ink-starts-new-product-hatekhari/wb20210217221130821
নটরাজ একটা হলদে হত। লম্বা টিনের বাক্সয় দশটা থাকত। লাল-কালোও বোধহয় নটরাজ।
আমি তো এমনি এমনি লিখি।
পেন্টেল মানে মেকানিকাল? নটরাজ কি মেকানিকাল বের করেছে? আমি কাঠেরগুলোর কথা বলছি।
তাহলে কোনটা খুব সুন্দর ছিল৷ কালো সোনালি? আর সবুজগুলো কি অপ্সরা ছিল? যেগুলো দিয়ে আঁকত?
নটরাজ মানে তো লাল কালো ডোরাকাটা? পচা দেখতে।
ক্যামলিন জঘন্য। নটরাজ তবু পদের।
ক্যামলিন আরো ভাল
নটরাজ হলে আরও ভাল।
কেউ কি জানেন, ইন্ডিগোতে লাগেজ ট্যাগ প্রিন্ট করে নিয়ে যাওয়া মান্ডেটরি?
আমি পেন্সিলে ফিরে গেছি। দশ বছর। বেঁচে থাকুক পেন্টেল।
অভ্যুকুমার ও অন্যান্য কালির কলমপ্রেমীকুল - সুলেখা কালি নবকলেবরে ফিরে এসেছে। যা শুনছি লোকজন ব্যবহার করে আহা-বাহাও করছে। সুলেখাদের বাড়ির ছেলে যাদবপুর মেকানিকাল, আমার আগে ব্যাচ। আমি ব্যক্তিগতভাবে চিনিনা, কিন্তু কমন বন্ধুর সূত্রে চিনি। তিনিই রিভাইভ করলেন। কমন বন্ধুটি সাহায্য-টাহায্য করছেন। আমি দেশে গেলে তিনটে দোয়াতভর্তি কালি দেবেন বলেছেন। আপনার যাঁরা দেশে আছে, বা দেশে যাবেন, ব্যবহার করে দেখুন। পৃথিবীর স্বার্থে ইউজ-অ্যান্ড-থ্রো বন্ধ হলে বেশ হয়।
we deserve
in a democracy we get a government you deseve