কলকাতা: চলতি সপ্তাহের মঙ্গলবার বিকেল থেকে কর্মচ্যুত হয়েছেন বিশ্বজিৎ রায়। যিনি পেশায় আনন্দবাজার গোষ্ঠী কর্তৃক প্রকাশিত ইংরাজি দৈনিক দ্যা টেলিগ্রাফের সাংবাদিক ছিলেন। সংস্থার ব্যাপকহারে কর্মী ছাঁটাইয়ের ফলে কোপ পড়েছে বিশ্বজিৎ বাবুর চাকরিতে। চাকরি খুইয়ে তিনি প্রকাশ্যে এনেছেন এবিপি গোষ্ঠীর আসল চরিত্র।
মাস কয়েক আগে আনন্দবাজার এবং টেলিগ্রাফের সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেন অভীক সরকার। সেই সময় থেকেই সংস্থার বড় একটা বদল ঘটতে চলেছে বলে আন্দাজ করেছিলেন অনেকেই। খরচ বাঁচানোর উপায় খুঁজতে এবিপি গোষ্ঠী একটি মার্কিন সংস্থাকে দিয়ে সমীক্ষা চালিয়েছিল। হে কনসালটেন্সি নামক ওই সংস্থা রিপোর্ট দিয়েছিল যে এবিপি গোষ্ঠীতে প্রয়োজনের তুলনায় অনেক বেশি কর্মী রয়েছে। শতকরা হিসেবে সংখ্যাটা ৪৭.৫। ‘দ্য টেলিগ্রাফ’ থেকে একগুচ্ছ সাংবাদিক ও অসাংবাদিক কর্মীর হাতে ধরিয়ে দেওয়া হয়েছে ছাঁটাইয়ের চিঠি। প্রায় ৭০০ জন কর্মীকে ছাঁটাই করা হয়েছে বলে খবর। সেই তালিকাতেই ছিলেন বিশ্বজিৎ রায়। আনন্দবাজার গোষ্ঠীর দীর্ঘদিনের কর্মী বিশ্বজিৎ বাবু চাকরি খোয়ানোর পর নিজের মনের কথা লিখেছিলেন তাঁর ফেসবুকের ওয়ালে। যা ভাইরাল হতে খুব বেশি সময় নেয়নি