Aa | 2409:4060:e91:cb84:e612:51ff:ed4a:***:*** | ১৫ এপ্রিল ২০২১ ২২:৫৬477865বিজেপি আর তৃণর সাপোর্টার দের মধ্যে একটা মিল দেখা যাচ্ছে। এরা হয় ইতিহাস পড়ে না, নয় ইতিহাস কে বেমালুম চেপে যায়।
lcm | ১৫ এপ্রিল ২০২১ ২২:৫০477864সুমন্ত্রর বক্তব্য ঠিক নয়। ২০০৪-এ বিজেপির সঙ্গে সিট শেয়ার করে জোট বেঁধে তৃণমূল লোকসভা ভোটে লড়েছিল।
PT | 116.193.***.*** | ১৫ এপ্রিল ২০২১ ২২:৪৬477863"দিদি কোনোদিন বিজেপির সঙ্গে জোট করে ভোটে লড়েন নি।"
১৯৯৯ আর ২০০৪ এ তিনোরা NDA এর সঙ্গে pre-poll alliance করে ভোটে লড়েছিল।
https://en.wikipedia.org/wiki/National_Democratic_Alliance#For_Lok_Sabha_Election_1999
ছিছি | 143.202.***.*** | ১৫ এপ্রিল ২০২১ ২২:২৬477862সুজন চক্কোত্তি নবান্নে আড়ি পাততে গেচিল শুনলুম।
b | 14.139.***.*** | ১৫ এপ্রিল ২০২১ ২২:২৪477861কোনো একটা লোকসভা নির্বাচনে লড়েছিলেন, যেটাতে তপন শিকদার জিতেছিলেন দমদম থেকে।
T | 103.15.***.*** | ১৫ এপ্রিল ২০২১ ২২:১৬477860দিদির অ্যাত ভক্ত! কে বলে উনি ভোটে হারবেন!
সুমন্ত্র | 2a0b:f4c0:16c:2::***:*** | ১৫ এপ্রিল ২০২১ ২২:১৫477859দিদি কোনোদিন বিজেপির সঙ্গে জোট করে ভোটে লড়েন নি। ১৯৯৯ এর অক্টোবর থেকে ২০০১ এর মার্চ - এই দেড় বছর দিদি এনডিএ গভর্নমেন্টে বাজপেয়ী প্রধানমন্ত্রী থাকাকালীন রেলমন্ত্রী হয়েছিলেন, এবং ২০০১ এ তেহেলকা কেলেংকারি প্রকাশের সঙ্গে সঙ্গে দিদি রেলমন্ত্রীর চাকরি ছেড়ে দেন। কুড়ি বছর আগের এই সব, প্রধানমন্ত্রীর দিদির বাড়িতে এসে খাওয়া নিয়ে লোকজন ফুট কাটে, কিন্তু এসব দিয়ে প্রমাণ করার চেষ্টা যে দিদি আর বিজেপির আন্ডারস্ট্যান্ডিং আছে - কিন্তু এসব অভিযোগ ভিত্তিহীন।
S | 2605:6400:30:fb0f:ea43:1c33:f73e:***:*** | ১৫ এপ্রিল ২০২১ ২২:০১477858নববর্ষে বেশ ভালো জোক্স পাচ্ছি গুরুতে।
দিদির সৌজন্য | 185.245.***.*** | ১৫ এপ্রিল ২০২১ ২১:৫৬477857দিদি বললেন নির্বাচনী সভায় মোদির অভদ্র আচরনের জবাব তিনি দেবেননা। অন্যরা তাঁরটা বলবে। কিন্তু মেধা পাটেকর বা অন্য কাউকে আক্রমন করলে তিনি অবশ্যই প্রতিবাদ করবেন। ভদ্রতা ও বিনয়ের এতবড় উদাহরন রাজনীতিতে বিরল।
S | 2605:6400:30:fb0f:ea43:1c33:f73e:***:*** | ১৫ এপ্রিল ২০২১ ২১:৩৭477856দিদি ইলেকশানে জিতুন। কিন্তু এইযে কথায় কথায় বহিরাগত তত্ত্ব দিয়েই চলেছেন, ইট উইল নট এন্ড ওয়েল। এইটুকুই বলতে পারি।
kk | 97.9.***.*** | ১৫ এপ্রিল ২০২১ ২১:২৫477855আনন্দবি,
অ্যাডেলের গানের আমি অসম্ভব ভক্ত। অনেকদিন থেকে। আমার যদ্দুর মনে পড়ছে শঙ্খরও পছন্দের গান এগুলো।
S | 2605:6400:30:fb0f:ea43:1c33:f73e:***:*** | ১৫ এপ্রিল ২০২১ ২১:২৫477854
S | 2a0f:9100:110:a::***:*** | ১৫ এপ্রিল ২০২১ ২১:২১477853তাহলে গুন্ডাদলের সঙ্গেই দিদি জোট করেছিলেন?
দিদির বক্তব্য | 185.245.***.*** | ১৫ এপ্রিল ২০২১ ২১:১৮477852সিপিয়েমের চামচাগুলো ফেক নিউজ ছড়াচ্ছে। দিদি বিজেপিকে রাজনৈতিক দল মনে করেন না, গুন্ডা দল মনে করেন। পরিষ্কার বক্তব্য রাখলেন বিজেপির বিরুদ্ধে। এমনকি এবিপি আনন্দকেও ছাড়লেননা। প্রতীক বাবুর ছাঁটাই নিয়েও চেপে ধরলেন সুমনকে।
অর্জুন | 103.42.***.*** | ১৫ এপ্রিল ২০২১ ২১:১৫477851
S | 2405:8100:8000:5ca1::3:***:*** | ১৫ এপ্রিল ২০২১ ২০:৩৪477850দিদি ইন্টারভিউতে বললেন যে তিনি বিজেপিকে একটা রাজনৈতীক দল বলেই মনে করেন না। কে যেন বলেছিলেন যে বিজেপিকে সামনে রেখে লড়বেন।
S | 2405:8100:8000:5ca1::109:***:*** | ১৫ এপ্রিল ২০২১ ২০:০৫477849তারমানে দিদি জিতছেন। সেই কারণেই আবাপ নরম হয়েছে দিদির প্রতি।
PT | 116.193.***.*** | ১৫ এপ্রিল ২০২১ ১৯:৩২477848আব্বাস সিদ্দিকের মুন্ডুপাত করার পরে কুমন দে দাঁত কেলিয়ে দিদির ইন্টারভিউ নিচ্ছে।
Very clever move beore 5th phase!!
দে | 182.57.***.*** | ১৫ এপ্রিল ২০২১ ১৭:৩৭477847নববর্ষের শুভেচ্ছা সকলকে। ভালো থাকুন, সুস্থ থাকুন - যতটা পারা যায় আর কি!
বলছে আপলোডার এই ভিডিওটি ভারতের জন্যে আভেলেবল করেননি।
anandaB | 50.125.***.*** | ১৫ এপ্রিল ২০২১ ১১:৩৬477845এই আর্টিস্ট টি সম্ভবত এই গ্রহের নন ।.....না হলে এরকম অবিশ্বাস্য গাওয়া সম্ভব নয় , ইম্প্রম্পটু , একটা স্কিট এর পার্ট হিসেবে , কি অসম্ভব মেলোডিয়াস
dc | 171.49.***.*** | ১৫ এপ্রিল ২০২১ ১১:০৭477844শুধু ভোট কেন? সবরকম উৎসব আর জমায়েতই তো রমরমিয়ে চলছে।
এই পরিস্থিতিতে ভোটটা খুব দৃষ্টিকটু লাগছে। সা ধা রণ মানুষের ভ্যালুটা আরো ক্লিিিয়ার হয়ে গেল।
সিএস | 49.37.***.*** | ১৫ এপ্রিল ২০২১ ১০:০৮477842কোনদিনই বিশেষ ছিল না, এই আমলে, এইরকম পরিস্থিতিতে ভালো করে বোঝা যায়, যে এ দেশে লোকের প্রাণের কোন দাম নেই। লোকেও সেটা জানে, যথাসম্ভব আঁচ বাঁচিয়ে চলে।
সিএস | 49.37.***.*** | ১৫ এপ্রিল ২০২১ ০৯:৫৭477841বিভিন্ন রাজ্যে শ্মশানের বহর বেড়ে গেছে, খুব ফটোজেনিকভাবে চিতা জ্বলছে। এবং খুব সুন্দরভাবে দায়টা জনগণের ওপরেই ট্রান্সফার করে দিয়েছে।
ভিড়ের মধ্যে যাবেন না, করোনা থেকে বাঁচতে, ভোটের সময়ে এ রাজ্যে গুলি থেকে বাঁচতে।
dc | 171.49.***.*** | ১৫ এপ্রিল ২০২১ ০৯:৫৩477840শুভ নববর্ষ। এই উপলক্ষ্যে অলিভিয়া নিউটন-জন আর জিন কেলির নাচ দেখুন আর গান শুনুনঃ
S | 2a0b:f4c2::***:*** | ১৫ এপ্রিল ২০২১ ০৯:৩৯477839শুভ নববর্ষ।
নির্বাচন কমিশানের উচিৎ এবার বাকী দফাগুলো মার্জ করে এক্টাই দফায় ভোট নিয়ে শেষ করা। এই বিষ্ঠাটা এতবার এসে কতলোককে ইনফেকশান দিয়ে গেছে তারা আবার কতলোককে দিচ্ছে কে জানে!! এটার নামে PIL করলে পারে কেউ। কেউ করলে আমি সাধ্যমত সাহায্য করব।
নির্বাচন কমিশানের উচিৎ এবার বাকী দফাগুলো মার্জ করে এক্টাই দফায় ভোট নিয়ে শেষ করা। এই বিষ্ঠাটা এতবার এসে কতলোককে ইনফেকশান দিয়ে গেছে তারা আবার কতলোককে দিচ্ছে কে জানে!! এটার নামে PIL করলে পারে কেউ। কেউ করলে আমি সাধ্যমত সাহায্য করব।
b | 14.139.***.*** | ১৫ এপ্রিল ২০২১ ০৯:৩৪477836শুভ নববর্ষ ।গান থাকুক। ১লা বৈশাখ, ১৩৪৮, শান্তিনিকেতন ।