ধন্যবাদ @abhyu
রমিতবাবু, আমি শুনেছি যে সরকারী হাসপাতাল, বিশেষতঃ বাঙ্গুরের পরিষেবা অত্যন্ত ভালো, আপনি ফোন করতে থাকুন, আশা করি ব্যবস্থা হয়ে যাবে, আর আপনার আত্মীয়ও তাড়াতাড়ি ভালো হয়ে উঠবেন। আমি খুব সহজেই ফোনের লাইন পেলাম, দ্বিতীয়বারও খুব ভালো ব্যবহার করলেন।
এরমধ্যে সরকার থেকে ফোন করেছিল। রাজারহাটে কোভিড হসপিটালে নিয়ে যাবে বলল। এম্বুলেন্স পাঠাচ্ছে।
ওরা অনলাইন দেখাচ্ছে কালকে ২২৮টা বেড ছিল সুতরাং বেড পাওয়া উচিত, আপনি প্রিপারেশন নিন আর কল করে যান।
রমিতবাবু, আমি আপনার হয়ে কথা বললাম (ফোনঃ +৯১ ৮৮২০৭ ০২০৭০) - ওরা নম্বর দিল - ৭০৪৪০ ৪৪৩৬৩ - সুইচড অফ আপনি যেমন বললেন। প্রথম নম্বরে আবার কল করে কমপ্লেন করলাম, বলল ফোনের চার্জ ফুরিয়ে গেছে, চার্জে বসিয়েছে, দশ মিনিট পরে আবার কল করতে, তাহলে পাবেন।
বাঙ্গুরে ফোন করে যাচ্ছি।
কেকে আমার এসিম্পটোমেটিক কোভিড হয়েছিল নভেম্বর নাগাদ। আমার এক্সটেন্ডেড ফ্যামিলিতে প্রায় ৬-৭ জন কোভিড আক্রান্ত হয় ওই সময় ,শশুর শাশুড়ি সমেত . ওদের হাসপাতাল এ ভর্তি থেকে রেগুলার ভিসিট সব আমি ই করতাম--- সেই থেকেই সংক্রমণ হয়েছিল সম্ভবত। আমারটা পুরো এসিম্পটোমেটিক ছিলো। বুঝতেই পারি নি। নভেম্বরের শেষে ট্রাভেল এর জন্য আরটি -পিসিয়ার করতে গিয়ে দেখি পসিটিভ। চাপের একশেষ। এখন ঠিকঠাক
পাইকে যেটা বললাম সেটা ১০ দিন আগে কভি শিল্ড এর এফেক্ট। 2 দিন খুব সমস্যা ছিলো এখন কোনো সমস্যা নেই
তার মানে কিন্তু বাঙ্গুরে বেড পাওয়া উচিত। রমিতবাবু, একবার ফোন করে দেখবেন?
বাড়িতে অক্সিজেন দিতে আপাতত লোক আসছে।
M R বাঙ্গুর এ যোগাযোগ করলাম । ভর্তির জন্য যে নম্বর দিলো সুইচ অফ।
ওখানকার কোনো নম্বর দিতে পারবেন কেউ।
রেগুলার আপডেট করছে মানে তো ঠিকই আছে মনে হচ্ছে।
https://www.wbhealth.gov.in/uploaded_files/corona/Vacant_bed_status_as_on_12.04_.2021_.pdf
তবে এটা বোধ হয় টোটাল লিস্ট
আচ্ছা কেউ কি জানেন এই লিংটা কতোটা রিলায়েবল? https://www.wbhealth.gov.in/pages/corona/bed_availability
বাঙ্গুরে সীট পাওয়া খুবই মুশকিল। ফোন করে দেখুন। স্বাস্থ্য বিভাগে কেউ চেনাজানা থাকলে তার সঙ্গে যোগাযোগ করুন। যেখানেই হোক তাড়াতাড়ি ভর্তি করে দিন। অক্সিজেন লেভেল কিন্তু অনেকটাই কম। অক্সিজেন দিতে হবে।
বাঙ্গুর হসপিটালে বেড পাওয়া যাবে কিনা, এটা কোথা থেকে জানা যাবে । যোগাযোগ করার উপায় কি।
এপোলোর এক্সপিরিয়েন্স আমাদের ভালো ছিল, তবে কোভিডের ক্ষেত্রে কিরকম বলতে পারি না।
আচ্ছা, এপোলো তে একজন চেনা শোনা আছে। এপোলো কি ভালো হবে। ওখানে ব্যবস্থা কেমন কেউ জানেন।
ওকে @aranya
পাই, সাবধানে থেকো। তাড়াতাড়ি সেরে ওঠো।
PM আপনিও আশা করি সেরে উঠেছেন এখন।
ফাইজারের ঐ ক্ষিদে পাওয়ার সাইড এফেক্টটা আমারই খুব চেনা একজনের হয়েছিলো। অবশ্য ঐ প্রোফেসর সাহেবের মত অত বেশি না। তার এনার্জিও নাকি খুব বেড়ে গেছিলো। কত রকম যে হয়!
রমিত, কলকাতায় সরকারী হাসপাতালে কিছু ডাক্তার বন্ধু আছে, প্রয়োজনে যোগাযোগ করতে পারি। জানাবেন।
দমুদি দুয়ো দুয়ো দুয়ো :)
রমিতবাবু বাগুইআটি হলে (আর কোথাও না পেলে) চার্নকে যান - তবে বাঙুর বা মেডিক্যাল কলেজে ব্যবস্থা খুব ভালো - সরকারী হাসপাতালে কোভিডের যা চিকিৎসার ব্যবস্থা হচ্ছে তা অন্যত্র পাবেন না, আর চার্ণকে প্রচুর টাকা নেয়।
রমিত, পিএম- এর অভিজ্ঞতা আমারও। খুব নিকট বন্ধু, কয়েক দিন গড়িমসি করেছিল, মারা যায়। হাসপাতালে ভর্তি করতেই হবে।
পাই, দু দিন পর ঠিক হয়ে যাবে। অনেকেরই এমন হচ্ছে, একদমই সাময়িক
PM আপনার পোস্টটা আমি ঠিক করে পড়ি নি আগে। খারাপ লাগল।
রমিতবাবু, আপনি মেডিক্যাল কলেজেও দেখতে পারেন, যদি বেড পান। ওখানেও চিকিৎসার ব্যবস্থা ভালো, একজন হাউস সার্জেনের মুখে শুনেছি। আমার এক আত্মীয় ঢাকুরিয়ার আমরিতে ভর্তি ছিল, আজ ছাড়া পাবে, ওখানেও ব্যবস্থা ভালো।
৯০ এর নীচে গেলেই হাসপাতালে যেতে বলছে। এনার অনেকই কম। রিস্ক না নিয়ে হাসপাতালে যাওয়াই ভাল।
সেই তীর্থংং লিখেছিল গত হপ্তায়
ও ভ্যাক তুই সেকেন্ড সীনে বিগড়ে গেলি?
ঢুকলি ছুঁচে, ফাল হয়ে বেশ রগড়ে দিলি?
আমিও এইসব ভেবে নিচ্চছি না। অফিস থেকে অবশ্য বলছে প্রাইভেটে নিয়ে রিইমিবার্স করতে।
বাগুই আটি তে বাড়ি
পাই ম্যাডাম বেশী করে জল খান আর রেস্ট নিন। তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন, এছাড়া আর কি বলবো!
আপনারা কোথায় থাকেন জানিনা। তবে বাঙ্গুর হাসপাতালে একটা কোভিড ওয়ার্ড করেছে। জাস্ট ফাটাফাটি। দুবেলা অনলাইনে পেশেন্টের স্টেটাস আপডেট পেয়ে যাবেন।
রমিতবাবু আপনি বা আপনার আত্মীয় কোথায় থাকেন একটু বলুন। লোকেশন না জানলে কেউই তো কোনো সাহায্য করতে পারবে না (অন্যভাবে নেবেন না প্লিজ)।
পাই , আমারো একই হাল হয়েছিল . ১০১ জ্বর . 2 টো কেলপোল খেয়ে পরদিন ফ্লাইট এ উঠেছি . 2 দিন ছিল .
বাবা মা কোভাক্সিন নিয়েছিলেন . 2 টো ডোস কমপ্লিট . কিচ্ছু হয় নি ওদের
আপনারা ভাববেন এই সময়ে আমি ইয়ার্কি দিচ্ছি, কিন্তু পাই মাফলার পরে সুঁই নিলে এসব হত না।