aka | 143.59.***.*** | ১২ এপ্রিল ২০২১ ২০:৪৩477385ধর তক্তা মার পেরেক করে পলিসি ইমপ্লিমেন্ট করলে কারুরই কোন উপকার হয় না। মমতার নেতৃত্বে কোনদিনও কোন ভালো পলিসি ইমপ্লিমেন্টেশন সম্ভব না।
মমতা প্রতিরোধ শক্তি, বিজেপির বিরুদ্ধে যদি কেউ শক্তিশালী প্রতিরোধ গড়ে থাকে তাহল মমতা। আমি আশা করছি পঃবঃ একটু গুছিয়ে নিয়ে মমতা, সমাজবাদী পার্টি, কংগ্রেস জোট পরের লোকসভা ইলেকশনে বিজেপিকে হারাবে। মমতা প্রধানমন্ত্রী হবে। সেটাই মমতার কেরিয়ারের শেষ পদক্ষেপ।
তদ্দিনে মোদীও বাণপ্রস্থে যাবে। আর ওদিকে কেউ না কেউ উঠে আসবে বিজেপির বিরুদ্ধে। আপাতত বিজেপিকে রণে, বনে, জঙ্গলে যেখানে পারুন সেখানে হারান।
aka | 143.59.***.*** | ১২ এপ্রিল ২০২১ ২০:৪৩477384ধর তক্তা মার পেরেক করে পলিসি ইমপ্লিমেন্ট করলে কারুরই কোন উপকার হয় না। মমতার নেতৃত্বে কোনদিনও কোন ভালো পলিসি ইমপ্লিমেন্টেশন সম্ভব না।
মমতা প্রতিরোধ শক্তি, বিজেপির বিরুদ্ধে যদি কেউ শক্তিশালী প্রতিরোধ গড়ে থাকে তাহল মমতা। আমি আশা করছি পঃবঃ একটু গুছিয়ে নিয়ে মমতা, সমাজবাদী পার্টি, কংগ্রেস জোট পরের লোকসভা ইলেকশনে বিজেপিকে হারাবে। মমতা প্রধানমন্ত্রী হবে। সেটাই মমতার কেরিয়ারের শেষ পদক্ষেপ।
তদ্দিনে মোদীও বাণপ্রস্থে যাবে। আর ওদিকে কেউ না কেউ উঠে আসবে বিজেপির বিরুদ্ধে। আপাতত বিজেপিকে রণে, বনে, জঙ্গলে যেখানে পারুন সেখানে হারান।
aranya | 2601:84:4600:5410:dd04:b55c:f9f5:***:*** | ১২ এপ্রিল ২০২১ ২০:৪২477383অভ্যু, অন্যের মুখে কথা না বসালেই ভাল হয়। মমতার মুসলিম তোষণ = বিজেপির সাম্প্রদায়িক প্রচার, এটা আমি বলিনি।
এটা তোমার ইন্টারপ্রিটেশন
PT | 203.***.*** | ১২ এপ্রিল ২০২১ ২০:৪২477382খুশী? বমি উঠে আসছে।
যে দুটো দল সাম্প্রদায়ীকতার চূড়ান্ত ব্যবহার করে নির্বাচনের পরিবেশ সম্পূর্ণ বিষিয়ে দিয়েছে তাদের একটাই শেষ পর্যন্ত ক্ষমতায় আসবে।
ar | 96.23.***.*** | ১২ এপ্রিল ২০২১ ২০:৩৯477381বাজারী পত্রিকা এই খবরটাকে entertainment বিভাগে রেখেছে!! ধন্য!!
"Bengal Polls: ‘সেক্সি বৌদি’ থেকে ‘কাজের মাসি’, মহিলা প্রার্থীদের নিয়ে মিমে তোলপাড় নেটমাধ্যম "
https://www.anandabazar.com/entertainment/wb-polls-2021-viral-meme-about-female-candidates-creates-controversies-on-misogynistic-notion-dgtl/cid/1275578
T | 103.15.***.*** | ১২ এপ্রিল ২০২১ ২০:৩৮477380এ মানে বিস্ময়কর ছাগলামো।
পিকে তারমানে ঠিকই বলেছে যে বিজেপি একশো পেরোবে না।
Abhyu | 47.39.***.*** | ১২ এপ্রিল ২০২১ ২০:৩৪477379বিজেপি যা করছে এখন তাতে তৃণমূলের শাপে বর হবে।
খগেন | 103.217.***.*** | ১২ এপ্রিল ২০২১ ২০:১৯477378মমতাকে ব্যান করার এফেক্ট কী আদৌ পড়বে মনে হয়? বিজেপি বলে দেবে নির্বাচন কমিশন নিরপেক্ষ। আসামে হিমন্তকে ব্যান করা হয়েছিল।
Abhyu | 47.39.***.*** | ১২ এপ্রিল ২০২১ ২০:১১477377অরণ্যের সারল্য দেখে মুগ্ধ বিস্ময়ে হতবাক হয়ে থাকতে হয়। কেমন অপুর সারল্যে স্টেটমেন্ট দিল মমতার সো কলড মুসলিম তোষণ আর বিজেপির সাম্প্রদায়িক প্রচার, যেন দুটোই সমান। সাধে কি আর আজ এই অবস্থা? বিজেপি আসলে এদের জন্যেই ক্ষমতায় আসবে।
এখানে অনেকেই খুশী হবেন এটা দেখে।
দিল্লু, গরু-সায়ন্তন এরা অবশ্য কোনোরকম ব্যানের আওতায় নেই।

aranya | 2601:84:4600:5410:dd04:b55c:f9f5:***:*** | ১২ এপ্রিল ২০২১ ১৯:৪০477375মমতার সো কলড মুসলিম তোষণ, যাতে মুসলিম দের সত্যিকার কোন উপকার হয় নি, মুসলিম ছেলেমেয়েদের শিক্ষা, চাকরী এসবের কিছুই হয় নি আর বিজেপি / আরএসএস - এর সাম্প্রদায়িক প্রচার - দুয়ের যোগফল বাঙালীর এখন আর খোলাখুলি সাম্প্রদায়িক হতে চক্ষুলজ্জা টুকুও নেই
aranya | 2601:84:4600:5410:dd04:b55c:f9f5:***:*** | ১২ এপ্রিল ২০২১ ১৯:৩৫477374খুব ডিস্টার্বড লাগছে।
দিলীপ ঘোষ, সায়ন্তন - এরা বিজেপি রাজ্য সভাপতি, সাধারণ সম্পাদক - উচ্চ পদে রয়েছেন, সরাসরি বলছেন সিআরপিএফ আরও মানুষ মারবে
কটা ভিডিও ক্লিপ দেখলাম - নীচের কমেন্ট গুলো বেশির ভাগ মুসলিম নিধন, বাংলাদেশী নিধনের ডাক / সমর্থন
এখন সবই খুল্লামখুল্লা
সিঙ্গুর | 2607:fc50:0:15::***:*** | ১২ এপ্রিল ২০২১ ১৯:১৪477373বেদনা, বেদনা, চাগাড় দিয়ে ওঠে। হে হে। সিপিয়েমের ছুঁচোগুলো ভুলতে পারেনা সিঙ্গুরে মাতব্বরি ফলাতে গিয়ে কিরকম লেজেগোবরে হয়েছিল।
পলিটিশিয়ান | 2603:8001:b143:3000:7960:b859:be91:***:*** | ১২ এপ্রিল ২০২১ ১৮:৫৯477372বাঘের বাচ্চা আবার আরএসএসের দুর্গা। সিঙ্গুর আন্দোলনেও বাঘের বাচ্চা বিজেপির হাত ধরেছিল।
প্রশ্ন: এসএসকেএম কি ভেটেরানারী হাসপাতাল? সেখানে বাঘের বাচ্চার পায়ে ব্যান্ডেজ হয় শুনলাম।
উত্তর: অনেক দিন থেকেই। ওখানে কুকুরের ডায়ালিসিস হয়।
PM | 37.***.*** | ১২ এপ্রিল ২০২১ ১৭:৩২477371বাজপেয়ী র হাত ধরে ছবি তুল্লে ক্ষমার অযোগ্য ।..সেই বাজপেয়ীr মন্ত্রী হওয়া খুবই উচিত কাজ ---কারন আগেরটা বিজেপি কে সমর্থন করার জন্য আর পরেরটা বিজেপির বিরুদ্ধে লড়ার জন্য ---বুঝে গেছি
PT | 203.***.*** | ১২ এপ্রিল ২০২১ ১৭:১৫477370"বামেরা গেরুয়া হাত ধরেছিল"
সেটা কিভাবে প্রমাণ হল?
বিজেপি যদি দাবী করে যে সূর্য পূব দিকে ওঠে তাহলে বামেদের কি তার বিরোধিতা করা উচিৎ?
অথবা জরুরী অবস্থার সময়ে বামেদের কি উচিৎ ছিল জনসঙ্ঘীদের বিরোধীতা করা?
অমরজ্যোতি হালদার | 185.66.***.*** | ১২ এপ্রিল ২০২১ ১৭:০৯477369পরমাণু চুক্তির বিরুদ্ধে বামেরা গেরুয়া হাত ধরেছিল সেটা কি পিটিবাবু ভুলে গেলেন? তার ফলে বামেরা ক্রমশ দুর্বল হয়েছে এবং বিজেপি শক্তিশালী হয়ে উঠেছে। ২০০৪ সালে লোকসভায় বামেদের ৬১ জন এমপি ছিল। ২০০৯ সালে ৩২ এবং ২০১৪ সালে মাত্র ১২ জন। একই চিত্র এরাজ্যে দেখা যাচ্ছে। বামেরা পরোক্ষভাবে বিজেপিকে মদত জুগিয়ে চলেছে।
PT | 203.***.*** | ১২ এপ্রিল ২০২১ ১৭:০৩477368ছাগল, খাসী ও পাঁঠা সকলেই কাঁঠাল পাতা খায় বলে তাদের মধ্যে কোন ফারাক নেই যারা মনে করে তাদের সঙ্গে আর কিসের তক্ক!!
হিহি | 198.7.***.*** | ১২ এপ্রিল ২০২১ ১৬:৫৪477367হ্যাঁ, আপনি সুবিধে মত ইতিহাস বেছে নেবেন। সময়ও আপনার হাতে। খোদ বিরিঞ্চিবাবা একেবারে।
PT | 203.***.*** | ১২ এপ্রিল ২০২১ ১৬:৪৬477366দুঃখিত!
@হিহি
PT | 203.***.*** | ১২ এপ্রিল ২০২১ ১৬:৪৫477365@হে-হে
ইতিহাসে আপনি খুব দুব্বল। সময় কাল খ্যাল রাখেন না। আগেও ঘেঁটেছেন আবারো ঘাঁটলেন।
হিহি | 198.7.***.*** | ১২ এপ্রিল ২০২১ ১৬:৩৪477364সেই ব্যক্তিই আবার বাজপেয়ীর হাত ধরে ছপি তুলেছিলেন।
ফইত্য ফেলুকাস!!
PT | 203.***.*** | ১২ এপ্রিল ২০২১ ১৬:২৭477363সেই কব্বে প্রায় দু-দশক আগে পবতে একজন বিজেপিকে barbarian and uncicvilized আখ্যা দিয়েছিলেন।
প্রায় এক দশক ধরে তাঁরই দলের পার্টি আফিসগুলো জ্বালিয়ে, পুড়িয়ে, বাম ও কংগ্রেসের দফা-রফা করে আজকের প্রকাশ্য সভায় বিজেপিকে "বর্বর" বলছে বিজেমুলীরা!!
"হইত্য হেলুকাস...........!!!
আরে | 198.7.***.*** | ১২ এপ্রিল ২০২১ ১৪:১৩477362আরেকটি ডহরবাবু মোমেন্ট হয়েছিল। চামচে মুখুজ্জে কি আবার গা ঢাকা দিল? খিক খিক।
S | 2a0d:c2c0:1:4::***:*** | ১২ এপ্রিল ২০২১ ১৩:২৯477361বিজেপি ক্ষমতায় এলে কাঁচাবাজার করাও সমস্যার হবে। আচ্ছে দিনের জন্য অপেক্ষা করুন।
PT | 203.***.*** | ১২ এপ্রিল ২০২১ ১২:৩৯477360The "truth" is: "Mamata has already buried secularism in practice because she politicised and started identity politics."
Even after this a gang of educated people are hoping with misguided optimism that she would protect West Bengal from a gang of barbarians like BJP.
truth | 2a0b:f4c2:1::***:*** | ১২ এপ্রিল ২০২১ ১২:২৯477359PT's hatred towards Mamata is more than his support for CPM or disapproval of BJP or concern for jobless youth of West Bengal.
Unfortunately, this kind of hatred and bigotry driven thought process is driving the majority today.
বাচ্চাকে পাশের বাড়ি থেকে পাওয়া গেছে দেখলাম অন্য এক চ্যানেলে।
:|: | 174.25.***.*** | ১২ এপ্রিল ২০২১ ১০:৪৯477356না: ৫৮। এই যে https://en.m.wikipedia.org/wiki/Mita_Haque