এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • এলেবেলে | 202.142.***.*** | ২৮ মার্চ ২০২১ ১৩:০১475734
  • হুতো, আজ দোল ও চৈতন্যের জন্মদিন। হোলি কাল।

  • S | 2405:8100:8000:5ca1::7b:***:*** | ২৮ মার্চ ২০২১ ১৩:০০475733
  • অতীতের কাঁচরাপাড়ার অতীতে কি হাল ছিল সেটা দেখাই সমিচীন কাজ হবে। আজকের কারখানা ২০ বছর পরে কাজ দেবে না ভেবে আজকেও কাজ না নেওয়াটা কাজের কথা নয়।

    জামশেদপুর ঝাড়খন্ডে, অবস্থা বিহারের থেকে ভালো। এবং সত্যিই ঐ এলাকার অর্থনৈতীক অবস্থা বাকী বিহার-ঝাড়খন্ডের থেকে অনেক ভালো বলেই শুনেছি।
    ২০০৬ ইলেকশানে তো বামেরা খুব ভালো ফল করেছিল। যাওয়ার তো কোনও প্রশ্নই ছিলনা।

    অর্থনীতিতে পার্মানেন্ট সলিউশান বলে কিছু নেই। ডানেও নেই, বামেও নেই।

  • এলেবেলে | 202.142.***.*** | ২৮ মার্চ ২০২১ ১২:৫৮475732
  • 'আমার লেখায় কোন পার্টি নেই। এ আপনার চশমার ভুল।'


    আছে, প্রকটভাবেই আছে। কারণ একই পোস্টে আপনি লিখেছেন 'ক্ষীরের বাটি তিনোর ভাঁড়ার ঘুরে এখন বিজেপির রান্নাঘরে।'


    আপনি ভুল ভাবছেন স্যার। ২০১১-তে গুরু খায় না মাথায় মাখে তাই জানতাম না। কাজেই তখন কে কী বলেছিলেন, তার দায় দয়া করে আমার ওপর চাপাবেন না।


    আমি চিরকাল দীর্ঘস্থায়ী পরিবেশবান্ধব ক্ষুদ্র ও কুটির শিল্পের পক্ষে। আর পক্ষে চা বাগান ও চটকলের যা একই সঙ্গে কৃষি ও শিল্পে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। কিন্তু ইস্পাত শিল্পের ঢপ দিয়ে জমি নিয়ে সেখানে আয়রন স্পঞ্জ কারখানার তীব্র বিরোধী।


    প্রতিটি গ্রাম পঞ্চায়েত ও পৌরসভাকে স্বনির্ভর করা যেত। সেসব ভাবা হয়নি। বরং দেদার দলীয় ক্যাডারকে ক্ষীরের ভাগ দেওয়া হয়েছে। তার দায়ভার নেবেন না অথচ তিনো-বিজেপিকে একতরফাভাবে দুষবেন!

  • lcm | ২৮ মার্চ ২০২১ ১২:৪৫475731
  • "... সিঙ্গুরে একদল দাপট দেখিয়ে বলেছিল যে কর্পোরেটেদের পদলেহন করা চলবে না। সেইমত সরকার বদলও হয়েছিল।..."

    কি হলে কি হত বলা মুশকিল। তবে সিঙ্গুর নন্দীগ্রাম না হলেও বাম সরকারকে একদিন তো যেতে হত। কদ্দিন আর... শেষের দিকে পেরেও উঠছিল না...

  • lcm | ২৮ মার্চ ২০২১ ১২:৪৩475730
  • বড় ম্যানুফ্যাক্চারিং ফ্যাক্টরি ঠিক ক্যাচ-অল ইউনিক সলিউশন বোধহয় নয়। তা যদি হত, তাহলে জামশেদপুরের বিহারে মানুষের অর্থনৈতিক অবস্থা ও জীবনযাত্রার মান হয়ে উঠত ভারতের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ, আর, কেরালা বা পাঞ্জাবের অবস্থা তুলনামূলকভাবে বাজে হত।
    আসলে অনেক কিছু ফ্যাক্টরের মধ্যে একটি হল ভারী শিল্প।

  • PT | 203.***.*** | ২৮ মার্চ ২০২১ ১২:৪২475729
  • "সিপিএমকে এ বিষয়ে ক্লিনচিট দিলেন!!"
    আমার লেখায় কোন পার্টি নেই। এ আপনার চশমার ভুল।
    সব কিছুই লং টার্মে ভাবা ভাল। কিন্তু in long term we all are dead and gone!! কথা হচ্ছে যে যতদিনে প্রকৃতিপ্রেমী আর্থ- সামাজিক নীতির বাস্তবায়ন না হচ্ছে ততদিন একটু নাহয় ছোট করেই ভাবলাম। ততদিন তো মানুষগুলোকে বেঁচে বত্তে থাকতে হবে।
    সিঙ্গুরে একদল দাপট দেখিয়ে বলেছিল যে কর্পোরেটেদের পদলেহন করা চলবে না। সেইমত সরকার বদলও হয়েছিল। তাত্বিকতার কচকচিতে সিপিএম বিলীয়মান ও কিষেণজী মৃত। ক্ষীরের বাটি তিনোর ভাঁড়ার ঘুরে এখন বিজেপির রান্নাঘরে। যাদের উপগারের জন্য এত বিপ্লব সেই কয়েক হাজার মানুষ বুড়ো আঙুল চুষছে ও তিনোদানের ভরসায় বেঁচে আছে। একটি ইউটোপিয়ান তত্বের সলিল সমাধি তারা তো জীবন দিয়ে প্রমাণ করল।
     

  • র২২ | 2401:4900:33b7:6c60:75af:afff:601f:***:*** | ২৮ মার্চ ২০২১ ১২:৩৩475728
  • আজ দোল? নাকি কাল?

  • b | 14.139.***.*** | ২৮ মার্চ ২০২১ ১২:২১475727
  • শৃঙ্খলিত মাতৃভূমি, বিভাজনের বেদনাসম্বলিত স্বাধীন দেশে ঘাত-প্রতিঘাতের মধ্যে সেই মন্ত্র, একাধারে সম্প্রীতি এবং প্রতিবাদের সেই রং আনন্দবাজার রক্ষা করিতেছে। মস্তক উন্নীত, শিরদণ্ড ঋজু রাখিবার শিক্ষা দিয়াছিলেন যাঁরা.......


    https://www.anandabazar.com/editorial/our-opinion/our-opinion-100-years-of-anandabazar-patrika/cid/1273111


    যাকে বলে সেকেন্ড টু  নন ন্ন্ন্ন। 

  • এলেবেলে | 202.142.***.*** | ২৮ মার্চ ২০২১ ১২:১৯475725
  • বৃহৎ পুঁজি বা বড় কারখানা চাকরি দেয় বুঝি? নাকি কারখানানির্ভর কিছু ছুটকো কর্মসংস্থান করে? অতীতের কাঁচরাপাড়া ওয়ার্কশপ বা হিন্দমোটরের বর্তমানে কী হাল?


    আমি কর্পোরেটের পদলেহন করে ভাঙাচোরা একতলার ওপর ঝাঁ চকচকে দোতলা তুলতে মনোযোগী হব নাকি ভাঙাচোরা একতলাটাকে মেরামত করে বাসযোগ্য করে তুলব? কোনটা আমার প্রেরোগেটিভ হবে?

  • এলেবেলে | 202.142.***.*** | ২৮ মার্চ ২০২১ ১২:১৯475726
  • বৃহৎ পুঁজি বা বড় কারখানা চাকরি দেয় বুঝি? নাকি কারখানানির্ভর কিছু ছুটকো কর্মসংস্থান করে? অতীতের কাঁচরাপাড়া ওয়ার্কশপ বা হিন্দমোটরের বর্তমানে কী হাল?


    আমি কর্পোরেটের পদলেহন করে ভাঙাচোরা একতলার ওপর ঝাঁ চকচকে দোতলা তুলতে মনোযোগী হব নাকি ভাঙাচোরা একতলাটাকে মেরামত করে বাসযোগ্য করে তুলব? কোনটা আমার প্রেরোগেটিভ হবে?

  • kc | 188.7.***.*** | ২৮ মার্চ ২০২১ ১২:১৫475724
  • S | 83.97.***.*** | ২৮ মার্চ ২০২১ ১১:৩৩475723
  • "আমি পুঁজিনির্ভর বৃহৎ শিল্পের বদলে শ্রমনিবিড় ক্ষুদ্র ও কুটির শিল্পের পক্ষে। তার প্রধান কারণ পব-র জনঘনত্ব।"

    সেতো বুঝলাম। কিন্তু সেসব হবে কি করে? বৃহত পুঁজি তো আমার আপনার আপত্তি দেখে বাড়িতে বসে থাকবে না। তারা লাভের গুড় খেতে সর্বত্রই ছুটে যাবে। আর প্রযুক্তিকেও তো আটকে রাখা সম্ভব নয়। তাদের সাথে কম্পিটিশানে স্কেলহীন এসেমির পেরে ওঠা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। পশ্চিমবঙ্গ বিশাল বড় মার্কেট, ঐ জনসংখ্যার কারণেই। এখানে সবাই ব্যবসা করতে, নিজেদের মাল এবং পরিষেবা বিক্রি করতে উৎসাহী। কিন্তু কেউ বড় কারখানা স্থাপন করতে চায় না। এর ফলে এসেমিগুলো ধুঁকছে বা লো ভ্যালুর প্রোডাক্ট বানিয়ে টিঁকে আছে। আর কোনওরকমেরই শ্রমের ব্যবস্থা হচ্ছেনা। এই রাজ্যের লোকেদের জন্য কেনই বা শুধু লো ওয়েজের চাকরি থাকবে, সেটাও তো বুঝিনা।

  • :|: | 174.25.***.*** | ২৮ মার্চ ২০২১ ১১:১৭475722
  • চপ শিল্প কি কুটির শিল্প নহে? 

  • এলেবেলে | 202.142.***.*** | ২৮ মার্চ ২০২১ ১১:১১475721
  • আপনার লেখা পড়ব না কেন? আমিই তো আপনাকে বলেছিলাম আলাদা টই খুলতে। আপনি খোলেননি বলেই বভ্রুবাহনের জ্বালা সত্ত্বেও এখানে লিখতে বাধ্য হলাম।


    যেটা বুঝলাম সেটা হল আপনি তিনোদানের বদলে আইআইটিদানের মডেল উপস্থাপন করলেন। আমি ঠিক অতটা মাইক্রো লেভেলে চিন্তা করছি না। আমার প্রেক্ষিতটা অনেক বড় এবং সেটা সারা পব জুড়েই।


    চা বাগান ও চটকল নিয়ে আগের মতোই স্পিকটি নট থাকলেন। আর মালিকদের ফাঁসিতে ঝোলানোর দায়িত্ব আমার ওপর চাপিয়ে দিলেন! সিপিএমকে এ বিষয়ে ক্লিনচিট দিলেন!!


    প্লাস্টিক ক্যারিব্যাগ আর থার্মোকলের থালা-বাটি ব্যান করলে আপনার ছাত্ররা চাগরিহারা হবে? হবে না নিশ্চয়ই। তো সেটা এত দিন ব্যান করা হল না কেন? ব্যান করা হলে কত মানুষের চিরস্থায়ী রুজিরোজগারের বন্দোবস্ত হতে পারে?


    আমি পব মাছে, ডিমে, দুধে, মধুতে, ডালে, চিনিতে এবং সর্ষের তেলে স্বয়ম্ভর হোক, তা চাই। সেই পরিকাঠামো আমাদের আছে। তাকে অকেজো করে রাখা আছে কর্পোরেটকে তুষ্ট করতে। সে বিষয়ে আপনি কিছুই বলেননি। যেমন এড়িয়ে গেছেন কৃষিক্ষেত্রে পরিকাঠামোর অপ্রতুলতার প্রসঙ্গটিও।


    এগুলোর একটাও ইউটোপিয়ান কচকচি নয়। বগুলায় স্ট্রবেরি হয়, মদনপুরে হয় জারবেরা। দুটোই আমার জেলায়। সরকারি সহায়তা শূন্য। কেন?


    বড়েস, আমি পুঁজিনির্ভর বৃহৎ শিল্পের বদলে শ্রমনিবিড় ক্ষুদ্র ও কুটির শিল্পের পক্ষে। তার প্রধান কারণ পব-র জনঘনত্ব।

  • b | 14.139.***.*** | ২৮ মার্চ ২০২১ ১০:৪৬475720
  • কিন্তু মনোজ বসুর মতে ভূত মরে পাঁঠা হয়। সেই এক ওঝা ভূত মেরে পাঁঠা বানিয়ে হাটে বিক্রি করতো। পাঁঠা মরে বোধ হয় আবার পাঁঠাই হয় । জন্মমৃত্যুচক্রের ফিক্সড পয়েন্ট। 

  • PT | 203.***.*** | ২৮ মার্চ ২০২১ ১০:১৯475719

  • @এলেবেলে
    আমার লেখাটি পড়েছেন তাতেই আমি ধন্য। সারা পব-র আর্থ- সামাজিক সমস্যা নিয়ে আলোচনা করার মত মাথা, কোমর আর আঙুল কোনটারই জোর নেই। এক কড়া মাস্টার আমার দুটি অবস্থানের আপাতঃ দ্বন্দ্বের প্রতি দৃষ্টি আকর্ষণ করায় তার উত্তর দিয়েছি মাত্র।

    তবে কিনা আমার দেখার তালিকায় শত শত (হাজার?) মানুষ আছেন (স্ব্ল্প- শিক্ষিত, না-শিক্ষিত), যাঁরা একটি বৃহৎ সংস্থার বটবৃক্ষের ছায়ায় বেঁচে আছেন। তাঁরা রাঁধুনি, মালী, সিকিউরিটি গার্ড, কাজের মাসী, ড্রাইভার, ঝাড়ুদার, রাজমিস্ত্রী, জোগাড়ে, চাদোকানী, ঘুগ্নিদোকানী, কম্পুর পার্ট্স সাপ্লায়ার, টোটো চালক, নাপিত এবং আর যে কি কি নন সেটা বলতে পারব না। এমনকি এই বৃহৎ সংস্থার দৌলতে প্রায় ১০-১৫ ব্যাসের বাজার, হাট, মন্দির, বিগ বাজার ইত্যাদির অর্থনীতি বেঁচে আছে। আমি তো জানিই, আপনিও জানেন, এগুলোর কোনটাই "চাগরী" নয়। কিন্তু অন্ততঃ ২ থেকে ৩ প্রজন্মের মানুষ মোটামুটি নিজেদের বেঁচে থাকার ব্যব্স্থা নিজেরাই করে নিয়েছে। এ "স্বয়ম্ভরতা" নয়? আর এটা একটি মাত্র  "বৃহৎ সংস্থা"। আদৌ সিঙ্গুর, নন্দীগ্রাম নয়।

    ক্ষুদ্র ও কুটির শিল্প? সারা ক্যাম্পাসে প্রতি শীতে কত হাজার মাটির টব, গাছের চাড়া, কত গাড়ী বোঝাই গোবর সার কেনা- বেচা হয় তার হিসেব কেউ করেনি শহুরে বিপ্লবীরা। সারা বছর ধরে কত "ক্ষুদ্র" সব্জী ব্যব্সায়ী, মাছ ব্যব্সায়ী, মুদির দোকান, মুর্গী ব্যবসায়ী ব্যব্সা করে এখানে?

    অন্ততঃ জনা তিরিশেক self made মানুষকে জানি যাঁরা অন্য কোন চাকরী না করে শুধু মাত্র গান শিখিয়ে, তবলা বাজিয়ে, নাচ শিখিয়ে, প্রাইভেটে পড়িয়ে দিব্য আছে। (এঁদের একজন রামকুমার চাটুজ্জের ছাত্র, অসম্ভব দক্ষ রাগসঙ্গীতে, কলকাতার গান-রাজনীতিকে ঘৃণার সঙ্গে পরিত্যাগ করেছেন; আরেকজন একদা দাপুটে নকশাল, অধুনা ফিসিক্সের মাস্টারমশাই।) ওঃ, আরেকদল চ্যাংড়া ছোঁড়া প্রতি বছর অসংখ্য অনুষ্ঠানের জন্য মিউসিক সিস্টেম ভাড়া দেওয়ার ব্যব্সা করে জীবন ধারণ করে।

    "প্লাস্টিক ও থার্মোকল ব্যানের কথা" সত্যি ভাবতে পারিনা। এটি সভ্যতার একটি স্তম্ভ। দেশজ অসভ্যতার কারণে সমস্যা হয়। তাছাড়া ওগুলো ব্যান করলে, সব পলিমার সায়েন্সের মাস্টারদের চাগরী যাবে আর  ছাত্রগুলো গাছের পাতা চিবোবে।  

    কেউ কারো PF-এর টাকা মেরে দিলে তাকে ফাঁসিতে ঝোলানোর ব্যব্স্থা করুন। তারা যেন দেশের আইন ব্যব্স্থার সুযোগ নিয়ে মানুষের সর্বনাশ করতে না পারে সেটা দেখুন। যে কারণে রুণু গুহ নিয়োগী, মদন মিত্র, তাপসী মালিকের খুনী পার পেয়ে যায়, সেই একই কারণে কারখানার মালিকেরা লোকের টাকা মেরে দিব্যি বেঁচে আছে।

    তাই আমার এক ক্ষুদ্র নিবেদন। সরকারী অনুদান থাকুক কিন্তু "তিনোদান" বন্ধ করে কিছু বৃহৎ সংস্থাকে আনার ব্যব্স্থা করা হোক। যেটুকু চোখে দেখছি, যে ঘটনার সঙ্গে জড়িয়ে আছি সেটাই লিখেছি। গত দেড় দশক ধরে ইউটোপিয়ান কচ্কচির মত কোন অপরীক্ষিত তত্বের পক্ষে সওয়াল করছি না।
     

  • &/ | 151.14.***.*** | ২৮ মার্চ ২০২১ ০৮:২৬475718
  • আনন্দবাজার রবিবাসরীয়তেও সম্ভবতঃ লিখতেন গল্প, নইলে এত চেনা লাগছে কেন? তখনকার দিনে আমাদের বেশিরভাগ গল্পই ছিল রবিবারের, ওই রবিবাসরীয়তে বের হওয়া গল্পগুলো।

  • রমানাথ রায়ের নাম | 2600:1002:b01e:9f02:adf1:fcb1:eee:***:*** | ২৮ মার্চ ২০২১ ০৮:০২475717
  • বড় পত্রিকায় বিশেষত দেশ আনন্দবাজারে পুজো সংখায় নিয়মিত লিখ্তেন, খুব আলাদা ধরনের গল্প লিখ্তেন, ছোট কিন্তু ইমপ্যাক্ট থাকত। 

  • &/ | 151.14.***.*** | ২৮ মার্চ ২০২১ ০৬:৫৯475716
  • আচ্ছা, রমানাথ রায়ের নামটা চেনা ঠেকছে, ওঁর কোনো গল্প নিয়ে আগে কি এখানে কোনোদিন আলোচনা হয়েছিল?

  • &/ | 151.14.***.*** | ২৮ মার্চ ২০২১ ০৬:৫২475715
  • প্রথমে ভেবেছিলাম কেউ হয়তো ট্রোল করেছে ওরকম ছবি দিয়ে, তারপরে দেখি লেখাও এসেছে সেই 'ভক্ত' বিষয়ে। ঃ-)

  • Abhyu | 198.137.***.*** | ২৮ মার্চ ২০২১ ০৬:৩৭475713
  • সেই তাঁর ভক্তের ছবি দেখেছ টইতে?

  • &/ | 151.14.***.*** | ২৮ মার্চ ২০২১ ০৬:৩০475712
  • টইতে গিয়ে দেখি ওরে বাবা, সেই তিনি । :-)

  • &/ | 151.14.***.*** | ২৮ মার্চ ২০২১ ০৬:২২475711
  • কেকে, মড়াভুত মানে মড়ারূপী ভুত। মানে সবেমাত্র মরে গিয়েই সেই অবস্থাতেই ভুত। এইবার বুঝলাম। ঃ-)

  • &/ | 151.14.***.*** | ২৮ মার্চ ২০২১ ০৬:২০475710
  • 'পান ইচ্ছে করুন' কেমন হয়? আগেকার দিনে "তামাক ইচ্ছে করুন" বলে হুঁকো বাড়িয়ে দিত। ঃ-)

  • Abhyu | 198.137.***.*** | ২৮ মার্চ ২০২১ ০৫:৩৭475709
  • আচ্ছা pun intendedএর বাংলা কি হবে? ইচ্ছে করে পান করুন?

  • Abhyu | 198.137.***.*** | ২৮ মার্চ ২০২১ ০৫:৩৬475708
  • কেকের গালাগালি তো নয় যেন কেকের রেসিপি (pun intended)

  • kk | 97.9.***.*** | ২৮ মার্চ ২০২১ ০৫:২০475707
  • আর তাছাড়া দেখো মরা ভুত বলিনি, মড়া ভুত। যেমন ঘোড়া ভুত, পানিভুত। তেমনি মড়া-রূপী ভুত।

  • &/ | 151.14.***.*** | ২৮ মার্চ ২০২১ ০৫:১৯475706
  • তবে একটা জিনিস খেয়াল করবেন  সুধীগণ, বিশ্বের বেশিরভাগ গালাগালই মিসোজিনিস্ট। ছেলেদের উদ্দেশ্যে দেওয়া গালাগালই হোক আর মেয়েদের উদ্দেশ্যেই দেওয়া হোক, বেশিরভাগই মিসোজিনিতে ভরা। তাই যেখানেই সেসব গালাগালি দেওয়া হচ্ছে, সেখানেই আসলে পিতৃতন্ত্রের জয়ঢাক বাজানো হচ্ছে।

  • kk | 97.9.***.*** | ২৮ মার্চ ২০২১ ০৫:১৬475705
  • কেন? ভুত মরে তো। ভুত মরলে মার্বেল হয়। ত্রৈলোক্যনাথ বলে গেছেন না?

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত