এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • &/ | 151.14.***.*** | ২৮ মার্চ ২০২১ ০৫:১৬475704
  • কেকে, ভুত তো! সে আর মরবে কী করে? ঃ-)

  • kk | 97.9.***.*** | ২৮ মার্চ ২০২১ ০৫:১৪475703
  • নিরীহ গালাগালি নিয়ে কথা হয়েছে দেখলাম। আমি পাঁচ বছর বয়সে অসম্ভব রেগে গিয়ে দিদিকে একটা খুব ভারী গালাগালি দিয়েছিলাম, সেই মনে পড়ে গেলো। তা ছিলো "তুই রান্নাঘরের ভাঙা পাঁচিলের ফাঁক থেকে বেরিয়ে আসা, ক্ষেপে যাওয়া দাঁড়কাকের মাথা"। আর কিছুদিন আগে একটা কাঁটাচামচ হাত থেকে লাফিয়ে মাটিতে পড়ে গেলো। খুব রেগে তাকে বললাম "তুই মড়া ভুতের ছানা"।

  • &/ | 151.14.***.*** | ২৮ মার্চ ২০২১ ০৪:২৭475702
  • সিংগল কে, এই "বাশি বাজাউক " কে আমি ভাবতাম বাঁশি বাজানোর কোনো ব্যাপার বুঝি। ঃ-)

  • S | 2a0b:f4c1:2::***:*** | ২৮ মার্চ ২০২১ ০১:৫০475701
  • বড় শিল্পের উপর নির্ভর করেই ক্ষুদ্র শিল্প চলে। এসেমি সেক্টর সেই রাজ্যেই খুব সক্রিয় এবং সফল, যেগুলোতে প্রচুর বড় শিল্প রয়েছে। তাছাড়া ইকনমিজ অব স্কেল বলে একটা ব্যাপার রয়েছে, যেটা আজকের দুনিয়াতে ছোট শিল্পগুলোকে বেশ সমস্যায় ফেলছে। আর আছে টেকনলজি। সেই কারণেই ব্যক্তিগত ট্যাক্সি উঠে গিয়ে উবার, ওলা এসেছে। মম অ্যান্ড পপ শপ চলে গিয়ে ওয়াল মার্ট সুপার সেন্টারে দেশ ভরে গেছে। তাই ওসব কথা রোম্যান্টিক কবিতার মতন। লিখতে ভালো লাগে, কিন্তু কাজে দেয়না। এরকম কোনও সেক্টর বা ইন্ডাস্ট্রি নেই, যেখানে বড় পুঁজি হাত দেয়নি। তাদের থেকে দূরে থাকা অসম্ভব। তাদের সঙ্গে নেগোশিয়েট করেই এগোতে হচ্ছে।

  • দূ | 47.184.***.*** | ২৮ মার্চ ২০২১ ০১:০৮475700
  • ঠিকভাবে চলুন , প্রকৃতি কে দুষিত করবেন না - লিখলে হয় না?

  • এলেবেলে | 202.142.***.*** | ২৮ মার্চ ২০২১ ০১:০০475699
  • *আর্বান শিক্ষিত উচ্চশিক্ষিত 

  • এলেবেলে | 202.142.***.*** | ২৮ মার্চ ২০২১ ০০:৫৫475698
  • পিটিস্যার শুধু চাগরি দেবেন। প্রত্যক্ষ ও পরোক্ষ। হাতে আছে দুটি মোয়া - সিঙ্গুর আর নন্দীগ্রাম। চাগরি যারা পাবে না, যাদের চাগরি পাওয়ার যোগ্যতা নেই, এই বাংলায় তাদের সংখ্যা কত? চা বাগান এবং চটকল নিয়ে তিনি স্পিকটি নট। সেখানকার শ্রমিকদের পিএফ মেরে দেওয়া নিয়ে নীরব। ক্ষুদ্র ব্যবসা নিয়ে মন্তব্য নেই। কৃষিক্ষেত্রে পরিকাঠামোর ঘাটতি নিয়ে উচ্চবাচ্য নেই। প্লাস্টিক ও থার্মোকল ব্যানের কথা তিনি ভাবতেই পারেন না। গ্রামের মানুষের বিকল্প উপায়ে স্বয়ম্ভরতার কথা তাঁর চিন্তাভাবনার চোদ্দ মাইল দূরে থাকে। কারিগরদের উন্নতি তিনি ধর্তব্যের মধ্যেই আনেন না। ক্ষুদ্র ও কুটির শিল্প তাঁর শিল্পভাবনার বাইরে।


    একজন আর্বান শিক্ষিত উচ্চশিক্ষিত মানুষের এই হচ্ছে উন্নয়নের অ্যাজেন্ডা! তোফা।

  • k | 2405:201:800e:501c:adc9:203b:6579:***:*** | ২৮ মার্চ ২০২১ ০০:৫৩475697
  • নারায়ন দেবনাথবাবুর অলপ্পেয়ে ড্যাকরা বোধহয় অতটা নিরীহ নয়,তাই না? 

  • S | 2405:8100:8000:5ca1::6b:***:*** | ২৮ মার্চ ২০২১ ০০:৩৮475695
  • এই সেকেন্ড পয়েন্টটা আমারও বক্তব্য। কোনদিন সূয্যি উঠবে সেই অপেক্ষায় বসে থাকলে তো সমস্যা। ততদিনে তো রাজ্যের বহু প্রজন্ম চাকরিহীন হয়ে থাকবে। তাছাড়া ভারতের গণতান্ত্রিক পরিকাঠামোতে পরিস্থিতি এখন এমন যে আদৌ কোনওদিন উঠবে কিনা সেও হলফ করে বলা যায় না। যে দেশের সমাজ ধর্ম, জাত, কাস্ট, টাইটেলে সংপৃক্ত হয়ে আছে, সেখানে বামপন্থার মতন একটা ইয়োরোপিয়ান চিন্তাভাবনা যার জন্য প্রচুর লেখাপড়া এবং প্রচার প্রয়োজন, সেটা আদৌ খাপ কাবে কিনা সেটা বলাও মুশকিল। এখানে কয়েকজন মুম্বাইতে কৃষকদের মহামিছিলে লালপতাকা এবং মুম্বাইবাসীর সিম্প্যাথী দেখে উৎসাহিত হয়। কিন্তু সেই রাজ্যেই সবথেকে বড় পলিটিকাল পার্টিগুলোর নাম বিজেপি, শিবসেনা, এনসিপি, কঙ্গ্রেস। ফলে গুরুচন্ডালিতে সমমনষ্ক লোকজনের মাঝে বসে আমাদের যেরকম মনে হয়, দেশে বামপন্থার অবস্থা মোটেও সেরকম নয়।

    এবং এখানেই সিঙ্গুরের কথা আবারও আসে। উত্তেজিত না হয়ে একটু শুনুন। সিঙ্গুরের সমস্যাটা কি? জমি দখল নাকি কারখানা হওয়া? কোনটাতে আপত্তি ছিল? আন্দোলনটা প্রথমটি নিয়ে হলেও শেষে কারখানাটি রাজ্যে হয়নি। আমার কিন্তু মনে হয়েছে যে একদলের বক্তব্য ছিল যে কিছুতেই কারখানা হতে দেবোনা। কাদের এইরকম বক্তব্য ছিল? যারা তার আগের দুই দশক ধরে বাম সরকারের নিন্দে করে গেছে যে শিল্প নেই, শিল্প নেই করে। চাষীদের জমি নিয়ে নেওয়া হচ্ছিলো, বেশি দাম চাওয়া যেতে পারতো। অন্য সলিউশান দেওয়া যেতে পারতো। কিন্তু সেই কৃষক আন্দোলন অতিবামদের কয়েকজনের বোকামো এবং কয়েকজন সুশীলজনের চালিয়াতিতে হাইজ্যাক করে তিনোদল। শেষে চাষীদের রক্ষাকর্তা হয়ে ওঠে তারা যারা ভূমি সংস্কারের বিরুদ্ধে ছিল। সরকার পাল্টাতেই এই আন্দোলনকারীদের অনেকের জায়্গা হয়েছিল তিনোদের ভাতাগ্রাহকের লিস্টিতে। অনেকে তো সরাসরি চিটফান্ডের টাকা খেয়েছিল বলেও অভিযোগ। ইট ওয়াজ আ ব্লান্ডার। ফ্রম বোথ সাইডস অব লেফ্ট। মাঝখান দিয়ে তিনোরা ক্ষীর খেয়ে গেলো। এখন সেই ক্ষীরের বাটি বিজেপির হাতে।

    নন্দীগ্রামেও একই ব্যাপার। যারা নন্দীগ্রামকে ফ্রীল্যান্ড ভাবার স্বপ্ন দেখেছিল, তারা হাত মেলালো দিদির সঙ্গে। দিদি ক্ষমতায় এসে প্রথমেই কিষানজিকে সরিয়ে ভিক্টরি সাইন দেখালেন। অথচ কালকে আবার শুনলাম তিনিই নাকি নন্দিগ্রামে ঢুকতে পারেন না।

  • Abhyu | 47.39.***.*** | ২৮ মার্চ ২০২১ ০০:৩৭475694
  • রঞ্জনদার পোস্ট দেখে এইটে মনে পড়ল


  • T | 103.15.***.*** | ২৮ মার্চ ২০২১ ০০:০৬475693
  • ভোটবাক্সে অমন হতেই পারে। আজ শুনলাম কয়েক জায়গায় নাকি হয়েওচে। 

  • S | 2405:8100:8000:5ca1::1b5:***:*** | ২৭ মার্চ ২০২১ ২৩:৫৩475692
  • পিটিদার লম্বা লেখাটা পড়ে যেটা বুঝলামঃ

    গরীবদের জন্য ভাতা, দুটাকার চাল, সাইকেল, ডিম্ভাত ইত্যাদি ভালো উদ্যোগ। কিন্তু সেইটাই একমাত্র উদ্যোগ হতে পারেনা। গরীব লোকের সংখ্যা কমানোরও একটা উদ্যোগ থাকা উচিত, যেটা নিয়ে বর্তমান সরকার কিছুই করেনি। তারা পারপিচুয়ালি ভাতা, সাইকেল, চালের উপরেই নির্ভর করে একটা ইকনমিক স্ট্রাকচার তৈরী করে নিয়েছে এবং পলিটিকালি সেটাকে এক্সপ্লয়েট করছে। এবং সেই পলিটিকাল এক্সপ্লয়েটেশানের জন্য গরীব লোক বেশি থাকলেই তিনোদের সুবিধা। ভিসিয়াস সাইকেল।

    আর যারা বলছে যে প্রাইভেট চাকরি দিয়ে সমস্যার সমধান হবেনা, তারা নির্ভর করে আছে তিনোদের উপরে। অথচ তিনোরা মোটেই প্রাইভেটাইজেশনের বিরুদ্ধে নয়। ফলে কোনও উপায়েই চাকরি তৈরী হচ্ছেনা।

  • সম্বিৎ | ২৭ মার্চ ২০২১ ২৩:৩৮475691
  • তুলনামূলক

  • সম্বিৎ | ২৭ মার্চ ২০২১ ২৩:৩৮475690
  • সময় নিয়ে তুমিলামূলকভাবে দীর্ঘ লেখাটার জন্যে পিটিবাবুকে ধন্যবাদ জানাই। সময় থাকলে তর্ক করা যেত, কারণ অনেক যুক্তিই প্রথ পাঠে ধোপে টিঁকছে না। তবু, নিজের পজিশন ক্লিয়ার করার জন্যে ধন্যবাদ জানাই।

  • k | 2405:201:800e:501c:adc9:203b:6579:***:*** | ২৭ মার্চ ২০২১ ২৩:৩৬475689
  • না না  আপত্তির কি আছে জনগন ন্যায্য শব্দটি বাদ দিয়ে বাক্য পুনর্গঠন করতে আদাজল খেয়ে লেগেছে দেখে একটু সাহায্য করছিলুম আর কি। ঐ করতে করতেই দু তারিখের আগে যেটুকু শেখা যায়।

    আর ক্যাপিটাল টি দা সেদিন ঐ ফিডব্যাকটা তুচ্ছ ব্যাপার বলার পরেও আমার মাথা থেকে কিছুতেই ওটা যাচ্ছে না,কারন ভোটবাক্স ওরকম হলে কি হবে??

  • T | 103.15.***.*** | ২৭ মার্চ ২০২১ ২৩:৩০475688
  • এতে আপত্তির কী আছে মশাই। মনের কথাটি আগেই টের পেয়েচে। যাহোক ন্যায্যই হ'ল।

  • সিংগল k | 2405:201:800e:501c:adc9:203b:6579:***:*** | ২৭ মার্চ ২০২১ ২৩:২৭475687
  • ভাল কথা,
    মায়ের টীকাকরন হবার পরে এসেমেসে একটা লিঙ্ক এসেছিল ফিডব্যাক দেবার। সেটা ফোনে বা ডেস্কটপ থেকে যেখান থেকেই খোলা হোক না কেন, একই কথা বলছে।


    এখানে আর কেউ এই সমস্যার সম্মুখীন হয়েছেন কি??

  • k | 2405:201:800e:501c:adc9:203b:6579:***:*** | ২৭ মার্চ ২০২১ ২৩:১৬475686
  • এখানে কবি বোধহয় 'ন্যায্য' বলতে জুডিও ক্রিশ্চান Righteous বুঝিয়েছেন। সে বাক্যের রাবিন্দ্রিক অনুবাদ করবেন ই বা কি করে!!! 
    ছোটোবেলায় ইসলামী রীতিতে পত্ররচনা করেন নি? সেই যে - পাকজনাবেষু আব্বাজান, কবে তুমি আমাকে এই জাহান্নামের মত হোস্টেল থেকে বাড়ি নিয়ে যাবে? কবে আমি আম্মাজানের হাতের গোস্ত বিরিয়ানী খাব? এখানকার পণীঢের ঘন্ট খেতে খেতে আমার চোখে কেবলই পানি আসে... ইাত্যাদি।
    ইসলামী রীতিতে ওর কাছাকাছি বাক্য রচনা করা কিছুটা সম্ভব-


    ইমানদার থাকুন, (খোদার) বাতাসকে দূষিত করবেন না।


    পুরোপুরি হল না, তাও মুল ভাবটি কিছুটা ধরা দিচ্ছে না ??

  • Ranjan Roy | ২৭ মার্চ ২০২১ ২৩:১৩475685
  • আহাম্মক, ঢ্যাঁড়স , ল্যাবেন্ডিস, দাঁতক্যালানে, আতাকাল্যানে, বলদা, ধম্মের ষাঁড়, অকাল্কুষ্মান্ড, আবোদা, ন্যাকাষষ্ঠী,  মোথা, প্যাটব্যাক্কল, অলবণ, বেয়াক্কল, হতভাগা, মুখপোড়া হনুমান, যমের অরুচি, জাম্বুবান, কুলাঙ্গার, বিভীষণ, বেইমান, মর্কট, বান্দর, শাখামৃগ,দাঁড়কাক, গোবরগণেশ্‌ কেঁচো, আস্তিনের সাপ, শুয়োর, গরু গাধা গর্দভ  ইত্যাদি। 

  • ষাট | 2605:6400:30:f5da:cc77:6857:7848:***:*** | ২৭ মার্চ ২০২১ ২৩:১৩475684
  • সিপিএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়ের দেখা যখন মিলল, সভায় শ্রোতা তখন সব মিলিয়ে ষাটও হবে না।

    Bengal Poll: সঙ্গী টোটো আর জনাদশেক কমরেড, নন্দী-মঙ্গল কাব্যে উপেক্ষিতা মীনাক্ষী

  • অযৌনগন্ধী গাল | 2600:1002:b020:60dd:7d83:b102:d923:***:*** | ২৭ মার্চ ২০২১ ২২:৪৬475683
  • আপ্নেরা যেভাবে অযৌনগন্ধী গালাগালের ভান্ডার রিদ্ধ করে দিলেন, ধন্যবাদের ঊর্দ্ধে তা। এবার বৌ এর সাথে একবার ঝঞ্ঝাট লাগার অপেক্ষা 


    তবে মনে হয় গালাগাল কি দিচ্ছেন তার থ্হেকে কিভাবে দিচ্ছেন সেটাই গুরুত্বপূর্ণ। ধরুন, বেদম ঝগড়ার মাঝে লাগসই করে যদি বলা যায় 


    ওরে আমার গোবরা গণেশ ময়দাঠাসা নাদুস্‌ রে,
    ছিঁচকাঁদুনে ফোক্‌লা মানিক, ফের যদি তুই কাঁদিস রে—"


    সেটা ডেথ ​​​​​​​থ্রেটের ​​​​​​​মতও ​​​​​​​লাগতে ​​​​​​​পারে! 


    এরকমই এখনো মনে হচ্ছে 

  • Ramit Chatterjee | ২৭ মার্চ ২০২১ ২২:০৩475682
  • আজ একটা সিনেমা দেখলাম। the court। ভারতীয় সিনেমা, 2014 সালের। অসামান্য লাগল। অনেক জায়গায় মারাঠি আর কিছু জায়গায় গুজরাটি ভাষায় সংলাপ আছে। একটু সাবটাইটেল এর সাহায্য নিয়ে ধৈর্য নিয়ে দেখবেন। কথা দিচ্ছি দারুন লাগবে। অনেকেরই হয়তো দেখা, আর যারা দেখেননি দেখে ফেলুন। অস্কারের যোগ্য।

  • Ramit Chatterjee | ২৭ মার্চ ২০২১ ২২:০১475681
  • @pai আমারও মাথায় আসছে না, একদম ঘেঁটে গেছে। গুরুজনেরা বলুন কি হবে ঐখানে ।


    @pt গুছিয়ে খুব গুরুত্বপূর্ণ কথা তুলে ধরেছেন। এটা নিয়ে ভাবা উচিত।

  • dc | 2402:e280:2002:7c2c:14f1:58b4:3076:***:*** | ২৭ মার্চ ২০২১ ২১:১৫475680
  • হোমোস্কেডাস্টিক আর হেটেরোস্কেডাস্টিক, দুটোই গালি হতে পারে, দুই গ্রুপের জন্য। 

  • দু | 47.184.***.*** | ২৭ মার্চ ২০২১ ২০:৪৩475678
  • Sustainable মীন।করতে চেয়ে ছে সম্ভবতঃ

  • দু | 47.184.***.*** | ২৭ মার্চ ২০২১ ২০:৩৫475677
  • অবশ্য জিতলে এ সবই কৃতিত্ব, সিবিআই ঘেরাও য়ের মত।

  • দূ | 47.184.***.*** | ২৭ মার্চ ২০২১ ২০:৩৩475676
  • গলা ফেক করা সোজা। কিন্তু মমতাত্ব অন্য কারো মাথায় আসা অসম্ভব। সিগনেচার ।

  • Abhyu | 47.39.***.*** | ২৭ মার্চ ২০২১ ১৯:৩৩475675
  • ভাট পড়ে যা বুঝলাম অযৌনগন্ধী অরেসিস্ট গালাগালি চাই। দেখুন এগুলো পছন্দ হয় কিনা -

    ল্যাগব্যাগবার্নিস
    ভট্টিকাব্য
    হোমোস্কেডাস্টিক
    হৈয়ঙ্গবীন
    দেড় ব্যাটারী

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত