মোজার কথা বলেছিলেন চতুরানন, মোজা জ্বলা নয়।
জ্বলেছিল বভ্রুবাহনের।
না, ও তো বাজারী হাগজ!
ডাস্টবিন হচ্ছে আনন্দবাজার :)
জঞ্জালভান্ড
ইবাবা মোজা জ্বলার সম্পূর্ণ অন্য মানে গুরু ভোক্যাবসে। :-))ঐ টইটায় তোলা আছে মনে হয়। ডাস্টবিনের কী যেন একটা বাংলা করেছিল হিমুরা। খুঁজে দেখতে হবে।
কেলোর পোস্ট ও ছবি গুলো যথারীতি ভারি উপভোগ্য।
কিন্তু, রেলের লোক গুগল ট্রান্সলেট ইউজ করলেই তো পারে,
আরে না না গুরুতে মোজা জ্বলা অন্য জিনিস। যেমন রঞ্জনদা একদিন সাহিত্যে নোবেল পেলেন। তাতে গুরুর শুভানুধায়ীদের অনেকেরই মোজা জ্বলে গেলো ।
আচ্ছা, হঠাৎ আমার একটা কথা মনে হল, ডাস্টবিনের সঠিক প্রমিত বাংলা কি হওয়া উচিৎ ? আস্তাকুঁড় মাথায় এল, কিন্তু এছাড়া ?
চতুরানন, গুরুতে না এলেও মোজার মানে জানা যায়। 'তোর পার্সে মোজা আছে তো?' বাক্যে মোজা কিঞ্চিৎ অন্য অর্থ বহন করে। ধনেপাতা দিয়ে পচা তিমি ঢাকতে চাইছেন ঢাকুন, কিন্তু মনে রাখুন ছাত্রাবস্থায় আমাকে এরিক প্যাট্রিজ পড়তে হয়েছিল।
বভ্রুবাহন, খিস্তিট্যান চোদ্দো বার নাম বদলে এখানে বিরাজ করলেও আপনার অসুবিধা হয় না, যত জ্বালা আমার বেলা?
এদিকে দুপয়সারা নিজেদের পেজ বিচিপির অ্যাডে ভরিয়ে দিয়েচে।
রমিত বাবু সাধ অপুন্ন রাখবেন্না। নমন করতে ইচ্ছে করলে
পনির বানান টা দারুন লাগল, দেখে নমন করতে ইচ্ছে করছে।
ওরে বাবা এদিকে আবার চারটে পাকিস্তান তৈরি হবে বলছে ! কোনদিকে যাব ?
রাজ্য চিরকালই waste bengal. মাননীয় শ্যামাপরসাদজী না রাখলে ঐ কুরেবাংলাটিও থাকত না।
তাঁকে নমন করুন।
রাজ্য কুরেদান হয়ে গেলে ডিম আর পাবেন না, সব পনীঢ়।
এখন কুরেদান আছে পরে কুরবান হবে ডবল ইঞ্জিন এলে পরে।
তবে ভাববেন না বর্তমান সরকারকে কুরেদানে নিক্ষেপ করলেই সমস্যা সমাধান হবে।
এ হচ্ছে গনতন্ত্র।
এটি লকডাউনে রিনোভেশন হবার পূর্বে আমাদের প্রিয় শৃগালদহ ইশ্টিশন।
বর্তমানে রিনোভেশন চলছে, তারপর বোর্ড লাগানো হলে বা ততদিনে রাজ্যে ডবোল ইঞ্জিন লেগে গেলে ডিক্সনারিতে কি কি যোগ হয় দেখা্য অপেক্ষায় আছি।
কুরেদান ! হা হা হা হা
সিঙ্গল কে, এটা কোথায়?
দেখুন আপনারা যতই তর্ক করুন এতে বাংলাভাষার শব্দভাণ্ডার সমৃদ্ধই হচ্ছে।
শেষ যেবার গুরুতে এসেছিলাম সেবার কুঁজো না কলসী কিসের যেন উৎপত্তি না বুৎপত্তি বোঝাতে আপনারা আমায় রাতভোর কাবুলীকীত্তন শুনিয়েছিলেন। সেসব এত তাড়াতাড়ি ভুলে যাব??
রঞ্জন দা, এ বাবা আপনেরা যে টিনেজার এটা ভুলে গেসলাম:-)) কল্লোলদাকেও আর ভক্তিশ্রদ্ধা করব না, একেবারেই বাচ্চা ছেলে দেখা যাচ্ছে :-)))))
হ্যাঁ, অন্ততঃ টেরোডাক্টাইলের ছবিটা দেখতে পাওয়া উচিৎ ছেলো।
নিরাপদবাবুকে বিশেষ অনুরোধ ঐ ছবিটা আবার পোস্ট করার জন্যে।
বোধি,
টেকোবুড়ো আর ডিডি সমবয়েসি-- 70--71. কল্লোল ও অন্যরা 6 বা 7 বছরের ছোট।
অরিনদাও আসবে। এখন ব্যস্ত নিজের কাজ নিয়ে। "যাকে বলে জীবনের Taylor series এর হদ্দমুদ্দ!"
ইয়ে, নিরাপদ বাবু-র 'জীবনানন্দের টেরোডাকটাইল' পোস্ট-্টা ব্যাক্তিগত প্রভাব খাটিয়ে কেউ উদ্ধার করতে পারেন না, বইপোকা গ্রুপের 'admin' - এর কাছ থেকে? বইপোকা যদি আশ্রয় না দেয়, গুরু-ই নাহয় সেই কলঙ্কিত পোস্ট-্কে ঠাঁই দিত।
ভারী দেখতে ইচ্ছে করছে, অমন একটা সৃষ্টি হারিয়ে যাওয়া খুবই বড় ক্ষতি।
পাই-কে ভাটে ফিরে পেয়ে বড়ই আনন্দিত, পুরনো বন্ধুরা না থাকলে ফাঁকা ফাঁকা লাগে।
টিভিতে আগে নরেন্দ্র মোদী বলুক অন্তত। এই ন্রেন্দ্র শুনলেই রাগ ওঠে