এখানে জানো তো, এখানে মানে আটলান্টায় আর কি, ফার্মার্স মার্কেটে বড়ো চৌবাচ্চায় ক্যাটফিশ ঘুরে বেড়ায়। কাস্টমার এলে লুজ হয়ে যাওয়া ব্যাডমিনটনের র্যাকেট দিয়ে খপ করে ধরে কেটে দেয়।
চৈনিক বা কোরিয়ান সুপার মার্কেট নেই? সেখানে ক্যাটফিশ, সিলভার কার্প, গোলাপি কাঁকড়া - তারা তো কাঁচের চৌবাচ্চায় ঘুরে বেড়ায় আর ব্যাডমিন্টন র্যাকেট দিয়ে ধরা হয়।
মাইমার দেখি এখনও নামে "ফিশ" থাকলেই খাই-খাই বাতিক এখনও যায়নি!
কী ভালো:-((
এখানে জানো তো, এখানে মানে আটলান্টায় আর কি, ফার্মার্স মার্কেটে বড়ো চৌবাচ্চায় ক্যাটফিশ ঘুরে বেড়ায়। কাস্টমার এলে লুজ হয়ে যাওয়া ব্যাডমিনটনের র্যাকেট দিয়ে খপ করে ধরে কেটে দেয়।
আমার হোল ক্যাটফিশ ভাল্লাগে। এখানে একটা লোকাল মাছর দোকান তাজা মাছ রাখে। তাদের মাছটা খুব ভালো থাকে।গরমকালে একটা লেকে মাছ ধরতে গিয়েছিলাম, খুব আশা ছিলো একটা ক্যাটফিশ ধরা দেবে- সে গুড়ে বালি পড়েছিলো।
হ্যাঁ অভ্যু, বেশ খেতে। তবে অচেনা মাছ নিজেই প্রথমবার রান্না করা ভালো:-) নইলে রসুন দিয়ে ইলিশ, শুঁটকি মাছের আলু বেগুনের ঝোল ইত্যাদি র সামনে গিয়ে পড়তে হয়:-))
অবশ্য সত্যি বলতে কি রেনবো ট্রাউট আমার ততোটা পোষায় না, তবে যোগীয়ার বেশ ভালো লাগে। মিঠুদি, আমার মতে ক্রোগারের সেরা মাছ হল ক্যাটফিশ ফিলে :)
আচ্ছা, আগামীর অবয়ব টইটাতে এখন আর পুরনো সেই দ্রি, দীপাঞ্জন এঁরা কেউ আসেন না? এখন তো মনে হচ্ছে ওখানে, "ট্রা রা রা রাম ভাই রে, কোথায় চলে যাই রে" এইধরনের কিছু লোকের দল পোস্ট করে।
রেনবো ট্রাউট তো দিব্যি মাছ, মিঠুদি।
S, আমি CKGS থেকে করিয়েছিলাম। VSFএর ইমেল আইডি আমি জানি না। বলার কথা হল এই, আমি অনেকবার ফোন বা ইমেল করে CKGS থেকে কোনো উত্তর পাই নি। কিন্তু ইণ্ডিয়ান এমব্যাসী খুব তৎপরতার সাথে উত্তর দিতেন।
আপনি FedEx থেকে রিফাণ্ড চাইলেই ওরা প্যাকেট ট্রেস করে দেবে।
কলি, থ্যাংকিউ।করে দেখব।বললো ফ্রেশ, নিয়ে এলাম।আগে কখনো খাইনি, তাই ভয়ে ভয়ে আছি:-) এদেশের মাছ নিয়ে আমি একটু খুঁতখুঁতে। রেনবো ট্রাউট খেয়ে প্রায় বমি করে ফেলছিলাম( অন্যের বাড়িতে) তারপর একযুগ সে মাছ খাইনি। তারপর কিনে এনে নিজে রান্না করে অতটা খারাপ লাগে নি:-) মধ্যপশ্চিমে লোকজন এই মাছটা খায়। আস্ত তাজা মাছ পাওয়া যায়।
প্রথম ড্রোন যা কিনা অন্য গ্রহে উড়ে বেড়াবে, বেশিক্ষণ অবশ্য নয়, বলছে এক একবারে ৯০ সেকেন্ডের মতন, মার্শ হেলিকপ্টার - ওজন ১৪০০ গ্রাম। প্রযুক্তি টিমের লিড বব বলরাম আছেন।
তাহলে বিজেপিই নির্বাচিত হয়ে পশ্চিমবঙ্গে রাজত্ব করবে ? টইতে ওরকম কিছু প্রেডিকশন দেখলাম মনে হল।
Searching porn on Google in UP? Govt will now monitor and send messages to internet users
ইচ্ছে করেই করেছে মনে হয়। কেউ কেউ বলছে "বেদের মেয়ে জ্যোৎস্না" র বিবাহিত ভার্সন। কেউ বলছে রবীন্দ্রনাথ "আমি মুক্তি পেয়েছি" বলে চোখ মেরে দিল কেন? কাকে ? :-)
পরে হয়তো এই সিনেমাতেই ভূত পেত্নী জুড়ে দেবে, কাদম্বরী কায়াহীন হয়ে ফিরবেন, নাম দেবে "আমি কাদু" :-)
ট্রেলারটা পৌনে 2 মিনিটও দেখতে পাল্লুমনা। তবু ডিসি বাবুর ২৩টা ০১-কে ক্ক।
info.ihcusa@vfshelpline.com তে দেখতে পারো সাবজেক্টে ট্র্যাকিঙ নম্বর দিয়ে। আর ফোন 18003209625 এ .
দু এবং অভ্যু, ভিএফেস গ্লোবালের কোনও ইমেইল আডি আছে?
এই সিনেমাটায় রবীন্দ্রনাথের রোলে রোদ্দুর রায়কে কেন নিল না? এ তো গোড়ায় গলদ!
এন ডি টিভি বাংলার ভোটের গান নিয়ে খবর করছে মাইরি। আপনি ই ঠিক আমি ভুল। আপনি এন ডি টি ভি র আগে খবর করেছেন।
:-)))))
সদ্য কৃষকদের কাছে শুনে ছিল নিজেরাই ওয়া পস যাও।
এই ছবি বাংলা সিনেমার মাইলস্টোন হতে চলেছে। তবে নাম নিয়ে একটু খুঁতখুতুনি আছে। 'আমি রবীন্দ্রনাথ' ক্যানো, 'আমিই রবীন্দ্রনাথ' হওয়া উচিত ছিল।
ভিএফেসকে ফোনে বলুন পাঠিয়েছি এই ট্র্যাকিঙ নম্বর যেন ওয়েট করে। আমি আরো ডকুর মেল অনেক দেরিতে দেখে পাঠাব বলাতে অনার করে ছিল।
মিঠু,
অরেঞ্জ রাফি কিন্তু খুব লক্ষ্মী মাছ। মানে ঝামেলা বিহীণ মাছ। আমার তো মাছের গন্ধ নিয়ে খুব নেটিপেটি ছিলো, কিন্তু এই মাছটা খেতে পারতাম। আঁশটে লাগতোনা। ফ্রাই তো ভালো হয়ই। এর চপও খুব ভালো হয়। গ্রীল করতে চাইলে গ্রীল-্প্যানে করতে পারো। আধ্ঘন্টা টাক ম্যারিনেড করে, গ্রীল প্যানে তেল স্প্রে করে করতাম। ৪-৫ মিনিট একেক দিক। ভালো হতো। একটাই বাজে দিক আছে, অরেঞ্জ রাফিতে মার্কারী কনটেন্ট বেশ হাই থাকে। আর সাস্টেনেবলও না সম্ভবত (ভুলে ভুলে গেছি )। তবে এক আধবার খেলে আর কী সমস্যা?
S ভিফসগ্লোবাল
রবীন্দ্রনাথ এটা দেখলে পরে নোবেলটা বউ বাজারে বেচে দিতেন এই ব্যাপারে আমি নিশ্চিত। কেমন যেন সব বাজ পড়ছিল আবার মাঝে মাঝে।
নিজের হাতে বানিয়ে খেয়েছি মশায়। প্যাঙ্কো দিয়ে। অসা অসা।
পলিটিশিয়ান কি ওই ফ্রাই গঙ্গার ওপারে খেয়েছেন?
টুম্পা বুমার।
কার্টিসকে দিয়ে বলাচ্ছে, ভয় পেয়ো না ভয় পেয়ো না ...
১ টা ৪ মিনিট, দাঁতগুলো মাজতে পারলো না?
সিনেমার কথায় মনে হলো, এই মুহূর্তে বাংলা বাজারের সেনসেশন:
কলাকুশলীর শুটিঙোত্তর বক্তব্য খুঁজে শুনে নিতে ভুলবেন না।