T | 103.15.***.*** | ২৩ ফেব্রুয়ারি ২০২১ ০৮:০৭473574হ্যাঁ, এ জিনিস ইনসেন লেভেলের। সায়েবরা কোথায় এগিয়ে গ্যাছে।
&/ | 151.14.***.*** | ২৩ ফেব্রুয়ারি ২০২১ ০৮:০৩473573থ্যাংক্স ডিসি। একটা এস কেন পড়ে গেল বেশি কেজানে। :-)
&/ | 151.14.***.*** | ২৩ ফেব্রুয়ারি ২০২১ ০৮:০২473572কী অপূর্ব! থ্যাংক্স ডিসিস। খুব হাল্কা মঙ্গলের বাতাস, পৃথিবীর তুলনায়। তবু আছে, নইলে প্যারাশুট কাজে লাগানো যেত না।
dc | 2405:201:e010:503f:8d77:7c32:8c15:***:*** | ২৩ ফেব্রুয়ারি ২০২১ ০৭:৫৫473571পারসিভারেন্সের ল্যান্ডিং দেখুনঃ
&/ | 151.14.***.*** | ২৩ ফেব্রুয়ারি ২০২১ ০৭:৩৭473570ওদিকে রবীন্দ্রনাথকে নিয়ে এক অদ্ভুত সিনেমার ট্রেইলার দেখাচ্ছে, ফেবুতে শেয়ার করছে অনেকে, সেখানে ভীষণ দোল খেলছেন তরুণ রবি। আর মারাত্মক সব গান। লোকে বলছে রোদ্দুরকে দিয়ে রবীন্দ্রনাথের রোল করালো না কেন?
S | 2a0b:f4c2:1::***:*** | ২৩ ফেব্রুয়ারি ২০২১ ০৭:৩৬473569কি সমস্যায় পড়েছি। পাসপোর্ট অ্যাপ্লাই করেছি। এদিকে ফেডেক্স অ্যাপ্লিকেশান ডেলিভারই করেনি। বলছে যে খুব ঠান্ডা ছিল। সাইট নাকি আপডেট করা হচ্ছেনা। আজকে সকালে বলেছে যে প্যাকেজ আমাদের শহরেই রয়ে গেছে এক সপ্তাহ। এদিকে জিনিসটা যাবে স্যান ফ্রান্সিসকো। একটু আগে কল করতে একটা ছেলে বললো যে আপনার জিনিস হারিয়ে গেছে ধরে নিন। এখন আবার কল করলাম, একটা মেয়ে বললো যে স্যান ফ্রানসিসকো পৌঁছেছে। কিন্তু আরো দুতিনদিন লেগে যাবে জায়গা মতন ডেলিভার করতে। কিছুই বুঝতে পারছিনা যে কে সত্যি কথা বলছে। এদিকে আরেকটা অ্যাপ্লিকেশান পাঠাতেও পারছিনা যদি দুটো গিয়ে পৌঁছয়।
T | 103.15.***.*** | ২৩ ফেব্রুয়ারি ২০২১ ০৭:০২473568হা হা হা, একেবারে কৃটিসাইস ! একটা প্যারোডি কতরকম জনতাকে সংঘবদ্ধ কচ্চে। আনন্দাশ্রু বিমোচন করি।
আপত্তিমূলক হ্যাজ | 2402:3a80:a37:c4be:7170:ee31:dbba:***:*** | ২৩ ফেব্রুয়ারি ২০২১ ০৬:২৪473567
আপত্তিমূলক হ্যাজ | 2402:3a80:a37:c4be:7170:ee31:dbba:***:*** | ২৩ ফেব্রুয়ারি ২০২১ ০৬:২০473566@T
শতাব্দী দাশ, নো ভোট টু বিজেপির নেত্রী লিখেছেন,
বিহারে স্বল্পবাসিনীদের নাচাগানাও ব্যবহার করা হয় ভোট-প্রচারে৷ Orchestra কে সেখানে স্থানীয় ভাষায় 'arkestra' ধরনের কিছু বলে। সেখানে তা রাজনৈতিক প্রচারের বেশ মান্য উপায়। যেহেতু আমাদের নাকি সব কিছুর বিনিময়ে 'জনমুখী' হয়ে উঠতে হবে,তাই সেটাও নিশ্চয় বড় সুন্দর ব্যবস্থা।
এ রাজ্যে কিন্তু টিএমসি বা অন্যান্য দক্ষিণপন্থী দলের ছাত্র-সংগঠন এমনকি কলেজেও অশ্লীল নাচা-গানার ব্যবস্থা করলে, যখনই তা ভাইরাল হয়েছে বা চোখে পড়েছে, তার বিরোধিতাই করেছি৷ আজ হঠাৎ করে কোনো প্যারডির ইউটিউব রিচ দারুন বলেই রাজনৈতিক প্রচারে 'শোভন-বৈশাখী'-র অ্যানেকডোট ব্যবহার বা 'পুরুষের হাতে লাটাই আর মহিলা ঘুড়ি মাত্র' এই ধরনের অ্যানালজিকে মাথায় তুলে নাচতে পারছি না৷ ব্রিগেড শুধু পুরুষের নয়, চাকরিও শুধু পুরুষের কাম্য নয়৷ এসএসসি আন্দোলনের সময় থেকে যাদের সঙ্গে আমার আজও যোগাযোগ আছে, তারা সকলেই মেয়ে।
যাঁরা চন্দ্রবিন্দুর 'তলাকাটা মিনিস্কার্ট' তুলছেন, তাঁদের জানাই, চন্দ্রবিন্দু তো কোন ছার, এ বিষয়ে রবীন্দ্রনাথও রেয়াত পান না৷ সেক্সিজম ছিল মানেই সেক্সিজম থাকবে-এটা যাঁরা বলছেন, তাঁদের চোখে সেক্সিজম পপুলার কালচারের 'কনটেন্ট' নেই আর, সেক্সিজম-ই তাঁদের কাছে পপুলার কালচারের 'ফর্ম' হয়ে গেছে৷ ওভাবে ভাবলে নারীবাদ তার জায়গা থেকে চ্যুত হবে। বা নারীবাদের আর কোনো প্রয়োজন থাকবে না। তাঁদের লোকসংস্কৃতি আরও ঘেঁটে দেখতে বলব৷ লোকসংস্কৃতির মধ্যেই হয়ত উত্তরণের আভাসও পাবেন অনেক ক্ষেত্রে। আমার কেমন যেন মনে হচ্ছে,পপুলিজম-এর নামে ফাঁকিবাজি হচ্ছে। তাই লোক সংস্কৃতির সেক্সিস্ট গাদটাই হাতে ঠেকছে, তলায় পৌঁছনো যাচ্ছে না।
ও হ্যাঁ, পরিশেষে বলি, 'টুম্পাসোনা' না শোনার মতো 'এলিটিজম' আমাদের নাই। শুনি। ওই অজ্জিনাল গানের আরও একটি প্যারডি আছে। নিকটজনদের শুনিয়েছি তা ভিডিও পাঠিয়ে মাসখানেক আগে৷ পাব্লিকলি কখনও শেয়ার করি নি। প্যারডিটি আঁখি-বিরচিত৷
'বেনারসি পরিয়ে সিঁথিতে সিঁদুর দিয়ে, তারাপীঠে গিয়ে করেছিলাম বিয়ে/ রাআতে বউ ক্যালালাম, তারপর সকাল হল, ঘুম থেকে উঠে দেখি বউ পালালো জানলা দিয়ে/ বউটা চলে গেল, ফেসবুকে লিখে দিল, সবাই জেনে গেল, আমাকে খিস্তি দিল....ও টুম্পা সোনা...'
বিলি | 37.***.*** | ২৩ ফেব্রুয়ারি ২০২১ ০০:৫৫473565সাক্ষাৎকার পোস্ট গুলোতে তারিখ থাকলে মনে হয় ভালো হয়।
মেইলে যদি আলাপ হয়ে থাকে তাহলে প্রশ্ন করার তারিখ ও উত্তর সেন্ড করার তারিখ উল্লেখ করা যায়।
তিনো র গান ও শেয়ার করেছিলাম, চিন্তা নেই। কং যদি বার করে আর শুনে হাসি পায় সেটাও শেয়ার করব। আর টুম্পা তো অলরেডি হিট !
বোধিসত্ত্ব দাশগুপ্ত | 2402:3a80:a30:a65a:327d:e811:597:***:*** | ২২ ফেব্রুয়ারি ২০২১ ২২:৪৬473563বিজেপির প্রোপাগান্ডা মেটেরিয়াল বৈশি শেয়ার না করাই ভালো।যদি বিজেপি সমর্থক না হন।
:|: | 174.25.***.*** | ২২ ফেব্রুয়ারি ২০২১ ২২:৪০473562১৬টা ৫৩ পিটি: স্মরণ "করা" আর শরণ "নেওয়া" -- এই সামান্য পার্থক্যের মধ্যেই আপন্নর ব্যবহার রহস্যটা আছে মনে হয়।
PT | 203.***.*** | ২২ ফেব্রুয়ারি ২০২১ ২২:১৯473561না, না, বেশ হয়েছে।
এর চাইতে বেশী রাজনৈতিক বক্তব্য রাখতে গেলে দু দলের মধ্যে বিশেষ ফারাক দেখাতে পারত না। যেমন ধরুনঃ
"ইডি লাও, সিবিআই লাও
জেলে যাও, যাও,যাও.......জেলে যাও....."
ইত্যাদি লিখতে গেলে ঘেঁটে ঘ হয়ে যেত।
সম্বিৎ | ২২ ফেব্রুয়ারি ২০২১ ২১:৫২473560পঁচাত্তর পয়সায় এর থেকে ভাল হয়না।
Abhyu | 47.39.***.*** | ২২ ফেব্রুয়ারি ২০২১ ২১:৩৮473559একটা ভালো প্যারোডিও নামাতে পারে না। আর মহাকালের কি বিচিত্র পরিহাস, বিজেপির হাতে বেলা চাও! গানের ইংরেজি অনুবাদটা তো পাওয়া যায়!
IT সেলের ভাইটি রা নতুন গান নামিিয়েছে
PT | 203.***.*** | ২২ ফেব্রুয়ারি ২০২১ ১৬:৫৩473557"তাছাড়া শরণাপন্ন হওয়াই বেটার @ পিটি ১০টা ৫১।"
ধন্যবাদ।
ভুল বানান লিখে ভাবলাম যে মাতৃভাষা দিবসের পরের দিন কোন নতুন শব্দ সৃষ্টি করলাম কিনা!!
স্মরণ না করে কি শরণ নেওয়া যায়?
র২হ | 2401:4900:276f:e942:3485:4858:a87e:***:*** | ২২ ফেব্রুয়ারি ২০২১ ১৬:০৫473556অ্যানোনিমিটি থাকবে কিন্তু পাঁচদিন ধরে আইডি দেখাতে হবে, হাহাহা!
আহা | 192.42.***.*** | ২২ ফেব্রুয়ারি ২০২১ ১৫:১৮473555মডারেশানের নেশা বড় নেশা। কেমন বেশ কজনকে চেপে দুয়েকজনকে ছাড়ব। চাপাপড়ারা লাপাবে তরপাবে সেই সুযোগে তাদের ছাগল ছ্যাঁচড়া কত্র খিস্তাব কি সুখ।
রমিত | 202.8.***.*** | ২২ ফেব্রুয়ারি ২০২১ ১৫:০৯473554ব্যপার টা হল, আমি চাইছি এননিমিটি থাক, নতুন ইউসার রা প্রথম দিন ই কিছু পোস্ট করতে পারবে না। তাকে আইদার এডমিন আথ্রাইজ করবে বা 5-7 দিন রিড পারমিশন থাকবে তারপর কমেন্ট পারমিশন পাবে। তাহলে নিননিচা র উৎপাত বন্ধ হবে বলে আমার ধারণা
বোধিসত্ত্ব দাশগুপ্ত | 2405:8100:8000:5ca1::da:***:*** | ২২ ফেব্রুয়ারি ২০২১ ১৪:৪৬473553আমি লোককে টন্ট করে কথা বলব, কিন্তু কেউ আমাকে টন্ট করলেই তাকে ব্লক করে দেব। যেরকম লোকে ফেসবুকে করে। আমি এরকম চাই।
S | 2620:7:6001::***:*** | ২২ ফেব্রুয়ারি ২০২১ ১২:৫৭473552ভাট থাকুক। লগিনের মোটেই প্রয়োজন নেই। অ্যানোনিমিটি বড্ড জরুরী আজকের দিনে। প্রায় ট্রেজার করার মতন জিনিস। গালাগালিতে বিশেষ আপত্তি নেই, আমাকে না দিলেই হলো। কারণ তখ্ন আবার পাল্টা গাল দেওয়ার কর্তব্য চলে আসে। লোকে মাঠে ঘাটে বাজারে হাটে টিভিতে ফ্রীজে সর্বত্রই গাল দিচ্ছে। গুরু কি এমন তুলসীতলা যে সেখানে দেওয়া যাবেনা। এমনকি তুলসীগাছেও কুকুরে কুকর্ম করে। গুরুতে তো করবেই। ঐধরনের পোস্ট ইগনোর করলেই হয়। নইলে আপনিও অচেনা নিক নিয়ে জবাব দিয়ে দিন। গুরুতে চেনা নিকেও তো কম গালিগালাজ হয়নি। তার মানে গাল দেওয়া আর লগিনের মধ্যে সম্পর্কটা ক্ষীন। ভাট আছে বলেই গুরু রয়েছে। নইলে লাইব্রেরী হয়ে যাবে। সবাই নিজের নিজের টেবিলে বসে মুখ গম্ভীর করে পিয়ার রিভিউড পেপার পড়ো আর নোট বানাও।
বোধিসত্ত্ব দাশগুপ্ত | 2405:8100:8000:5ca1::d0:***:*** | ২২ ফেব্রুয়ারি ২০২১ ১২:৪২473551আমি বোধিসত্ত্ব দাশগুপ্ত কারণ নামের বাক্সে আমি এই নাম লিখেছি, আমার লগইন করার দরকার নেই।
:|: | 174.25.***.*** | ২২ ফেব্রুয়ারি ২০২১ ১২:৩৯473550তাছাড়া শরণাপন্ন হওয়াই বেটার @ পিটি ১০টা ৫১।
b | 14.139.***.*** | ২২ ফেব্রুয়ারি ২০২১ ১২:২১473549শেকসপিয়ার , শেকসপিয়ার।
PT | 203.***.*** | ২২ ফেব্রুয়ারি ২০২১ ১০:৫১473548কিন্তু কেউ কেউ পোশ্নো তুলতেই পারে যে এই নামটা আপনারই তার পোমান কোথায়? -ঃ))
(এবার সুকুমার রায়ের স্মরণাপন্ন হতে হবে বলে মনে হচ্ছে)!!
বোধিসত্ত্ব দাশগুপ্ত | 2405:201:8008:c03c:5d94:8247:eb11:***:*** | ২২ ফেব্রুয়ারি ২০২১ ১০:৩৯473547লগিন করতে আমার আপত্তি নেই ,আমার বেলায় সেটা রিডানডান্ট ,কারণ আমি পুরো নাম দিয়ে পোস্ট করি। তারা লগিনের পক্ষে তারা প্রায়শ নিননিছা সাজেন স্রেফ পার্সোনাল এজেন্ডায়, এন্ডলেস পার্সোনাল পেকিং অর্ডার বানানো টা উদ্দেশ্য। কোন বিষয়ে কোন অবস্থান বিশেষ নেই। একেবারেই ক্র্যাপ।
PT | 203.***.*** | ২২ ফেব্রুয়ারি ২০২১ ১০:৩৭473546"পিটিদা যেমন ঘুরিয়ে গাল দেয়"
আমাকে টানাটানি করা কেন? তবে কেউ কেউ সরাসরি দেয় -এমনকি অনেক সময় আলোচনায় অনুপস্থিত অসহায় পিতৃদেবরাও বাদ যান না। এবার তাহলে সরাসরি গাল আর ঘুরিয়ে গালের মধ্যে ভালো-মন্দ বাছতে হয় !!!!
kc | 37.39.***.*** | ২২ ফেব্রুয়ারি ২০২১ ১০:৩১473545আর ল্যাদোশদা অত অবাঞ্ছিত অবাঞ্ছিত কর কেন? যে পোস্ট করছে সেও জানে সেটা অবাঞ্ছিত পোস্ট, তাই নাম ভাঁড়িয়ে পোস্ট করে। বকে দিলে তাদের গায়েও লাগে। ধুস, ছাড় তো।