কোলকাতা কেন দক্ষিনে বজবজ বা ডায়মন্ড হার্বারের দিকে না বেড়ে ব্যারকপুর/সল্টলেকের দিকে বাড়ল?
সিপিআইএম বা কংরেসের কোনো তাত্বিক চিন্তা ছিল কী এসম্পর্কে?
যে থুতু আকাশের দিকে মুখ করে ছোঁড়া হয়েছিলঃ
"The state has begun distributing 33,000 cycles for class nine girl students in the North and South 24 Parganas districts. And 14,000 for tribal girls in three districts in northern Bengal........
TMC Chief Mamata Banerjee said, "They are giving bicycles for free, all their populist schemes are being funded from money given by the centre. Yet they claim credit for it."
https://www.news18.com/videos/politics/buddha-cycle-sop-361239.html
অজ্জিনাল আইডিয়া নাকি নীতিশের!!!!
বাই দ্য ওয়ে - হিন্দির এই শিরোনামে আসার জন্য যে সব বাংগালির নাম প্রথমে মনে আসে
আর ডি বর্মন
শচিন দেব বর্মন
ঋষিকেশ মুখার্জি
শর্মিলা ঠাকুর
উৎপল দত্ত
সলিল চৌধুরি
প্রীতম ...
"আম আর আমড়া এক নয় পিটি স্যার।"
জানি বলেই লিখেছি। আইডিয়া কার সেটা তো মানতে হবে। বাপের তৈরি করা বাড়ির মেঝেতে অনেকেই মার্বেল লাগায়। তাই কে "অজ্জিনাল" সেটা জানা জরুরী। এমনকি সাইকেল দেওয়াও চালু করেছিল বামেরা। সেই ছবি কোথাও আছে internet-এ।
সমরেশ বসুরও কান ঢাকা চুল ছিলো - যা মনে পড়ছে।
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লেলিয়ে - আপনি কতদিন অমিতাভ বচ্চনকে কুঠুরিতে রাখবেন! তো যা হওয়ার তাই হয়েছে।
একেবারেই নতুন নয়! অথচ ৮০ দশকের সময় থেকেই নিজের পরিবারেই দেখেছি অমিতাভ মার্কা চুলের স্টাইল - দরকার হলে দড়ি দিয়ে বেঁধে - হি হি যাতে চুলে ওই ভাঁজটা দেখা যায়! হা: হা: - চুড়ান্ত ব্যর্থ বাংলার তথাকথিত ইন্টেলেচুয়ালসরা এই সময়কে ধরতে। এদিকে - ২০২১ এ খেয়াল হয়েছে ভাড়ারে (?) বিশেষ কিছুই পড়ে নেই।
আম আর আমড়া এক নয় পিটি স্যার। আপনি কথায় কথায় ২ টাকার ভিক্ষার চালের কথা বলেন না ( যদিও মোটেও তা নয় ) ঐ স্কিম টি কতক টা তাই। বিশ্বাস না হলে নিজেই দেখে নিন।
https://epaper.anandabazar.com/imageview_54347_72139988_4_71_20-02-2021_4_i_1_sf.html
"বাংলায় ২০১২ সালে কন্যাশ্রী প্রকল্প চালু হয়"ঃ একটি বিকৃত সত্য। বামেদের ২০০৮ এ চালু হওয়া একটি প্রকল্পকে নতুন নামকরণ করা হয় ২০১২ সালে। সেই ফর্ম এখনো internet -এ পাওয়া যায়ঃ "http://www.wbsed.gov.in/readwrite/forms/form1.pdf"
বাঙালীরা মিথ্যাভাষণ ও গুজবে এতটাই অভ্যস্ত হয়ে গিয়েছে যে কোন বক্তব্যেরই সত্যতা খুঁজে বের করার চেষ্টাটুকুও করে না।
না গেলে দেখবে পিথিবির জন্য মন কেমন করবে, ফেরত আসতে ইচ্ছে করবে, পিছুটান।
চাঁদে আজ অবধি ১২ জন গেছে। ১৯৭২-এ শেষ যারা গেছিলেন তাদের মধ্যে ছিলেন হ্যারিসন স্মিট, এই ছবিতে দেখা যাচ্ছে চাঁদে ঐ পাথরটার কাছে কিছু একটা তুলছেন, বড্ডো ধূলো, পাথরের ওপর বসে যে একটু জিরিয়ে নেবেন তার উপায় নেই।
একবার যেতে পারলে আর ফেরত আসবো না।
এইভাবে ভাসতে ভাসতে আমি যাবো না, যদি হুশ করে গিয়ে ভুস করে ভেসেওঠা যায় কয়েক সেকেন্ডে, তবে যাবো। ভালো ভালো ক্যাভার্ন থাকলে একটু একটু খুঁড়ে খুঁড়ে চেনের মতন জুড়ে নিলেই মাটির নিচে ঘরবাড়ি বাগান হোটেল রেস্তরাঁ থিয়েটার হাসপাতাল স্কুল কলেজ জিম সব করা যাবে। তখন আর কোনো অসুবিধেই হবে না। হুশ করে যাওয়া, ঘুরেঘেরে দেখা খাওয়া নাচা গাওয়া , তারপরে হুশ করে ফেরৎ। বা মন চাইলে ওখানেই থেকে যাওয়া।
এবারে এই রোবটের মঙ্গল গ্রহে যেতে ২০৩ দিন লাগল, দূরত্ব ২৯.৩ কোটি মাইল।
সময় সুজো হলে একবার যাবো ভাবছিলাম, কিন্তু যাতায়াতেই তো সাত সাত ১৪ মাস, এত ছুটি কি পাবো, তারপরে গেলে তো একদুমাস থাকতে অন্তত হবে, ওখানে কি কি ভালো খাবার জায়গা আছে দেখতে হবে।
রাজনৈতিক কায়দাবাজি।
মইদুল বাম না ডান, রাজনীতিক কিনা, তিনি নেতা ছিলেন না কর্মী / সমর্থক - এসবে কি এসে যায়?
তাতে যে কেস পুলিশ এবং প্রশাসনের আরো বিপক্ষে গেল, সেটা এই নিউজ ক্রিয়েট করার সময় ভাবা হয়নি বোধয়।
জব্বর হয়েছে।
আপ্নেরা কি নতুন টুম্পা শুনলেন?
মোদি দিদি সব ভোগে যাক
টুম্পা
গানের নাম - টুম্পা ব্রিগেড চল
সুকুমারকে শ্রদ্ধা জানিয়ে-
"এ ফেবুপান্থবাসে এসে
কেঁদে কেঁদে হেসে হেসে
ভুগে ভুগে কেশে কেশে
কাছে এসে ঘেঁষে ঘেঁষে
এত ভালো বেসে বেসে
ট্রোল করে পালালি শেষে? "
ঃ-)
কেন, সেখানে কি চলছে? লিন্ক আছে?
তাই তো বলি, ভাট খালি পড়ে থাকেন কেন? সবাই ফেবুগ্রুপে, সেখানে অনন্ত সার্কাস দেখছে। ঃ-)
টইতে গিয়ে তাড়াতাড়ির চোটে পড়লাম "নো ভোট টু কারচুপি" ঃ-)
আমি অল্প খানিকক্ষন দেখেছি। যখন অ্যানাউন্স করলো যে সেফ ল্যান্ডিং হয়েছে তখন ঘুমোতে গেলাম।