ইন ফ্যাক্ট, বরেশ ১৮টা ৩৫, বাংলা যাঁরা জানেননা তাঁরাই বেশী ভালো বুঝবেন। :)
ছোটেস ১টা ৪৮-এর সোজা উত্তর। দিদির হিন্দি অন্নেক ভালো। উনি নিজের কথা পরের ভাষায় বলতে পারেন এবং সেটা বুঝে লোকে উত্তর দিলে তিনি এমং কি ঝগড়াও করতে পারেন। আর ইনি তো দেখি পরের লিখে দেওয়া কথাটাও উচ্চারণ করতে পারছেন না। তাইলে?
সেই যে বলেনা কপালে থাকলে কেও খন্ডাতে পারেনা।
দিল্লিতে যে শিখ ছেলেটা ট্র্যাক্টর উল্টে মারা গেলো কাল, সে অস্ট্রেলিয়ায় থাকতো। এই কমাস আগে বিয়ে হয়েছে। এখন ইন্টারন্যাশনাল ফ্লাইট প্রায় চলছেই না। তার মধ্যেই অল্প কিছু চার্টার্ড ফ্লাইট চালাচ্ছে দুয়েকটা অপারেটর, মেনলি যারা হয়তো ভিসা টিসার সমস্যায় আটকে গেছে এখানে , তাদেরকে ইন্ডিয়ায় ফেরত নিয়ে যাওয়ার জন্যে। তো সেরকম একটা ফ্লাইটে টিকেট কেটে সে ইন্ডিয়া গেছে জাস্ট কদিন আগে বাড়ির লোকের সঙ্গে দেখা করতে। বাড়ির লোকের সঙ্গে হাজির ও হয়েছে মিছিলে। এতো লাখ লাখ লোকের মধ্যে একটাই ট্র্যাক্টর ওল্টালো আর ঠিক তার নিচেই ছেলেটা চাপা পড়লো।
নিয়তি আর কাকে বলে। :(
মোদির বাংলা বনাম দিদির হিন্দি - কোনটা বেশি ভাল?
আজ সকালে রেডিট ইউজার বনাম ওয়াল স্ট্রিটের খবর পড়ে খুশি হয়ে গেলাম। বিলিওনেয়ার ইনভেস্টাররা এখন অরো রেগুলেশান চাই বলে কান্নাকাটি করছে। এমন দিনও দেখতে হল!
ফেকেন্দ্রনাথ ঠাকুর পাপ দিয়েছেন।
কাল সন্ধ্যে থেকে মুচকি, অট্ট, পেত্তুনী যাবতীয় হাসি হেসে আজ সকাল থেকে দাঁতে যন্তোন্না :-(
নাাাাাাা েেেেতাাাাাাা।
আমার এতদিন ডবল হ্রস্ব ই , দীর্ঘ ই, এ, আ এসব পড়ত আজকে সবার পড়ছে ?
আমার এক বন্ধুর কথা ধার করে বলিঃ এত ভালো বাংলা বলেছেন, যে বাংলা জানেনা সেও বুঝতে পারবে।
&\ এর জন্য এই খবরটা। মনে মনে ভাবুন, এই কনভার্সেশানটাই স্কুটারে বসে হয়েছিল :d :d
আমি তো গাঁ* শুনলাম, আর পোঁ* শুনলাম, আমার মনে হয় এটা মোক্ষা ছক। রোদ্দুর রায়কে গৃহ শিক্ষক রেখেছে, রোদ্দুর রায় এইসব শিখিয়েছে।
দেখলাম বিডেন নাকি পুতিনকে বকুনি দিয়েছে। জর্জ বুশ ওকে পুটি পু বলে ডাকত।
কি জানি কি শুনলাম, আমার আবার সকাল থেকে গা ম্যাজম্যাজ করছে, সব গুলিয়ে যাচ্ছে।
ডিসি কী 'দাঁড়' শুনলেন নাকি! ;)
একজন খুব আহত হয়ে জানালো চেষ্টা করছে বলে লোকটাকে সাধুবাদ জানানো উচিত! তারপর থেকে আমার দাঁতকপাটি সেরে গেছে:-(
উপকার কি হবে জানিনা, তবে উনি যে দাঁড় খুলিয়েই ছাড়বেন তাতে কোন সন্দেহ নেই।
দেখুন কথাঞ্জলিটা রোজ যদি জোরে জোরে পাঠ করেন (পাশে শিক্ষক কেউ থাকলে আরও ভালো), তাহলে উপকার হতে পারে?
কী ভয়ংকর ভাষা!!!! :-)
"খোল দাঁড় খোল, লাগলো যে জোল"
দাঁড় তো কবেই খুলে বসে আছি কবি, শুধু লাগানোর অপেক্ষা
ওঁরা শিবদুর্গা না হয়েই যান না। একটু মর্ত্যলীলার রসাস্বাদন করতে নেমেছিলেন।
&/ তা হতে পারে। ভদ্রমহিলা যেমন তেজের সাথে শাসন করছিলেন, ভদ্রলোক তেমনি ভিজে বেড়ালের মতো শুনে যাচ্ছিলেন :d
অরিন, অভ্যু, ব্রতীন, আকা, বড়েস, ডিসি ইত্যাদিরা গেলেন কই?
কীরকম হচ্ছে?
লিখতে গেলে এইরকম হচ্ছে কেন?
কৃষকদের এতদিন শীত বৃষ্টি মাথায় করে, মৃত্যুকে অগ্রাহ্য করে আন্দোোোোোলনলনলনন শএস
ওদিকে আবার এক ভোম্বল ভটচায কে পড়লাম অম্বল ভটচায। কী অবস্থা!!!! :-)
ভূতেপ্রেতেরাক্ষসেখোক্কসে ভরে গেল একেবারে।
আহা এমন কোনও সহিরিদয় কি নাই যিনি এই বইটির একটি গাছমছমে বাঙ্গলা অনুবাদ করে দেবেন। https://www.anandabazar.com/culture/book-reviews/the-supernatural-world-of-marathi-writer-ratnakar-matkari-dgtl/cid/1263303
ডিসি, আছেন? সেইদিন যে স্কুটারে এক ভদ্রলোক আর তাঁর তর্জনগর্জনরতা স্ত্রীকে দেখলেন--ওঁরা আসলে কারা জানেন? শিব আর দুর্গা। মনুষ্যরূপ ধারণ করে বাজার করতে এসেছিলেন। নন্দী স্কুটাররূপ ধারণ করেছিলেন। :-)
ঝর্ণার পাশে ব্রতীন উদাস হয়ে বসে আছেন, ছবিটা খুবই চমৎকার।