অভ্যু, দাঙ্গাবাজদের আজকাল আর সাপোর্ট করি না কিন্তু এককালে করতাম বামপন্থী দাঙ্গাবাজদের, মনে করতাম সেটাই ঠিক। মনে কোনে বোধহয় একটা সফট কর্ণার রয়ে গেছে :)
কি করবি বল?
প্রচন্ড জলতেষ্টার পর ঠান্ডা জল খেলে যেরকম আরাম লাগে, মেরিন ওয়ান হোয়াইট হাউস গ্রাউন্ড থেকে টেক অফ হতে দেখে সেই রকম ফিলিং হল।
তার আই টেক ব্যাক মাই ওয়ার্ডস অ্যাবউট দাঙ্গাবাজস টাও হলে ভালো হত।
বাইডেনকে আমার ভালো লাগছে, কমপ্যাশনেট লিডার, তারসাথে বোল্ড মুভ নেওয়ার ইচ্ছে আছে। আই টেক ব্যাক মাই কমেন্টস অ্যাবাউট বাইডেন। তবে মাগাদের ত্যাজ্য করলে মুশকিল আছে। কিউরিয়াস কি করে মাগা প্রবলেম সলভ করে হোয়াইল ডুয়িং আদার স্টাফস।
ওয়ান মর্ণিং যাস্ট লাইক e মিরাকল হি ইজ গন।
মেক্সিকোর পয়সায় দেওয়ালটার কি হল?
"Many, Many French Fries" !!!!
"'I know words. I have the best words"!!'
বিদেয় হয়েছে।
উফফ কি শান্তির সকাল।
কি আশ্চর্য্য সাটল।
কিন্তু লেনিনের অবস্তা ভাবুন। মূলোদের থেকে মালা নিতে হচ্চে।
মুলোদের অবস্থা সত্যিই খারাপ এবার,
বাংলাদেশ প্রথম ওয়ানডে খেলছে উইন্ডিজদের সঙ্গে।
দেশ বুঝি যায় বানের জলে ভেসে
হ্যা হ্যা। চৌত্রিশ বছর, সি পি এম ইত্যাদি।
কমেনি কিন্তু বাড়ন্ত -- এই রকম বিকট ভাষা আবাপ ছাড়া কেই বা লিখবে। বাক্যটি: "তাৎপর্য এক বিন্দুও কমেনি। উল্টে সেটা যে বাড়ন্ত,..."
লিং চাই? এই যে https://www.anandabazar.com/sports/india-vs-australia-rahul-dravid-provided-the-supply-line-for-team-india-as-the-coach-of-india-a-and-u19-team-dgtl/cid/1262173
শিএম স্বপন দাশগুপ্ত।
বিজেপি বোধ হয় সি এম হিশেবে তথাগতর কথা ভাবছে
হোয়াতে ঘুরে বেড়াচ্ছে:
বাংলা পক্ষ ইংরেজি অনার্সের প্রশ্ন বাংলায় করার দাবী তুলবে।
বলতে ভুলে গেছি, কয়েকদিন আগে kk র পোস্ট পড়ে খুব ভাল্লেগেছিল। নিজের জীবন নিজের মতো করে বাঁচুন, লিভ লাইফ টু দ্য ফুলেস্ট। স্যালুট!
ভালো ক্যাপ্টেনদের লিস্টিতে সবার আগে রাখব সম্বরণ ব্যানার্জিকে।
মাঠের মধ্যে গালাগালির প্রভাব বাইরে বিশেষ পড়ে বলে মনে হয়না। বাইরে সব দিব্যি একসাথে টিভি শোতে বা চ্যারিটি প্রোগ্রামে যায়। এবারে অবশ্য করোনার জন্যে কিছু হয়নি। একসাথে আইপিএল বা অন্যান্য টুর্নামেন্ট ও খেলে। নেহাত একেবারে খারাপ লেভেলে না গেলে এসব টুকটাক নরমাল।
কালকে নেথান লায়নকে ১০০ টেস্টের জন্য সাইনড ইন্ডিয়ান জাসি দিয়েছে টীম। গ্রেট জেসচার। গালাগালি দেওয়া ছাড়াও মাঠে এবং বাইরে কাপ্তানের কিছু কাজ থাকে।
১) শচিন আর দ্রাবিড় একদমই ভালো কাপ্তান ছিল না। কপিলের সময় থেকে এখনও অবধি এরা দুজনেই সবথেকে বাজে কাপ্তান।
২) দাদা ভালো কাপ্তান ছিল অবশ্যই। কিন্তু খেলার উপর প্রভাব পড়ত। তবে সেটার অন্য কারণও থাকতে পারে।
৩) টেস্টে কুম্বলের কাপ্তানি ভালো লেগেছিল। এখন রাহানেকে ভালো লাগছে। গপ্পে যেসব ওয়েল রেড, হেভি গ্র্যাভিটি, ম্যান অব ফিউ ওয়ার্ডস কাপ্তানদের কথা থাকে, এরা দুজনেই সেরকম।
৪) শর্ট ফরমাটে ধোনির থেকে বেটার ক্যাপ্টেইন বোধয় কেউ নেই। কিন্তু ম্যাচের দৈর্ঘ্য আর ধোনির কাপ্তানির মান ইনভার্সলি প্রোপোরশনাল।
৫) কোহলির খেলায় কাপ্তানির এখনও কোনও প্রভাব নেই। তবে কোহলি আসলে কাপ্তানিটা করেনা, কতগুলো বেসিক কাজ ছাড়া। আর তারপরেও প্রচুর ভুল করে।
৬) অনেক কাপ্তানকেই আগের কাপ্তান খুব ভালো টীম উপহার দিয়ে গেছে। পন্টিং তো বটেই, এমনকি ধোনির ২০১১র টীমটাও কিছুটা তাই।
৭) খান সাহাব ভালো কাপ্তান ছিল বলেই জানি।
বীরেন্দ্র সেওহাগ - মোট ৪টে টেস্টে কাপ্তানি করেছে (৪ ম্যাচ : ২ জয় - ১ পরাজয় - ১ ড্র ) --- ৫০% ম্যাচ জিতেছে ---
এক মাত্র বিরাটের এর থেকে ভালো রেকর্ড (৫৬ ম্যাচ : ৩৩ জয় - ১৩ পরাজয়) - ৫৮% জয়
অরিনবাবু পারশিয়ালি একমত। কেন উইলিয়ামসকে একা পুরো টিমকে টানতে হয়, আবার অন্যদিকে সব ফরম্যাটেই ডিফল্ট ক্যাপটেন হওয়ায় টিমের উপর প্রভাবও নিশ্চয় অনেক বেশি। সেক্ষেত্রে রাহানে দলেই নিয়মিত নয়।
মাঝে বিগ ফোর ব্যাটসম্যান তাদের রেস্পেক্টিভ দলের দায়িত্বে ছিল। জো রুট আর স্মিথ চাপ নিতে পারেনি কিন্তু বিরাট আর কেনের খেলা আরো ভালো হয়েছে। মানে বিরাটের ক্যাপ্টেন্সি ভাল নয় একেবারেই, কিন্তু তার চাপ ওর খেলায় প্রভাব ফেলেনি একদমই।
বিরাটের মেন সমস্যা প্রেডিকটেবিলিটি। গাটসি কিন্তু কানি'ন না।
সবচেয়ে খারাপ কে সেটাও জেনে নিন, কারণ সে নিয়ে কোন ডিসপিউট নেই। মহারাজা অফ ভিজিয়ানাগ্রাম ওরফে ভিজি।
ভারতের সর্বকালের সেরা ক্যাপ্টেন দাদা। রেজাল্টের দিক দিয়ে ধোনি। কোহলি হয়ত ধোনিকে মেরে বেরিয়ে যাবে। কিন্তু সে শুকনো স্ট্যাট। ট্যাক্টিকালি সেরা ক্যাপ্টেন গাভাসকার। ওয়াদেকার হতে পারত হয়। কিন্তু এরা সেকেন্ড আর থার্ড গ্রেড টিম পেয়েছে। আর সবচেয়ে হাইপড হল গিয়ে পাতৌদি (ছোট)।