অমিত যে কি বলেন! আসল ক্রেডিট হল সি কে নায়ুডুর।
একুশে রাহানে , ছাব্বিশে পন্থ
শাস্ত্রীকে হঠাতে হলে আগে কোহলিকে হঠাতে হবে। ;)
যাক আজ আমার কথাগুলো খেটে গিয়েছে। এবার লালমুখোগুলোকে ধরে কচুকাটা করতে হবে। জোফ্রা আর্চার, জো রুট আর বেন স্টোক ছাড়া ওদের আছেটা কি?
যাই বলেন আসল ক্রেডিট ললিত মোদির। . আগে ইন্ডিয়া টীম বাইরে ফাস্ট পিচে খেলতে এলে ভয়ে পুরো কুঁকড়ে থাকতো। আর এখন আইপিএল খেলে খেলে, সবদেশের সেরাদের সাথে সারাক্ষন ওঠাবসা করে করে এখনকার বাচ্চা ছেলেগুলোর বডি ল্যাংগুয়েজ ই আলাদা। হারার আগে হারেনা.
এডিলেড এ ৩৬ অল আউট র পর এরকম ভাবে ঘুরে দাঁড়িয়ে পাল্টা দাপটে সিরিজ জেতা জাস্ট রিমার্কেবল এচিভমেন্ট।
আজকেই নাকি ইংল্যন্ড সিরিজের টীম ডিক্লেয়ার করবে। হাতে বেশি সময় নেই।
আজকে পুজারাই হিরো। ব্যাট করে, টাইম কাটিয়ে, অজি পেসারদের ক্লান্ত করে, এমনকি ঠিক সময়ে আউট হয়ে। কোনোটাই না হলে ভারত জেতে না।
যাকগে . এসব কোহলি শাস্ত্রী নিয়ে পরে চিন্তা করবেন। এখন আনন্দ করুন আগে।
কোহলি র ক্যাপ্টেন্সি আর নয়। দিল্লির ষড়যন্ত্র ভাঙতে হবে।
কিন্তু আর কেউ করতে পারবেনা বলার কি প্রয়োজন ছিল। কোহলিকে কাপ্তানি থেকে হঠাও। প্রচুর ভুল করে।
স্টিভ, ওয়ার্নার একদম ধেরিয়েছে। লিয় র স্পিন কাজ করেনি। স্টার্ক নয় চোট তাও মানা গেল। হ্যাজেলউড কে ভীষন সাদামাটা লেগেছে। আসলে এই টিমে সত্যিকারের বিশ্বমানের প্লেয়ার মোটে তিন জন, স্টিভ, ডেভিড আর কামিন্স।
তবে লাবুশেন কে ভালো লেগেছে। গ্রিন ও ভালো খেলেছে। তবে গ্রীনের তো মতে 4 না 5 নম্বর টেস্ট এটা, লাবুশেন এর বোধয় 17।
আপনি রবি শাস্ত্রী হলে কি বলতেন যে টিমের ক্যাপ্টেনকে বাদ দিয়েই ভাল হয়েছে? ওরকম হয়না। এটা এখনো কোহলিরই টিম, ফর বেটার অর ফর ওয়ার্স। কোহলিকে এই বছর রানে ফিরতে হবে।
অস্ট্রেলিয়া টিমটায় কামিন্স বাদে বাকি কেউ যোগ্যতা অনুসারে খেলেনি। বা খেলার মত যোগ্যতা নেই। অস্ট্রেলিয়ায় সুযোগ সুবিধে অনেক নিচের লেভেলে কিন্তু কোথও যেন একটা সমস্যা রয়েই যাচ্চে।
অবশ্য পর্তুগিজ আর রাশিয়ানরা ক্রিকেট খেললে এরকমটাই হবার কথা। ডিঃ মজা
শাস্ত্রীকে কেন অপছন্দ করি তার কারণ আছে। ইন্ডিয়া টীমের কোচ হয়ে অনগোয়িং সিরিজের মাঝখানে এইসব বক্তব্য দেওয়ার কি প্রয়োজন ছিল যে ২০১৮-১৯এ কোহলি যা করেছে, কোনও কাপ্তান করতে পারবেনা। আজকে কি হল? আজকেও জেতার পর বললো যে আজকের এই টীম কোহলি বানিয়েছে ইত্যাদি। সিরিয়াসলি? আদ্ধেক প্লেয়ার ডেবিউ করেছে লাস্ট তিনটে টেস্টে। কোহলির ১১তে তো পন্থ, গিলেরও জায়্গা ছিলনা।
Can't see Virat Kohli's feat of winning vs Australia being emulated by another Indian captain: Ravi Shastri
রবি আজকেও প্রথম শ্রেয় দিল কোহলিকে। এক বছরের জন্য ওল্ড মন্কের সাপ্লাই ক্যানসেল।
এই নিয়ে তো স্থানীয় রা sbi এর ছবি দেওয়া প্ল্যাকার্ড ধরে প্রতিবাদ জানিয়েছিল। মাঠে ও ঢুকে পড়েছিল। যাতে sbi আদানি কে লোন না দেয়
যাক আদানি কে কয়লা না দিলে পরিবেশ টা অন্তত বাঁচবে।
টি ভাল বলেছেন।
তবে আপনার ব্ল্যাক ম্যাজিক কাজে এসেছে। ওই যে পন্থকে তুলে নাও ঠাকুর!
তাই আপনাকেও বিশেষ ধন্যবাদ।
শুভমন গিল বোধহয় 21 বছর। পন্থ, শার্দুল, সিরাজ, আরও কজন নতুন--- সবাই অল্প বয়েসি। ওয়েলকাম নিউ ইন্ডিয়া!!
এই জয়ের ফলে ভারতের অর্থনীতি ধাক্কা খাবে। আদানিকে আর কয়লা দেবে ভেবেচেন !
পীচে ক্র্যাক ছিল। আছে পন্থের মাথাতেও।
একমাত্র a বলছিলেন জেতার কথা।
দুর্ধর্ষ, অবিস্মরণীয়, মারাত্মক, অসাধারণ, তুলনাহীন।
এটাই বেস্ট টেস্ট টিম। পাসড দা টেস্ট উইথ ফ্লাইং কালার্স। কোহলিকে ছাড়া টিম টা অনেক বেশি চনমনে আর প্রাণোচ্ছল।
কালকের ক্র্যাক গুলো আজ বুজে গেছিল। :-)))
মনে রাখার মতন সিরিজ জয়!
ভোরবেলা থেকে টিভির সামনে বসে থাকা সার্থক। এ জিনিস কোনোদিন দেখি নি, আবার দেখব কিনা জানিনা।
এবারে অনেক প্রশ্ন উঠবে। উঠবেই।
আপনি তো বললেন ড্র হবে? :)
দারুন খেলা হল। ইন্ডিয়া পুরোপুরি ক্লিন খেলে জিতেছে।