কালকে ২ টো প্লেয়ার কে খেলতে হবে। রোহিত আর পুজারা । একজন মারবে আরেকজন ধরে থাকবে।
এলেবেলে বাবু,
আপনাকে একটা কথা জিজ্ঞেস করবো? আমি বহুদিন গুরুতে আসিনি, সব পোস্ট মন দিয়ে ফলো করি তাও বলতে পারিনা। তবে রিসেন্টলি ভাটের পাতায় আপনার অনেক পোস্ট পড়ে এটা আমার মনে হয়েছে যে গুরুর অনেক লোকের প্রতি আপনার প্রচুর খারাপ লাগা জমা হয়েছে। রাগ, বিরক্তি, বিদ্বেষ। এখানে মুর্খের চাষ হয়, এখানের লোকেরা আপনাকে খোঁচা দেয়, নীচু করে, আপনার সাফল্যে তাদের 'ফাটে', আপনাকেই টার্গেট করে দল বেঁধে সবাই খারাপ কথা বলে (ভার্বাটিম নয়, প্যারফ্রেজ করলাম) ইত্যাদি। তাহলে এখানে ভালো কিছু আপনি দেখতে পান না? অবশ্য লিখেছেন বোধিদা, রঞ্জনদা আর অরিনবাবুকে শ্রদ্ধা জানানোর জন্য বই পাঠাতে চান। তাহলে নিশ্চয়ই কিছু ভালোলাগা আছে। কিন্তু তার পাল্লাটা অনেক হাল্কা, তাই নয়? অন্তত আপনার পোস্ট থেকে তাই মনে হয়েছে। তো, দিনের পর দিন যে জায়গা আপনাকে এত খারাপ লাগা দেয় সেখানে ফিরে ফিরে এসে লেখার ইন্সেন্টিভটা আপনার কাছে ঠিক কী? আসলে আমি নিজে সাধারণত খারাপ লাগার ট্রিগার অ্যাভয়েড করার চেষ্টা করি। কিন্তু আপানার ক্ষেত্রে উল্টো জিনিষটাই দেখছি। তাই আপনার পার্সপেক্টিভটা জানতে ইচ্ছে হচ্ছে।
আমি এখানে এখন যাঁরা লেখেন, হাতে গোনা কয়েকজনকে বাদ দিয়ে সেরকম ভাবে কাউকেই চিনিনা। কারুর প্রতি ব্যক্তিগত পক্ষপাত বা বিদ্বেষও নেই। নিতান্ত অ্যাকাডেমিকালি জানতে চাইলাম। আপনার ইচ্ছে না হলে উত্তর না দিতেও পারেন।
যা ক্কলা!! পুরো চাপ তো!!
সন্দেহ করছি গিলকে সম্বিৎবাবু একটু নজর দিয়েছেন।
অনেকদিন ধরে চলা ক্রিকেট খেলা আমার ধারনা ছিল উঠে গেছে, এখন সবই একআধদিনের খেলা হয়। ক'দিন ধরে ভাট পড়ে মনে হচ্ছে ওটা এখনো চলে।
না, চেরিপিকিং আর কী। গুরুতে মূর্খের চাষ হয় পড়ে বললাম। ওদিকে অর্জুনদেবের ব্যাপারটা তো একজনই বলেছেন বলে দেখলাম, তিনি বহুবচন কী করে হলেন তাও জানি না।
অবশ্য আরো কেউ বলেছেন কিনা জানি না, এত মেঘের আড়াল থেকে কুচ্ছো, আর থৈ থাকে না।
তবে যাই হোক, চারদিকে খুবি খারাপ লোকেরা ঘোরাঘুরি করছে এতে কোন সন্দেহ নেই।
গুরু খুব খারাপ জায়গা। যত সব মূর্খ কুচুটে পেপারব্যাক ও চটিপন্থী হিংসুটে মূর্তিপূজকে ভর্তি। খুবি খ্রারাপ।
হুতো, চেরিপিকিং কেন? গুরু তো ব্যক্তিবাচক নয় বলেই জানি। আমি তো বাক্যটা লিখেছিলাম "যাঁরা অর্জুনদেববাবুর আনন্দবাজারে প্রকাশিত একটি প্রবন্ধ পড়ে তাঁকে চাড্ডি আখ্যা দেন, তাঁদের চেয়ে বড় চাড্ডি..." ইত্যাদি। তো এখানে যাঁরা = গুরু কীভাবে হচ্ছে যদি ব্যাখ্যা করে বলেন আর কি। বাকিদের উত্তর দোবো না। কিন্তু আমনি তো তেমন গৌরী নন।
এইত্তো এবিপি জানিয়েছে যে রাণীমাই ক্ষমতায় থাকছেন। লেফটের ভোট কিছুটা রিকভার হচ্ছে। এখন মিত্তির বাবু কী বলেন? :)
খুব বৃষ্টি হচ্ছে। কিন্তু কালকে কতটা বৃষ্টি হবে সেটাই চিন্তার।
বাবু ও বিপ্লবী থেকে এখন বাবু ও ছোটলোক (সাজা)। সেটাও অবশ্য বাল-্ভাষিতম। তার জন্য তত্ত্বকথার বদহজমি।
কেন্নো প্রজাতির কুয়োর ব্যাঙটা কি প্রাণি? কেন্নো জানি, কুয়োর ব্যাঙ জানি, কিন্তু এটা নতুন জিনিস মনে হচ্ছে। এ নিয়ে ঐ মুদ্রা পাবলিশারের কোন বই আছে?
ভারতকে আরেকটা ১ দেবেন না? ওয়ান মোর ফর ইন্ডিয়া
বৃষ্টি না হলে প্রচুর চাপ আছে কালকে।
দেখুন নেথন লিওন ইজ নো ওয়ার্নি আর হেজেলউড ইজ নো ম্যাকগ্রা। মার খেলে হেজেলউডের কি রকম হাল হয় দেখেছেন? একা রিষভ পন্থ লেজে গোবরে করে দিয়েছিল।
রোহিত শর্মা যদি একটু দায়িত্ব নিয়ে আলবাল শট না নেয় তাহলেই হবে। রোহিতের তো অনাবশ্যক রিস্ক নেবার দরকার নেই ওর যা ক্যালিবার তাতে ক্রিজে থাকলেই রান আসবে। এইটা ওর মাথায় গজাল দিয়ে ঢোকানো শাস্ত্রীর একমাত্র কাজ।
এই রকম একটা সিরিজের পর ১-১ টাই মানানসই স্কোর এটা তো maanaben?
পিচে একটু পাইপ দিয়ে জল ঢোকানো যায় না? শুনেছি ১৯৮৯-এ বাংলা এইভাবে রঞ্জি জিতেছিলো দিল্লির এগেন্সটে।
পুজারা রাহানে দুজনেই চাপ বাড়িয়ে ফেলছে। কাল চাপ ভালোই। ক্র্যাক স্পেসিফিক বল সিরাজ আজ ফেলেছে, প্যাট কামিন্স আরো বেশি নিখুঁতভাবে ফেলবে। আর এই হ্যাজেলউড পুরো ম্যাকগ্রা ঘরানা, অনর্গল এক বল করে যায়। এই দুজনকেই ভয়।
গুরু খুব খারাপ জায়গা। যত সব মূর্খ কুচুটে পেপারব্যাক ও চটিপন্থী হিংসুটে মূর্তিপূজকে ভর্তি। খুবি খ্রারাপ।
যাঁরা অর্জুনদেববাবুর আনন্দবাজারে প্রকাশিত একটি প্রবন্ধ পড়ে তাঁকে চাড্ডি আখ্যা দেন, তাঁদের চেয়ে বড় চাড্ডি আর কেউ আছে? মূর্খ কি গাছে ফলে? গুরুতে মূর্খের চাষ হয়। পণ্ডিতমূর্খ, কেন্নো প্রজাতির কুয়োর ব্যাঙরা এখানে বিজ্ঞের বি* সেজে বসে থাকেন আর দিন রাত রাজা মারেন উজির ধরেন! করুণা হয় মাইরি।
অন্য কেউ পাজামা মানে আবার বাম ভাববেন না যেন।
অর্জুন বাবুর লেখাটা আমি আগেই রবি বাসরীয় তে পড়ে ছিলাম । আমি আগেও বলেছি এখনো বলছি ওটায় চাড্ডি কেন পাজামা অব্দি খুঁজে পাই নি। খুব বোকা বোকা লেেগেছে ওই ব্যাপার টা। অরিন ও এ বিিিষয়ে একমত আমার ধারণা।
রমিত, আপনার খারাপ লাগার কিছু নেই। অর্জুনদেব সেনশর্মাকে অকারণে অপমান না করা হলে আমি এখানে ইন্টারভেনই করতাম না। চোদ্দ গণ্ডা ব্যাখ্যাও হাজির করতাম না। আমি এসবে অভ্যস্ত হয়ে গেছি। কারা কেন এসব বালস্য বাল আলোচনা করেন সেটাও জানি অনেক দিন আগে থেকেই। কিন্তু আমার বন্ধু সম্পর্কে কেউ খারাপ কথা বললে আমি ছেড়ে দেওয়ার বান্দা নই। এদের আরও ফাটবে, সশব্দে ফাটবে। এখানেই ফাটবে বলে আমার কাছে খবর আছে। তখন খেল জমে ক্ষীর হবে! দেখতে থাকুন, সঙ্গে থাকুন।
দুটো বড় স্কোর দরকার। কিংবা একটা বড়, দুটো মেজ। বা ইকুইভ্যালেন্ট। রোহিত আর পুজারার বড় স্কোর ডিউ। রোহিত ফর্মে কিন্তু উইকেট ছুঁড়ে আসছে। বাকি রইল গিল আর রাহানে। ময়াঙ্কের জায়গায় টলোমলো। তাকেও কিছু করে দেখাতে হবে।
কিন্তু আসল ভয় ফিফথ ডে-র উইকেট।
নাঃ। শেষদিনের উইকেট , তিনটে সেশন টেঁকা। তদা নাসংশে বিজয়ায় সঞ্জয়।
দেখুন হয় ৩৬ করবে নয় ৩৩৬ করবে। মঝঝিম পন্থা নেই।
কাল রোহিট হিট করে গেলে সব কিছুই সম্ভব। নইলে পুজারা খাট বিছনা নিয়ে মাঠে নেমে পড়বে। আমি অজিদের জেতার কোন সম্ভাবনা দেখছি না। এরা সিডনিতে 5 উইকেটের বেশি নিতে পারেনি। হেলে ধরতে পারেনা ইত্যাদি
এলেবেলে আমার খুব খারাপ লাগছে, কাল আমি ঐ দামের কথা টা বলার পর ওটা নিয়ে এত বিতর্ক শুরু হল। আমি আপনার সমালোচনা করে ওটা বলতে চাই নি। আমি আমার দিক থেকে বলছিলাম। আজ ভাট খুলে দেখলাম এত জলঘোলা হয়েছে।
কিন্তু হানুদা এরকম হতাশ হয়ে গেলো কেন?
জোয়ান বায়েজের মেমোয়ার পড়ছি, কি সুন্দর!
নিট বা জল মেশানো সে যাই হোক না কেনো - এই বেসিক প্রশ্নগুলো করার সময় এসেছে। এতো কুনো পার্টি পলিটিক্স নাই - ডিসক্লেইমার।
তবে হুস্কি নিট না খেয়ে কয়েক ফোঁটা জল দিলে ভালো হয় (আমার মতে)।
একদম। শুধু হুইস্কিই নয়, ভাল (XO) কনিয়্যাকও। তবে মাঝারি মানের ব্লেন্ডেড স্কচ (e.g. শিভাস 12) অন দা রকস ভাল লাগে, রকের সংখ্যা যদি বেশি না হয়।
তবে হুস্কি নিট না খেয়ে কয়েক ফোঁটা জল দিলে ভালো হয় (আমার মতে)।
আশা হারাবেন না কমরেড. হারার আগে কেন হারার কথা ভাববো ?