দ্বাদশ শ্রেণী (বড় প্রশ্ন - মান ৫)
প্র: কলকাতায় বাঙালির প্রচেষ্টায় গড়ে ওঠা প্রথম সার্কাসের নাম লেখো ৷ সার্কাসে বাঙালির অবদানের সংক্ষিপ্ত পরিচয় দাও। (১ + ৪)
উঃ কলকাতা শহরে বাঙালির প্রচেষ্টায় গড়ে ওঠা প্রথম সার্কাসের নাম হল ন্যাশনাল সার্কাস (১৮৮৩)।
নবগোপাল মিত্র ছিলেন ন্যাশনাল সার্কাসের (১৮৮৩) প্রতিষ্ঠাতা। কিন্তু তার এই প্রচেষ্টা সাফল্য পায় নি। এর কিছুদিন পরেই গঠিত হয় গ্রেট ইন্ডিয়ান সার্কাস। এই সার্কাসটি খুব অল্প সময়ের মধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছিল কিন্তু এটিও বেশিদিন চলে নি। এরপরই আসে ইতিহাস সৃষ্টিকারী গ্রেট বেঙ্গল সার্কাস।
বন্ধ হয়ে যাওয়া ন্যাশনাল সার্কাস এবং গ্রেট ইন্ডিয়ান সার্কাস এর জন্তু-জানোয়ার, সাজ-সরঞ্জাম কিনে 'গ্রেট বেঙ্গল সার্কাস' প্রতিষ্ঠা করেন নাট্যকার মনোমোহন বসুর ছেলে প্রিয়নাথ বসু। তখনকার দিনে সার্কাস বা শরীরচর্চার কোচদের প্রফেসর নামে ডাকা হত এবং প্রিয়নাথ বসু প্রফেসর বোস নামে খ্যাত ছিলেন। এই সার্কাসের প্রদর্শন শুরু হয়েছিল প্রথমে বাংলার বাইরে এবং তারপরে কলকাতায়। সমগ্র ভারতেই গ্রেট বেঙ্গল সার্কাসের খ্যাতি ছিল।
গ্রেট বেঙ্গল সার্কাসেই সর্বপ্রথম বাঘের খেলা দেখানো শুরু হয়েছিল, সে সময় বাঘের খেলা দেখিয়ে জনপ্রিয়তা অর্জন করেছিলেন বাদলচাঁদ এবং সুশীলাসুন্দরী। উল্লেখ্য যে, সুশীলাসুন্দরীই প্রথম বাঙালি নারী যিনি সার্কাসে বাঘের খেলা দেখাতেন।
প্রফেসর বোসের সার্কাসের খ্যাতি শুধুমাত্র ভারতের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, ভারতের বাইরেও বিভিন্ন দেশে গ্রেট বেঙ্গল সার্কাস খেলা দেখিয়েছিল। প্রিয়নাথ বসুর লেখা 'প্রফেসর বোসের ভ্রমণ-বৃত্তান্ত' গ্রন্থে সেইসব বিচিত্র ভ্রমণ-অভিজ্ঞতা লিপিবদ্ধ রয়েছে। তাঁর পুত্র অবনীন্দ্রকৃষ্ণ বসুর লেখা 'বাঙালির সার্কাস' বইটি থেকেও প্রিয়নাথ বসুর সার্কাসের নানা কথা জানা যায়।
হানুবাবু অবশেষে স্বীকার করে নিলেন, আবাপই বাংলার এন ওয়াই আর বি, এল আর বি। হ্যাহ্যা।
ওরে বাবা !!!!! একটা টইতে সুনীতিকুমারকে ব্রিটিশের দালাল বলছেন দেখি এক কমেন্ট-দেওয়া ব্যক্তি!!!!
ব্রতীন, হাওড়া বইমেলা ঠিক কোনখানে হত?
সুভাষ মেলা বলে একটা মেলা হয় রিষড়ায়, সেখানেও কিছু কিছু বইয়ের স্টল থাকে।
ব্রতীন, উত্তরবঙ্গেও মনে হয় কিছু বইমেলা হয় এইসময়।
বইমেলা দেখানো কে কি বই দেখানোর মত ভয়ানক অপরাধ বলা যেতে পারে?
উত্তরপাড়া বইমেলায় বহু বার গেছি। সব থেকে বড় করে হত হাওড়া বইমেলা
গুরুর ইউজার কমিউনিটিইই কে একটা বিরাট খবর দেবার ছিল। আনন্দবাজার পত্রিকা অবশেষে স্বীকার করে নিলেন, গোটা তাঁদের পুস্তক পরিচয় অংশটি ই , আলোচক দের পেট পরিষ্কার করার পদ্ধতি। কোথায় কি ভাবে স্বীকার করলেন, জানতে চেয়ে লজ্জা দেবেন না। নিননিছা দের জিজ্ঞাসা করেন, অবয়বহীন সর্বভূতেষু গোছের সম্বোধন দিয়ে শুরু করতে পারেন। :-))))
https://www.anandabazar.com/supplementary/pustokporichoi?ref=home-navbar
একই পথের পথিক, এন ওয়াই আর বি, এল আর বি, এবং তাদের প্রবন্ধ ও চিঠি পত্র, কত্ত জানি , (এবং ই) দেখানোর জন্য এইসব ব্যবসায় চলছে মহায় রা ----
https://www.thebookreviewindia.org/
ফাঁদে পা দেবেন না, লাজুক বিনয়ের সংগে সোশাল নেটওয়ার্কিং করুন বা নিজেকে নিয়ে ছাড়া আর কোন বিষয়ে আগ্রহ না রেখে আত্মজীবনী লিখুন।
বোধিসত্ত্ব দাশগুপ্ত
একবার ঝড়ের পরে এরকম এত পাখি পড়ে থাকার ছবি দেখেছিলাম, সেগুলো অবশ্য শিশুপক্ষী ছিল।
কি মর্মান্তিক!
ওদিকে আরও অনেক আঞ্চলিক বইমেলা হয়। চন্দননগর, শ্রীরামপুর, রিষড়া, কোন্নগর, উত্তরপাড়া
রোমের রাস্তায় টার্মিনি স্টেশন এলাকায় পয়্লা জানুয়ারির সকালে অনেক স্টার্লিং পাখি মরে পরে আছে দেখা যায়। বলছে, আগের রাতের বাজির শব্দে ভয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে পাখিগুলো মারা গেছে
কেন উইলিয়ামসন যে ডবল সেঞ্চুরি করল মশাই।
নাহ আমি স্মিথকে সমান দোষী মনে করি
ওকে পাপ কি আর সাধে বলে হে?
গুরুপাপ যাকে বলে!
তা দ্যাখেন এবার চুঁজড়ো বইম্যালাও ছিলো ১২-২২। কিন্তু গুরুর স্টল পড়ে নাই।
নাহ আমি স্মিথকে সমান দোষী মনে করি। প্রথমত o তখন ক্যাপ্টেন ছিল, দ্বিতীয়ত ভালমত জানত যে হচ্ছে বা হতে চলেছে। সব থেকে বড় কথা টিমের এই মানসিকতার জন্যে যে কোন মূল্যে জিততে হবে এটা প্রোমোট করেছে। এটা পাকিস্তান বা ইন্ডিয়া করলে তার লাইফ খতম হয়ে যেত
তবে এবারে মেলার ব্যবস্থা বেশ ভালো। সাইজে অনেক বড় হচ্ছিল। আর ২/৩ ঘন্টা অন্তর অন্তর সানিটাইজ করছে।
আর তো কেস কমে এসেছে, ভ্যাকসিন চালু হয়ে যাচ্ছে, বইমেলা না করার কি আছে?
ব্রতীন,
এবারে বড়দা-বইমেলা মনে হয় হবে না। তাই এই আঞ্চলিক বইমেলাগুলো এবারে গুরুত্বপূর্ণ।
তবে এবারে মেলার ব্যবস্থা বেশ ভালো। সাইজে অনেক বড় হচ্ছিল। আর ২/৩ ঘন্টা অন্তর অন্তর সানিটাইজ করছে।
না না। ১৮ - ২০ ডিসেম্বর অবধি ছিল লিলুয়া বইমেলা ছিল ।
একটা কথা বলবো, স্টিভ স্মিথ কিন্তু বল বিকৃতির সাথে ডিরেক্টলি যুক্ত ছিল না। বরং ওয়ার্নার প্রশ্রয় দিয়েছিল। আর স্টিভের মত ক্রিকেট এনথুসিয়াসট আমি আর কাউকে দেখি নি।। চুপচাপ বসে থাকতে পারে না, সবসময় মাাথায় ক্রিকেট ঘুরছে।
ব্রতীন, সুপ্রভাত। লিলুয়া বইমেলা কেমন হল? এখনও চলছে কি?
সুপ্রভাত
আজকে ক্রিকেটে যে চারজন ব্যাট্সম্যানকে নিয়ে সবাই আলোচনা করে তাদের টেস্ট ক্রিকেটে বোধয় রেকর্ড তেমন আলাদা কিছু নয়। কিন্তু ওডিআইতে কোহলি অনেক এগিয়ে আছে।
কেন উইলিয়ামসনের শর্ট ভার্শান ক্রিকেটে রেকর্ড একটু কম ইম্প্রেসিভ।
ওদিকে ইন্ডিয়া টীম তো ফোর্থ টেস্ট খেলতে চাইছেনা।
@cb, কেন উইলিয়ামসনের এই রানের স্ট্যাটস কিসের কনটেকসটে? টেস্ট ম্যাচে কিন্তু ইনি বহুদিন ধরে অ্যাওয়ে ম্যাচ গুলোতে বড় দলের বিরুদ্ধে সেনচুরি করেছেন, দেখুন,
হুঁ, সেয়ানা পাগল ।