S | 2405:8100:8000:5ca1::e5a:***:*** | ১৯ ডিসেম্বর ২০২০ ১৩:৪০468256আমি অন্তত এই টেস্ট সিরিজটার জন্য অপেক্ষা করে ছিলাম।
নাম নেই | 2601:205:c200:6cd0:9831:f109:bb7d:***:*** | ১৯ ডিসেম্বর ২০২০ ১৩:৪০468255এক্সপেক্ট করেন।
নাম নেই | 2601:205:c200:6cd0:9831:f109:bb7d:***:*** | ১৯ ডিসেম্বর ২০২০ ১৩:৩৯468254ভারতের লোকেরাও কি পাঁচ দিনের টেস্টের খবর রাখে? আমার খুব সন্দেহ আছে তাতে। ভুলও হতে পারে। কিন্তু ২০-২০ র একটা বিশাল সম্ভাবনা বলে আছে বলে মনে হয়। যে খেলা ওয়ার্ল্ড কাপ পর্যায়ে সেই ১৯৯২ এ দশটা দেশে খেলছে আবার ২০১৯ ও দশটা দেশে খেলছে - তার থেকে আর কি একস্পেট করেন?
S | 2405:8100:8000:5ca1::358:***:*** | ১৯ ডিসেম্বর ২০২০ ১৩:৩৩468253হ্যাঁ যত কম ক্রিকেট আর বেশি বলিউড হবে, তত বেশি মুনাফা। ঐসব পাঁচদিন ধরে ক্রিকেটিং শট আর লাইন লেঙ্গথ মেইনটেইন করে বোলিং আজকাল চলে নাকি।
নাম নেই | 2601:205:c200:6cd0:9831:f109:bb7d:***:*** | ১৯ ডিসেম্বর ২০২০ ১৩:২২468252ঠিকই আছে। ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে ঠিক করতে হবে টেস্ট খেলবে না শুধু আইপিএল খেলবে? দরাকার হলে এই টেস্ট ফরম্যাট থেকে বেরিয়ে এসো। ভারতের লোকেরা কিছু মনে করবে বলে মনে হয় না। কিছু পিউরিটানরা হেঁচকি তুলবে। ২০ ওভার আর ৫০ ওভারের প্রচুর সম্ভাবনা আছে।প্রচুর এন্টারটেইমেন্ট আছে - বেসবলকে বলে বলে গোল দিতে পারবে। শাহরুখ খান একটা আমেরিকান টিম কিনে নিয়েছে। ঠিকই করেছে।
S | 2a0b:f4c2:1::***:*** | ১৯ ডিসেম্বর ২০২০ ১১:৪২468251আপিএল এলেই সব ভুলে যাবে।
আজ অব্দি কখনো টেস্ট ক্রিকেটে সব ব্যাটসম্যান সিঙ্গল ডিজিট স্কোর করেছে এমনটা হয়নি। ইতিহাসে প্রথম।
আবার শ্রীলঙ্কা আর জিম্বাবুয়ে কে হারিয়ে এই সব ভুলে যাবে।

S | 2405:8100:8000:5ca1::fa:***:*** | ১৯ ডিসেম্বর ২০২০ ১১:২৪468248আইপিএল আর বলিউড খেলে খেলে এই অবস্থা হয়েছে।
lcm | ১৯ ডিসেম্বর ২০২০ ১১:২২468247আজ টেস্ট ক্রিকেটে এক ইনিংসে ইন্ডিয়ার নিম্নতম স্কোরের রেকর্ড হল - ৩৬ - অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।
এর আগে ১৯৭৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে এক ইনিংসে ৪২ ছিল সবথেকে কম রান ভারতের - তাতে একনাথ সোলকার সর্বোচ্চ স্কোর করেছিল ১৮।
S | 185.***.*** | ১৯ ডিসেম্বর ২০২০ ১১:০২468246যাক অলাউট হলনা।
a | 59.102.***.*** | ১৯ ডিসেম্বর ২০২০ ১০:৪৭468245৮ ফর ২৬। আজ রেকর্ড করেই ছাড়বে
S | 2405:8100:8000:5ca1::991:***:*** | ১৯ ডিসেম্বর ২০২০ ১০:১৫468244ইন্ডিয়া ৬ উইকেটে ১৯ রান।
অরিন | 118.149.***.*** | ১৯ ডিসেম্বর ২০২০ ০৯:১১468243বিগ অ্যাপল তো জানেন, পৃথিবীর কোথায় স্প্লিট অ্যাপল জানেন তো?
কাইটেরিটেরি বিচ, নিউজিল্যান্ড।
বোধিসত্ত্ব দাশগুপ্ত | 2402:3a80:a81:e8ff:224a:4aa3:1e3e:***:*** | ১৯ ডিসেম্বর ২০২০ ০৮:৩৭468242
বোধিসত্ত্ব দাশগুপ্ত | 2402:3a80:a81:e8ff:224a:4aa3:1e3e:***:*** | ১৯ ডিসেম্বর ২০২০ ০৮:৩৪468241
lcm | ১৯ ডিসেম্বর ২০২০ ০০:৩১468240Jupiter and Saturn will come within 0.1 degrees of each other, forming the first visible "double planet" in 800 years
Jupiter and Saturn will be so close that they will appear to form a "double planet." Such a spectacular great conjunction, as the planetary alignment has come to be known, hasn't occurred in nearly 800 years.
When their orbits align every 20 years, Jupiter and Saturn get extremely close to one another. This occurs because Jupiter orbits the sun every 12 years, while Saturn's orbit takes 30 years — every few decades, Jupiter laps Saturn, according to NASA.
https://www.cbsnews.com/news/jupiter-saturn-christmas-star-great-conjunction/
পলিটিশিয়ান | 2603:8001:b143:3000:3072:5079:6d68:***:*** | ১৯ ডিসেম্বর ২০২০ ০০:১০468239https://thedispatch.com/p/self-delusion-on-the-russia-hack
লেখক হুভার ইনস্টিটিউটের লোক! কিন্তু ভাল লেখা।
lcm | ১৮ ডিসেম্বর ২০২০ ২৩:৩৭468238For many Sikh Americans, India's new farm laws hit close to home
Sikhs in the U.S. often come from farming families who will be hurt by the policies that can lead to loss of land and income — so activists are protesting.
সিএস | 49.37.***.*** | ১৮ ডিসেম্বর ২০২০ ২২:২৪468237এই এক epub আর পিডিএফ হয়েছে, এতদিন কাগজের বই কিনে জমাতাম, এখ্ন জায়গা কম লাগবে বলে ফাইল জমাচ্ছি। কেন, না, জায়গা তো লাগছে না, চোখের সামনে থেকে মাথায় চাপ সৃষ্টি করছে না, একদিন আসবে যেদিন সবগুলো পড়ে ফেলব। ঃ-)
সম্বিৎ | ১৮ ডিসেম্বর ২০২০ ২২:১৯468236ভাল কাজ করেছে আকা। কিন্তু মদ্যপান ছাড়ার পাপ কি ধম্মোকম্মে মন দিয়ে স্খালন হবে? এক যদি না আমার কাছে মন্ত্র নেন।
kc | 37.39.***.*** | ১৮ ডিসেম্বর ২০২০ ২২:০৯468235শরীর ভালো রাখার জন্য কিছু ভালো রান্না আর অ্যানেকডোটের সমাহার এই বইতে, পড়তে পারেন, মজা পাইবেন। কিনে পড়বেন না। epub জিন্দাবাদ।
https://www.amazon.com/How-Feed-Dictator-Hussein-Through/dp/0143129759
বোধিসত্ত্ব দাশগুপ্ত | 2405:201:8008:c01e:313f:6f09:e0f6:***:*** | ১৮ ডিসেম্বর ২০২০ ২১:১৪468234শরীর সবার আগে। আমিও এটা মানি, আমার শরীর পুরো টা না হলে, অংশ বিশেষ বাকি অংশের থেকে অনেকেটাই এগিয়ে। বাকিটা আনন্দবাজার পড়ে যাচ্ছে।
Pinaki | 136.228.***.*** | ১৮ ডিসেম্বর ২০২০ ২১:১০468233আমি এককালে সাইকেল করে যেতাম, এখন এট্টু দূরে থাকি তাই গাড়িতেই। সপ্তাহে একদিন বাজার করতে গেলে তো অনেকটা হাঁটা হয়ে যায়, তাই অন্য দিনগুলো রেস্ট নিই। ;-)
বোধিসত্ত্ব দাশগুপ্ত | 2405:201:8008:c01e:313f:6f09:e0f6:***:*** | ১৮ ডিসেম্বর ২০২০ ২১:০৪468232নানা ভালো করেছিশ, আমিও প্রায় ছেড়েই দিয়েছি।
বোধিসত্ত্ব দাশগুপ্ত | 2405:201:8008:c01e:313f:6f09:e0f6:***:*** | ১৮ ডিসেম্বর ২০২০ ২১:০৩468231এই যে আকার নতুন নতুন ব্যায়াম , দৌড় , ম্যারাথন, এগুলি প্রতি টি ই দক্ষিনপন্থী ঝোঁক। ;-) এক ডিডি দা ছাড়া এর প্রতি কারো কোন তাত্বিক সমর্থন নেই:-)
তুমি তো আবার সুইডেনের লোক, তুমি আপিসে যেতে কি করে, সাইকেলে না দৌড়ে? মানে ভাবা যায় না, লোকে মাংস ভাত খেয়ে গায়ে শক্তি করে কি ভাবে পুঁজিবাদ কে হারানো যায় চিন্তা করবে তা না, ভুল ভাল কাজে সময় নষ্ট। মনের উপরে খারাপ প্প্রভাব ফ্যালে, আমার এক পুরোনো বন্ধু আছে, বাড়ির বারান্দা থেকে একবার ঘর অব্দি , ২০০৮ e হেঁটেছিল, সেই থেকে কেমন ঝগড়ুটে হয়ে গেছে, যত ঝগড়া প্রকৃত প্রতিষ্ঠান বিরোধী বামপন্থী দের বিরুদ্ধে, আমাদের গভমেন্ট পড়ে গেল। আজকাল যত খালি আজে বাজে কজ কে সমর্থন।
ইন্দো প্রকৃতিকে ভালো বেসে বিকল্প লেখালিখি ছেড়ে দিয়ে প্রেসক্রিপশন লেখে পাখির ছবি এঁকে। মানে চুড়ান্ত প্রাতিষ্ঠানিকতা যেখানেই দেখবে, তার মূলে আছে ব্যায়াম ও স্বাস্থ্য এবং একটা রোগা ভাব বা বাসনা।
aka | 2600:1005:b110:5799:7055:f92:252d:***:*** | ১৮ ডিসেম্বর ২০২০ ২০:৫৬468230মদ্যপান করি না, ধম্মে কম্মে মন দিসি। একবছরের ওপর হয়ে গেল।
Pinaki | 136.228.***.*** | ১৮ ডিসেম্বর ২০২০ ২০:৫০468229অ্যাঁ, কও কী! আকাস্যার স্বাস্থ্যসচেতন হয়েছে! আমাদের নাকি শুক্কুরবার ভর সন্ধ্যেয় রামনাম জপার কথা ছিল মন দিয়ে!
বোধিসত্ত্ব দাশগুপ্ত | 49.37.***.*** | ১৮ ডিসেম্বর ২০২০ ২০:২২468228আকা, নানা খুব ই ভালো প্রবন্ধ হয়েছে, মানে খুব ভালো হুইস্কি আর ঝগড়ার জন্য উপযুক্ত, তা তোমার তো আবার স্বাস্থে মন হয়েছে, কি ভাবে বয়ে গেলে চোখের সামনে দিয়ে ভাবা যায় না। :-))))))
বোধিসত্ত্ব দাশগুপ্ত
aka | 2600:1005:b110:5799:7055:f92:252d:***:*** | ১৮ ডিসেম্বর ২০২০ ১৯:৪৩468227সবাইকে ধন্যযোগ, কিন্তু ঐ আর কি বিভিন্ন পত্র পত্রিকায় এখানের প্রায় সবাইকারই লেখা টেখা বেরিয়েছে। তবে হানু আর বড়েসের সাথে এই নিয়ে প্রায়সই কথা হয়েছে। তাই ওদের দুটো করে নকুলদানা। :)