না থাকলে তুলে দেন না। হতেই পারে ফেবুতে কারো শেয়ার দেখেছিলাম।
:|: কি আগে অন্য নামে লিখতেন? কি এবং কী :)
দার্জিলিং কি এখানে? দেখি খুঁজে।
এই যে আপনেরা কত কত জায়গা নিয়ে শত শত অভিমান করলেন - এমং কি সেপটোপাসও দুফোঁটা গুরুত্ত্ব পেলো কিন্তু সিউড়ি? হননেন্দ্রবাবু নেই বলে কি আর .... ফ্যাঁচ ফ্যাঁচ।
তবে হ্যাঁ গ্রামের গপ্পো লিখিতেন আরেকজনা -- সোনামুখীর পারো বামনী। সিকি থাকলে পুজোর সময় সেট টই ঠিক তুলতেন।
অনেকদিন পর ভাট পড়তে কি যে ভালো লাগছে!
আর্টিফিসিয়াল চিকেন তো এখন বিক্রি হচ্ছে। সেইসব কোম্পানির স্টক প্রাইসও তো গত দুয়েক বছরে হুহু করে বাড়লো। তা এই ভদ্রলোক সেরকম কিছু বেড় করে থাকলে সত্ত্বর যোগাযোগ করা উচিত।
পনীর অতি বাজে জিনিস। তবে রাজমা আরো বাজে।
আরে না রে বাবা শুদ্ধ শাকাহারি পনির মাখানি মানে কি পনিরটা শাকাহারি ছিল? নাকি শুদ্ধ শাকাহারি ভোজনালয় মানে ভোজনালয়টা শাকাহারি ছিল?
এইযো ন্যাড়াদা আপনার দার্জিলিং নিয়ে একটা লেখা ছিল একটু খুঁজে তুলে দেন না। স্বাতী বলছিল কবে যেন, আমারও আবছা মনে পড়ল পড়েছিলাম, তারপরে আর কিছু মনে পড়ছে না।
আজকাল আমি দেশি মুর্গীর ডিম খাই। কি সব বলে প্যাস্চুর রেইজড না কি সব, মোদ্দা বেশ দাম। কিন্তু কুসুমটা পুরো কমলা।
এখনও অবধি কোনও রাজ্যপাল মুখ্যমন্ত্রী হয়েছে?
মুরগিদের শাকাহারি করে রেখেছিলো, তাই ওরা বাঁচতে চায়নি । কি নৃশংস এই দোকানের মালিক
নিন আপ্নারা রামপ্রসাদী শুনুন। খ্যাপার হাটবাজার । আমি ঘুমোতে যাই। গুন্নাইট।
চিকেন তো হার্বিভোরই। সব চিকেনই শুদ্ধ শাকাহারি। বাদশা জাহাঙ্গিরের ছাড়া।
আকাকে গুরুর তরফ থেকে "গ্রেড টু প্রজেক্ট শিরোমণি" পুরস্কার দিলাম।
শুদ্ধ শাকাহারি চিকন বিক্রি করে। নিরামিষ চিকেনের দোকান আর কোথাও আছে কী?
যাকগে আপনারা এইটে দেখুন আমি গপ্পোবই নিয়ে বসি
ওহে আকাদা, তোমার ১০০তে ১০০ শুনে মনে পড়ল - ভঞ্জ ক্লাসে বলত - নিজেও শিখছে ছেলেকেও শেখাচ্ছে - কি প্রসঙ্গে গেস করো দেখি!
ওহ ন্যাড়া দা আছে, রেইনফরেস্টের প্রোজেক্টে ১০০ তে ১০০।
একতলা থেকে দোতলায় ওঠার জন্যে ভাল হাইকিং স্টিকের সন্ধান থাকে তো দিন।
কাশ্মীরে একদিনের হাইকে স্টিক ব্যবহার করে আমি খুবি ইম্প্রেস্ড হয়েছি। নিয়মিত হাইক করার উপায় হলে ওই জিনিস জোগাড় করতে হবে
ওহ ঘোড়া প্রসঙ্গে বলি শোনো। গত সপ্তাহে ঈষৎ আহত ঠ্যাঙের জন্য হাইকিং স্টিক নিয়ে খোঁজাখুজি করছিলাম। তা ব্ল্যাংকি এই বিষয়ে সবচেয়ে ফান্ডাবাজ অতএব মন দিয়ে আলুচানা করছি। এমত সময় ডিডিদাদা এসে আমাকে ঘোড়া কেনার পরামর্শ দিয়ে গেলেন। ব্ল্যাংকি তৎক্ষণাৎ শোনপুরের মেলার খবরাখবর দিন তারিখ ইত্যাদি দিয়ে দিল।
তো, আগে এইগুলো ভাটেই হত।
নবদ্বীপে সিবিচ তাহলে চুরি গিয়েছে, আমাদের আমলে ছিল, নইলে নেমাই পুরীর সিবিচ দেখে অত আহ্লাদে টিটিং টিটিং করে নাপিয়ে পড়ত? ইতিহাসের দিকে কোন নজরই নেই আজগালকার ছেলেপিলে দের।
অজ্জিত একটা বিয়াপ্পক সিরিজ লিখছে 'দ্য গ্রেট আর্ক'্নামে, সেই অষ্টাদশ উনবিংশ শতকে সার্ভে করা মাপজোখ ঠিক করা ইত্যাদি নিয়ে। মাসে একটা করে পর্ব লেখে।
ঠিকই তো, হুতো! নইলে ত্রিপুরা বলবেই বা কেন?
হুতোর বিড়ালদের গল্প শুনি না অনেকদিন।
অজ্জিতদা শোনো, এখন আমার আন্ডারগ্র্যাড ক্লাসেও লেটেক্সে হোমওয়ার্ক জমা না দিলে সেটা গ্রেড করাই হয় না :)
অজ্জিত কোথায়? লোচবক্ষুলা তো হুতো।
অজ্জিত কোথায়? লোচবক্ষুলা তো হুতো।
ঠিকঠাক ভাট হলেই লোক হাজির হয়। অজ্জিতকে দেখে ভালো লাগল। (নামাবলীর টইটা আপডেট করতে হবে।) কেসিদাও উপস্থিত।
দেখুন কল্যাণীতে যে একটা বাদামী ঘোড়া ঘুরে বেড়াত সেটা তো আপনারা গুরু থেকেই জেনেছিলেন। তা যাগ্গে, বিজি বোধহয় বিকাশ ঘোষ, গুছাইত তো কোনোমতেই নয়। তাহলে সবাই ওনাকে গুছাইত বলেই ডাকত।
মেটালার্জির প্রফেসর সন্তোষ মাজি কবিতা লিখতেন। ওনার এক ছেলে আর এক মেয়ে ছিল। একদিন শোনা গেল (ক্যাম্পাসের প্রায় পাশেই বাড়ি, না শোনার কারণ নেই) বাড়িতে গেস্ট এসেছে, চা খাওয়াতে হবে
খুকুমনি খুকুমনি মাকে গিয়ে বল
বিসিমার কনভার্টারে চড়িয়ে দিতে জল।
নবদ্বীপে কিন্তু কোন্নগরের মত অত সুন্দর সিবিচ নেই। অনেকদিন আগে একবার গেছিলাম, অন্তত তখন ছিলোনা
Shuggie Bain বইটা এবার বুকার পেল। বেশ ভালো লেখা। পড়তে পারেন আপনারা।