অরিনের এই কথাটি -- লিঙ্কন আর রিপাবলিকান সম্বন্ধিত কথাটি বলায় , শুনতে হয়েছিল "তেমন ধরলে মহাত্মাও কংগ্রেসে ছিলেন। তো?"
ছোটাই -- সম্প্রতি সুবিনয় রায়কে নিয়ে একটা লেখা প্রকাশিত হয়েছে আনন্দবাজারে। পড়েছেন? ওটা পড়তে পড়তে খুবই আপনার মা আর সুবিনয় রায়ের গানকে কেন্দ্র করে সেই কাল্পনিক রেলযাত্রা নিয়ে লেখাটির কথা মনে পড়ছিলো।
রিপাবলিকান দের মধ্যেও বহু লোক ট্রাম্পের বিরুদ্ধে। একটা কথা মনে রাখা যেতে পারে যে আব্রাহাম লিংকন কিন্তু রিপাবলিকান ছিলেন ।
এই কুলোর বাতাস বিশ্বজুড়ে বইতে থাকুক-
বাকি রইলো মোদী, পুতিন, Bolsonaro রা, দেখা যাক কদিন এদের মেয়াদ।
ল্যাদোশদা,ইমেজ কপি পেস্ট করে পোস্ট করায় পুরো টেকস্ট উঢ়ে গিয় একী পোস্ট হল বিদ্যাসাগর -৭ এর টি তে একবার দেখেন তো। ৯৫ কেবি র ফাইল imgur আপলোড নিল না। এদিকে ক্লিপবোর্ড থেকে পেস্ট করা ইমেজ দিয়ে পোস্ট করা গোটা লেখা উড়ে গিয়ে পোস্ট হল। উফফ্
এবং এই সাত কোটি ভোটারদের মধ্যে আরো একটা ব্যাপার যে ল্যাটিনো, non-white ভোট রয়েছে, খুব সম্ভবত, ট্রাম্প যত non-white ভোট পেয়েছেন তত এনার আগের কোনো রিপাবলিকান ক্যান্ডিডেট পেয়েছেন বলে মনে হয় না। এই ব্যাপারটা তাৎপর্যপূর্ণ। বাইডেন এমন একটা divided house নিয়ে কি করবেন সেটা লক্ষ্য করার ব্যাপার।
আমার ধারণা ২০২৪ এ ইভানকা রিপাবলিকান টিকেট এ দাঁড়াবে , ওয়ার্স্ট কেস ডন জুনিয়র
এবং ডেমোক্রাট রা ঠিকঠাক কাউন্টার করতে না পারলে ইভানকা প্রথম মহিলা প্রেসিডেন্ট হবে
এই সাত কোটি লোক যারা ট্রাম্প কে ভোট দিয়েছে রাতারাতি তাদের এজেন্ডা ছেড়ে দেবে না
অবশ্য এই ইলেকশন এর নাটক ও এখন কিছুদিন আরও চলবে
:-), জানি।
ভীপ কিন্তু হোয়াইট হাউসে থাকেনা।
আজ থেকে হো হা র নাম হয়ে গেল কমলা বিলাস। বাহ!
রাশিয়া থেকে।
সামনের টার্মে ট্রাম্প ফেরত আসবে।
Democracy wahi lautaenge
বিহারের ফল বেরোবে মঙ্গলবার।
আজ এগজিট পোলে সবকটা চ্যানেল দেখাচ্ছে এনডিএর বিদায় এবং মহাগঠবন্ধনের ভালো রকম জয়। কিছু এরিয়াতে লিবারেশন (এম এল), সিপি আই এবং সিপিএম ভাল করেছে। বেকারি ও ইকনমি বড় ইস্যু। কেজরিওয়াল ও তেজস্বী ঠিক করেছে। বিজেপির মাঠে খেলেনি। পাকিস্তান, মন্দির-মসজিদ, বালাকোট এড়িয়ে রোজগার, প্যানডেমিক ও ইকনমিকে ইস্যু করেছে।
বাইডেন সাদা-কালো লড়াইয়ের বিতর্ক পাশ কাটিয়ে প্যান্ডেমিক, ইকনমি ও আনএমপ্লয়মেন্টকে ইস্যু করেছে। আবার কমলা হ্যারিসকে এনে কালোদের সঠিক বার্তা দিয়েছে । ইডিওলজির বদলে ব্যাড গভর্নেন্সকে ইস্যু করেছে।
ভারতেও বিজেপির পছন্দের ইস্যুগুলোতে মগ্ন না হয়ে ওদের আনফুলফিল্ড প্রমিস এবং ইকনমিক ও সামাজিক ইস্যুর ন্যারেটিভ দরকার।
ট্রাম্পকে ৭ কোটি আমেরিকান ভোট দিয়েছে। এটা খুব চিন্তার কথা। সবার জন্যই। বিগত পাঁচ বছরে ট্রাম্প দেখিয়ে দিয়েছে যে পৃথিবীর সবথেকে শক্তিশালী দেশ ফ্যাসিজিমের জন্য তৈরী আছে। ট্রাম্প ইনকেপেবল, তাই হেরে গেলো। কিন্তু একজন কেপেবল লার্নেড লোক যদি এই সুযোগটা ব্যবহার করে, তাহলে সারা পৃথিবীর জন্য খুব খারাপ দিন অপেক্ষা করছে।
দোসা আমার খুব প্রিয় খাবার নয়, কিন্তু এই উইকএন্ডে খেতে হবে
Kamala Harris makes history as first woman and woman of color as Vice President.
অ্যারিজোনা, জর্জিয়া দুটোই পাবে। আদালত যাস্ট ভাটের। এবারে একে একে রিপাবলিকানরা পিছু হঠবে। লিণ্ডসি গ্রাহাম অলরেডি ব্যাকড আপ, মিট রমনি তো ছিলই।
বাট, ডোনাল্ড ট্রাম্প আমেরিকার ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছে, সেই ইন্ট্রোস্পেকশন যদি ডেমরা না করে তাহলে ভুগবে। লোকে বিডেনকে ভোট দিলেও সেনেটে, হাউজে নিজের নিজের পলিটিকাল আইডিওলজি কে ভোট দিয়েছে।
টুইটারে দেখলাম অনেক ট্রাম্পভক্তরা বলছে মেক্সিকো চলে যাবে। তাই শুনে মেক্সিকানরা বলছে দেওয়াল তুলতে হবে.
অ্যারিজোনা বোধয় হাতছাড়া হবে। নেভীডা পেয়ে গেছে।
যাক প্রথম সিজন শেষ হল। এর নাম ছিল ভাটের ভোটাভুটি।
এবার দেখুন সিজন দুই। আদালতের অনাচার।
এটা হাউস অফ কার্ডসের চেয়ে ঢের ভাল হচ্ছে।
ক্রিস ওয়ালেস ইজ গুড।
হ্যাঁ আনন্দবাজারও কল করে দিয়েছে :)
Biden has built a blue wall and Trump paid for it. :-)
নেক্সট স্টপ বিহার।
কাল শুনলাম একজন বলল মিড ওয়েস্টের ব্লু ওয়ালের মত এখন ডেমোক্রাট্দের রকি মাউন্টেন ব্লু ওয়াল তৈরি হয়েছে।
হ্যাঁ, অ্যারিজোনা আর জর্জিয়া জেতাটা খুবই জরুরী। লাল সাউথে দুটো নীল ফাটল।
ফক্স নিউজও কল করে দিল।