S | 2405:8100:8000:5ca1::284:***:*** | ২৭ অক্টোবর ২০২০ ১২:১১463927ক্রিস রকের অ্যাক্সেপটেন্স বোধয় ডেভ শ্যাপেলের থেকে একটু কম। তাছাড়া ক্রিস রকের স্টাইলটা মেইনলি ব্ল্যাক কমিউনিটিকে অ্যাপিল করবে। লুই সিকেকে আমার বিল বার আর জো রোগানের থেকে অনেক বেশি নিউট্রাল মনে হয়েছে। আমার একটু সেইসব কন্টেন্টের প্রতি অ্যালার্জি আছে যেগুলো নিউ ইয়র্ক বা ক্যালিফোর্নিয়াকে খুব গ্লোরিফাই করে। সেইজন্যই সিলিকন ভ্যালি পছন্দ হয়েছিল, কারণ ঐজায়্গাটা যে প্রচন্ড বোরিং সেটা ভালো তুলে ধরেছিল সে যতই পয়সা থাক না কেন আর যতই দারুন সব ইনোভেশান হোক না কেন। অফিস আর পার্কস অ্যান্ড রিক্রিয়েশান এই কারণেই খুব পছন্দ হয়েছে। আমেরিকাতে যে সব জায়্গাই খুব ঝাঁ চকচকে নয়, সেটা দেখিয়েছে।
বোধিসত্ত্ব বাবু কি টাইকা ওয়াইটিটি মশাইয়ের তোলা ছবি দেখেছেন? যেমন ধরুন JoJo rabbit? দেখে থাকলে শুনতে ইচ্ছা হয় কি প্রতিক্রিয়া।
বোধিসত্ত্ব দাশগুপ্ত | 49.37.***.*** | ২৭ অক্টোবর ২০২০ ১১:৪২463925লুই সি কে আমি বুঝি না খুব একটা। জার্সি জোকস যেটা কে বলে সেটা আমি পুরোটা বুঝি না। তবে বিল বার মজাই লাগে। তবে ওই আর কি কনজারভেটিভ ক্রিটিক অফ ওয়েলফেয়ার স্টেট এবং কালচার অফ ইনক্লুশান। হোয়াইট মেল পজিশন। সাইনফেল্ড ও আরেকটু sukshma কিন্তু মূলত: তাই তাই কিন্তু তার সা`মগে একটা যেযুইশ নাগরিক একাকীত্ত্ব কে ধরা আছে সেটাতে যেযুইশ রা বহুদিন ধরে সিদ্ধহস্ত। তবে সাইনফেল্ড উদি অয়ালেন এর থেকে কম অনেক অনেক কম মিসোজিনিসট। tabe নিউ ইয়র্ক আশির দশকে একটি ব্ল্যাক চরিত্র নেই দেখলে একটু অবাক ই লাগে। দু চারটি এনকাউন্টার ছাড়া ,
ওয়েলফেয়ার ষ্টেট এর সমালোচানা অতএব মেন্ গল্প স্ভেনটিজ থেকে বলা ভালো সিভিল রাইট মুভমেন্ট er সাফল্যে র পর থেকে .. এটাকে সাবভার্ট করতে পেরেছে ডেভ শ্যাপেল ল্যারি ডেভিড, ওয়ানডা সাইকস রেজিনালড হান্টার এবং ক্রিস রক।
এবার আইডেন্টিটি পলিটিক্স এর মতো ই এর একটা সমস্যা আছে সমসাময়িক বলেই। সেটা হলো টোটালাটারিয়ান রেজিম এর সময়ে কি কমেডি করা হবে সেটা niye ঠিক থাকে পিচিং এখনো হয় নি। ক্রিটিকাল থিয়োরীতে সাধারণ ভাবে এই সমস্য়া আছে আপাতত। হয়তো এটা ই হুচি মিঠুন এর আপত্তির মেন্ কারণ হতে পারে এটা oraa এখনো আর্টিকুলেট করেন পরে করবে .
S | 2405:8100:8000:5ca1::417:***:*** | ২৭ অক্টোবর ২০২০ ১০:৩০463924এটা বোধয় টাইপ ২।
S | 2405:8100:8000:5ca1::417:***:*** | ২৭ অক্টোবর ২০২০ ১০:২৯463923টাইপ ১ এরর।
anandaB | 50.125.***.*** | ২৭ অক্টোবর ২০২০ ১০:২২463922অভ্যু ম , অরিন থ্যাংক ইউ :) অরিন-এর একটা বেশি পাওনা শিবরাম সমগ্র র লিংকের জন্য :) আমার হার্ড কপি টা কলকাতায় পড়ে আছে
@অরিন কে বলার - রিপোর্ট এ সাবধান বাণী কিছু তো পেলাম না , কি ধরনের টেস্ট কিট ব্যবহার করা হয়েছে তার খানিক ডিটেলস আছে ।...আর ওই স্ট্যান্ডার্ড ডিসক্লেইমার রয়েছে
"Negative results do not preclude infection with SARS-CoV-2 virus and should not be the sole basis of a patient management decision. In some patients repeat testing at various time points or from various collection sites may be necessary for virus detection. False-negative results may arise from improper sample collection, degradation of viral RNA during shipping or storage, the presence of RT-PCR inhibitors, and/or mutation in the SARS-CoV-2 virus"
রিপোর্ট থেকে সারাসরি তূলে দিলাম
S | 2405:8100:8000:5ca1::4f7:***:*** | ২৭ অক্টোবর ২০২০ ১০:০৮463921ধন্যযুক্ত অরিন।
S | 2405:8100:8000:5ca1::5bf:***:*** | ২৭ অক্টোবর ২০২০ ১০:০৭463920বৃটিশ কাউকে তো সেভাবে চিনলাম না। ঐ রিকি জার্ভেইস আর মিস্টার বিন ছাড়া। আমেরিকানদের চিনলাম। তাও আমেরিকার অফিস দেখেছি। বৃটিশ অফিস শুনেছি অনেক বেটার হয়েছিল। ডেভ শ্যপেলের কমেডির সাথে তেমন পরিচয় নেই, তবে ঐ বক্তব্যটা শুনেছিলাম। ভালো লেগেছিল। সাইনফিল্ড তেমন পোষায়নি, হয়তো দুটো কারণে - মন দিয়ে তেমন দেখিনি, আর ফর্মটাতে স্বচ্ছন্দ হতে পারিনি। কার্ব ইওর এনথু খুব কমই দেখেছি। ভালো। বিল বারের কমেডি দেখতে গিয়ে মনে হয়েছে যে কখনও অসাধারণ, আর কখনও প্রচুর সময় নিচ্ছে পয়েন্টে আসতে। কেভিন হার্টের ক্ষেত্রেও এটা মনে হয়েছে। কিছু অসাধারণ জোক্স, বাকিটা খুবই সাধারণ। এটা হয়ত আমেরিকার স্ট্যান্ডাপের ফীচার। বড় শো করতে গেলে অনেকটা সময় টানতে হয়। আর এদের সেলেব স্টেটাসেও অনেকটা চলে। তার থেকে লুই সিকে ভালো লেগেছিল। এমি শুমারকে শার্প লাগতো। আজিজকে পোষায়নি। সবাই রিভিউ দিয়েছিল যে মাস্টার অব নান নাকি সেরা কমেডি। দেখতে গিয়ে আমার বেশ আন্ডারহোয়েল্মিং লেগেছে। লেটারম্যান ঐ টক শোয়ের জন্য ঠিক আছে। আজকাল টক শো হোস্টদের মধ্যে সবথেকে ভালো লাগছে কোলবেয়ার, কিমেল, আর ওলিভার। জন স্টিউয়ার্ট আরো কয়েকদিন থাকলে পারতেন। আর ভালো লেগেছে জিম জেফরি আর হাসান মিনাজকে। এসেনেলের এইমুহুর্তের ইয়ং ক্রিউটা বেশ পছন্দ হয়েছে - অনেকে খুব ভালো শেপ শিফট করতে পারে।
অ্যাক্টরদের এই লিস্ট থেকে যতটা পেরেছি বাদ রেখেছি।
@S:"শিবরাম চক্কোত্তির গল্পগাছা আছে?"
এই নিন,
https://ipfs.io/ipfs/QmUyD6zDLTehrpbLnQ7J3wVWzfPjo3KfcHKUjfMt5WJVpB
সরাসরি ডাউনলোড করার হ্যাশ:
"QmUyD6zDLTehrpbLnQ7J3wVWzfPjo3KfcHKUjfMt5WJVpB"
বোধিসত্ত্ব দাশগুপ্ত | 49.37.***.*** | ২৭ অক্টোবর ২০২০ ০৯:৩৮463918আমরা বিদেশী কমেডি নিয়ে কথা বলছিলাম। বিদেশী সংস্কৃতি র যে কোন অংশ তো বটেই, দেশি বিদেশী ব্যতিরেকে যে কোনো সংস্কৃতি ই আমার কাছে অন্তত অ্যাকোয়ার্ড টেস্ট। চর্চর ব্যাপার রয়েছে, খোঁজ নেবার ব্যাপার রয়েছে, একটা কারণ ব্যক্তিগত ভাবে আমার আর্টিস্টিক ইনটুইশন মহাশূন্য আর সমস্ত ধরণের আর্টেই আমি সম্পূর্ণ আউটসাইডার। অতএব খোঁজ নিলে , একটা আর্ট ফর্মের মধ্যে , জঁর এর মধ্যে কিছুদিন থাগলে , কিছুটা অনুধাবন করতে পারি। বিদেশী সাংস্কৃতিক বিষয়ে সেটা আরো অ্যাকসেনচুয়েটেড সমস্যা। যে দেশ সম্পর্কে কিসুই জানি না, তার সম্পর্কে আগ্রহ তৈরী হয়েছে সেখানে থাকতে গিয়ে বা অন্যান্য রাজনৈতিক কারণে, তার একটা কালচারাল প্রোডাক্ট সম্পর্কে খোঁজ নিয়ে তার পরে অবস্থান আমি নর্মালি নেই। এটা সকলের মেথড নাই হতে পারে, বিশেষতঃ যাঁরা নিজেরা শিল্পী বা যাঁদের শিল্পবোধ উচ্চস্তরের তাঁদের এটা আদৌ প্রয়োজন নাও হতে পারে।
একটা কথা বোঝা দরকার, ভউডোভিল ট্র্যাডিশনে (চ্যাপলিন এর আত্মজীবনী তে এই সব শো এর কথা প্রচুর রয়েছে মনে পড়ে গে ) , আমাদের বীরভূমের আলকাপ এর মত, মোটা চড়া দাগের আদিরস সহ রসিকতা, শারীরবৃত্তীয় রেফারেন্স ইত্যাদি খুব ই প্রচলিত। চ্যাপলিন ঢেকুর বা পেটের আওয়াজ বা হাঁচি নিয়ে ইত্যাদি নিয়ে রসিকতা করেছেন। আমার প্রজন্মের আর পাঁচ্টা বাঙালির মত আমার বিদেশী কমেডি তে প্রথম পরিচয় ঘটেছিল, ইয়েস মিনিস্টার নিয়ে, সেরিব্রাল পোলিটিকাল কমেডি। এবং ব্রিটিশ এসটাবলিশমেন্ট সাদা দের নিয়ে ব্রিটিশ এসটাবলিশমেন্ট দের রসিকতা। আমাদের এখানে টিভিতে দেখাতো বোধহয়। এর বহু পরে , ননা কারনে , আমার এই কমেডি জঁর আর স্টাইল গুলোর সংগে পরিচয় ঘটে।
স্ট্যান্ড আপ
- ক্লাস কনফ্লিক্ট / নর্থ সাউথ ডিভাইড / ওয়ার্কিং ক্লাস / সোশাল মোবিলিটি - ফ্র্যং্ক স্কিনার
--ড্রাই মিডলক্লাস কনজারভেটিভ- জ্যাক ডি
- রেজিনাল্ড হান্টার - ব্ল্যাক স্টিরিওটাইপ কে নিয়ে মজা, ব্ল্যাক লিবেরাল পার্সপেক্টিভ থেকে
-- ফ্র্যাংকি বয়েল এবং বিলি কনোলি, ব্রিটিশ ভদ্রতা ও পোলিটিকাল কারেক্ট্নেস এর বাপান্ত।
-- মাইকেল ম্যাকইন্টয়ার -- জলি গুড ফ্যামিলো শো গোছের। ভাষার খেলা আর কিছু ফিজিকালিটি রয়েছে।
টিভি শো
- ফিজিকাল কমেডি, পোলিটিকাল ডার্ক হিউমর, সোশাল স্টিগমা এবং জেনেরাল গুডনেস কে আক্রমণ করা -- ফল্টি টাওয়ার্স - জন ক্লিজ (বোরাট এই গোত্র টা আর ভউডোভিল ইত্যাদি কে মিশিয়েছেন)
- মন্টি পাইথন - মাইকেল পেলিন, জন ক্লিজ, এরিক সিলভার , ক্রিস্টিয়ান কনজারভেটিভিজম এবং জেনেরালি অর্গানাইজ্ড রিলিজিয়ন কে প্যাক
--ব্ল্যাকাডার - লেজেন্ডারি রোয়ান অ্যাটকিনসন, ব্রিটিশ ইতিহাসে এবং সংস্কৃতিতে যা কিছু সম্মানিত হোলি সব কিছুকেই প্যাক, তবে সেকসুয়াল রেফারেন্স জেনেরালি নেই।
- ডেল বয় , ওনলি ফুল্স অ্যান্ড হর্সেস - ইস্ট লন্ডন ককনি, বড়লোক হবার ভুল ভাল অয়স্পিরেশন, চালিয়াতি , দারিদ্র্য এবং সেটা চালিয়াতি দিয়ে অস্বীকার করার প্রবণতা, ভদ্রলোক হবার প্রবল প্রচেষ্টা ইত্যাদি নিয়ে রসিকতা - ডেভিড জেসন , নিকোলাস লিন্ডহার্স্ট।
-- গুড লাইফ - মিডল ক্লাস কনজারভেটিজম বনাম মিডল ক্লাস লিবেরালিজম - পল এডিংটন, ফেলিসিটি কেন্ডাল ইত্যাদি। - মেনলি ভারবাল কমেডি, ইনুয়েন্ডো সত্তএও, সরাসরি এক্সপ্লেটিভ বা সেকসুয়াল রেফারেন্স বর্জিত।
-- লিটল ব্রিটেন --- ব্রিটিশ সাধারণ মানুষের অসহ্য কনজারভেটিজম কে প্যাক দেওয়া
-- অফিস - রিকি জার্ভেইস, অফিসের লো লেভেল ম্যানেজার er প্রতি সিম্প্যাথেটিক, এবং কাজের জগতের নানা টেনসন।
-- ফ্লি byaaga- প্রফেসনাল সিংগ্গল মহিলা দের নাগরিক জীবন। ওয়ালার ব্রিজ। স্টাইল টা অফিসের মত, ক্যামেরার দিকে তাকিয়ে প্রচুর মোনোলোগ আছে।
-- হ্যাভ আই গট নিউজ ফর ইউ - পোলিটিকাল এবং নিউজ হেডলাইন হিউমর , পল মের্টন , ইয়ান হিসলপ (প্রাইভেট আই এর সম্পাদক) ঐতিহ্য টা হল, যে সেলিব্রিটির যখন স্ক্যান্ডাল কিছু চলছে, তাকে ডেকে এনে আবাজ দেবা। হিলারিয়াস।
তো এই ব্যাকগ্রাউন্ড এক্সপোজার থাকায়, আমার সাইন্ফেল্ড (জোক ইজ অন সিট কম, এবং নেটওয়ার্ক টিভি , এর শো র আগে বিশআস করা হত, ইউ নিড আ স্টোরি তু মেক পিপল লাফ, এখন দেখা গেল, ইউ ডু নট নিড আ গ্রেট স্টোরি), টু অ্যান্ড হাফ মেন , ল্যারি ডেভিড , ডন রিকলস (রোস্ট জঁর), ডেভিড লেটারম্যান এগুলো কে সায়েব মেম দের অন্য ধরণের মজা হিসেবে দেখতে সুবিধে হয়েছে, যেটা আমার স্টাইল বা সংস্কৃতি নাই হতে পারে, কিন্তু হাসি পায় কি করব। । জেউইশ কমেডি ইতসেল্ফ একটা বড় ব্যাপার।
লাস্টে এটা বলা যেতে পারে, ক্রিস রক, আর ডেভ শ্যাপেল হল আনবিলিভেবল ব্ল্যাক কমেডিয়ান যারা সাদাদের লিটিকাল কারেকটনেস এর বিরুদ্ধে করা হিউমর এর বিরুদ্ধে ব্ল্যাক দের পার্সপেক্তিভ থেকে একই হিউমর করেছে। বেসিকালি দুটোকেই ওয়েলফেয়ার স্টেট এর ক্রিটিক হিসেবে দেখা যায়। কিনতু ডেভিড লয়েড হত্যার পরে , ডেভ শ্যাপেল এর এইট মিনিট শো টা যাঁরা দেখেছেন, তারা বুঝবেন, এমনি এমনি ইনি মার্ক টোয়েন প্রাইজ পান নি।
এতগুলো নাম ব্যবহার করার কারণ জ্ঞান দেবা না, শুধু এট এম্ফাসাইজ করা, একটা স্বল্প পরিচিত কালচারাল প্রোডাক্ট নিয়ে পজিশন যদি তার কন্টেম্পোরারি সৃষ্টি গুলোর কন্টেক্স্টে দেখা হয়, তাইলে প্লেস করতে সুবিধে হতে পারে।
"পুত্রের রেজাল্ট নেগেটিভ এসেছে , অনেক Caveat সহ যদিও"
নেগেটিভ এসেছে এজন্য স্বস্তি ।
ভালো থাকবেন ।
কি ধরণের সাবধানবাণী দিয়েছে?
ম | 2601:247:4280:d10:ec71:b57b:2bc6:***:*** | ২৭ অক্টোবর ২০২০ ০৮:৫১463916আনন্দ শুনে স্বস্তি পেলাম।
ম | 2601:247:4280:d10:ec71:b57b:2bc6:***:*** | ২৭ অক্টোবর ২০২০ ০৮:৫০463915শুভ বিজয়া। সকলে ভালো থাকুন, সুস্হ থাকুন।
আজ বিকেলে আমাদের চমকে দিয়ে এক দম্পতি ঘুঘনি, পায়েস আর মিষ্টি নিয়ে বিজয়া করতে এসেছিলেন।এত ভালো চমক বহুযুগ বাদে পেলাম:-)
Abhyu | 47.39.***.*** | ২৭ অক্টোবর ২০২০ ০৮:৩৪463914ভাল খবর আনন্দ।
anandaB | 50.125.***.*** | ২৭ অক্টোবর ২০২০ ০৮:২৮463913বোধিসত্ত্ব , সম্বিৎ , বড় S সব্বাইকে অনেক ধন্যবাদ
আমি ধরে নিচ্ছি আমার বা স্ত্রীর এক্ষুণি টেস্ট করার দরকার নেই , যদিও স্ত্রীর ক্ষেত্রে ব্যাপারটা এখনো নিশ্চিত নই , কারণ উনি বাচ্ছাদের সঙ্গে কাজ করেন ফলে কর্পোরেট পলিসি আরও একটু স্ট্রিঞ্জেন্ট এবং কিছুটা জটিল
ইন্টারেষ্টিং যে বাচ্চাটার পসিটিভ এসেছে তার মা আর দিদির নেগেটিভ এসেছে , বাবার এখনো রেজাল্ট আসে নি
বড়োই কমপ্লিকেটেড ব্যাপার স্যাপার :)
দেখা যাক
বোধিসত্ত্ব দাশগুপ্ত | 49.37.***.*** | ২৭ অক্টোবর ২০২০ ০৮:১৯463912আনন্দ , আপনি দুশ্চিন্তা মুক্ত হলেন বলে ভালো লাগছে। শুভ বিজয়া। অভিনন্দন।
বোধিসত্ত্ব দাশগুপ্ত
সম্বিৎ | ২৭ অক্টোবর ২০২০ ০৭:২২463911ভাল খবর আনন্দ।
S | 2405:8100:8000:5ca1::5bc:***:*** | ২৭ অক্টোবর ২০২০ ০৭:১০463910শিবরাম চক্কোত্তির গল্পগাছা আছে?
S | 2405:8100:8000:5ca1::25e:***:*** | ২৭ অক্টোবর ২০২০ ০৭:০৫463909ভাহ।
anandaB | 50.125.***.*** | ২৭ অক্টোবর ২০২০ ০৭:০৩463908পুত্রের রেজাল্ট নেগেটিভ এসেছে , অনেক Caveat সহ যদিও
ভাবলাম জানিয়ে যাই
যেটা বুঝলাম না এটা কি pooled টেস্ট নাকি ইন্ডিভিজুয়াল যদিও পুল সাইজ ৪ এর বেশি নয়
এনিওয়ে
Abhyu | 47.39.***.*** | ২৭ অক্টোবর ২০২০ ০৬:২৫463907সবাইকে শুভ বিজয়া।
প্রীতি উপহার https://drive.google.com/file/d/1wQrOz4Ml7kFFRBfrSCuK0S4mqR-EKA8q/view
Atoz | 151.14.***.*** | ২৭ অক্টোবর ২০২০ ০৫:১৭463906সন্দেশ স্পাইরাল শেপের আর তিলের্নাড়ু স্ফেরিকাল। ঃ-)
Atoz | 151.14.***.*** | ২৭ অক্টোবর ২০২০ ০৪:১৪463905সবাইকে জানাই শুভ বিজয়া। সঙ্গে দিলাম রম্বস নিমকী, নারকেলের সন্দেশ আর তিলের নাড়ু। পান্তুয়া আর সিঙারা ( ঘরে তৈরী )। :-)
paglacho biden | 192.34.***.*** | ২৭ অক্টোবর ২০২০ ০৩:৩৬463904Joe Biden seems to forget who he’s running against: 'We need to stop four more years of George'
Amit | 203.***.*** | ২৭ অক্টোবর ২০২০ ০৩:২৭463903সবাইকে বিজয়ার শুভেচ্ছা
S | 2405:8100:8000:5ca1::2d5:***:*** | ২৭ অক্টোবর ২০২০ ০৩:১৮463902এমি কোনি ব্যারেট সুপ্রীম কোর্ট গেল।
lcm | 99.***.*** | ২৭ অক্টোবর ২০২০ ০১:০২463901

S | 2405:8100:8000:5ca1::791:***:*** | ২৬ অক্টোবর ২০২০ ২২:৪০463898যাই হোক। বিজয়া দশমীর প্রীতি ও শুভেচ্ছা।