- No wars under Trump presidency. We all know what would have happened under Hillary.
- Lowest unemployemnt in USA under Trump presidency.
- Highest increase in retirement savings (401K/403) for avergae American wroker due to bullish stock market
- Trump tax return helped low income : 2018 Tax returns showing an AGI of less than $100,000 paid less income tax overall, but returns with an AGI above $100,000 owed more tax, on average.
ট্রাম্প তো ইমিগ্র্যান্টদের সর্বনাশ করবে বলেই প্রেসিডেন্ট হল। অবশ্য অনেক ইমিগ্র্যান্টরাই নিজেদের সেফ মনে করে।
যদিও ইমিগ্রেশান আর ড্রোন অ্যাটাক আলাদা ইস্যু। তবুওঃ
Trump Inherited the Drone War but Ditched Accountability
https://foreignpolicy.com/2020/05/22/obama-drones-trump-killings-count/
On March 10, a U.S. drone fired a missile, turning a passenger vehicle outside Janaale, Somalia, into a heap of burnt and broken metal with fresh corpses inside.
Obama-Biden administration did absolutely nothing during 8 years for immigration. Well, that is not entirely true, they did someting, they built cages and treated immigrants inhumanly.
In the name of controlling terrorism, they killed innocent civilians of Yemen and Pakistan by remote drone attacks from Washington.
Trump showed no regret over family separations during the presidential debate
Separating families was one of Trump’s cruelest immigration policies.
“They are so well taken care of,” he said. “They’re in facilities that were so clean.”
পারফেক্ট ফ্রয়ডিয়ান স্লিপঃ
President Trump built them
হা হা।
CLAIM: When talking about immigration policy and so-called cages that held unaccompanied children who crossed the border, Trump said, "And they said look at these cages, President Trump built them. And then it was determined they were built in 2014. That was [Biden]."
This claim is true.
In a 2019 interview with the Center for Immigration Studies on the Border Crisis, former Director of Immigration and Customs Enforcement Thomas Homan said, “I’ve been to that facility where they talk about cages. That facility was built under President Obama, under Secretary Jeh Johnson. I was there because I was there when it was built,” according to the transcript. He continued, saying the facility was built and funded in fiscal year 2015.
An article from The Associated Press confirms the facility's projected opening date in mid-July 2014, with plans for "four fence-enclosed pods inside a corrugated steel warehouse" that could accommodate about 1,000 children.
A CNN news story in 2014 shows the opening of then-new facility in McAllen, Texas. The video shows the chain linked holding cells, often called cages.
এইটা খুব ভালো রিসোর্স। সোকল্ড আনডিসাইডেড ভোটারদের প্যানেল। আজকের ডিবেটের পর তাদের মতামত। একজন বাদ দিয়ে বাকী সব সাদারা বলে গেল - ট্রাম্পকে ভোট দেব, ট্রাম্প এই ডিবেটে প্রেসিডেনশিয়াল হয়েছে অতেব এবারে নিশ্চিন্ত মনে ভোট দিতে পারবো, বাইডেণ খুব ভেগ কথাবার্তা বললো, বাইডেণ ফ্লিপফ্লপ করলো কিছু ইস্যুতে।
জয়া,বিজয়া দুর্গার কে হয়? সখী ? জয়া বিজয়াকে নিয়ে কেউ কিছু বলুন।
চারজনকে নিয়ে দুর্গা মূর্তি বানানোর ইতিহাসটা জানতে চাই।
আরেকটা হল নারদ একজ্যাক্টলি কে? নারদ তো ইন্দ্রের কোর্ট মিউজিশিয়ান ছিলেন ?
অবশ্যই দশে।
আচ্ছা, গুরুতে ছড়া পাঠানো যায় কীভাবে ? নাম পরিচয় সহ মেইল করলেই হবে ?
পাঁচে :)
কততে সাড়ে পাঁচ?
বাণী বসুকে একবার জিজ্ঞেস করা হয়েছিল, উনি নিজেকে বাংলা সাহিত্যে কত নম্বর দেবেন। ওঁর উত্তর ছিল 'সাড়ে পাঁচ'।
উনি বলেছিলেন ওঁর গদ্যে বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, বিভূতিভূষণ, মানিক, জীবনানন্দ, বুদ্ধদেব, প্রেমেন্দ্র মিত্র, সুধীন্দ্রনাথ, কমলকুমার, সমরেশ ইত্যাদিদের গভীর প্রভাব রয়েছে। সেটাকেই উনি পাঁচ দিচ্ছেন। আর নিজের জন্যে ১/২।
অরিন থ্যাংক ইউ :) :) :)
অভ্যু - অন পেপার আপনি ঠিক , কিন্তু যা বুঝলাম যদি ইন্সুরেন্স থাকে তাহলে বিল করবে এবং এক্সপেকটেড যে ইন্সুরেন্স ১০০% কভার করবে। আমাকে আমার ইন্সুরেন্স ও একই কথা বললো
অবশ্যই ইন্সুরেন্স না থাকলেও টেস্ট করতে পারবেন , খরচটা সরকার (বকলমে ট্যাক্সপেয়ার) দেবে :)
কিন্তু যেটা জানি না সেটা হলো কোনো ক্যাপ আছে কিনা , মানে একমাসে দুবার টেস্ট করলে 1) সেটা এলাউড কিনা 2) ইন্সুরেন্স পয়সা দেবে কিনা
আমি ইন জেনারেল ইন্সুরেন্স এর ব্যাপারে না আঁচিয়ে বিশ্বাস করি না :)
আজকেই কে যেন বললো যে ভ্যাকসীন আসছে।
এন্টিবডি তৈরী হলেও দুমাস পর আর থাকে না। এসিম্পটোমেটিক হওয়া মানে -- জাতও গেলো পেটও ভরলোনা কেস।
আ্যসিম্পটোমেটিক থাকলে কোভিড যাওয়া ভাল হবে না? ভাক্সিন লাগল না, আ্যন্টিবডি তৈরি হয়ে গেল।
টেস্টের জন্যে পয়সা লাগবে কেন?
https://www.hhs.gov/coronavirus/community-based-testing-sites/index.html#:~:text=COVID%2D19%20tests%20are,available%20in%20your%20area
বলছে
How to Get a COVID-19 Test
COVID-19 tests are available at no cost nationwide at health centers and select pharmacies. The Families First Coronavirus Response Act ensures that COVID-19 testing is free to anyone in the U.S., including the uninsured. Additional testing sites may be available in your area. Contact your health care provider or your state or local public health department for more information.
করিয়ে নিন, শুভস্য শীঘ্রম। ভালো থাকবেন। আপনাদের সকলের জন্য মঙ্গল কামনা।
@অরণ্য , পুত্রের টেস্টিং ই আগামীকাল করাবো সিম্পটম ওর নো সিম্পটম .... দিন পনেরো বাদে আবার একবার করার ইচ্ছা আছে , হোপফুলি ইন্সুরেন্স দ্বিতীয় বারের টাও ফুল কভার করবে
@অরিন , হ্যাঁ আপাতত ছেলের টা করাই আগামীকাল , তারপর বাকিদের ও , নেক্সট দিন পনেরো বাড়িতেই থাকার প্ল্যান করছি , দেখা যাক
ধন্যবাদ সকলকে
"আমরা যদি আগামীকাল (মানে শুক্রবার) কোথাও গিয়ে টেস্ট করাই তাহলে অলমোস্ট সার্টেনলি নেগেটিভ আসবে - এটা কি সঠিক ধারণা ? যতটুকু পড়ে বুঝলাম আমাদের কারো পসিটিভ হলেও অন্ততপক্ষে ৫ দিন অপেক্ষা না করে টেস্ট করার কোনো মানে হয় না - কারেক্ট? "
পাঁচ থেকে চোদ্দ দিন একটা approximation । ব্যক্তির ক্ষেত্রে সবসময় নাও খাটতে পারে । এই ভাইরাস টা পিকিউলিয়ার । আমি হলে পরীক্ষা করিয়ে নিতাম, ছেলে শুদ্ধ সকলের । সম্ভব হলে বাড়িতে কোয়ারেন্টাইন করেথাকা ,বারো দিনের মাথায় আরেকবার পরীক্ষা করিয়ে নেওয়া ।
তবে আপনার জীবন, আপনার ব্যাপার । যা ভালো বুঝবেন করবেন ।
ট্রাম্প বললো যে "সম্ভবত" লিন্কন ছাড়া আর কেউ কালো আমেরিকানদের জন্য এত কিছু করেনি। বাইডেণ বললো যে লিন্কন এলিভেটর থেকে নেমে এসে মেক্সিকানদের খারাপ কথা বললো ইত্যাদি।
ট্রাম্পঃ এর মধ্যে লিন্কন এলো কোত্থেকে?
বাইডেণঃ তুমিই তো বললে যে তুমি নাকি লিন্কন।
আজকের কমিক রিলিফ - "হোয়েন আই ক্লোসড দা কান্ট্রি, ন্যান্সি পলোসি ওয়াস ডান্সিং অন দা স্ট্রিট অফ চায়্নাটাউন"। এই দৃশ্য মনে করলেই হাসি পাচ্ছে।
"লেসার ইভিল হিসাবে যখন অপছন্দের লোককে ভোট দিতে হয়"
আনফরচুনেটলি এইটাই ইলেকটোরাল ডেমোক্র্যাসি। এইবারের ইলেকশানে দুই ক্যান্ডিডেটই ৭ কোটির আশে পাশে ভোট পাবে। কখনই সম্ভব নয় যে একজন এই সাতকোটি লোকেরই খুব পছন্দের হবে। আমাদের যেমন বার্ণীকে খুব পছন্দ। কিন্তু বহু বহু ডেম এবং ইন্ডিপেন্ডেন্ট ভোটারদের, ইনক্লুডিং মাইনরিটিদের, তেমন পছন্দের নয়।
বিশেষ করে যে ইলেকশানে দুটো সম্ভাবনা, সেখানে লেসার ইভিলকে ভোট না দেয়ার মানে আরো বড় ইভিলকে সুযোগ করে দেওয়া। আমাদের দেশের কঙ্গ্রেস-বিজেপির কথা ভাবুন। এইবারে ট্রাম্প জিতলে যে ভয়ন্কর সময় আসবে, সেকথা বলাই বাহুল্য। বাইডেণ এলে অন্তত চেনা সমস্যাগুলোতে সীমাবদ্ধ থাকবে। তাছাড়া প্রোগ্রেসিভরা হয়ত বাইডেণকে দিয়ে কিছু ক্যাম্পেইন প্রমিস ফুলফিল করিয়ে নেবে। হেলথকেয়ার (এসিএ বেঁচে যেতে পারে), পাবলিক এডুকেশানে বেশি টাকা, মিনিমাম ওয়েজ বাড়ানো, গ্রীন টেকনলজিতে কিছু ইনভেস্টমেন্ট, হয়ত কিছু জাস্টিস রিফর্ম।
দেখা যাক। ট্রাম্পের অবস্থা খুব খারাপ নয়।
লাস্ট কোশ্চেন ছিল - যদি ভোটে জেতেন, তারপরে যারা আপ্নাকে ভোট দেন নি তাদের উদ্দেশ্য আপনি কি বলবেন।
বাইডেন: আমি সবার প্রেসিডেন্ট, সমস্ত আমেরিকানদের... ব্লা...ব্লা...
ট্রাম্প: বাইডেনকে ভোট দেবেন না, ৮ বছরে কিস্যু করে নি....ব্লা... ব্লা...
লেসার ইভিল হিসাবে যখন অপছন্দের লোককে ভোট দিতে হয়, বিচ্ছিরি লাগে। কিসু করারও নাই, হায়
আনন্দ, আমার কন্যারও এক বন্ধু পজিটিভ ছিল কিছুদিন আগে, কন্যা টেস্টেড নেগেটিভ। আপনার পুত্রের টেস্ট করানোটা মনে হয় বেশি জরুরী।
আতোজ, আমি জানি এক বিদিশি পরীক্ষক ৩০০০ , ৪০০০ এরকম নম্বরের পরীক্ষা নিতেন। এক একটা প্রশ্ন হয়তো ৫০০ নম্বরের। কেউ যদি মন খুঁত খুঁত করে বলতো স্যার আরেকটু নম্বর দিলেন না, তবে স্যার অত্যন্ত উদার ভাবে বলতেন, ও হো, ঠিক তো, এই লও আরো ২৫ নম্বর। ছাত্র খুশি হয়ে বাড়ি যেতো।
এবার এক দিশি পরীক্ষকের গল্প বলি। সেই ইউনিভার্সিটিতে আবার সবই গ্রেড। তিনটে প্রশ্ন আছে। স্যার দুটোয় A দিয়েছেন আর আরেকটায় A -. মোট তিনটে মিলিয়ে গড়ে দিয়েছেন A -. ছাত্র বলতে গেছে, স্যার জিব কেটে খুব লজ্জিত হয়ে বললেন, দেখেছো, কি বড় ভুল করছি, এক্সকিউজ মি। তারপরে একটা এ-র পিছনে মাইনাস সাইন বসিয়ে দিলেন। অর্থাৎ এখন দুটো এ মাইনাস, একটা এ, তিনটে মিলিয়ে গড়ে সেই আগের এ মাইনাস।
মোদিজীর বন্ধু ট্রাম্প যে ইন্ডিয়াকে ফিলদি বললো, কি হবে?