আরও একটা ঘরের কাছেই -
অ্যাকচুয়ালি, অতদ্দুরে না, কাছেই নর্দার্ন ক্যালিফোর্নিয়াতেই -
অরিনের ছবি দেখে অনেক জায়গা মনে পড়ছে - আলাস্কায় দেখেছি এমন ল্যান্ডস্কেপ, আইসল্যান্ডেও কিছু
"সমবেত বুকমার্ক"
পুকাকী লেকের ধারে থেকে দক্ষিণ গোলার্ধের সব চেয়ে উঁচু পিক, আওরাকি
দূর, একা পড়লে কোন কচুটা হবে? পড়বে তো দশজনে, তবে তো আলোচনা জমবে!
খুব সহজ, লগ ইন করে, বুকমার্ক করে রাখুন ("জমিয়ে রাখুন")। যখন খুশি নিজের বুকমার্ক লিস্টে গিয়ে পছন্দের লেখাগুলো পড়ুন।
কিন্তু বিদ্যাসাগর বিষয়ক টইগুলো খুঁজে পাচ্ছি না। এত সব নতুন নতুন টইয়ের স্রোতে বিদ্যাসাগর বিষয়ক টইগুলো হারিয়ে যাচ্ছে। ওই টইগুলো কি স্টিকি করা যায়?
নৈরাজ্যদাদা এখন কোথায়? তিনি তো "পরম কল্যাণের নৈরাজ্য" আসারই অপেক্ষা করছিলেন। তো, সেই নৈরাজ্যে তো কোর্ট কাছারি থাকবে না বলেই মনে হয়। কাজ কিছুটা এগিয়ে থাকল।
নৈরাজ্যদা-আ আ, আপনি কোথা? ঃ-)
পায়ের তলায় সর্ষে! আপাতত লেক টেকাপোতে। চলুন আমাদের সঙ্গে।
প্যানিক করে লাভ নেই। ডীপ স্টেট আছেন। তিনিই যা করার করবেন।
বড়েস,
না, না, প্যানিক কোরো না। হোয়াইট সুপ্রিমিস্ট, আইসিস, ভূমিকম্প, দাবানল, কিম জং, সাইক্লোন ... --- আর কত প্যানিক নিয়ে মানুষ বাঁচবে।
"...group was started as a joke..."
বোঝো!
পাকিস্তানের একটা চ্যানেলে একটা ডিবেটে একজন মহিলা নেত্রী খুব ভালো একটা পয়েন্ট বলেছিলেন। একদিনেই কেউ টেররিস্ট হয়্না। যদি দশটা স্টেপ থাকে র্যাডিকালাইজেশনের, সবাই নবম স্টেপ অবধি সাপোর্ট করে যায়। শেষে যেই টেররিস্ট অ্যাটাক করে বসে, তখনই সবাই ডিস্ট্যান্স তৈরী করতে শুরু করে। আমেরিকার হোয়াইট সুপ্রিমেসি গ্রুপ গুলোর এখন এই অবস্থা। কবে যে একটা সর্বনাশ করে বসে, সেই ভয়েই আছি।
<The Proud Boys is a far-right[4][5][6][7][8] neo-fascist[9][10][11][12] male-only organization that promotes and engages in political violence.[2][13][14][15] It is based in the United States and has a presence in Australia, Canada and the United Kingdom.[16][17] The group was started as a joke in the far-right Taki's Magazine[18] in 2016 by Vice Media co-founder and former commentator Gavin McInnes, taking its name from the song "Proud of Your Boy" from the Disney musical Aladdin.[19][20] The Proud Boys emerged as part of the alt-right, but McInnes began distancing himself from the alt-right in early 2017, saying the alt-right's focus is race while his focus is what he defines as "Western values." This re-branding effort intensified after the Unite the Right rall>
বড়েস,
আর বোলো না। এই সব গ্রুপ - প্রাউড বয়েস এরকম বিক্ষিপ্ত হেট গ্রুপ এদিক ওদিক ছিল, আছে, থাকবেও হয়ত - কিন্তু এদেরকে খুঁচিয়ে জাগানো - জঘন্য - মানে কিছু বলার নেই। ট্রাম্পের ছেলে নাকি পরে ট্যুইট-ফুয়িট করে ওটা ম্যানেজ দেবার চেষ্টা করেছে।
এলেবেলে, গ্রেট! আপনি লিখতে থাকুন :-)
এলসিএম, অসংখ্য ধন্যবাদ। অবশেষে আপনার দেখানো পথে সফল হলাম।
লসাগুদা, কালকে ট্রাম্পের কমেন্টটা শুনলাম প্রাউড বয়েজ সম্বন্ধে।
এলেবেলে,
আপনার ধারাবাহিকের প্রথম আর্টিকল-টির নম্বর 18960 । পরের সমস্ত পর্বে এই নম্বরটি (18960) ঐ "ধারাবাহিকঃ প্রথম আর্টিকল#" এ বসিয়ে দিন, আর প্রতিটি এপোসোডের লিংকের বিবরণ হিসেবে, যেমন "প্রথম পর্ব", "দ্বিতীয় পর্ব" ইত্যাদি বসিয়ে দিন।
লে হালুয়া! সব নিয়মটিয়ম মেনে দ্বিতীয় পর্ব পোস্ট করলাম অথচ ইন্টারলিঙ্কড হল না তো! টেক টিম কী করিতে হইবে?
"কোন একটা গল্পে জগৎ জীবন জোয়ারদার বলে এক চরিত্র ছিল, সংক্ষেপে জে জে জে। ঃ-)" হিমানীশ গোস্বামী -কিট্টুর গুরুলাভ
@Atoz
৩০ সেপ্টেম্বর ২০২০ ০১:২৩
"একটা লাইন কিন্তু বিখ্যাত হয়েছে। "এই কি জীবন, কালীদা?"। এটা যে তারাপদ রায়ের কবিতা থেকে, সেটা ক'দিন আগে মাত্র জানতে পারলাম, ফেবুতে একজন কবিতাটা পোস্ট করেছিলেন।"
এই লাইন টা কিন্তু বিখ্যাত হয়েছিল তপন সিনহার সাগিনা মাহাতো সিনেমাটা র পর ।...সাগিনা মাহাতো ছবিতে দিলীপ কুমারের একটা ডায়লগ এ এই লাইন টা ছিল
ওহ আচ্ছা @dc
লাড্ডুর ব্যাপারে খোঁজখবর করছি দেখে একজন খুব ভেতরের লোক বলল যে আধওয়ানীজীর লম্বামতো কারাদন্ড হলে তবেই নাকি লাড্ডু বিতরন হত।
r2h নানা, লৌহপুরুষ স্বয়ং। মোক্ষম খোঁচা দিয়েছেন, যদিও সেলফ গোল।