অরিন, ঠিক, দুটোর মধ্যে বিজনেস মডেল, স্কেল, আর কনসিকুয়েন্সের অনেকটা পার্থক্য আছে। সময় করে আরও লিখবো।
পুরোনো গুরু দেখতে পেয়েছি। ধন্যবাদ ঃ-)
"একক আর এলসিএমদা দুজনেই দেখলাম লিখেছে মুদি দোকানিও ডেটা কেনাবেচা করে, সেটা অবশ্য ঠিক কথা।"
আপনার বাজার করার প্যাটার্ন লক্ষ্য করে বা ধরুন এনালাইসিস করে মুদির দোকান বা grocery store এর stock adjust করা আর গুগলের বা ফেসবুকের আপনার ডাটা নিয়ে বাজারে বিক্কিরি করা ঠিক এক জিনিস নয় । ব্যাপারটা ব্যবসার নয়, নীতির । মুদির কাছে আপনি ক্রেতা, গুগল আর ফেসবুকের কাছে আপনি বেসিকালি একজন ক্রীতদাস/ক্রীতদাসী, যাকে যখন তখন যেখানে বিক্রি করে দু পয়সা কামানো যায় ।
দুটোর মধ্যে সবচেয়ে বড় তফাৎ aggregated data আর আপনার নিজস্ব ডাটা, আপনার প্রাইভেসি ব্রিচ করা ডাটা নিয়ে খেলা করার মধ্যেকার তফাৎ । ব্যাপারটা শুধুই ব্যবসার হলে একরকম কথা হতো, কিন্তু আপনি যে আপনি, এই ডাটা এনালাইসিস করে আপনার কেনা কাটার অভ্যাস বদলানোর চেষ্টা, এটা যদি আপনার মুদিও করে, তাহলেও সেটা অনৈতিক, গুগল করলেও তাই ।
ডিফেন্স বাজেট তো গভর্মেন্ট নয়, ওটা তো বাজেটের স্পেণ্ডিং মানে ইকনমিক কন্ট্রোবিউশন যেখানে বহু লোকে কাজ করে, ইকনমি রোল করে ইত্যাদি। তার সাথে ইনএফিশিয়েন্ট বড় সরকারের কোন সম্পর্ক নেই।
এই রে, কাল এককের সাথে কথা হচ্ছিল পার্সোনাল ডেটা মনেটাইজ করা নিয়ে, তারপর আর লিখতে পারিনি, এখন দেখছি মাঝে অনেক ভাট হয়ে গেছে। একক আর এলসিএমদা দুজনেই দেখলাম লিখেছে মুদি দোকানিও ডেটা কেনাবেচা করে, সেটা অবশ্য ঠিক কথা।
"কথা হচ্ছিল ছোট সরকারে বিশ্বাসী লোকজন গর্দভ কেন?"
কারণ তারা যদি সত্যিই ছোট সরকার চাইত, তাহলে সবার আগে সরকারি বাজেটের সবথেকে বড় লাইন আইটেম, অর্থাত ডিফেন্স বাজেট, কমানোর কথা বলতো।
গোলপোস্ট সড়াইনি। বুঝতে অসুবিধা হলে আরো সহজ করে বুঝিয়ে দেবো।
যারা মনে করে যে সরকারের দ্বারা কোনও কাজ হবেনা, তারা সরকারে না গেলেই তো পারে। সরকারের বাইরে থেকে যতখুশি নিজেদের পকেটোদ্ধার করুক। প্রথমে বলবে যে সরকার অপদার্থ, তাই আমাকে দায়িত্ব দাও সব ঠিক করার, তারপরে সরকারে গিয়ে সব ভন্ডুল করে বলবে যে দেকেচো আগেই কয়েচিলাম সরকারের দ্বারা কিছু হয়্না।
আরে বিগেস গোলপোস্ট সরালে চলবে নি। পৃথিবীতে কোথাও বড় কিংবা ছোট সরকারে সেনাবাহিনীর সংখ্যা কমেছে কি? কথা হচ্ছিল ছোট সরকারে বিশ্বাসী লোকজন গর্দভ কেন?
"অন্যদিকে বড় গভর্মেন্ট, বেশি রেগুলেশন মানে লাইসেন্সরাজ, ৭০-৮০ র দশকের ভারতবর্ষ। কোনটা ঠিক? "
সরকারের আন্ডারে এতবড় সেনাবাহিনী রাখা যেতে পারে, বছর বছর ডিফেন্স বাজেট বাড়তে পারে। কিন্তু দেশের লোকের শিক্ষা স্বাস্থ্যর কথা এলেই ওসব সরকারের দ্বারা হবেনা। কেন? সরকার দেশের নামে যুদ্ধু করতে পারে, কিন্তু হাসপাতাল চালাতে পারবে না? কোনও সরকারকে ট্যাক্স কমানোর সঙ্গে সঙ্গে ডিফেন্স বাজেট কমাতে দেখেছেন? আসল টার্গেট হল সোসাল এক্সপেন্সগুলো কমানো। সরকারি ইস্কুল, শিক্ষাব্যবস্থার বারোটা বাজিয়ে দিতে পারলে বেসরকারীরা লুটে পুটে খেতে পারে সেই লোভে।
ওই পুরানো লোকেরা আর কত খাটবেন? নতুন নতুন যুবশক্তিকে তো এনে এনে বসাতে হবে!
নস্ত্রাদামুর চীন অথবা চৈনিক বিষয়ক বাণীগুলো কী কী ছিল?
ওটাই তো।
বড়েস এর মতন অনেকের ভিউ এখন পেসিমিস্টিক, ডিস্টোপিয়ান -- আমেরিকা-ভারত সব রসাতলে যাচ্ছে, বিষ অর্থনীতি ভোগে, পৃথিবীর সংকটে আচ্ছন্ন, মহাসংকট কড়া নাড়ছে, মানুষ জাতটার বারোটা বেজে যাচ্ছে, অ্যাপোক্যালিপস দোরগোড়ায় ---- আর এই সংকটের এর সমাধানও বলে দিচ্ছে -- আমেরিকায় ওবামা, আর ভারতে মনমোহনকে - - এদেরকে আবার বসিয়ে দাও, ব্যস - আবার সব ফুলেফলে ভরে উঠবে।
এর উল্টো দিকের লোকজনও তো আছেই ---
তো, এই লেফট-রাইট মার্চ, এই ডগমা, এই ন্যারেটিভ - এক্কেবারে হেজে গেল। সেই কবে প্যারিসে ১৭৮৩ সালে কোন রাজসভার মিটিংয়ে একদল লোক ডানদিকে বসেছিল, আর এক দল লোক বাঁদিকে বসেছিল -- সেই থেকে সেই যে লেফট-রাইট শুরু হল --- । অধুনা কালে এর থেকে বাইরে বেরিয়ে এক্সপেরিমেন্ট করল শুধু চায়না -- ওরা লেফট এবং রাইট --- একাধারে কম্যুনিস্ট এবং ক্যাপিটালিস্ট --- গুরু-নস্ত্রাদামুস সাধে কি কয়েছিলেন -- যে এই শতাব্দীতে পীতবর্ণের মানুষেরা খুব ইয়ে করবে ---
অনেক আদরবাসা জানাই। :-)
ফোনে গুরুতে বাংলা লেখা
বিগেস,
অন্যদিকে বড় গভর্মেন্ট, বেশি রেগুলেশন মানে লাইসেন্সরাজ, ৭০-৮০ র দশকের ভারতবর্ষ। কোনটা ঠিক?
গুরু পদ্ধতিতে লেখার জন্য সাহায্য বাটনটা ক্লিক করলে যদি একটা কি ম্যাপ পাওয়া যায়, তাহলে উপকার হয়।
আরে এটাও প্র্যাকটিস হয়ে যাবে। আমি তো মোবাইল থেকেই লিখছি, অবশ্যি আমার স্পিড কম।
হু,
ভাটিয়ালিতে আছে যেমন r2h বলেছে। "সাহায্য" বাটনের বাঁদিকে "পুরোনো গুরু" বলে একটি বাটন আছে, ওটাতে ক্লিক করো, লিখতে পারবে।
ভাটে গুরুর এডিটর আছে - পুরনো গুরু, তবে একটু ঘুরপথ। আমিও ঠিক তাই, গুরুর এডিটরেই বরাবর স্বচ্ছন্দ। ঐটাই প্রাথমিক লেখার কল হলে খুশি হতাম।
ইচ্ছে করেই টাইপো কারেক্ট করলাম না। গুরুর ফন্টে খুব তাড়াতাড়ি বাংলা লিখতে পারতাম। সেটা আর পারছি না। এটা যেমন খুশিতে লিখছি। গুরুর এডিটরটা যদি কোথাও রাখা যায় তাহলে বড় বাংলা লেখার অসুবিধেটা ঘোচে। আমি অভ্র বা রিদ্মিক নয়, গুরুতে লিখতেই অভ্যস্ত ছিলাম।
w diye ব-কার ki ফেরত aasabe না?
প্রতিটা শব্দ লিখে সেটা প্রিভিউ প্রিভিউ থেকে silekT সিলেক্ট করতে হচ্ছে।
প্র্চুর সময়
লাগছে mobaail থেকে লিখতে। মোবাাা
মানে যেভাবে ফন্ট চেঞ্জ করো
পিনাকি,
বাংলা-ইংরেজি মিশিয়ে লেখার বেস্ট উপায় হল, বাংলা লিখতে লিখতে ওপরে "যেমন খুশি" ক্লিক করে ইংরেজি লেখ, হয়ে গেলে তারপরে আবার "গুগল পদ্ধতি" বা "গুরু পদ্ধতি" ক্লিক করে বাংলা লেখো। মানে এটা হল ন্যাচারাল পদ্ধতি।
অর্জুন,
এটা দেখতে পারো, ব্রাউজারে মিক্সড কন্টেন্ট অ্যালাউ করার জন্য https://docs.adobe.com/content/help/en/target/using/experiences/vec/troubleshoot-composer/mixed-content.html
অরিন,
অরিনকেই মেসেজ দিচ্ছে অরিনের লেখা পড়ার জন্য, এটা দেখতে হবে, এটা একটু ইয়ে - হয়ে গেছে :-)
Atoz,
গুরুতে লেখার পুরোনো কলটা শুধু ভাটিয়ালি আর অন্য ফোরামের কমেন্টে আছে, নতুন টই বা ব্লগ বা খাতা লেখার সময় নেই, যদি একান্তই দরকার হয় তাহলে আপাতত, একটা উইন্ডোতে ভাটিয়ালি খুলে পুরোনো কলে লিখে, ম্যানুয়ালি কপি করে অন্য উইন্ডোতে নতুন টই/ব্লগ/খাতা তে পোস্ট করে দাও।
বাদ তো বিয়োগ,ধন্যই যদি হলেন তাহলে যোগই ভালো।
আদরবাসা টা জানি না। ইদানিং চলছে।
ধন্যযোগ বোধহয় তীর্থংদার কয়েন।
@r2h, আমি আগেও ডিডি 'র লেখা পড়েছি , এই লেখাটা ("কিচাইন") আমারও খুব ভালো লেগেছে । অনবদ্য স্টাইল ।
@:।:, একদম ঠিক । কেউ দারুন লিখলে আদরবাসা , আর কৃতজ্ঞতা প্রকাশকালে "ধন্যযোগ", এই দুটো কেন যে ভুলে যাই , :-)
৩টে ৫৭: কেউ দারুন লিখলে তাঁকে আদরবাসা জানাতে হয় অরিন বাবু। এফওয়াইয়াই মাত্র। সদ্য লব্ধ জ্ঞান।
@অরিন ০৩:৪৪ - "...এক মহাপ্রভু দেখলাম আলু ফুলকপির বাটিচচ্চড়িকে ফুলকপির হাইকু না ঐরকম কি একটা নাম দিয়ে একটি আমন্ত্রিত লেখায় অভিহিত করেছেন, জনতা তাতে ধন্য ধন্য করছেন..."
ইয়ে, মানে, আপনি ডিডির লেখা পড়েননি আগে?
বাহ, দারুণ লিখলেন তো!