কী বাজে জায়গা! এখানে তো গাড়ি গাড়ি ক্যাটফিশ!
কী?
এদিকে শ্যালদাও পাঁচতারা হোটেল হয়ে গেছে শুনলাম। অতিমারী পরবর্তী যুগে নতুন বেড়ানোর জায়গা হিসেবে স্টেশানেরা উঠে আসবে :-(
আহা!
জান মিঠু পুণে ইস্টিশান প্রাইভেট হয়ে যাওয়ায় প্ল্যাটফর্ম টিকিস ৫০/- টাকা হয়ে গেছে
শুনেই মনটা কেমন হুহু করতে লাগলো
এইতো আমি যাব ভাবছি সামনের মাসে
যাহ! কাবানা ফিশ তন্দুরি বন্ধ করে দিল।
সম্বিৎ , ওদেরকে স্বাগতর ঠিকানা দাও ,
কেউ কি কোলকাতা যাচ্ছে/ন?
হন্ডুরাস যাওয়া যাচ্ছে শুনলাম:-)
কী বাজে জায়গা! এখানে তো গাড়ি গাড়ি ক্যাটফিশ!
ওহে, লসাগু, জীবনের ভাল ভাল জিনিস একে একে উবে যাচ্ছে। দুহপ্তা আগেও কাবানা থেকে ক্যাটফিশ তন্দুরি নিয়ে এলাম। আর এই উইকেন্ডে গিয়ে দেখলাম ফিশ তন্দুরি করা বন্ধ করে দিয়েছে ক্যাটফিশের সাপ্লাই কমে দাম বেড়ে গেছে বলে। বার্কলে যাবার আর কোন উৎসাহই রইল না। কোরোনা, দাবানল সব ঠিকই আছে, কিন্তু 2020 ইতিহাসে লেখা থাকবে যে বছর কাবানা ফিশ তন্দুরি করা বন্ধ করে দিয়েছিল এই মর্মে।
গুরু তো প্রতিষ্ঠানই - চটি সিরিজের বইয়ের পেছনে লেখাই থাকে।
গুরু কী প্রতিষ্ঠান হয়ে উঠছে?
টইটার নাম আরেকটু কাব্যিক করা যেত না? এই যেমন চন্ডালিকা টাইপের কিছু।
বড়েসের "বেঁচেও বেশি লোক ফিরবে" শুনে এই এত ঝামেলার করোনাকালেও খানিক হেসে নিলাম। ঃ-)
আফ্ৰিকাৰ প্ল্যানটা করে ফেলতে হবে তো
আসছে না।
এবারে সাইট থেকে কেটে পড়তে হবে। শিব্রামের সেই বিখ্যাত স্যরের সাধুভাষায় যাকে বলে, " নিষ্ক্রান্ত হইতে হইবে।" ঃ-)
আসছে তো, @Ish - এ তিনটে লেটার টাইপ করলেই পুলাডাউনে Ishan আসবে। এখন কার্সার তো অনমিত্র-র পরে রয়েছে
এই যে।
ঈশানের ইউজার নাম ইংরেজিতে - @Ishan - দিলে হবে
আমি ফলো করেই করছি তো। হচ্ছেনা।
আগেরদিন হল। আজ হচ্ছেনা।
লেখার মধ্যে কাউকে @ দিয়ে ট্যাগ করতে গেলে তাকে ফলো করতে হবে, মানে সেই লেখকের</>ব্লগারের গ্রাহক হতে হবে
আর কাল থেকে দেখি কতজন লিখে গেছেন খেরোর খাতায়!
য়বে উপরে হোমে দেখি দিব্বি নোটিফিকেশন চলে আসছে! এমনকি আমি কী কী করেছি, তাও আমাকে বলে দিচ্ছে!!
আমিই কি খালি ট্যাগ করতে পারছিনা?
একটা না মাঝে বাদ পড়ে গেছিল মনে হয়। অনুমান করা যায় "যতদিন অপাঠ্য মনে না হয়" লিখতে গিয়েছিলেন।
অ-অবাবু ইউনিক বটেন। ঠিক ২ত২-তে বল্লেন : "যেহেতু প্রথম কিস্তি থেকে এই লেখাটা শুরু করেছি পড়তে তাই যতদিন অপাঠ্য মনে হয় পড়ব।"
লোকে সুখপাঠ্য, এমনকি পাঠ্য বই-ও পড়েন শুনিচি কিন্তু অপাঠ্য না হলে পড়বোই না এমন বাপু আগে দেখি শুনি নি। যাবৎ বাঁচি ইত্যাদি!
'দেশ' আমার প্রথম, শেষ কোনো আশ্রয়ই নয়। নিয়মিত পড়িও না। যেহেতু প্রথম কিস্তি থেকে এই লেখাটা শুরু করেছি পড়তে তাই যতদিন অপাঠ্য মনে হয় পড়ব। আমার তো ধারণা আপনি 'দেশ' পড়েন! @এলেবেলে
বাঙালির কাছে 'লন্ডন' ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় থেকে ঝুম্পা লাহিড়ী এইরকম একটা টাইমলাইন ফ্রেম করে ইন্টারেস্টিং স্টাডি হতেই পারে।
আমরা আন্তর্জালে ফেঁসে গেছি/আছি। @অরিন-দা
আমি যেমন ঠিক করেছি কোনোদিন প্লেনে চড়বো না । একদম না । পায়ে হেঁটে,বাসে করে, সাইকেলে, ট্রেনে, ফেরিতে করে, নৌকোয় , জাহাজে যতদূর পারবো যাবো । :-)