ইন্টারেস্টিং দেখ টি
চীনারা ইংরিজি নাম কি চীন ছেড়ে অন্য ইংলিশ স্পিকিং দেশে গেলে তখন নেয়?
ধন্যবাদ। চিত্রলেখা। যাদবপুর। ফিজিক্স। মিলে গেল।
বাঙালিই কেন হেজিমনিত, তার একটা সোশিও-পলিটিক্যাল ব্যাখ্যা আছে। আঠারো ও উনিশ শতকের বাংলার সামাজিক ইতিহাস নিয়ে যাঁরা তন্নিষ্ঠ চর্চা করেন, তাঁরা জানবেন বাঙালি সমাজে 'কর্তা' শব্দটার কী মারাত্মক দাপট ছিল। মেয়েদের কীভাবে মার্জিনালাইজ করা হয়েছিল। এবং তার সূত্রপাত কেন বাংলাতে হয়েছিল। বিস্তর লেখাপত্তর আছে এই নিয়ে। শালা খ আসছে না কেন এখানে?
ডাকনাম নেই এরকম অনেক লোক তো আছেন বটেই। বাঙলাতেই। আমেরিকাতে আবার প্রত্যেক নামের একটা ডাকনাম আছে। যেমন ডাকনাম টিম মানে ভালো নাম মোস্ট লাইকলি টিমোথি। কিন্তু বাঙলার বাইরেও নিস্চই আছে। বিট্টু ডাকনামের ছেলের ভালো নাম নিশ্চই অন্যকিছুই হবে।
আমার কোন ডাক্নাম ছিলোনা বলে খুবই দুঃখ ছিলো। এই সেদিন গুরুর দৌলতে পেইচি। একখানি হেজিমনিহীন বিশুদ্দ ডাক্নাম ।
আমার চেনা বাবলির ভালনামও বাবলি। বান্টি চিন্টু এসব হতেও পারে ডাকনাম। নিশ্চিত নই।
হ্যাঁ বাঙালিরাই কেন হেজিমনিত এটাও আমার প্রশ্ন ছিল, মানে কেন বাঙালিদেরই একেবারে আলাদা দুটো নাম থাকে।
কিন্তু সেই যে একটা সিনেমা হল "বান্টী অওর বাবলি ', এগুলো অবাঙালীদের ডাকনাম নয় ?
আর বাঙালীরাই শুধু হেজিমনিত কেন ?
হ্যাঁ, করেছেন তো। ড: সুবোধ সোম, যাদবপুরের উপাচার্য ছিলেন। মারা গেছেন।
হ্যাঁ, হেজেমনির ব্যাপারটা সঠিক। এই কারণে অনেকেরই একাধিক ডাক নাম থাকে।
যাঁরা গান নিয়ে সিরিয়াস চর্চা করেন তাঁদের কাছে এক গানকানার দুটি বিনীত অনুরোধ ---
১. সুবিনয়ের গাওয়া 'গভীর রজনী নামিল হৃদয়ে' গানটির রেকর্ড ভার্সনটা দিতে পারেন? লাইভ গান চাই না।
২. চিত্রলেখা চৌধুরী শেষ অবধি বিয়ে করেছিলেন? একটা পার্সোন্যাল এক্সপেরিয়েন্স জড়িয়ে থাকার কারণে জিজ্ঞাসা করছি।
কেন পাই? আমি কি তোমান্নামে কিছু বলেছি? ;-)
হ্যাঁ হেজিমনি ভাঙা হতেও পারে। আমাদের নাম আমাদের বাবা জন্মের আগেই ঠিক করে রেখেছিল। তা আমার বেলায় দাদু নিজের রাখা নামটা ভালনাম হিসেবে জারি করতে না পেরে সেটাকেই ডাকনাম রাখে আর মামাবাড়ির সবাইকে বলে দেয় ঐ নামেই ডাকতে। এদিকে অন্য মামারা আবার সেটাকে ভাঙতে যে যার পছন্দমত নামে ডাকতে শুরু করে।
কিন্তু সত্যি এই প্রশ্ন আমার অবাঙালি বন্ধুরা আগেও করেছে, যে কেন এমন বিলকুল আলাদা নাম। আর এটা এপার ওপার দুপার বাংলায়ই সত্যি।
সেদিন সাহানা বাজপেয়ীর গলায় গানটা এখানে কেউ পোস্ট করেছিল।
এই দুজনও কী চমৎকার গেয়েছেন গানটি।
চীনা দের অনেকের দুটো নাম থাকে, একটা ইংরেজি, আর একটা চৈনিক ।
হ্যাঁ হ্যাঁ ধরেন ঃঃ) একপিস রিভিউ পাতে পড়ুক।
আরে ডিডিদাদা থাকলে এক্ষুণি বলতেন এ আর এমন কি! আমরা তো কবেত্থেকেই জানি :-p তবে স্বাতী (রায়) লিখেছিল গোয়েন্দা দময়ন্তীর কথা। ফেসবুকে মনে হয়। দাঁড়া ধরি ওকে বিস্তারিত লেখার জন্য।
ওহ, দমদির জন্য আবার আমার সেই কালো খাতাটা বের করতে হবে দেখছি!
♠^^[♣
হেজিমনিকে ভাঙাটাই উদ্দেশ্য মনে হচ্ছে। যেমন আমার মাসতুতো ভাইয়ের ভালো নাম অভিষেক। শুনলেই ময়ুর সিংহাসন ও যাবতীয় হোনস এন্ড ব্রামস ইত্যাদি মনে পড়ে। তো হেইডারে চ্যালেঞ্জ করেই ওঁর ডাক নাম নানচাকু রাখা হয়। ব্রুশ লি তথা আপামর প্রলেতারিয়েতের অস্ত্র।
বলুন @Atoz
ওকে, পড়ে দেখতে হবে। মহিলা বলে ক্যারেক্টার টাইপ আলাদা কিনা বোঝার কৌতূহল ছিল।
বহু জায়গাতেই বিশ্বকর্মা পুজোর ধুমধাম। কাল থেকে দেখি মাইক্রোস্কোপ পিসিয়ার আর যাবতীয় মেশিন পরিষ্কারের সে কী ধুম। আগে তো সবাই মিলে হইচই করে বসে খাওয়াদাওয়া হত। এবারে প্যাকেট।
ইন্সটিটিউটগুলোর সবচেয়ে বড় পুজোই মনে হয় এটা।
দমদি, আসাম বিহার আর আরো অনেক জায়গাতেই ডাকনাম শুনেছি কিন্তু।
ট্রাইবাল কম্যুনিটিতেও পাই। এই চক্করে আমার সার্ভের ডাটা নিয়ে যা চাপ খেতে হয়েছে, কে যে ভাল নাম আর কে যে ডাক নাম বলে রেখে দিয়েছিলেন! বালিকাদের আবার আরেক ফ্যাকড়া। সেখানে কেউ কেউ আবার নিজেই নিজেকে পছন্দমত নাম দিয়ে ( যেমন খর্জমালা নিজের নাম দিয়েছে মধু বা রণিতা এরকম) রেখে সেই নামটাই বলে দেয়!
আমি বিজ্ঞাপন দেখলাম। পেশায় ইতিহাসের অধ্যাপিকা। ডাকনাম কী তা ব্লার্বে লেখেনি। একবার স্বামীর বাল্যবন্ধু এক পুলিস আধিকারিককে একটি জটিল কেসের সমাধান করে দিয়েছিলেন। তারপরেই নামডাক ছড়ায়। ইনি কখনো শারীরিক শক্তি বা আগ্নেয়াস্ত্র ব্যবহার করেন না। মগজাস্ত্র প্রয়োগ করে থাকেন। এছাড়ার অপরাধীর মনস্তত্ত্বের জটিল বিবরণও করে থাকেন। মুদ্রণ প্রশংসনীয় ও লালিত্যময় প্রচ্ছদ।
দ-দি, আমার যেহেতু আজ অবধি পাসপোর্ট নেই এবং বাংলার বাইরে থাকার অভিজ্ঞতাও নেই; তো আমার ধারণা অনুযায়ী এখানে সম্ভবত বাঙালিদের একটা আধিপত্যবাদ কাজ করে। বাড়ির কর্তা প্রত্যেকের ভালো নাম রাখার অধিকারী (নইলে ঠাকুরবাড়িতে সবাই আর নাথ হয় কেন!), সেই হেজিমনিকে খুব সন্তর্পণে ভাঙার জন্য কর্তার অধীনস্থ পরিবারের বাকিরা তাকে নিজেদের পছন্দসই অন্য একটা নামে ডেকে তাদের অধিকারবোধটাকে বজায় রাখে। আজ যেহেতু মাসতুতো বোনের থিম চলছে শুনলাম, তাই বলি আমার এক মাসতুতো বোন (ভালো নাম জানি না, প্রয়োজনও বোধ করিনি) যাকে সবাই রোমি বলে ডাকে, আমরা দু ভাই তাকে প্রথমাবধি টুকটুকি বলি! বা আমার মামীমা। অন্যেরা মামী, মাইমা। আমার ডাকা মামিয়াটা তাঁর ভারী পছন্দ। এটা বলা বাহুল্য, আমার ধারণা।
গোয়েন্দা দময়ন্তী পড়ি নাই। এক্টু ক্যারাক্টার আউটলাইন বলো, ইনি কী টাইপ? পুগো দের মত আইএসটিজে নাকি মহিলা হওয়ায় আইএসএফজে বা আইএনটিজে ধাঁচে গড়া?
একটা রিভিউ যদি নাবিয়ে দাও সবচে ভালো হয় ঃঃ))
কী জানি, আমাকে পোস্ট পুরো সাদা দেখাচ্ছে। নেট স্লো বলে কি?
আর পাত্রপাত্রী বিজ্ঞাপন দিয়ে এই আনালিসিস তো মৈত্রীশ ঘটকরাই করেছেন, পেপার পত্তর আছে।
আচ্ছা আমার দুটা প্রশ্ন আছে। এক বাঙালিরাই কি একমাত্র যাদের দুটো করে নাম থাকে? ভালনাম আর ডাকনাম। দুই হল কেন?
মানে ধরুন বার্বারা থেকে বার্বি বা সুজান থেকে সুজি এমন ছোট করে নামএর কথা বলছি না। ও প্রায় সকলেরই হয়। কিন্তু বাঙালিদের ক্ষেত্রে একেবারে আলাদা নাম হয়। যার ভালনাম লোপামুদ্রা তার ডাকনাম হল পলি। আবার যার ভালনাম পলি তার ডাকনাম হয়ত বুবলি বা টুপসি।
আমার অফিশিয়াল ডাকনাম যেটা দাদুর রাখা সেটা ইংরিজিতে বা বাংলায়ও ভালিওনামের চেয়ে সাইযে বড়। এছাড়া আরো খান চার পাঁচ ডাকনাম ছিল। এখন অবশ্য সাকুল্যে দুটোতে এসে ঠেকেছে।
কিন্তু যাহোক প্রশ্ন হল "--" এর ডাকনাম কেন ঝিনি? :-p
ওরেঃ, বাংলা সাইত্যে মহিলা গোয়েন্দা হিসেবে দময়ন্তীর নাম আপনারা জানতেন? পড়ুন রহস্য সন্ধানী দময়ন্তী সমগ্র। মনোজ সেন, বুক ফার্ম, সাড়ে তিনশো টাকা।
" আপনারা ম্যাট্রিমনির বিজ্ঞাপন থেকে ডেটা অ্যানালিসিস করবেন! পেন্নাম হোক কত্তা। "
:-), একেবারে সত্যি কথাটি বললেন ।