ম্যাগস্যাসে অ্যাওয়ার্ড - নানা ক্যাটাগরিতে অনেক ভারতীয় পেয়েছেন। জানি না অর্জুন ঠিক কোন ক্যাটাগরিতে মমতা ব্যানার্জির নোমিনেশন ভাবছে, ধরে নিচ্ছি ইমার্জিং লিডারশিপ, যেটাতে ২০০৬ সালে পেয়েছেন অরবিন্দ কেজ্রিওয়াল। আর একটা ক্যাটাগরি হল গভর্নমেন্ট সার্ভিস, যেটাতে ১৯৯৬ সালে পেয়েছিলেন কিরণ বেদী। এগুলোতে মমতার নাম সুপারিশ করার মতন কিছু বোধহয় হয় নি। আর আছে, লিটারেচর ক্যাটাগরি যাতে পেয়েছেন মহাশ্বেতা দেবী। মমতার সাহিত্যকর্ম ম্যাগস্যাসে নোমিনেশন পায় নি কেন, সেটা একটা প্রশ্ন, অর্জুন বোধহয় সেটা নিয়েই কোশ্চেনটা করেছে।
আমি ডিসারবিং ক্যান্ডিডেট কে ডিস্টারবিং ক্যান্ডিডেট পড়লাম।
যেমন খুশিতে কপি-পেস্ট করলে বিচ্ছিরিভাবে বঙ্কিম হরফ হচ্ছে কেন আর দুটো শব্দের মধ্যে অতিরিক্ত স্পেস এসে যাচ্ছে কেন কত্তিপক্ষো জবাব চাই, জবাব দাও। দুকুরবেলা দেকেচিনু, অ্যাকোন মনে পড়ল বলে কয়ে গেনু।
আচ্ছা আমার দুটো কোশ্নো।
১. ঢাকাইয়া 'বাঙাল'রা পণ্ডিত রঘুনাথ সরকার সম্পর্কে কিছু জানেন?
২. বাকিরা মানে ফরিদপুর-ময়মনসিংহের 'বাঙাল'রা 'দ্বাদশ রুদ্র' কারা ছিলেন তাঁদের নামগুলো বলতে পারবেন?
ইয়ে মানে গুগলিয়ে উগলে দেবেন না। প্রাইমারি রেফারেন্স দেবেন প্লিজ। ভগোমান আপনাদের সবার মঙ্গল করবেন।
এখানে অনেকদিন থেকে একটা কথা বলব ভাবছি। ২০১১ র পরে বা আগেও মমতা বন্দ্যোপাধ্যায়কে Ramon Magsaysay দেওয়া হল না কেন? ওঁর মত ওরকম ডিসারবিং ক্যান্ডিডেট আর ছিল না! পলিটিশিয়ানদের কি দেওয়া হয় না? মহাশেতা দেবী তো one of the recipients , উনিই নমিনেট করতে পারতেন !
বিখ্যাত সব রয়্যাল মরাঠা ডিনেস্টিরা কেউ ক্ষত্রিয় নয় বরং নিম্নবর্গীয়। কোলহাপুরের ছত্রপতিরা ভোঁসলে, বরোদার গায়েকওয়াড়রা আসলে গো পালক, গোয়ালিয়রের সিন্ধিয়ারা আসলে 'শিণ্ডে'।
সবাই না , chat room
এক্খান what if দি!
ধরুন মোদিজি হতেন পত্থম প্রধান্মন্ত্রী। তখন কে বা কিরকম মানুষ সংবিধানের জনক হতে পারতেন?
সেতো আছেই। আফ্রিকান আমেরিকান বলাহয় মানেই কি আর সব সমস্যা সমাধান হয়ে গেছে।?
বড়েসের জন্য অবশ্য ধন্যযোগ রইল। গুরু ও চন্ডালগণ আপনার মঙ্গল করবেন।
ভারতীয় সংবিধানের জনক এক চণ্ডাল ।
কিছু মনে করবেন না এখানে সবাই কি কল্লোল যুগের আগের লোকজন ?
৩ আলাপের টপিক দেখে দেখে মনে হলো আরকি
জানি না কবি হলে ঠিকই আছে - ফিরে চলো সেই ...
চণ্ডাল বনর্ণাশ্রমের বাইরে , নিষাদ গোত্রীয় লোকজন | কিন্তু আগে চণ্ডাল বলে গাল দেয় হতো , আর পরে ভালোবেসে বুকে টেনে নমঃশূদ্র হয়ে গ্যালো এতো লিনিয়ার নয় , মনেহয় :) প্রাচীন পুঁথিপত্রে চণ্ডাল , শক্তিশালী শিকারী টাইপ লোকজন যাদের স্থানীয় দলনেতাদের সঙ্গে সুসম্পর্ক রাখা জরুরি ছিল , রাজনৈতিক কারণেই | পরবর্তী তে শিকারের গুরুত্ব কমল , পেশাগত ভাবে চণ্ডালরা কোনঠাসা হলো , ইঁদুর খেয়ে মাদুর বুনে একেবারে প্রান্তিক জীবনে চলে গ্যালো | অনেক অনেক পরে ,আইনসভায় মুসলমান দের আইনসভার প্রতিনিধিত্ব কমানোর তাগিদে বর্ণহিন্দু নেতারা এই নমঃশূদ্রের লাল মুলো ঝুলিয়েছিলেন |
নমঃশুদ্র, আগে যাদেরকে গাল দিয়ে চন্ডাল বলা হত, তারা বর্নাশ্রমের বাইরে মনে হয়।
ইনফিনিটি সংখ্যা নিয়ে কাজকর্ম। বা সিরিজ নিয়ে কাজকর্ম।
ঢাকা, ফরিদপুর ও ময়মনসিংহের বাসিন্দাদের হাত উঠলেও এখনও পর্যন্ত যশোর ও বাখরগঞ্জের কেউ হাত তোলেননি। ঝটপট তুলে ফেলুন। রাতের দিকে আসছি।
dekhi keman lekhaa Jaay
আদিবাসীরা , এখন যাঁদের < ST> বলি তাঁরা কি বর্ণাশ্রমপ্রথায় আসেনই না ? ব্যাধ, শবর ?
eTaa Jeman khushi
এটা গুগুল পদ্ধতি
হ্যালো এটা গুরু পদ্ধতি।
গুরু কিন্তু খাসা হয়েছে।
হাই ইস্কুলে অঙ্ক নিয়ে রিসার্চ করার টপিক কেমন হতে পারে অঙ্ক গুরুকুল কিছু হদিশ দিতে পারেন? মানে, দিলে অতিকৃতজ্ঞ থাকি। আমি কিনা অঙ্কে সারে তের।
এসবের অনলাইন রিসোর্স কেমন পাওয়া যায়? দেখেছি আপ্নেরা য়্যাকাডিমিক ওয়েবসাইট মাঝে মধ্যে দেন হেথায়, তেমন কিছু কার্যকরী পাওআ যায়?
এটুকুই চাওয়ার ছিল ...
হ্যাঁ পড়লাম।
হি ইজ পুয়র এট সার্কাজম। ছড়িয়েছেন নির্ঘাৎ।
অ্যাপ নেই, কপি পেস্ট করতে পারি না :(
এখানে পাওয়া যাবে না?
স্বপ্নময় চক্রবর্তীর 'সার্কাজম'মূলক পোস্টটা কেউ পড়লেন? ফেসবুকে পাওয়া যাচ্ছে।
জিফ দেখি না কম্প্যুতে ক্রোম এজ আই ই থেকে, চমত্কার আসছে ফোনএ ক্রোমে