ডিসিকে অনেক দিন পরে দেখতে পেলাম। আশা ভোঁসলের জন্মদিন উপলক্ষে স্টক থেকে কিছু পছন্দের গান আপলোডান দিকি। একটু অন্য কিছু শুনি।
সিদ্ধার্থ মুখো ? তিনি তো দেকচি নিজেই নিজের লেখাকে অপূর্ব অভূতপূর্ব হেবি হিউমর বলচেন, বলেই চলেছেন। মাঝেমধ্যে স্বাদ পাল্টে ইঞ্জিরিতেও নিজের পোশংসা কচ্চেন। বেড়ে খোরাক! কমেন্ট বাড়ানোর এমন ফুলপ্রুফ পদ্ধতিটি কোর কমিটি কনসিডার কোত্তে পারে।
ওইটা আমার আ্যডভাইসরি ফি। গুরুত্বপূর্ণ, চিন্তাশীল, প্রয়োজনীয়, কৃতযোগ্য, সময়োচিত, বোধ্য, অননুকরণীয়, অসাধারণ আ্যডভাইস দিন এবং জিতে নিন আপনার আ্যডভাইসরি ফি।
দু, কুকুর নিয়ে 'আদিখ্যেতা' আমি জন্মাবধি দেখে আসছি:-) নতুন কিছু না।
"লেখককে সম্পূর্ণ অন্ধকারে রেখে লেখা এডিট করে পাবলিশ করা একেবারেই মেনে নেওয়া গেল না। "
যদি সত্যি এমন হয়ে থাকে, সেটা সত্যি মেনে নেওয়া যায় না | অন্ততপক্ষে প্রকাশ করার আগে লেখকের পূর্ণ অনুমতি নেওয়াটাই রীতি। ত
বে সম্পাদক মণ্ডলী এবং লেখকরা মিলেমিশে একই ডকুমেন্ট এডিট করতে পারলে মনে হয় ভবিষ্যতে এই ধরণের ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা থাকবে না। যদি সরাসরি কোলাবোরেটিভ এডিটর নাও ইমপ্লিমেন্ট করা যায়, গুগল ডক ও বিশেষ ধরণের লেখার জন্য ব্যবহার করে দেখা যেতে পারে। একসঙ্গে লেখক সম্পাদক এক পেজে লিখতে থাকলে নিজেদের মধ্যে এডিটিং নিয়ে চিন্তাভাবনা গুলো শেয়ার করতে পারবেন।
notun ra sorasori ekhane?
keno ami to suru theke ekhane asi, ar kew dekhteo pay na
besh ekta supepower