এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • বোদাগু | 49.37.***.*** | ০৮ সেপ্টেম্বর ২০২০ ২২:৪২459184
  • এল সি এম, একটা মজা করেই পোলিং করো না। কি আছে।
    বোদাগু
  • বোধিসত্ত্ব দাশগুপ্ত | 49.37.***.*** | ০৮ সেপ্টেম্বর ২০২০ ২২:৪১459183
  • ম্যাক্সি মিন দি, কেমন আছেন।
    না আমার ইকোনোমিক্স পড়েন কোন খুড়তুতো ভাই নেই। তবে দূর সম্পর্কের বা এখন যোগাযোগ নেই, কেউ আছেন কিনা ফস করে মনে পড়ছে না।

    ও তাই নাকি। বাঃ। শান্তিনিকেতন ছোটো জায়গা তো, হতে পারে।

    বোধিসত্ত্ব দাশগুপ্ত
  • lcm | 2600:1700:4540:5210:9d2d:f85:9fa8:***:*** | ০৮ সেপ্টেম্বর ২০২০ ২২:৩১459182
  • আমার তো মনে হয় সাইট বিষয়ে সবার কমেন্ট ইম্পরট্যান্ট। এই যে টি বলল প্রথম পাতার চকরাবকরা নিয়ে - এটা তো শুধুর টি-এর কমেন্ট নয়, টি শুধু কষ্ট করে লিখেছে, এটি নিয়ে স্বাভাবিকভাবেই অনেকেরই বক্তব্য আছে এবং থাক উচিত। অ্যাটোজ তো প্রায়ই এ নিয়ে এক দু লাইন লেখে। বা, ধরো অন্য বিষয় - যেমন লেখার সাইজ নিয়ে, যেমন এই বোধি লিখেছে।

    টেকনিক্যালি, গুরুতে লেখার সাইজের কোনো লিমিটেশন নেই। উদাহারণ হিসেবে, মলয় রায়চৌধুরীর কয়েকটি লেখা, বা, এলেবেলের গান্ধী বিষয়ক লেখা - এগুলি দীর্ঘ সাইজের, কোনো অসুবিধে নেই। পাঠকের কম্পুতে (বা ফোনে) পুরোটা লোড করতে টাইম নেয় কি না, সেটা একটা ব্যাপার, কিন্তু সেটা অন্য ব্যাপার। সেটা খানিকটা ঐ - ওজন বেশি বলে বইতে কষ্ট হয়, তাই এই বই পড়ব না - টাইপের ব্যাপার।

    মোট কথা, টেকনিক্যালি কোনো রেস্ট্রিকশন কিছু নেই।
  • r2h | 73.106.***.*** | ০৮ সেপ্টেম্বর ২০২০ ২২:২৬459181
  • সেদিন আমি পাতলা বইয়ের ওকালতি করছিলাম, তাছাড়া আমার মিটিংটা শেষ হচ্ছে না, তাই ভাবলাম হনুদার শব্দসংখ্যার পোল নিয়ে কথা বলি।

    বিদ্যাচর্চার জন্যে চাই বড় বড় বই, আর অ্যাকটিভিজমের জন্যে চাই ছোট ছোট বই। আবার অ্যাকটিভিজমের পথপ্রদর্শকদের মোটা বই পড়তেই হবে। মানে মোটা বই ব্যাপারটা অপরিহার্য বটে, তবে সবাই সেসব পড়বে না, তাই কিছু মানুষ পণ্ডিত হবে আর কিছু মুখ্যু - ওরকম চাইলে শুধু মোটা বইয়েই চলবে তবে লোকশিক্ষে চাইলে পাতলা বই ছাড়া উপায় নেই।

    এমনিতে অল্প কথাতেও বলা যায়, যেমন ধরো আমি বল্লাম 'মানবজাতি বদ'। তাতে সমাজ সংস্কৃতি ইতিহাস ভবিষ্যৎ অর্থনীতি - সব নিয়েই বলা হলো। তবে তাতে কোন উপকার হয় না, তাই এসব জ্ঞানের কথা আমি বেশি বলি না।
  • T | 146.196.***.*** | ০৮ সেপ্টেম্বর ২০২০ ২২:০৩459180
  • গুরুর আপিশ হয়ে একটা সুবিদে হয়েছে যে সাইটে কিছু হলেই এবার থেকে কলেজ স্ট্রীটে গিয়ে কালো ঝান্ডা নিয়ে বিক্ষোভ দেখিয়ে আসা যাবে। হা হা হা...
    খনুদা অ্যামন মুষড়ে পল্লে ক্যানো, শব্দসংখ্যা বেঁধে দিয়ে ট্যুইটার হয়, পোবোন্দো হয় না।

    মিনিদি অনেককাল বাদে...

  • maximim | 117.194.***.*** | ০৮ সেপ্টেম্বর ২০২০ ২১:৪৯459179
  • সত্যি অনেক দিন পর।

  • maximin | 117.194.***.*** | ০৮ সেপ্টেম্বর ২০২০ ২১:৪৫459178
  • মানে আমর স্বামী বোধহয় তোমার বাবাকে চিনত।

  • r2h | 73.106.***.*** | ০৮ সেপ্টেম্বর ২০২০ ২১:৪৩459177
  • ম্যাক্সিমিনদি অনেক দিন পর।
  • r2h | 73.106.***.*** | ০৮ সেপ্টেম্বর ২০২০ ২১:৪২459176
  • সইত্যের খাতিরে বলে যাই আমি কিচ্ছু করিনি। যেখানে সার বেঁধে রং বেরঙের প্যাঁচা বসে আছে সেখানে বসানোর জন্যে কাস্টম ছবি তথা লোগো এঁকে দেওয়ার কথা ছিল, তাও দিইনি। এবং কিছু কিছু লেখার সঙ্গে এখনো বিমূর্ত দরজা পাথর আঁকিবুঁকি ঐসব আসছে, সেসবের কাস্টমাইজড ছবি বানাও হয়নি - ঐ না বানানোটুকুও আমার অবদান।

    চেপেই যেতাম কিন্তু হনুদা দেখছি আমার নামটা এক্কেবারে সামনে বসিয়েছে, তাই বিবেকের তাড়না।
  • maximin | 117.194.***.*** | ০৮ সেপ্টেম্বর ২০২০ ২১:৪১459175
  • বোধি তোমার খুড়তুতো ভাই কি ইকোনমিকসের? জে এন ইউ তে ছিল? পরে অস্ট্রেলিয়ায়?

  • বোধিসত্ত্ব দাশগুপ্ত | 49.37.***.*** | ০৮ সেপ্টেম্বর ২০২০ ২১:২৫459174
  • আমার আবার আনন্দবাজারে অ্যালার্জি ঃ-))) আমি লেখক না , লেখা লিখির অলটারনেটিভ এ পিটি করতে চেয়েছিলাম দাদা। অতএব এলে, আবাপ তে লেখার জন্য আপনার , অরিন এর আর সৈকত এর নম্বর কেটে নিলাম। ঃ-)))) [জাস্ট কিডিং, আমার ওনাদের পোসায় না, বুক অফ রেকর্ড্স অলরাইট, বিগেস্ট হিপ অফ ক্র‌্যাপ আদারওয়াইজ ]

    যাক গে, একটা ভোট হোক, এল সি এম গুরু একটা পোলিং হয়ে যাক, পোলিং টুল তোমাদের ভবিষ্যতে অন্য কাজেও লেগে যেতে পারে। পোলিং এও শব্দ সঁখ্যা মেপে দিয়ো। তোমরা তো আপাতোতো ম্যাজিসিয়ান। যা আপাঅতত সবাই সময় দিছো টেকনিকালি, কিউরেশন এ , ভাবাযায় না, হুতো তুমি পিনাকি সৈকত ইপসিতা সবাই কেই অনেক ধন্যবাদ জানাই, আরো কতো লোকের নাম ই জানি না, তাদের কেও ধন্যবাদ। সত্যি ই সকলে মিলে প্রচুর কাজ করা হচ্ছে বোঝা যায়। আগে আমরা মোটামুতি ১৯৮৭ সালে দেবা চেঞ্জ রিকোয়েস্ট ১৯৯৭ এর মধ্যে পেলে খুশি হতাম। আপত্তি ছিল না, কারণ দশ বছরে সৈকত আরো কিছু এমন লিখে দিত , পোবোন্দো সহ, মোন টা খুশি হয়ে যেত। এখন রেসপন্স টা জাস্ট কল্পনাতীত। আন্তরিক ধন্যবাদ। একজন ফোনে ধরেছিলেন, আমফান এর সময়, যা বুঝলাম, গুরু র আপিশ মত আছে, তাঁদের কেও ধন্যবাদ। এই সুযোগে জানিয়ে ফেললাম।

    গুরুর পাঠক দের মেজরিটি সংক্ষিপ্ত (শব্দ সংখ্যা মেনশন করে দিয়ে) প্রবন্ধ (বুলবুল ভাজা, ভাটের পোস্ট, টৈ বা পোস্ট, হরিদাস পাল --ক্যাটেগোরাইজ করেও শব্দ লিমিট হতেই পারে। ) চাইলে, এখানে আর প্রবন্ধ লিখবো না। মিটে গেল। মানে দিস ইজ পিসিং মি অফ ফর ইয়ার্স ঃ-)))) রাগ এর কিসু নেই, এটা ম্যাটার অফ প্রিন্সিপল। গুড রিড্স এ নেই, এখানেও থাকবো না চাপ নেই। মানে পড়বো, লিখবো না। কারণ আমি বেঁটে বা সরু করে ভাবি ই না ঃ--))))))

    এই সব লিমিটামি অনেক জায়্গাতেই আছে, গুরুচন্ডালি তে , কাগুজে গুরু সহ কখনো সেটা ছিল না। সেটা তার পাঠক দের না পোসালে বা নিজেরাই অবস্থান পরিবর্তন করার রাইট গুরুচন্ডলি সাইট বা অন্য আউটলেটের আছে। আমি ঠিক জানিনা কি কি আউটলেট আছে। ফেয়ার এনাফ।

    বোধিসত্ত্ব দাশগুপ্ত
  • গুরুচণ্ডা৯ | 14.139.***.*** | ০৮ সেপ্টেম্বর ২০২০ ২১:২৩459173
  • প্রকাশিত,  অতিমারী, মৃত্যু, শিকারী ও শিকার নিয়ে  তিনটি লেখা,

    মৃত্যুর মূল্য, কোভিড-১৯ - ভিন্নতর পথের সন্ধান  - ডঃ জয়ন্ত ভট্টাচার্য

    https://www.guruchandali.com/comment.php?topic=18784

    কোভিড মৃত্যুর হার কি সত্যিই কম? -দিলীপ ঘোষ

    https://www.guruchandali.com/comment.php?topic=18788

    অতিমারী - শিকারী ও শিকার - বিষাণ বসু

    https://www.guruchandali.com/comment.php?topic=18782

  • T | 146.196.***.*** | ০৮ সেপ্টেম্বর ২০২০ ২০:০২459172
  • যতটুকু টেক না থাগলেই নয়, ততটুকুই থাকুক, এইরম চেয়েছি। উতলা হবেন না, কর্তৃপক্ষ হেইসব আবদারে কান থোড়াই দেবেন! :)

  • সব পেলে নষ্ট জীবন | 151.197.***.*** | ০৮ সেপ্টেম্বর ২০২০ ১৯:৫১459171
  • এ কি অসম্ভব আবদার!

    এবার যদি আমি বলি প্যান্টুলুন আবিষ্কারের জন্য হোমো স্যাপিয়েন্সের নষ্ট জীবন হয়েছে - জনগণ তাতে কি প্রকারে উদ্বুদ্ধ হবেন বলে মনে হয়?
  • এলেবেলে | 202.142.***.*** | ০৮ সেপ্টেম্বর ২০২০ ১৭:০৩459170
  • কিন্তু ব্রেভিটি মানে তো কম শব্দ নয়। আমি অন্তত ব্রেভিটি শব্দটিকে নির্মেদ প্রকাশভঙ্গীর দ্যোতক হিসেবে দেখি। যেখানে একটি অতিরিক্ত শব্দযোজন নেই, চিন্তার পুনরুক্তি নেই অথচ সাবলীলভাবে বিষয়টিকে সুবিন্যস্ত আকারে পেশ করা আছে। এবং হয়তো সাহিত্যের ছাত্র হওয়ার কারণেই এই সুবিন্যস্ত আকারে পেশ করার ক্ষেত্রে ভাবের স্বচ্ছতার জন্য ভাষার সুনিপুণ কারিকুরি (নেহাতই দেখানোপনা নয়, অর্থাৎ এখানেও ব্রেভিটি প্রযোজ্য) আমার খুব পছন্দের।

    হয়তো একই কারণে পুরনো দিনের এলিয়ট ও রবীন্দ্রনাথের প্রবন্ধাবলি এবং সমসাময়িক কালের শিবাজী বন্দ্যোর প্রবন্ধ আমার অত্যন্ত প্রিয়। 

  • S | 2405:8100:8000:5ca1::1fc:***:*** | ০৮ সেপ্টেম্বর ২০২০ ১৬:৩৫459169
  • দীর্ঘ এবং জটিল লেখা না হলে ভালো প্রবন্ধ নয়, এটা প্রাগৈতিহাসিক চিন্তাভাবনা। এই কারণেই অনেক লেখক প্রয়োজনের থেকে দীর্ঘতর প্রবন্ধ লেখে। ব্রেভিটি আর ক্ল্যারিটি হল ভলো প্রবন্ধের অন্যতম বৈশিষ্ট্য। তবে সব লেখকের সেই দক্ষতা থাকতেই হবে, এমনও নয়।
  • এলেবেলে | 202.142.***.*** | ০৮ সেপ্টেম্বর ২০২০ ১৬:১৫459168
  • বাংলা পোর্টালের খবরটির বিশ্বাযোগ্যতা নিয়ে সন্দেহ হচ্ছে। কারণ সাভারকরের ফলকের অবস্থান সে কথার সমর্থন করছে না। ফলকটি খুব গুরুত্বপুর্ণ স্থানেও অবস্থিত নয়। তবে এই আট-ন' মাসের মধ্যে তেমন কিছু হয়েছে বলে জানি না। 

    ভজঘট, ছ'নম্বর ফলকটিও দেখবেন। 

  • vojoghot | 37.***.*** | ০৮ সেপ্টেম্বর ২০২০ ১৫:৩৫459165
  • sorry page 5 ache dekhchi

    kintu ami vabchi anushilon er bondi der kotha

  • vojoghot | 37.***.*** | ০৮ সেপ্টেম্বর ২০২০ ১৫:৩১459164
  • 1933 r ager biplobi ra?

  • এলেবেলে | 202.142.***.*** | ০৮ সেপ্টেম্বর ২০২০ ১৪:৩১459163
  • বোধিসত্ত্ব দাশগুপ্ত | 14.140.229.201 | ০৮ সেপ্টেম্বর ২০২০ ১০:১৭

    //আমার আবার ছোটো প্রবন্ধ একদম খারাপ লাগে। মানে দুর্দান্ত একসেপশন না হলে। এই যে পাঠকের ধারণা, আমি নেয়ে খেয়ে টাইম পেলে দু প্যারা পড়ে দেশ উদ্ধার করব, আর লেখকে ধারণা দু প্যারা নামাতে পারলেই, পোবোন্দো পেপার আই এস বি এন, নাম যশ এম বি এ , মেম বি এ সব হয়ে গেল, এই দুটি দৃষ্টিভংগী র মধ্যেই টু বি হনেস্ট সমর্থন করার কিসু পাই না।//

    এটা আমারও মনের কথা। প্রবন্ধের আয়তন অন্ততপক্ষে পাঁচ-সাত হাজার শব্দবিশিষ্ট না হলে সেটা প্রবন্ধ বলে মনে করি না। তবে ফিচার বলা যেতেই পারে। কাগজে একটা স্পেস থাকে। সেটা মাথায় রাখতে হবে। তবে স্বীকার করতে হবে অন্তত আনন্দবাজারের ক্ষেত্রে আমার অভিজ্ঞতা ভালো। একই জায়গায় তারা আমার ৯০০ শব্দের ফিচার ছাপিয়েছে, আবার ১৩০০+ শব্দেরও। 

    কোনও বিষয়ে লিখতে গিয়ে সেটা ২৫-২৬শো শব্দ ক্রস করে গেলে দু'দিনে ছাপিয়েছে তা-ই নয়, দু'দিনের নির্দিষ্ট সম্মানদক্ষিণাও দিয়েছে। তবে কোভিডের পরে আমন্ত্রণমূলক লেখা ছাপানো বন্ধ রেখেছে ওই সম্মানদক্ষিণা না দিতে পারার কারণেই। ফলে ইদানীং একটু হাতটান যাচ্ছে!

    আন্দামানে গত ডিসেম্বরে গিয়ে সেলুলার জেলের বাঙালি বিপ্লবীদের ফলকগুলোর ছবি তুলেছিলাম। দেখে নিয়ে সিদ্ধান্ত নিন কাদের কাদের নাম বাদ গেছে। তবে সর্বমোট কতগুলো ফলক আছে তা বেমালুম ভুলে গেছি। লাইট অ্যান্ড সাউন্ড শো-তে সাভারকরের জন্য একটি কোণের ঘর বরাদ্দ করে সেখানে ফটো-মটোও রাখা হয়েছে।

    এর পাশে 'বীর' সাভারকরের রাজ্যের চিত্রটাও তুলেছিলাম।

  • অরিন | ০৮ সেপ্টেম্বর ২০২০ ১৪:১০459162
  • "আহাহাহা আশীব্বাদ করি দারোগা হও বাছ।"

    সব্বোনাশ, @lcm দারোগা হবে? 

  • | ০৮ সেপ্টেম্বর ২০২০ ১২:১৫459161
  • আহাহাহা আশীব্বাদ করি দারোগা হও বাছ।
  • lcm | 2600:1700:4540:5210:f994:ef:dc75:***:*** | ০৮ সেপ্টেম্বর ২০২০ ১২:১১459160
  • দ,

    এটা কদিনের মধ্যে হবে। লগ ইন করলে একটা ইউজার পাতা আসবে যেখানে ইউজার যাদের ফলো করছে তার লিস্ট থাকবে, সেই লিস্টে রিমুভ বাটন থাকবে।

    আর একটা ফিচার হবে আর্টিকল পাতায় --- "পরে-পড়ব" /"বুকমার্ক" /"পছন্দের-লেখা" --- এরকম কিছু একটা লেবেল দেওয়া বাটন -- আর, ইউজারের একটি পাতা থাকবে, যেখানে তার নিজের পছন্দের লেখাগুলোর লিস্ট থাকবে, পরে গিয়ে ইউজার পড়তে পারে, বা রিমুভ করতে পারে - এইসব ।
  • বোধিসত্ত্ব দাশগুপ্ত | 14.14.***.*** | ০৮ সেপ্টেম্বর ২০২০ ১০:৩১459159
  • সেলুলার জেল এর খবর টার রিলায়েবল কনফার্মেশন পাই নি এখনো। সেটা না যাতে লোকে পায়, সেটা পার্ট অফ দ্য চক্রান্ত হতেই পারে, কিন্তু এখনো পাইনি।

    বোধিসত্ত্ব দাশগুপ্ত
  • বোধিসত্ত্ব দাশগুপ্ত | 14.14.***.*** | ০৮ সেপ্টেম্বর ২০২০ ১০:১৭459158
  • আমার আবার ছোটো প্রবন্ধ একদম খারাপ লাগে। মানে দুর্দান্ত একসেপশন না হলে। এই যে পাঠকের ধারণা, আমি নেয়ে খেয়ে টাইম পেলে দু প্যারা পড়ে দেশ উদ্ধার করব, আর লেখকে ধারণা দু প্যারা নামাতে পারলেই, পোবোন্দো পেপার আই এস বি এন, নাম যশ এম বি এ , মেম বি এ সব হয়ে গেল, এই দুটি দৃষ্টিভংগী র মধ্যেই টু বি হনেস্ট সমর্থন করার কিসু পাই না।
    হ্যা তাই বলে কি অসংখ্য কথা লিখলেই একটা প্রবন্ধ ভালো হয়ে যায়। এরকম মোটা প্রবন্ধ কম পড়লাম না, যেটা আদৌ না লেখা হলেও আদৌ পৃথিবীর কোন ক্ষতি হত না। তালিকা তো করাই যায়। কিন্তু একটা সাবজেক্টে সিরিয়াস ইনটারভেন্সন করাই বলুন, একটা ইন্ট্রো ই বলুন , সেটা জানতে গেলে সেই বিষয়ের মূল বা লেটেস্ট ডিবেট গুলি র , মূল আলোচনা গুলি কি, কেনই বা তাতে আজকের পাঠক আগ্রহ পাবেন, কনটেক্সচুয়ালাইজ করার এবং সর্বোপরি পাঠক এবং লেখকের কনসেপচুয়াল চ্যালেঞ্জ গুলোর ব্যাপারে আলোচনা না হলে, আরাম পাই না। কোটেবল কোট্স, বা শুধুই সন্ধে বেলার মননশীল আধাঘন্টা র উদ্দেশ্যে কিসু পড়তে ইছে করে না।
    সাইজ ঠিক আগে থেকে করে নিয়ে কিসুই লেখা উচিত না। সম্পাদকেরা স্পেস ইত্যাদির অজুহাত দেখিয়ে এসব করেন, এখন ইন্টারনেটে র লেখায় এই অজুহাত ধোঁপে টেঁকার কথাই না।

    বোধিসত্ত্ব দাশগুপ্ত
  • সম্বিৎ | ০৮ সেপ্টেম্বর ২০২০ ১০:১০459157
  • লসাগু, ঠিক কথা। ডিকশনারি ব্যাকাপ চাই।

  • aranya | 2601:84:4600:5410:21e8:8e6f:3056:***:*** | ০৮ সেপ্টেম্বর ২০২০ ১০:০৯459156
  • সেলুলার জেল-এর খবর-টা খুবই ডিসটার্বিং, কেউ লিঙ্ক পেলে প্লিজ শেয়ার করবেন।
    ইতিহাস বদলানো হচ্ছে, স্টুপিং টু লো।
    মুচলেকা দিয়ে খালাস হওয়া 'বীর' সাভারকর-এর নাম নিশ্চয়ই এখনো জ্বলজ্বল করছে সেলুলার জেল-এর দেয়ালে
  • :|: | 174.254.***.*** | ০৮ সেপ্টেম্বর ২০২০ ০৯:৫৮459155
  • ধন্যবাদ, বইকতবাবু। সবকটি ইনফোর জন্য।
    এই সময় পেড পেপার হয়ে গেছে, জানতাম না। সিঙ্গুল ডিকেও ধন্যবাদ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত