গুরুর আপিশ হয়ে একটা সুবিদে হয়েছে যে সাইটে কিছু হলেই এবার থেকে কলেজ স্ট্রীটে গিয়ে কালো ঝান্ডা নিয়ে বিক্ষোভ দেখিয়ে আসা যাবে। হা হা হা...
খনুদা অ্যামন মুষড়ে পল্লে ক্যানো, শব্দসংখ্যা বেঁধে দিয়ে ট্যুইটার হয়, পোবোন্দো হয় না।
মিনিদি অনেককাল বাদে...
সত্যি অনেক দিন পর।
মানে আমর স্বামী বোধহয় তোমার বাবাকে চিনত।
বোধি তোমার খুড়তুতো ভাই কি ইকোনমিকসের? জে এন ইউ তে ছিল? পরে অস্ট্রেলিয়ায়?
প্রকাশিত, অতিমারী, মৃত্যু, শিকারী ও শিকার নিয়ে তিনটি লেখা,
মৃত্যুর মূল্য, কোভিড-১৯ - ভিন্নতর পথের সন্ধান - ডঃ জয়ন্ত ভট্টাচার্য
https://www.guruchandali.com/comment.php?topic=18784
কোভিড মৃত্যুর হার কি সত্যিই কম? -দিলীপ ঘোষ
https://www.guruchandali.com/comment.php?topic=18788
অতিমারী - শিকারী ও শিকার - বিষাণ বসু
যতটুকু টেক না থাগলেই নয়, ততটুকুই থাকুক, এইরম চেয়েছি। উতলা হবেন না, কর্তৃপক্ষ হেইসব আবদারে কান থোড়াই দেবেন! :)
কিন্তু ব্রেভিটি মানে তো কম শব্দ নয়। আমি অন্তত ব্রেভিটি শব্দটিকে নির্মেদ প্রকাশভঙ্গীর দ্যোতক হিসেবে দেখি। যেখানে একটি অতিরিক্ত শব্দযোজন নেই, চিন্তার পুনরুক্তি নেই অথচ সাবলীলভাবে বিষয়টিকে সুবিন্যস্ত আকারে পেশ করা আছে। এবং হয়তো সাহিত্যের ছাত্র হওয়ার কারণেই এই সুবিন্যস্ত আকারে পেশ করার ক্ষেত্রে ভাবের স্বচ্ছতার জন্য ভাষার সুনিপুণ কারিকুরি (নেহাতই দেখানোপনা নয়, অর্থাৎ এখানেও ব্রেভিটি প্রযোজ্য) আমার খুব পছন্দের।
হয়তো একই কারণে পুরনো দিনের এলিয়ট ও রবীন্দ্রনাথের প্রবন্ধাবলি এবং সমসাময়িক কালের শিবাজী বন্দ্যোর প্রবন্ধ আমার অত্যন্ত প্রিয়।
বাংলা পোর্টালের খবরটির বিশ্বাযোগ্যতা নিয়ে সন্দেহ হচ্ছে। কারণ সাভারকরের ফলকের অবস্থান সে কথার সমর্থন করছে না। ফলকটি খুব গুরুত্বপুর্ণ স্থানেও অবস্থিত নয়। তবে এই আট-ন' মাসের মধ্যে তেমন কিছু হয়েছে বলে জানি না।
ভজঘট, ছ'নম্বর ফলকটিও দেখবেন।
sorry page 5 ache dekhchi
kintu ami vabchi anushilon er bondi der kotha
1933 r ager biplobi ra?
বোধিসত্ত্ব দাশগুপ্ত | 14.140.229.201 | ০৮ সেপ্টেম্বর ২০২০ ১০:১৭
//আমার আবার ছোটো প্রবন্ধ একদম খারাপ লাগে। মানে দুর্দান্ত একসেপশন না হলে। এই যে পাঠকের ধারণা, আমি নেয়ে খেয়ে টাইম পেলে দু প্যারা পড়ে দেশ উদ্ধার করব, আর লেখকে ধারণা দু প্যারা নামাতে পারলেই, পোবোন্দো পেপার আই এস বি এন, নাম যশ এম বি এ , মেম বি এ সব হয়ে গেল, এই দুটি দৃষ্টিভংগী র মধ্যেই টু বি হনেস্ট সমর্থন করার কিসু পাই না।//
এটা আমারও মনের কথা। প্রবন্ধের আয়তন অন্ততপক্ষে পাঁচ-সাত হাজার শব্দবিশিষ্ট না হলে সেটা প্রবন্ধ বলে মনে করি না। তবে ফিচার বলা যেতেই পারে। কাগজে একটা স্পেস থাকে। সেটা মাথায় রাখতে হবে। তবে স্বীকার করতে হবে অন্তত আনন্দবাজারের ক্ষেত্রে আমার অভিজ্ঞতা ভালো। একই জায়গায় তারা আমার ৯০০ শব্দের ফিচার ছাপিয়েছে, আবার ১৩০০+ শব্দেরও।
কোনও বিষয়ে লিখতে গিয়ে সেটা ২৫-২৬শো শব্দ ক্রস করে গেলে দু'দিনে ছাপিয়েছে তা-ই নয়, দু'দিনের নির্দিষ্ট সম্মানদক্ষিণাও দিয়েছে। তবে কোভিডের পরে আমন্ত্রণমূলক লেখা ছাপানো বন্ধ রেখেছে ওই সম্মানদক্ষিণা না দিতে পারার কারণেই। ফলে ইদানীং একটু হাতটান যাচ্ছে!
আন্দামানে গত ডিসেম্বরে গিয়ে সেলুলার জেলের বাঙালি বিপ্লবীদের ফলকগুলোর ছবি তুলেছিলাম। দেখে নিয়ে সিদ্ধান্ত নিন কাদের কাদের নাম বাদ গেছে। তবে সর্বমোট কতগুলো ফলক আছে তা বেমালুম ভুলে গেছি। লাইট অ্যান্ড সাউন্ড শো-তে সাভারকরের জন্য একটি কোণের ঘর বরাদ্দ করে সেখানে ফটো-মটোও রাখা হয়েছে।
এর পাশে 'বীর' সাভারকরের রাজ্যের চিত্রটাও তুলেছিলাম।
"আহাহাহা আশীব্বাদ করি দারোগা হও বাছ।"
সব্বোনাশ, @lcm দারোগা হবে?
লসাগু, ঠিক কথা। ডিকশনারি ব্যাকাপ চাই।