এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পি. আচার্য | 202.142.***.*** | ০৩ সেপ্টেম্বর ২০২০ ০১:৫৩454704
  • কার লেখা রচনা বই থেকে টোকা এটা?

  • Diptangshu | 103.77.***.*** | ০৩ সেপ্টেম্বর ২০২০ ০১:৪৭454703
  • আর বিদ্যাসাগরের সময় দেশ ব্রিটিশ শাসনের অধীন। কোনো জাতীয়তাবাদী আন্দোলনের প্রকাশ নেই।

    সেই সময় বিদ্যাসাগরের পক্ষে ব্রিটিশ শাসনের বিরোধিতা করা সম্ভব ছিলনা, যেটা বাস্তবসম্মত ছিল সেটাই করেছেন। সাধারণ মানুষের মধ্যে শিক্ষাবিস্তার করতে চেয়েছেন। সেই কাজ করতে গিয়েও নানাভাবে শাসকগোষ্ঠীর বিরোধিতার মুখোমুখি হয়েছেন। অবশেষে নিজের আত্মমর্যাদা বজায় রাখতে মাত্র 38 বছর বয়সে সংস্কৃত কলেজের অধ্যক্ষ পদ থেকে পদত্যাগ করেছেন। 

  • অর্জুন | 113.2.***.*** | ০৩ সেপ্টেম্বর ২০২০ ০১:৪৪454702
  • নিবেদিতার প্রথম জীবনীকার Lizelle Reymond চল্লিশের দশকে যখন প্রথম বেলুড়ে যান তখন মঠে নিবেদিতার একটিও ছবি না দেখতে পেয়ে স্তম্ভিত হন। Reymond র মূল সোর্স ছিল বিভিন্ন জনকে লেখা নিবেদিতার প্রায় আটশোর মত চিঠি। আশ্চর্যা ভাবে তাঁর (Reymondর) সাধন সঙ্গী শ্রী অনির্বাণের কাছে  নিবেদিতার কিছু চিঠি ছিল। ইউরোপ ও অ্যামেরিকায় নিবেদিতা- বিবেকানন্দ পরিচিতেরাও এ বিষয়ে সাহায্য  করেন। Reymond অনেকের সাক্ষাৎকার নিয়েছিলেন, তার মধ্যে ম্যাকলাউড ও নিবেদিতার বোন মিসেস উইলসন ছিলেন। এ ভাবেই লেখা হইল নিবেদিতার প্রথম জীবনী 'The Dedicated'। 

    মিশনের সঙ্গে নয়, মিশনের দু, একজন মহারাজের সঙ্গে নিবেদিতার যোগাযোগ ছিল। সবচেয়ে বেশী 'শরৎ' মহারাজ, স্বামী সারদানন্দের । নিবেদিতার তাঁকে বলতেন 'Swami the second'। 

    এগুলো এখানে একেবারেই আলোচনা করতে ইচ্ছে করেনা। একজন একনিষ্ঠ  গবেষক আমায় বলেছেন নিবেদিতা ও সারদানন্দের চিঠি প্রকাশিত হলে সোরগোল পড়ে যাবে। মানে এ দেশের সাধারণত যা মানসিকতা। যদিও খুব সুন্দর সে correspondonce। 

    নিবেদিতার পার্সোনাল ডায়রি গচ্ছিত ছিল জগদীশচন্দ্র বসুর কাছে। নিবেদিতা দার্জিলিঙে লেডি বোসের এক বোনের বাড়িতে প্রয়াত হন। জগদীশ বোস আমৃত্যু আগলে রেখেছিলেন সে ডায়রি। ১৯৩৭ এ জগদীশচন্দ্রের মৃত্যুর পরে লেডি বোস নিবেদিতার স্মৃতি বিজড়িত কিছু নিজের কাছে রাখতে চাননি। নিবেদিতার ঘনিষ্ঠ মিস ম্যাকলাউড ও বোন মিসেস উইলসনকে যোগাযোগ করেন তাদের দিয়ে দেবেন বলে । তারা ঠিক সময় যোগাযোগ না করায় একটু বিরক্ত হয়েই সব কিছু রামকৃষ্ণ  মিশনকে দিয়ে দেন। সে ডায়রি মিশন আজও অবধি কাউকে দেখায়নি । 

    উপরোক্ত তথ্যটি পেয়েছি লেডি অবলা বসুর জীবনীকারের কাছ থেকে। তিনি গুরুতেও কয়েকবার এসেছেন।  

  • tester | 2600:1700:4540:5210:cd:4ffd:2029:***:*** | ০৩ সেপ্টেম্বর ২০২০ ০১:৪১454701
  • টেস্ট
  • বাহা | 202.142.***.*** | ০৩ সেপ্টেম্বর ২০২০ ০১:৩১454700
  • সেটা নীপার আবর্জনা সাফাই এবং নির্দেশ দেওয়ার পরে বিভিন্ন জনের সাফাই দেখে বিলক্ষণ টের পেয়েছিলাম।

  • আহা | 2a0b:f4c2:2::***:*** | ০৩ সেপ্টেম্বর ২০২০ ০১:২১454699
  • অ্যাডমিন নাহোক কত্তিপকখো। হত্তাকত্তা টাইপস যাদের দেখলেই বাঙ্গালির লেজ পুটপুট করে নড়তে থাকে।
  • এলেবেলে | 202.142.***.*** | ০৩ সেপ্টেম্বর ২০২০ ০১:২০454698
  • সিএস, ওই কারণেই ঔপনিবেশিক শিক্ষাব্যবস্থা সম্পর্কে সম্যক ধারণা করতে গেলে অন্ততপক্ষে গোটা দশ-পনেরোটা ইংরেজি বই এবং সঙ্গে সরকারি রিপোর্ট-চিঠিপত্র পড়া খুবই জরুরি। নাহলে অন্ধের হস্তিদর্শন হবে। ধরুন ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। বিদ্যাসাগরের শিক্ষাবিস্তার সম্পর্কে ভদ্রলোক যে লেভেলের গবেষণা করেছিলেন সেটা আজ অবধি সেরা। ১৯২৭-৩৩ এই পিরিয়ডে। তারপরে সব ...ওই ভাঙিয়ে চালিয়ে গেছে। কিন্তু দুঃখ এই যে ব্রজেনবাবুও একদেশদর্শিতার শিকার। বাকিদের তো কথাই নেই।

  • অর্জুন | 113.2.***.*** | ০৩ সেপ্টেম্বর ২০২০ ০১:১৮454697
  • @π  ০২ সেপ্টেম্বর ২০২০ ২৩:৩৪

    'তবে রবীন্দ্রনাথের সংগে টেনশন এবং নানাবিধ সমালোচনা, অপছন্দ করা, এগুলো নিয়ে সোর্স থেকে কোট পেলে ভাল হত।' 

    নিবেদিতা জোসেফিন ম্যাকলাউডকে লিখছিেন  'He has a naif sort of vanity in speech which is so childlike as to be rather touching...Mr Tagore is not the type of manhood that appeals to me.'

    ১৯১৩ সালের অক্টোবরে শান্তিনিকেতনে যেদিন নোবেল কমিটির টেলিগ্রাম পৌঁছয় সেদিনই E.P. Thompson প্রথম শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের সঙ্গে দেখা করতে যান ও তাঁদের মধ্যে দীর্ঘক্ষণ কথোপকথন হয়। সেদিনই আবার নিবেদিতার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। 

    রবীন্দ্রনাথ, নিবেদিতা সম্পর্কে Thompsonকে বলেছিলেন 

    'I never liked her. She was so violent .She had great hatred for me and my work,specially here,and did all she could against me.She was so confident that I was unpatriotic and trucking to modern thought'.

  • Diptangshu | 103.77.***.*** | ০৩ সেপ্টেম্বর ২০২০ ০১:১৬454696
  • 1902 সালের 31শে জুলাই নিবেদিতা ইন্ডিয়ান পত্রিকায় এই বিষয়ে স্পষ্ট বিবৃতি দিয়েছিলেন। 

    আর নিবেদিতা সঙ্গে মিশন কর্তৃপক্ষের সম্পর্ক আজীবন ছিল। যাঁরা একটু আধটু  পড়াশুনো করেছেদ, তাঁরাই জানেন। 

  • aka | 143.59.***.*** | ০৩ সেপ্টেম্বর ২০২০ ০১:১৬454695
  • কিন্তু নির্মোহ ব টা কাকে নিয়ে হচ্ছে?
  • এলেবেলে | 202.142.***.*** | ০৩ সেপ্টেম্বর ২০২০ ০১:১০454694
  • দেখুন আমি নেহাতই নিতান্ত নাদান। আমার কথায় অত গুরুত্ব দেবেন না। নীপা মানে নীরব পাঠক সে ব্যাপারটাও আমাকে বিশদে বুঝিয়ে বলতে হয়। তারপর গিয়ে ধরুন সাইটে অ্যাডমিন বলে কেউ থাকেন না - সেটাও মাইরি বলছি এইমাত্র জানলাম। আমার বক্তব্য হল পিনাকী মিত্র-ঈশান-আপনি-হুতো-এলসিএম মানে যাঁরা এখানে আছেন এবং বাকি দুজনকে ছাড়া আপনাদের সামান্যই চিনি-টিনি; তাই আপনারা আমাকে নিপার নির্দেশটা দিলেও 'নির্দেশ মনে করব না। এবং সম্ভবত আপনারা অত হার্শলি নির্দেশ দেবেন না। এই হচ্ছে কথা। গাঁয়ের লোক, সব জিনিস কি আতোজের মতো নির্ভুল বুঝি না বোঝাতে পারি?

  • Diptangshu | 103.77.***.*** | ০৩ সেপ্টেম্বর ২০২০ ০১:০৮454693
  • একটা কথা খুব স্পষ্টভাবে বলছি। যাঁরা বলেন মিশন নিবেদিতাকে বহিষ্কার করেছিল, হয় তাঁরা কিছু  জানেন না, নয় চূড়ান্ত মিথ্যাবাদী। ইচ্ছাকৃতভাবে তাঁরা তথ্য বিকৃত করছেন। 

  • Diptangshu | 103.77.***.*** | ০৩ সেপ্টেম্বর ২০২০ ০১:০১454692
  • বিদ্যাসাগর-রামকৃষ্ণ-বিবেকানন্দ-নিবেদিতা, এঁদের নিয়ে আবার শ্রাদ্ধ শুরু হয়েছে বুঝি? যখন নিজেদের কোনো যোগ্যতা থাকেনা, তখন অপরের সমালোচনা যে সবচেয়ে সহজ পথ।

    আর এই কথাগুলো বহুবার শোনা হয়েছে। বিদ্যাসাগর ব্রিটিশ রাজশক্তির স্তাবক  ছিলেন রামকৃষ্ণ মৃগী রোগী, মিশন নিবেদিতাকে তাড়িয়ে দিয়েছিল, ইত্যাদি দাবী তো ব‌হবার করা হয়েছে। কোনো প্রমাণ ছাড়া এক‌ই কথার চর্বিতচর্বণ! 

  • π | ০৩ সেপ্টেম্বর ২০২০ ০০:৫৯454691
  • সাইটে আডমিন কোদ্দিয়ে এল!!

    "আপনার কথা না মেনে নেওয়ার ঘাড়ব্যাকানো মনোভাব প্রদর্শন করব না, বরং সম্মানই দেব। "

    এসব আজাইরা কথাবার্তার মানে কী!!
  • Atoz | 151.14.***.*** | ০৩ সেপ্টেম্বর ২০২০ ০০:৪৭454690
  • অ্যাডমিন??? এখানেও অ্যাডমিন আছে? সে তো ফেবুগ্রুপে আছে বলে জানতাম। এখানে তো অ্যাডমিন নেই!
  • সিএস | 2405:201:8803:bf86:fc35:3248:210b:***:*** | ০৩ সেপ্টেম্বর ২০২০ ০০:৪৭454689
  • টমাসন কীভাবে কী করেছিলএন অথবা বিদ্যাসাগর কত খরচ করেছিলেন সে সম্বন্ধে আমার ধারণাই নেই। কোনদিন দরকার পড়লে জেনে নেব, আশা করি সেখানে হিসেবের গরমিল পাব না। অ্যাডামসের কথাও কী আর বিশদে জানতাম, আপনি রিপোর্টটার উল্লেখ করলেন বললে পড়লাম, পড়ে দেখলাম অ্যাডামসই যেন কোম্পানীর আমলের সর্বরোগহরবটিকা এরকম মত এখন প্রচারিত হয়, সেটার সাথে একমত হতে পারলাম না। তা বলে কী সেই রিপোর্টের মূল্য নেই, খুব আছে, সে কথা লিখেওছিলাম টইতে।

    আপনার বক্তব্য ছিল অ্যাডামস অনুযায়ী দেশীয় শিক্ষাব্যব্স্থা সামান্য বদল করে অথবা অল্প খরচে নতুন শিক্ষাব্যবস্থা হত। আমি রিপোর্ট পড়ে মনে করেছি, না সেরকম নাও হতে পারত, অত সোজা ব্যাপার ছিল না এবং জেলা প্রতি দশ হাজারের বদলে শিক্ষকের মাইনে বাবদই জেলা প্রতি ১ লাখ ৬০ হাজার টাকার উল্লেখ আছে। এর উত্তরে আপনি আজকে আবার দশ হাজারের উল্লেখ করাতে পড়ে দেখলাম যে না, এই দশ হাজার ঐ আগের টাকার ওপরে বসবে, শুধু এই টাকায় হত না। তো এটা আমার কাছে রিপোর্টটি ঠিকভাবে পড়া হচ্ছে কিনা সেটার সমস্যা, আর সেটা না হলে যে মতটাকে তৈরী করে তোলা হচ্ছে সেটা দুর্বল হয়ে পড়ে বলে মনে করি।

    তো বলার কথা এই যে, একটি লেখাকে সঠিক বলে মনে করে পড়ে গেলে, লেখার বিষয়ের গভীরে যদি না যাওয়া যায়, যেমন ইতিহাসের ক্ষেত্রে, তাহলে সমস্যা ঘটে, যেমন এই ক্ষেত্রে যদি দশ হাজারের উল্লেখ ঘটত, সে আপনি বা যে কেউ করুক এবং সেটা মেনে নিলে সম্পূর্ণ ভুল ধারণা তৈরী করতাম। সুতরাং, আবারও বলি, তর্কটা আমার কাছে এখন টমাসোন বা বিদ্যাসাগরের কাজ নিয়ে নয় বা অন্য কোন লেখক কী বলেছেন সেই নিয়ে নয় (সেসবে কোন ধারণাই নেই), বরং ইতিহাসের তথ্য বা তত্ত্ব দেখলে তাকে কীভাবে মেনে নেব, কতখানি মেনে নেব সেই নিয়ে। কিন্তু এর ফলে যেটা হবে যে টমাসনের বা বিদ্যাসাগরের সম্বন্ধে তথ্য বা তত্ত্ব পড়লেও সেগুলো সঠিক বলে মেনে নেওয়া সম্ভব হবে না।
  • এলেবেলে | 202.142.***.*** | ০৩ সেপ্টেম্বর ২০২০ ০০:৪৪454688
  • আমিও আপানাকে আমার কথা বোঝাতে অপারগ। আমারই অক্ষমতা ইঞ্জিরি তো জানিই না, বাংলাটাও ঠিকঠাক লিখতে পারি না। তবুও বলছি বাদ্দিন। আপনি অ্যাডমিন। আপনার কথা না মেনে নেওয়ার ঘাড়ব্যাকানো মনোভাব প্রদর্শন করব না, বরং সম্মানই দেব। কিন্তু কোনও এক সক্রিয় নীপার জন্য অত বাইট খচ্চা পোষাচ্ছে না।

    খোরাক বলে খোরাক। তাই ইগনোর করলেও বারবার দৃষ্টি আকর্ষণ করার অদম্য ইচ্ছে। যাই হোক, সিএস-এর সঙ্গে অকারণে ঘুড়ির প্যাঁচ লাগানোর বালখিল্য মনোভাব দেখিয়ে লাভ কিসুই হবে না। ও মোলাসেসে দরকারে বেশি করে স্যান্ড ঢেলে দেব।

  • Atoz | 151.14.***.*** | ০৩ সেপ্টেম্বর ২০২০ ০০:৩৭454687
  • ছোটোলাট! আরে মশাই, ছোটোলাট!!!

    ঃ-)
  • সম্বিৎ | ০৩ সেপ্টেম্বর ২০২০ ০০:৩৬454686
  • মাইরি, এরম খোরাক বহুদিন আসেনি। "সিএস কি টমাসনের থেকে বেশি ইংরিজি জানে?" এই হচ্ছে যুক্তির প্রতিপাদ্য। 

  • অর্জুন | 113.2.***.*** | ০৩ সেপ্টেম্বর ২০২০ ০০:৩২454685
  • নিবেদিতাকে ছোটবেলায় আমি ভীষণ ভালবাসতাম। ছোটবেলার শর্তহীন ভালবাসার গুলো পরিবর্তন হয়।  পড়লে, জানলে, ভাবলে, আলোচনা করে অনেক তথ্য বেরিয়ে আসে। তখন স্বাভাবিক ভাবেই মনে হয়, 'নাঃ ঠিক রকম তো নয়!' নিবেদিতার ক্ষেত্রেও কিছুটা তাই হয়েছিল। তবে @এলেবেলে যা বললেন,  ১৯০২- '১১র নিবেদিতাকে আমার অসাধারণ লাগে। 

  • π | ০৩ সেপ্টেম্বর ২০২০ ০০:২৭454684
  • একের পর এক হেলথ সিস্টেম কোল্পাসের মুখে। অন্য রোগভোগ হলে কী যে ভোগান্তি! সেদিন একেবারে ভিতরের গ্রামের এক ট্রাইবাল ছেলে, আমাদের প্রোজেক্টে কাজও করে, হঠাত ফোন কাশির সংগে রক্ত পড়ছে। পিএইচসি থেকে রেফার করে দিল শহরে। এই দেখাতে যাওয়ার মত টাকাপয়সাও প্রায় কারুরই থাকেনা। কতজনের তো গ্রাম থেকে পিএইচসি যেতেই। যাহোক, কিছু টাকাপয়সার বন্দোবস্ত হল, দেখাল প্রাইভেটে। সিট স্ক্যান দিল। শহরের একমাত্র সরকারি হাস্পাতাল, যেখানে ফ্রি পাওয়ার কথা, পাঠাল সেমিসরকারিতে। তারা পাঠাল সবচে দামি প্রাইভেট হাস্পাতালে। গ্রামে ফিরে আসা গত্যন্তর রইল না।

    হাস্পপাতালকেও বা কী আর বলা। নয় ডাক্তাররা পজিটিভ বা কন্টাক্টে এসে কোয়ারান্টাইন, নইলে কোভিড টেসড় না হলে কোন প্রসিডিওর করতেই ভয় পাচ্ছেন। ওদিকে এক জন ডাক্তার বসে গেলেই পিএইচসি বন্ধ হয়ে যাচ্ছে। মানুষের ওপিডিটুকুনিও সেখানে বন্ধ। এমারজেন্সিও নেই বললে চলে।

    এরপরে জিডিপি র এই হাল, পরের কোয়ার্টারেও তথৈবচ বলছে, বহু মানুষের হাতে তো চাকরি টাকা কিস্যু থাকবেনা!
    অথচ মজা হল, এরপরেও সেই স্কেলে কিছুই তোলপাড় নেই!
  • অর্জুন | 113.2.***.*** | ০৩ সেপ্টেম্বর ২০২০ ০০:২৫454683
  • @এলেবেলে, ধন্যবাদ। বইটার নাম শুনেছি বলেই মনে হচ্ছে । লেখিকার নাম জানতাম না। 

  • এলেবেলে | 202.142.***.*** | ০৩ সেপ্টেম্বর ২০২০ ০০:১৪454681
  • ডবল ঢেউ ধন্যবাদ। আপনি লিখেছেন দেখলাম -- "তবে আলোচনার পুরো ট্রেল ছাড়া শুধু একজনের কিছু পোস্ট টইতে কপি করে এসে - নিন এবার ওখানে কন্টিনিউ করুন বলার মত অবজ্ঞা ও ঔদ্ধত্য চোখে পড়েছে বলে মনে পড়ছে না, ১৫-১৬ বছর তো হল। অনেক সময়ই ডিসকন্টিনিউ করেছি, তবে এত খারাপও হয়নি স্মৃতিশক্তি।"

    আমারও বছর পাঁচেক হল। আমার চোখেও পড়েনি। আমার মূল আপত্তির জায়গা এটাই ছিল।

  • এলেবেলে | 202.142.***.*** | ০৩ সেপ্টেম্বর ২০২০ ০০:০৬454680
  • ~~ এবং পাই, রঞ্জনবাবুকে এ বিষয়ে যা লেখার লিখে দিয়েছি পড়ে নিন প্লিজ। আমি কাকে মিন করছি সেটা জানার চাইতেও সেটার যে কেউ প্রতিবাদ করলেন না -তাতে অবাক লাগল বেশি। আইডি ট্র্যাক করিনি। কাজেই প্রমাণ নেই। আমাকেও বলা হয়েছিল বইমেলা নিয়ে নাকি কীব লিখেছি। আজ ইস্তক দেখতে চেয়েও পাইনি। বাদ্দিন। অকারণ তিক্ততা কাম্য নয়।

  • π | ০২ সেপ্টেম্বর ২০২০ ২৩:৫৯454679
  • এই কথাটি এলেবেলেবাবু কোন পোস্টে বল্লেন? আমিও জানতে আগ্রহী উনি কাকে মিন করেছেন।

    আর 'আজ্ঞে কে যে বিশেষ করে সেই স্কুলেই পড়ে এক গত থেকে বেরোতে পারছেন না, তা তো দেখাই যাচ্ছে!'

    এই 'এক গত ' নিয়েও জানতে আগ্রহী। আমি নিবেদিতা নিয়ে একটিই পোস্টে কোন এক গত থেকে বেরতে পারিনি৷ ভাটেও ভাট বকার একটা লিমিট আছে তো! ( এবার লিখেই মনে হল, এটার কী ইন্টারপ্রিটেশন হবে, আমি ভাটে লিখতে বারণ করেছি?)
  • এলেবেলে | 202.142.***.*** | ০২ সেপ্টেম্বর ২০২০ ২৩:৫৮454678
  • এতক্ষণে সামান্য ফাঁকা হলাম। এই সুযোগে সময়ানুযায়ী বিভিন্ন জনের বক্তব্যের উত্তর।

    PM | 45.124.7.131 | ০২ সেপ্টেম্বর ২০২০ ১৬:২৫

    //এলেবেলে আলাদা একটা টই খুলে চিন্তা ভাবনাগুলো লিখছেন না কেনো ? স্ট্রাকচার্ড ভাবে? তাহলে ডকুমেন্টেড থাকবে, একসাথে পুরোটা পড়া যাবে, ভবিষ্যতেও ইচ্ছে হলে পড়া যাবে । মায় বই হয়েও বেড়োতে পারে গুরু থেকে।//

    খুব পোস্কার কথা - চাই না মাগো রাজা হতে...। আমার মতো ফালতু পাবলিকের বই গুরু বের করলে সাকুল্যে সাড়ে তিন কপির বেশি বিক্কিরি হবে না। গুরু আমার শত্তুর নয়, বরং দু-দশজনের সঙ্গে ভাব-ভালোবাসাই আছে। ফলে ওসবের মদ্যেই আমি নেইকো। ব্যাঙের আধুলি ব্লগই ঠিক আছে ফালতু পাবলিকের বুকনির জন্য। মাইরি বলছি। প্রচুর টইতে এসব নিয়ে আলোচনা হয়েছে, তেমনটাই খ বলেছেন। তাতে যখন কারও মতেরই কোনও পরিবর্তন হয়নি, সেকেনে আমি নস্যি।

    রঞ্জনবাবু,

    //" ক্যান্সার কা ভী ইলাজ হো সকতা হ্যায়, পর গলতফহমী কা নহ্বীঁ"।

    ছত্তিশগড়ের অরণ্যের প্রবাদ।//

    বারবার একই কৈফিয়ত দিতে বিরক্ত লাগছে, তবুও লোকটা যেহেতু আপনি তাই শেষবারের মতো এই বিষয়ে আমার মত। এর আগে গান্ধী নিয়ে আমাকে এবং অর্জুনকে তীব্র ব্যারাকিং করার সময়ে পিনাকী মিত্র অত্যন্ত পোলিশড ওয়েতে আলোচনা টইতে ট্র্যান্সফার করার কথা বলেছিলেন। সেখানে অসহিষ্ণুতার সুরও ছিল না, কার ভাল্লাগছেনা বলে তিনি নিজেই আবর্জনা সাফ করছেন জাতীয় বিরক্তি প্রকাশও ছিল না। ফলে সিএস টই খুললে সেখানে নিজে থেকেই দু-চার কথা লিখেছি। কিন্তু ওই যে এবারে একটা খোঁড়া অজুহাত দেওয়া হল 'আপনারগুলো তথ্যসমৃদ্ধ' এতে আমার ধারণা বাকিদের অপমান করা হয়েছে। এবং তার চেয়েও বড় কথা 'ওখানে গিয়ে লিখুন' নির্দেশ দেওয়া হয়েছে কারণ সেই নীপার 'এমজাল' জায়গায় এমন জিনিস ভালো লাগেনি ওই নির্দেশের ১০৮। লিখব না, সেও ভি আচ্ছা কিন্তু চোপা শুনতে বা দেখতে রাজি নই। পিনাকি অ্যাডমিন। তাঁর যদি কথা বলায় নমনীয় ভাব থাকে তবে হঠাৎ গজিয়ে ওঠা নীপা কোন হরিদাস?

    আমিও পাল্টা অরণ্যের প্রবাদ দিতে পারি, দিচ্ছি না।

    সিএস

    //কিন্তু মানুষে কী এতসব পড়ে ? ফেসবুকে যারা তর্ক করে শুনি বা জেলা প্রতি দশ হাজার টাকায় সব কিছু হয়ে যেত, এরকমই অ্যাডামস বলেছিলেন বলে যাঁরা লেখালেখি করেন।

    খুঁটিয়ে না পড়লে আমিও তো এসবই মেনে নিতাম।//

    যেহেতু আপনি আমার সঙ্গে এনগেজ হয়েছেন এবং বেকার ট্রোল করেননি, তাই ধরে নিচ্ছি এটা আমাকে বলেননি। কিন্তু মুশকিল হচ্ছে যাঁরা কেবল অ্যাডাম পড়েই সর্বরোগহর বটিকার সন্ধান করছেন তাঁদের জন্য আমারও একই কথা 'কিন্তু মানুষ কি এতসব পড়ে'?

    পড়লে দেখা যেত অন্য বইতে "জেলা পিছু জেলা পরিদর্শকের জন্য ১৫০ টাকা; ৩ জন পরগণা পরিদর্শকের জন্য মোট ৯০ টাকা; ৬ জন শিক্ষকের জন্য ৯০ টাকা হিসেবে মাসিক খরচ হবে মাত্র ৩৩০ টাকা এবং বার্ষিক পুরস্কারের জন্য ৫৪০ টাকা বরাদ্দ করে মোট বার্ষিক খরচ হবে ৪,৫০০ টাকা" অন্যত্র লেখা আছে! কারা শিক্ষক হবেন, তাঁরা আছেন নাকি তৈরি করতে হবে, সেখানে পাঠ্যপুস্তকের কী হবে - সব বিশদে লেখা ছিল। সে জিনিস হুলিয়ে আটটা জেলায় চালু হয়ে যায় এবং ১৮৫৩-র মধ্যে ছাত্রসংখ্যা দাঁড়ায় ৩৬ হাজার ৮৮৪। আমাদের 'প্রাতঃস্মরণীয়' বিদ্যাসাগর শুধু চারটে জেলার ইন্সপেক্টর বাবদ মাসে খরচ করতেন ৬০০ টাকা (নিজের ২০০+ বাকিদের ৪০০); সঙ্গে নর্মাল স্কুল; সঙ্গে গুচ্ছের পাঠ্যপুস্তক (সবগুলো নিজের প্রেসের)। দিয়ে সাকুল্যে ৩ হাজার ছাত্রও হয়নি ২০টা স্কুলে। দেশজ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর একবিন্দু উন্নতিও হয়নি।

    ওই কারণেই এখানে টোমাসনের উল্লেখ করলে সবাই দে দৌড় দেন! বিনয় ঘোষ-ইন্দ্রমিত্তির মায় ব্রজেন বন্দ্যোও দিয়েছিলেন!! কারণ ওতে 'ঈশ্বর'-এর ভাবমূর্তি নির্মাণ ব্যাপক টাল খেয়ে যায়। এখন আমি ইঞ্জিরিতে কাঁচাস্য কাঁচা, হতে পারে অ্যাডামের অর্থ কিছুই বুঝিনিকো। কিন্তু টোমাসন তো ছোটলাট ছিলেন!! তো তার থেকেও ইঞ্জিরিতে পাকা গুরুতে কেউ কেউ আছেন বুঝি? হতে পারে!

    অর্জুন, মৃণালিনী সিনহার বইটার নাম Colonial Masculinity: The ‘manly Englishman’ and the ‘effeminate Bengali’ in the Late Nineteenth Century। পড়লে আমাদের তথাকথিত 'সমাজসংস্কারক'দের হাল কিছুটা টের পাবেন।

    'সুহৃদ' শব্দটার ব্যঞ্জনা ব্যাপকতর। নাহলে আপনি কি আর জানেন না আমি রবি-নিবেদিতার সম্পর্ক জানি কি না! এক বিদ্যাসাগরেই পাবলিক চোখে সর্ষে ফুল দেখছে আর ব্যাপক গালমন্দ করছে। সঙ্গে নিবেদিতা-রবি টানলে কেলেঙ্কারির একশেষ হবে। তাই ঈষৎ মাখম মলম প্রয়োগ করিচি!

  • ~~ | 115.114.***.*** | ০২ সেপ্টেম্বর ২০২০ ২৩:৪৬454677
  • // নির্দেশটির বাক্যগঠন, শব্দব্যবহার, সুর এমনকি বানাম্ভুলও বড্ড পরিচিত //

    - এলেবেলে কাকে সন্দেহ করছেন যে নীপা নামের আড়াল নিয়ে উক্ত টইতে আপনার লেখা কপি করে দিয়ে এসে আপনাকে "নির্দেশ" দিয়েছিলেন স্পষ্ট করে জানাবেন?

    প্রসঙ্গত ভাট থেকে টইতে আলোচনা সরানোর জন্য ঘ্যানঘ্যান করার ব্যপারে একদা আমি কুখ্যাতই ছিলাম। আর অভ্যু ছিল পুরো ট্রেল ধরে রিলেটেড কথাবার্তাকে টইমুখী করার ব্ল্যাকবেল্ট। তখনও ল্যাদাড়ুস জনতা এসব নাদান আব্দারকে পাত্তা না দিয়ে দীর্ঘ ভাট করেছে এখানেই।

    তবে আলোচনার পুরো ট্রেল ছাড়া শুধু একজনের কিছু পোস্ট টইতে কপি করে এসে - নিন এবার ওখানে কন্টিনিউ করুন বলার মত অবজ্ঞা ও ঔদ্ধত্য চোখে পড়েছে বলে মনে পড়ছে না, ১৫-১৬ বছর তো হল। অনেক সময়ই ডিসকন্টিনিউ করেছি, তবে এত খারাপও হয়নি স্মৃতিশক্তি।

  • :|: | 174.254.***.*** | ০২ সেপ্টেম্বর ২০২০ ২৩:৪৪454676
  • দ, ২২টা২, অমা একই গুরুর কাছে একসঙ্গে আসেন, (ভাট) পড়েন, আবার বলছেন সহপাঠী নন?!
  • π | ০২ সেপ্টেম্বর ২০২০ ২৩:৩৪454675
  • ছায়ার সংগে এত যুদ্ধ করে লোকজনের গায়েব্যথা হয়না!
    কাল থেকে বলে যাচ্ছি, মিশনের কোন প্রসংগই আনিনি, তাও চাট্টি কথা শুনে নিলাম। নাকি শোনানোতেই মোক্ষ কে জানে।

    কাকে একটা ধন্যবাদও দেবার ছিল, যে কথা বলিনি এবং যাকে বলিনি, সেও ঝুড়িকোদাল দিয়ে বুঝিয়ে দেওয়ার জন্য।

    তবে রবীন্দ্রনাথের সংগে টেনশন এবং নানাবিধ সমালোচনা, অপছন্দ করা, এগুলো নিয়ে সোর্স থেকে কোট পেলে ভাল হত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত