না হওয়ার সম্ভাবনা আছে নামের বানামে ডবল এস আর সিঙ্গুল এস এর ফারাক। সৈয়দ না ধরলেও।
সিরাজ মিনওয়ালার কেরিয়ার দারুণ। ভদ্রলোক ইন্ডিপেন্ডেন্ট কেরিয়ার শুরু করেছে assistant prof হিসাবে হার্ভারডে ।
যদি কারো উৎসাহ থাকে, বা কেউ আগ্রহী হন,
"From: Vish Bhat <vishbhat@gmail.com>
Subject: Online Concert in memory of Pt. Jasraj
Date: August 28, 2020 at 7:37:49 AM GMT-4
To: undisclosed-recipients:;
Dear Friends,
SPIC MACAY is hosting an online memorial concert for the Sangeet Martand Pt. Jasraj on 30th August 2020 from 6.30 pm IST onwards on the official YouTube channel of SPIC MACAY.
Pt. Hariprasad Chaurasia, Pt. Birju Maharaj, Dr. L Subramaniam, Pt. Shiv Kumar Sharma, Begum Parveen Sultana, Vid. Sonal Mansingh, Vid. Vikku Vinayakram, Pt. Rajan and Pt. Sajan Mishra, Vid. Sudha Raghunathan, Pt. Rattan Mohan Sharma, and Vid. Madhavi Mudgal will offer their homage to Pandit Jasraj ji through their Music, Dance, and/or their words. Shri Ravi Shankar Prasad (Honorable Minister, Gov. of India) and Shri Arun Bharat Ram (Chairman, SRF Ltd.) will also be paying their homage to Pt. Jasraj.
Please find attached the link and the poster for Rasraj Smaran.
https://www.youtube.com/spicmacayofficial/liveKindly help us spread awareness about this global homage concert and do attend this musical homage to Pt. Jasraj by SPIC MACAY.
https://www.jstor.org/stable/44148105
link মানে এইটে। নতুন কীসব কোড লিখেছে, স্পেস থাকলেও পরের ওয়ার্ডটা লিংক এ তেনে নিচ্ছে।
" Sorcars' recorded history, says Maneka, goes back to a reference in the Jahangir- nama (Memoirs of Jahangir), in which a group of magicians performed for emperor Jahangir. Impressed by magician Krishna Chandra Deo, he asked him if he wanted a tohfa (gift). "Deo in return asked for social recognition to keep the art alive," says Maneka. Gifted a piece of land (sarkari), Deo adopted the name Sarkar, which the seventh generation PC Sorcar changed it to what it is now. "In wider arena, the association with Sorcar is instant — sorcery," says Maneka."
http://archive.indianexpress.com/news/magic-up-his-sleeve/1114571/
8-{
আসলে আমারও মনে হয় ফ্য়াকাল্টিদেরকে নিয়ে এসব রটনা এবং আলোচনা অনেকাংশেই হয়ত একেবারেই বেসলেস। এগুলো হয়ত পিএইচডি স্টুডেন্টদের বোরিং লাইফে সময় কাটানোর একটা উপায়। তবে আলুর দোষওয়ালা ফ্য়াকাল্টি কি আর দেখিনি? একেবারে নিজস্ব অভিজ্ঞতা আছে এই ব্য়াপারে।
অ্যাকাদেমিয়ার জনতা, এই লিংকের https://www.jstor.org/stable/44148105 Iqbal Husain এর সন্ধান দিতে পারেন? এখনও আছেন কিনা, বা কোথায় কিভাবে যোগাযোগ করব?
মানে ন্যাড়াদা যখন বছর তিনেক পরে জিজ্ঞেস করবেন, ওমনাথ, জাহাঙ্গীরনামা তো পড়া হয়ে গেছিল, কিন্তু কী যেন তুমি জানতে চেয়েছিলে, আরেকবার বলবে? - তখন তো আমিও ভুলে যাব, তো, ইতিমধ্যে ইকবাল বাবুকে পেলে চট করে জেনে নিই যে, ২০ বছর আগে যে গ্রাবেলড ইংরিজি ট্রান্সলেশন ভার্সানের সোর্স জানা যায়নি, তা কি এই বিশ বছরে কিছু উদ্ধার হল?
ব্যপার কিছু না, ইতিমধ্যে পি সি সরকার নিজেদের সেই জাহাঙ্গীরে রাজসভায় ম্যাজিক দেখিয়ে আসা সাত জাদুকরের একজনের বংশধর বলে দাবি করে ফেলেছেন। রামের ৩০৯ তম বংশধরের মতই কেস আর কি। সুবিধা থাকলে নিজেদের ভোজরাজ বা ভানুমতীর অধঃস্তন ১০৮x২=২১৬ তম বংশধর বলেও দাবি করে নিতে পারেন। ভারতের ম্যাজিকের প্রাগৈতিহাসিক পুরাতাত্বিক বা কিংবদন্তী যেরকমতুতো হোক বংশধর হিসেবে নিজেদের প্রেজেন্ট করার একটা বেসিক ইন্সটিংক্ট যে তাদের মধ্যে রয়েছে, এটা ব্যাপক ইন্টারেস্টিং কিনা?
হ্যাঁ সুনীল মুখী আর স্পেন্টা ওয়ার্ডিয়াও ছিলেন। আচ্ছা, সুনীল মুখীর সম্পর্কে শোনা যায় যে উনি নাকি অশোক সেনের আইডিয়া ঝেঁপে পিএইচডির থিসিস নামিয়েছিলেন। সত্য়ি না স্রেফ গালগল্প জানিনা। এটা আমার এক ফিজিসিস্ট বন্ধু যে এখন আমেরিকার একটা ইউনিভারসিটির বেশ সফল অধ্যাপক তার কাছ থেকে ছাত্রাবস্থায় শোনা। এছাড়া টি আই এফ আর -এ প্রবীর রায় যিনি ক্রিকেটার পঙ্কজ রায়ের ভাইপো উনিও ছিলেন। ভদ্রলোকের আলুর খুব দোষ ছিল শুনেছিলাম।
TIFR - এর স্ট্রিং থিয়োরি গ্রূপ খুব বলে জানি। সন্দীপ ত্রিবেদি, গৌতম মন্ডল, সিরাজ মীনওয়ালা - এগুলো স্ট্রিং থিয়োরির ফিল্ডে বেশ বিখ্য়াত নাম।
একটা ভুল ইনফর্মেশন দিয়ে ফেলেছিলাম। রাজেশ গোপাকুমার আর HRI তে নেই, উনি ICTS-TIFR, Bangalore চলে গেছেন সস্ত্রীক। ওনার স্ত্রী Rukmini Dey ওখানকার ফ্য়াকালটি। Rukmini Dey হলেন কবি বিষ্ণু দের নাতনি।
ওমনাথ আমাদের সময়ের অন্যতম সেরা আর্কাইভিস্ট হতে চলেছে।
না, দেখুন, এক ভদ্রলোক এসে পাবলিকলি কাতরোক্তি করে যাবেন কাগজে আঠা লাগানো নিয়ে, আপনারা তার ফলাফল সম্বন্ধে একেবারেই উদাসীন থাকবেন? তালে থাকগে।