আইসিএস অশোকবাবুর পদবীও মিত্র, না? আমি "ভদ্রলোক নই, কমিউনিস্ট" ও রাজ্যের অর্থমন্ত্রী অশোক মিত্রর কথা বলছিলাম।
অশোক মিত্র - কবিতা পত্রিকা; বুদ্ধদেবের মেয়ের পানিপ্রার্থী; ইন্দিরার উপদেষ্টা; ফ্রন্টিয়ারের আগুনে প্রাবন্ধিক (পরে বোধহয় নাউতেও); বামফ্রন্টের অর্থমন্ত্রী, আপিলা চাপিলাতে অসীম দাশগুপ্তের অনুল্লেখ এবং কবিতা থেকে মিছিলে। ফাঁকে চতুরঙ্গ। বর্ণিল চরিত্র।
অশোক মিত্র - আইসিএস, পরিসংখ্যানবিদ, ছবি কাকে বলে
অশোক রুদ্র - মার্ক্সিস্ট প্রাবন্ধিক, পরিচয় প্রধানত
অশোক সেন - বারোমাস, বিদ্যাসাগর অ্যান্ড হিজ ইলিউসিভ মাইলস্টোনস
সঙ্গে অশোকবিজয় রাহা
্তিনজন অশোক।
১ অশোক মিত্র, বিখ্যাত ইকনমিস্ট, বি এস মিনহাসের সঙ্গে ইন্ডাস্ট্রি নিয়ে একটা হেব্বি ইনপুট-আউটপুট ম্যাট্রিক্স বানিয়েছিলেন। এক্সময় টেলিগ্রাফে ওঁর প্রবন্ধগুলো --রাজনৈতিক এবং ক্রিকেট-- মন দিয়ে পড়তাম , অন্যধরণের ঋজু বাঙলা গদ্য লিখতেন। টিঞ্জেনবার্জারের অধীনে আমস্টার্ডামে ডক্টরেট করেছিলেন। মানিক বন্দ্যোর মতই কবি হিসেবে ব্যর্থ। চতুরঙ্গ পত্রিকায় ভাল লেখা লিখতেন। সম্পাদক বন্ধুকে নিয়ে ইয়ার্কি মেরে লিখেছিলেন " আতোয়ার শুয়ে আছে রেনোয়ার ন্যুডের মতন"।
এক্সময় ইন্দিরার আর্থিক উপ্পদেষ্টা ও পরে বাম সরকারের অর্থমন্ত্রী ছিলেন কিছুদিন।
২ অশোক রুদ্রঃ ভাল ইকনমিস্ট, মার্ক্সিস্ট ঘরাণার প্রাবন্ধিক। 'ব্রাহ্মণ্যমন' লেখাটির কথা ও বিতর্ক হানু আগেই বলেছে। আশির দশকে বোলপুরের কাছে ফিল্ড স্টাডির ভিত্তিতে ইপিডব্লু তেঁ লেখা " নন -ম্যাক্সিমাইজিং বিহেভিয়ার অফ ফার্মার" আমার খুব ভালো লেগেছিল।
৩ অশোক সেন; আইসিএস। পরিস্ংখ্যানবিদ। ভরত সরকারের সেন্সাস নিয়ে দারুণ কাজ করেছেন।ব্রেখটের নাটকের ভক্ত; অনুবাদ করেছেন। উৎপল দত্তের এপিক থিয়েটারে নিয়মিত লিখতেন।
ন্যাড়া সম্ভবতঃ এঁর কথা বলেছেন।
ওমনাথ, ক বছর আগে তুমি কিসের (অনুষ্টুপ না এক্ষণ) সূচীপত্র চেয়েছিলে। দিয়েছিলাম কি? নাকি অন্যকিছু? আরেকবার চাইবে? তোনাকে দেখলেই খচখচ করে, কী যেন চেয়েছিলে, কী যেন দিইনি।
সত্যজিৎ আর পোবোন্ধো তেমন লিখলেন কই?ওই সাকুল্যে এক খন্ডে সমস্ত বাংলা নন ফিকশন গদ্যপত্র ঢুকে গেছে। অশোক রুদ্র-র সমগ্র করছেন কেউ? যাদের প্রিয় তারা দত্তক নিলেই গুরু বই করে ফেলতে পারে। তবে যা রেঞ্জ শুনছি, কয় ভল্যুম হবে বলুন তো?
ইয়ে, গানটা তো "বাঁশী কেন গায়, আমারে কাঁদায় , কী গেছে হারায়ে,
স্মরণের বেদনায় কেন মনে এনে দেয় --আ আ আ"।
কথা ও সুরঃ সলিল চৌধুরি, গায়িকাঃ লতা মঙ্গেশকর।
এইও সৌভিকদা, মবলগে নভেল নিয়ে লেখাটার কদ্দুর? ক'বছর হল তাগাদাচ্ছি?
অতীশ জীবনী তো নেই নেট এ। কোনো বৌদ্ধ গুম্ফাওয়ালাদের আর্কাইভ খুঁজতে হবে। ওটা ব্ল্যাংকির এরিয়া।
মেসি নিয়ে একটু আড্ডা হোক। বার্সিলোনা ছেড়ে কোথায় যাবেন ? ইংলিশ প্রিমিয়ার লীগে খেলবেন এমনই তো খবর। দুটো ক্লাবের নাম শুনছি। ম্যানচেস্টার সিটি আর ম্যানচেস্টার ইউনাইটেড ?
কার কাছে কি খবর ? মেসির সাথে ফোন বা হোয়াটস অ্যাপে কথা হল কারোর ? :-)
অশোক মিত্রর গদ্যও অতি চমৎকার উইথ ওন স্টাইল, রুদ্রমশাইয়ের গদ্য মনে নেই। তবে মিত্তিরমশাইয়ের অর্থনৈতিক প্রবন্ধগুলো পড়া এখন খুপই শক্ত।
আরে অক্ষদার কাছে থাকবে মানে সফট-কপি সাইটে না তুললেও, হার্ড কপি থাকতে পারে। তবে ওমনাথ প্যাঁক দিয়েও যে মালটা খুঁজে দিয়ে ন্যাড়াদার মুখ রেখেছে, তাতেই আশীর্বাদ করি, বাবা দারোগা হও।
যাঁরা বলছেন এখানে নয় টইতে লিখুন, তাঁদের নিয়ে কিছু বলা হয়নি তো। রঞ্জনবাবু আলাদা টই খুলে দিলে সেটা অ্যাপ্রিসিয়েটই করেছি, নাক কুঁচকাই নি। এখানেও আগে অরিনের পারমিশন চেয়েছি। তারপরে অনেকক্ষণ চলেছে। কিন্তু টইতে বেছে বেছে একজনের বক্তব্য ট্র্যান্সফারে আপত্তি জানানো হয়েছে। আপনি অ্যামিবা? তা হবে।
https://s3.ap-south-1.amazonaws.com/calcutta-university/english-journals/H06926.pdf
Parichay, Vol-34, Issue no.-1-6
আর ন্যাড়াদাকে হলধরবাউ সাধে বলেছে প্পন! অক্ষদারা যখন পরিচয় আর্কাইভ তৈরি করছিলেন তখন ওনার কাছে থাকতে পারে কেন, সাইটেই থাকবে ! অরিনবাউ সেই সাইটই দেখেছেন। সেই সাইটের নাম http://sanhati.com/ তাতেই লাস্ট এন্ট্রি হল Porichoy, 1964, 12th Issue (Aashaarh, 1371) [PDF, Bengali, 12 MB]
১৯৬৪ সাল হল পরিচয়ের vol 34 আর্কাইভেও vol 34 এর শুধু ৭-১২ সংখ্যা আছে, ১-৬ নেই।
তো, সেটা পাওয়া গেল https://www.caluniv.ac.in/digital-lib/ebook/ebook_catalog.php?cat=34 এই আর্কাইভে। মজার কথা এই আর্কাইভটা কলকাতা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহের ইংরেজি পত্রিকার। এর আগে আমিও এটা খুলে খুঁজে দেখিনি কখনো শুধু cat=33 টাই দেখেছি, যেটা বাংলার। এবার বলবেন ইংরেজি পত্রিকার আর্কাইভে পরিচয় কেন রয়েছে? সে জানলে কি আর কলকাতা বিশ্ববিদ্যালয়ের আর্কাইভ সাজানোর দায়িত্বে না থেকে বাড়ি বসে কীবোর্ড চাপড়াই ?