এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সম্বিৎ | ২৮ আগস্ট ২০২০ ০০:০৭453743
  • আইসিএস অশোকবাবুর পদবীও মিত্র, না? আমি "ভদ্রলোক নই, কমিউনিস্ট" ও রাজ্যের অর্থমন্ত্রী অশোক মিত্রর কথা বলছিলাম।  

  • বোধিসত্ত্ব দাশগুপ্ত | 49.37.***.*** | ২৮ আগস্ট ২০২০ ০০:০৬453742
  • ভাই এশিয়াটিক সোসাইটি কে প্যাক দিয়ো না ভাই। সদস্য দের গড় বয়স ২২৭ মত হলেও, পিডিএফ এ আর ইবুকে বুলেটিন বের কচ্চে, মাসে দুইটা। ইয়ার্কি না। এবং সেটা করোনার পরে , চ্যাংড়ামো না ঃ-))) বোধিসত্ত্ব দাশগুপ্ত
  • এলেবেলে | 202.142.***.*** | ২৮ আগস্ট ২০২০ ০০:০৪453741
  • অশোক মিত্র - কবিতা পত্রিকা; বুদ্ধদেবের মেয়ের পানিপ্রার্থী; ইন্দিরার উপদেষ্টা; ফ্রন্টিয়ারের আগুনে প্রাবন্ধিক (পরে বোধহয় নাউতেও); বামফ্রন্টের অর্থমন্ত্রী, আপিলা চাপিলাতে অসীম দাশগুপ্তের অনুল্লেখ এবং কবিতা থেকে মিছিলে। ফাঁকে চতুরঙ্গ। বর্ণিল চরিত্র।

    অশোক মিত্র - আইসিএস, পরিসংখ্যানবিদ, ছবি কাকে বলে

    অশোক রুদ্র - মার্ক্সিস্ট প্রাবন্ধিক, পরিচয় প্রধানত

    অশোক সেন - বারোমাস, বিদ্যাসাগর অ্যান্ড হিজ ইলিউসিভ মাইলস্টোনস

    সঙ্গে অশোকবিজয় রাহা

  • বোধিসত্ত্ব দাশগুপ্ত | 49.37.***.*** | ২৮ আগস্ট ২০২০ ০০:০১453740
  • অত পয়হা কার, সিটি আর পি এস জি র আর তো কেহ নাই। ইটালির ক্লাব তো ধুঁকছে। আমেরিকা যাওয়াই ভালো। বিভিন্ন শত্তুরের মুখে তাইলে একটু ছাই পড়ে। প্রিমিয়ারশিপ কে আন্তরিক ভাবে ঘৃণা করে বড় হয়েছে, ওদিকে যেতে পারে, তবে হজম করতে পারবে কিনা জানি না। গসিপ নেই। তবে স্পেন ফেডারেশন বহুত ঝামেলার পাবলিক। স্পেন ছাড়লে হয়তো পুরোনো ট্যাক্স এর কেস রি ওপেন করে দিল। ওদের লিগ এর অ্যাসেট কে ছাড়লে হ্যাপা পুশিয়ে ছাড়তে হবে। টেলিভিসন রাইট্স শর্ট টার্মে ডিভ্যালু হবেই, লীগ ছাড়লে। বোধিসত্ত্ব দাশগুপ্ত
  • বোধিসত্ত্ব দাশগুপ্ত | 49.37.***.*** | ২৭ আগস্ট ২০২০ ২৩:৫৬453739
  • ট, আরেকটা কথা বলতে ভুলে গেইচি, সেটা হল সাহিত্যের জগতের এই বড় চেঞ্জ টা, যে ইউরোপিয়ান ইউনিয়ন এর সংযুক্তির পরেকার অ্যাসপিরেশন আর নব্য এক ধরণের ঔপন্যাসিক তৈরী হওয়া যারা উনবিংশ-বিংশ শতকীয় ইবেরিয়ান ঘরানা থেকে সেন্ট্রাল ইউরোপিয়ান লিনিয়েজ এর সঙ্গে নিজেদের যুক্ত করতে চাইছে, এবং দ্য ল্যাংঅগুয়েজ ইজ দ্য কান্ট্রি, এই পজিশন থেকে সরে আসছে, সেটা শুধুই অ্যাসপিরেশন না তার আর এস্থেটিক বা পোলিটিকাল রেশনাল কিসু আছে, এটা নিয়ে অন্তত দু লাইন দেখা উচিত ছিল মানব বাবুর অসংখ্য অবিচুয়ারি নানা কাগচে যা বেরিয়েছে, তার মধ্যে কোথাও একটা। আমি নিশ্চিত, মানব বাবু নিজের অবিচুয়ারি নিজে লিখলে এটা অনুল্লেখিত থাকতো না ঃ-))))))) বুক রিভিউ , অবিচুয়ারি, এগুলো যদি বিশেষ করে ইনটেলেকচুয়াল দের বা পাবলিক হয়, তাইলে মাইরি শুধুই গদ গদ নৈলে শুধুই কন্ট্রোভার্সি রাউন্ড আপ না করে, যে বিষয় গুলোতে মৃতব্যক্তি ইনটারভেন করেছেন, সেই বিতর্ক গুলোর সাম্প্রতিক অবস্তা কি, বা মানুষটির আগেই বিতর্ক গত হয়েছে কিনা, হলে কেন হয়েছে, এরকম একটু অ্যানালিসিস থাকা উচিত। নইলে ঐ আর কি ছলো এবং ছলো এবং তার পরে মন ইত্যাদি ছোয়া ছুঁয়ি ঃ-)))) বোধিসত্ত্ব দাশগুপ্ত
  • সিএস | 2405:201:8803:bef5:e3:db11:33b3:***:*** | ২৭ আগস্ট ২০২০ ২৩:৪৫453738
  • এশিয়াটিক সোসাইটির ধুলো ঝাড়লে ঐ অতীশ জীবনী বেরোবে হয়ত।
  • রঞ্জন | 182.68.***.*** | ২৭ আগস্ট ২০২০ ২৩:৪৩453737
  • ্তিনজন অশোক।

    ১ অশোক মিত্র, বিখ্যাত ইকনমিস্ট, বি এস মিনহাসের সঙ্গে ইন্ডাস্ট্রি নিয়ে একটা হেব্বি ইনপুট-আউটপুট ম্যাট্রিক্স বানিয়েছিলেন। এক্সময় টেলিগ্রাফে ওঁর প্রবন্ধগুলো --রাজনৈতিক এবং ক্রিকেট-- মন দিয়ে পড়তাম , অন্যধরণের ঋজু বাঙলা গদ্য লিখতেন। টিঞ্জেনবার্জারের অধীনে আমস্টার্ডামে ডক্টরেট করেছিলেন। মানিক  বন্দ্যোর মতই  কবি হিসেবে ব্যর্থ। চতুরঙ্গ পত্রিকায় ভাল লেখা লিখতেন।  সম্পাদক  বন্ধুকে নিয়ে ইয়ার্কি মেরে লিখেছিলেন " আতোয়ার শুয়ে আছে রেনোয়ার ন্যুডের মতন"।

    এক্সময় ইন্দিরার আর্থিক উপ্পদেষ্টা ও পরে বাম সরকারের অর্থমন্ত্রী ছিলেন কিছুদিন। 

    ২ অশোক রুদ্রঃ  ভাল ইকনমিস্ট, মার্ক্সিস্ট ঘরাণার প্রাবন্ধিক। 'ব্রাহ্মণ্যমন' লেখাটির কথা ও বিতর্ক হানু আগেই বলেছে। আশির দশকে বোলপুরের কাছে ফিল্ড স্টাডির ভিত্তিতে ইপিডব্লু তেঁ লেখা " নন -ম্যাক্সিমাইজিং বিহেভিয়ার অফ ফার্মার" আমার খুব ভালো লেগেছিল।

    ৩ অশোক সেন; আইসিএস। পরিস্ংখ্যানবিদ।  ভরত সরকারের সেন্সাস নিয়ে দারুণ কাজ করেছেন।ব্রেখটের নাটকের ভক্ত; অনুবাদ করেছেন। উৎপল দত্তের এপিক থিয়েটারে নিয়মিত লিখতেন। 

     ন্যাড়া সম্ভবতঃ এঁর কথা বলেছেন।

  • সম্বিৎ | ২৭ আগস্ট ২০২০ ২৩:৩২453736
  • ওমনাথ, ক বছর আগে তুমি কিসের (অনুষ্টুপ না এক্ষণ) সূচীপত্র চেয়েছিলে। দিয়েছিলাম কি? নাকি অন্যকিছু?  আরেকবার চাইবে? তোনাকে দেখলেই খচখচ করে, কী যেন চেয়েছিলে, কী যেন দিইনি।

  • ~~ | 182.76.***.*** | ২৭ আগস্ট ২০২০ ২৩:৩০453735
  • সত্যজিৎ আর পোবোন্ধো তেমন লিখলেন কই?ওই সাকুল্যে এক খন্ডে সমস্ত বাংলা নন ফিকশন গদ্যপত্র ঢুকে গেছে। অশোক রুদ্র-র সমগ্র করছেন কেউ? যাদের প্রিয় তারা দত্তক নিলেই গুরু বই করে ফেলতে পারে। তবে যা রেঞ্জ শুনছি, কয় ভল্যুম হবে বলুন তো?

  • lcm | 2600:1700:4540:5210:988f:c801:2b05:***:*** | ২৭ আগস্ট ২০২০ ২৩:২৮453734
  • মেসি কোথায় যাবেন, সেটা নির্ভর করছে এই মুহুর্তে মেসিকে অ্যাফোর্ড করতে পারবেন কারা - কারণ কারেন্ট কন্ট্যাক্ট অনুযায়ী বলছে কোনো ক্লাব যদি ৮৮০ মিলিয়ন ইউএস ডলার ট্রান্সফার/রিলিজ ফি দিয়ে বার্সিলোনা এফসি থেকে মেসি-কে ট্রান্সফার করে - তাহলে কোনো লিগ্যাল ঝামেলা হবে না।
  • রঞ্জন | 182.68.***.*** | ২৭ আগস্ট ২০২০ ২৩:২৭453733
  • ইয়ে, গানটা তো "বাঁশী কেন গায়, আমারে কাঁদায় , কী গেছে হারায়ে,

                            স্মরণের বেদনায় কেন মনে এনে দেয় --আ আ আ"।

                কথা ও সুরঃ সলিল চৌধুরি, গায়িকাঃ লতা মঙ্গেশকর।

  • ~~ | 182.76.***.*** | ২৭ আগস্ট ২০২০ ২৩:২৪453732
  • এইও সৌভিকদা, মবলগে নভেল নিয়ে লেখাটার কদ্দুর? ক'বছর হল তাগাদাচ্ছি?

  • ~~ | 182.76.***.*** | ২৭ আগস্ট ২০২০ ২৩:২৩453731
  • অতীশ জীবনী তো নেই নেট এ। কোনো বৌদ্ধ গুম্ফাওয়ালাদের আর্কাইভ খুঁজতে হবে। ওটা ব্ল্যাংকির এরিয়া।

  • souvik ghoshal | ২৭ আগস্ট ২০২০ ২৩:২২453730
  • মেসি নিয়ে একটু আড্ডা হোক। বার্সিলোনা ছেড়ে কোথায় যাবেন ? ইংলিশ প্রিমিয়ার লীগে খেলবেন এমনই তো খবর। দুটো ক্লাবের নাম শুনছি। ম্যানচেস্টার সিটি আর ম্যানচেস্টার ইউনাইটেড ?

    কার কাছে কি খবর ? মেসির সাথে ফোন বা হোয়াটস অ্যাপে কথা হল কারোর ? :-)

  • বাণী | 151.197.***.*** | ২৭ আগস্ট ২০২০ ২২:৫৭453729
  • একটা গান ছিল - বাণী ক্যানো গায় আমারে ক্নাদায় ইত্যাদি

    আমি অবশ্য বাণী কে চিন্তাম না, সে আমায় চিনত কিনা বলতে পারি না!
    আজকাল অবশ্য বাণীর খুব দর!
  • বোধিসত্ত্ব দাশগুপ্ত | 2405:201:8802:c7b5:858b:49bd:8b5:***:*** | ২৭ আগস্ট ২০২০ ২২:৪৩453728
  • ই এন টির কোনটি তেমন খুলছে না
  • aka | 143.59.***.*** | ২৭ আগস্ট ২০২০ ২২:২৬453727
  • আজ যদি কোন বাণী লাগে, প্লিজ আমাকে বলবেন না। আজ কোন বাণী আমি দিতে পারব না।
  • সম্বিৎ | ২৭ আগস্ট ২০২০ ২২:০৮453726
  • অশোক মিত্রর গদ্যও অতি চমৎকার উইথ ওন স্টাইল,  রুদ্রমশাইয়ের গদ্য মনে নেই। তবে মিত্তিরমশাইয়ের অর্থনৈতিক প্রবন্ধগুলো পড়া এখন খুপই শক্ত।

  • সম্বিৎ | ২৭ আগস্ট ২০২০ ২২:০৬453725
  • আরে অক্ষদার কাছে থাকবে মানে সফট-কপি সাইটে না তুললেও, হার্ড কপি থাকতে পারে। তবে ওমনাথ প্যাঁক দিয়েও যে মালটা খুঁজে দিয়ে ন্যাড়াদার মুখ রেখেছে, তাতেই আশীর্বাদ করি, বাবা দারোগা হও।

  • বোধিসত্ত্ব দাশগুপ্ত | 49.37.***.*** | ২৭ আগস্ট ২০২০ ২১:৫৪453724
  • অশোক রুদ্র সত্যজিত রায়ের ঝগড়া টা খুব ই পরিচিত ঝগড়া। আমার দুজনেই খুব প্রিয় বলে কৈশোরে অনেক কষ্টের দুপুর গিয়েছে ঃ-))) অনেকটা বিদ্যাসাগর আর পোস্ট কলোনিয়ালিজম এর মতঃ-)))))
    তবে অর্থনীতিবিদ রুদ্র র লেখার বাতিক আছে বলে প্যাক দিয়ে সত্যজিত নিজে প্রচুর লেখেন নি তা তো না।
    রুদ্র কে আমার ইন্টারেস্টিং লাগে যথারীতি বেশ কয়েকটা কারণে। মুলকরাজ আনন্দের আর্ট সংক্রান্ত বক্তব্য কে প্যাক দিয়ে খাজুরাহোর সেকসুয়ালিটি কে সেলিব্রেট করে একটা লেখা পড়েছিলাম। আধুনিক ভারতীয় হিন্দু মন ইত্যাদি বই টি তো বিখ্যাত, পৃথিবীর সবাই পড়েছে। কৃষি অর্থনীতি ও সকলেই পড়েছে। শান্তিনিকেতন এর প্রোফেসর ছিলেন বলে শান্তিনিকেতন বিষয়ে সিগনিফিকান্ট প্রবন্ধ আছে, সেটা হয়তো সকলে পড়েন নি। মন্ডল কমিশন , ভোপাল ট্র‌্যাজেডির র সময়কার বক্তৃতা ও লেখা ভোলার না। কিন্তু যেটা নিয়ে কোন লেখা পড়িনি, সেটা হল ওয়েস্টার্ন ক্লাসিকাল মিউজিক, হয়তো আছে। বিশাল কালেকশন। এবং আমরা ওনার বাড়ির বাইরে ঘোরা ফেরা করতাম শোনার জন্য। কখনো কখনো শোনা যেত। বোধিসত্ত্ব দাশগুপ্ত
  • বোধিসত্ত্ব দাশগুপ্ত | 49.37.***.*** | ২৭ আগস্ট ২০২০ ২১:৩৫453723
  • ট, বার্সা সম্পর্কিত প্রশ্নটি কি আমাকে? বারসা ওদের কমিউনিটি লাইফের কেন্দ্রবিন্দু। সেটা কে ওদের অ্যাম্বিশাস পলিটিশিয়ান রা ব্যবহার করে খানিকটা। ক্লাবের স্ট্রাকচার টাও ওরকম, ভোট হয়, কো-অপারেটিভ, ক্যাটালুনিয়া রেগুলার স্বাধিনতা ঘোষণা করে। ইত্যাদিঃ-))) মিরো র আঁকা ছবি ওয়ালা রাস্তার উপর দিয়ে গিয়ে মিছিল করে ইত্যাদি। কালো জামা পরা আঅনারকিস্ট রা, সেন্ট্রাল পুলিস এর লোক দেখলে একতু ক্যালায় ও ক্যাল খায় ইত্যাদি। এটাই ঐতিহ্য।
    সুতোরাং এক্সপ্লয়টেটিভ সম্পর্ক টা চলে গিয়ে যদি পোলিটিকাল ডিসকাসন বাড়ে তাহলে ভালৈ হবে। মেসি আর কত খেলবে। সুয়ারেজ কে তাড়াবে মেসি রিয়াক্ট করবে না তাই কখনো হয়। জাভি, ইনিয়েস্তা যাবার পরে, ছেলেটার তো সাথী বলতে সুয়ারেজ। তবে প্রফেসনাল প্লেয়ার , ঈশ্বর প্রদত্ত্ব ক্ষমতা। এবং সে কারণেই আমেরিকান এম এল এস এ বয়সে পেলেও লুফে নেবে। তবে চাম্পিয়ন লোক , হয়তো আরো একটা বছর কম্পিটিটিভ ফুটবল খেলবে, ২-৮ নিয়ে বেরোতে চাইবে না। বেয়ার্ন অবিশ্বাস্য রিদমে খেলে দিল মাইরি।
    স্প্যানিশ সংস্কৃতিতে ইউরোপিয়ান ইউনিয়নের ফার্ম অন্তর্ভুক্তির পরে দুতো তিনটে কনফ্লিকটিং চেঞ্জ এসেছে,
    এক - লাতিন আমেরিকা ইজ নো মোর ইন দ্য ডিসকাসন। সেটা সাহিত্যেও প্রতিফলিত। মানে ধর নিরীক্ষার জায়গা বলতে এখন স্পেন অর্থাৎঅ ইউরোপ কেই বোঝানো হয়। নব্বই দশক পরবর্তী স্প্যানিশ ভাষার সেরা লেখক যাদের বলা হয়, তারা স্পেনের লোক।
    রুই জাফোঁ, ভিয়া মাতাস, মুনোজ মলিনা, সেরকার ইত্যাদি, সকলেই স্পেনের। বোলানো চিলি তে জন্ম, মেক্সিকো সিটি তে বড় হওয়া, লাতিন আমেরিকা থেকে ইমিগ্রেট করে আসা, স্পেনের বার্সিলোনার (সম্ভবত, আলমুনিকার এর কাছে, আইস স্কেটিং রিংক বলে একটা বিচিত্র উপন্যাস আছে, তাতে সেটিং টা বা তথ্যটা ছিল) , সাবার্বে থাকা লোক।
    এবার এটার তো ভাষা রাজনীতি ও সাধারণ রাজনীতির গল্প আছে।

    দুই - অথচ অ্যান্টি ইমিগ্রেশন এর বড় ওয়েভ হয় নি সেটা মেনলি বড় ইকোনোমি তে বেশি হয়েছে, তবে এরা রিফিউজি কোটা ই ইউ তে থাগতে গেলে যা লাগে, সেটা করে নি এরকম খবর পাইনি।

    তিন- স্পেনের ব্লাডি গৃহযুদ্ধের ইতিহাসের ছায়া যেটা প্রজন্মান্তরে অব্যাহত, এবং আভ্যন্তরীন রাজনীতির মেন ব্যাপার, সেটার থেকে বেরোনোর চেষ্টা একটা আছে। তোর মনে আছে কিনা জানি না, ইলিয়াস শহিদুল জহির প্রসংগে আমি বলেছিলাম, পরবর্তী পোলিটিকাল ফিকশন শুধু না এমনি ফিকশন রাইটার দের সমস্যা হল, সিভিল ওয়ার হিস্টরি থেকে বেরোনো, মুশকিল হল সেটা বাংলা দেশে স্পেনের থেকে বেশি কঠিন। রক্তের ছাপ নেই, এরকম পাবলিক স্পেস প্রায় নেই। স্পেনে র অসুবিধে টা হল, ফুটবল টা ডিরেক্ট, বারসিলোনা বনাম মাদ্রিদ স্ল্যাশ টোলেডো র গল্প। তবে এটা আমার সাহিত্য আর কাগচ মিলিয়ে পড়ে ধারণা, ওদের প ওরা নিজেরা কি কোরে ম করছে, ওরাই বলতে পারবে ;-) বোধিসত্ত্ব দাশগুপ্ত
  • সিএস | 2401:4900:110c:4f97:a414:727:9890:***:*** | ২৭ আগস্ট ২০২০ ২১:৩৫453722
  • কিন্তু এই সংকলনটায় তো অশোক রুদ্রর পুরো প্রবন্ধটা নেই, মাঝখানে শেষ হয়ে তার পরেই ঋত্বিক ঘটকের লেখাটারও এক পাতা !
  • সিরিয়াস আবেগ | 151.197.***.*** | ২৭ আগস্ট ২০২০ ২১:২০453721
  • হ্ণ্যা হ্ণ্যা আমার বাবার ঈ তো ছিল। রিটায়ার করে ভারি ও মোটা বই ছেড়ে ঐ সব পড়ত, আর বলত বেশ হ্ণ্যাজা ফেদেছে কিন্তু। পড়েছিস তো?
    বিনীতভাবে জানিয়েছিলুম শুকতারায় চেষ্টা করেছিলুম, বোধায় আমার মাইন্ডসেটে স্যুট করে নি। খুবি আহত হয়েছিলেন। আহত গোলাপের মত ব্যাপার।
    কে জানে, হয়্ত সিরিয়াল টা দেখে মত পাল্টাতে পারতেন! সব কিছুরই তো ভাল দিক থাকে।
  • সিএস | 2405:201:8803:bef5:25f9:9c15:84c7:***:*** | ২৭ আগস্ট ২০২০ ২১:১৭453720
  • অশোক রুদ্রের প্রবন্ধ খুঁজছ, সে খোঁজ, কিন্তু অতীশ জীবনীটা কোথায় ?

    তবে, রুদ্রমশায় কিন্তু কামুর গদ্য, রবিবাবুর রক্তকরবী, রামমোহন, ব্রাক্ষণ্য ধর্ম, আর আরো নানা রকমের বিষয় নিয়ে বড় বড় লেখা লিখতেন, রায়মশায় সেই জন্য খোঁচা মেরেছিলেন যে রুদ্রমশায়ের বাতিকই হল লেখা। ঃ-) আর এক বামপন্থী, অর্থনীতিবিদ 'অশোক' - এর লেখার এত বিষয় ছিল না, সেই জন্যই হয়ত লেখাগুলো এখনও আকর্ষণ করে, তদুপরি কবিতাটাও বুঝতে।
  • r2h | 73.106.***.*** | ২৭ আগস্ট ২০২০ ২১:০২453719
  • হুঁ পাগো তো ঢপই ছিল।

    এমনিতে শুকতারায় ছোট ছোট গল্প বেরুতো, বই হলে একটা বইয়ে বেশ কয়েকটা গল্প থাকতো, সহজ সরল রহস্যের চটজলদি সমাধান, ছোটবেলায় তাতে বেশ একটা চটজলদি মজা হতো।
    কিন্তু অনেকেরই দেখছি সিরিয়াস আবেগ পাগো নিয়ে এখনো।
  • এলেবেলে | 202.142.***.*** | ২৭ আগস্ট ২০২০ ২০:৫৮453718
  • যাঁরা বলছেন এখানে নয় টইতে লিখুন, তাঁদের নিয়ে কিছু বলা হয়নি তো। রঞ্জনবাবু আলাদা টই খুলে দিলে সেটা অ্যাপ্রিসিয়েটই করেছি, নাক কুঁচকাই নি। এখানেও আগে অরিনের পারমিশন চেয়েছি। তারপরে অনেকক্ষণ চলেছে। কিন্তু টইতে বেছে বেছে একজনের বক্তব্য ট্র্যান্সফারে আপত্তি জানানো হয়েছে। আপনি অ্যামিবা? তা হবে। 

  • π | ২৭ আগস্ট ২০২০ ২০:৩৮453717
  • পাগো ও তো বেশ খারাপই ছিল! সেই নিয়ে সিরিয়াল আর তার টিজারের রিভ্যুকে তথৈবচ বলব নাকি আরো খারাপ বা মন্দের ভাল, ভাবছি।

    চ্যাংড়াদা তো দেখি কেতবাজকাতুকুতুদা!
  • ~~ | 182.76.***.*** | ২৭ আগস্ট ২০২০ ২০:৩৪453716
  • https://s3.ap-south-1.amazonaws.com/calcutta-university/english-journals/H06926.pdf

    Parichay, Vol-34, Issue no.-1-6

    আর ন্যাড়াদাকে হলধরবাউ সাধে বলেছে প্পন! অক্ষদারা যখন পরিচয় আর্কাইভ তৈরি করছিলেন তখন ওনার কাছে থাকতে পারে কেন, সাইটেই থাকবে ! অরিনবাউ সেই সাইটই দেখেছেন। সেই সাইটের নাম http://sanhati.com/ তাতেই লাস্ট এন্ট্রি হল Porichoy, 1964, 12th Issue (Aashaarh, 1371) [PDF, Bengali, 12 MB] 

    ১৯৬৪ সাল হল পরিচয়ের vol 34 আর্কাইভেও vol 34 এর শুধু ৭-১২ সংখ্যা আছে, ১-৬ নেই।

    তো, সেটা পাওয়া গেল https://www.caluniv.ac.in/digital-lib/ebook/ebook_catalog.php?cat=34 এই আর্কাইভে। মজার কথা এই আর্কাইভটা কলকাতা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহের ইংরেজি পত্রিকার। এর আগে আমিও এটা খুলে খুঁজে দেখিনি কখনো শুধু cat=33 টাই দেখেছি, যেটা বাংলার। এবার বলবেন ইংরেজি পত্রিকার আর্কাইভে পরিচয় কেন রয়েছে? সে জানলে কি আর কলকাতা বিশ্ববিদ্যালয়ের আর্কাইভ সাজানোর দায়িত্বে না থেকে বাড়ি বসে কীবোর্ড চাপড়াই ?

  • পাগো | 119.82.***.*** | ২৭ আগস্ট ২০২০ ২০:২৯453715
  • চ্যাংড়াদার টিজার রিভিউ

  • dc | 103.195.***.*** | ২৭ আগস্ট ২০২০ ২০:২২453714
  • ইয়ে, এই বাজারে আপনারা সুখেনদার একটা গান শুনবেন নাকি? বা পোসেনদার?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত