এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সম্বিৎ | ২৭ আগস্ট ২০২০ ১৩:১২453683
  • "বিহারীলাল সরকার আস্তাকুঁড়ে ছুঁড়ে ফেলে দিন।"

    কেন? 

    ----------------

    আজ্ঞে প্রিডিটারমিনড ন্যারেটিভে মিলছে না।

  • সম্বিৎ | ২৭ আগস্ট ২০২০ ১৩:১১453682
  • আচ্ছা, আপনার কেউ জানেন বিবেকানন্দর হাত্তালির নির্মোহ ব-র সোর্স রাজাগোপালবাবু, তাপ্পর ধরুন ষোড়শ মহাজনপদের দুটিমাত্র প্রজাতন্ত্রর সোর্স ভদ্রলোক/ভদ্রমহিলা - এনারাও সুসির ক্যাডার ছিলেন কিনা?

    (আবার সেই ষষ্ঠী বিভক্তির খ্যালা)

  • b | 14.139.***.*** | ২৭ আগস্ট ২০২০ ১৩:০৯453681
  • @ ২৭ আগস্ট ২০২০ ১২:৫৪, আচ্চা, আমি ভাবছিলাম ডানদিকে ভেসে উঠবে, আগের মতো। এখন দেখছি তা নয়।
    অ্যালগো পরিবর্তিত।
  • PT | 203.***.*** | ২৭ আগস্ট ২০২০ ১৩:০৬453680
  • "বরং যুক্তিবাদী অবস্থান থেকেই বিহারীলালকে লাথি মেরে তাড়ানো উচিত।"
    ২০২০-র যুক্তিতে?
    "বিধবা বিবাহকে মানেননি।"
    ঘরে ঘরে গিয়ে আজকের দিনে লাই ডিটেক্টর টেস্ট করে দেখুন তো কতজন এই সময়েও বিধবা বিবাহ মেনে নেয়!!
    (আমার বিশেষ কোন বিহারী-প্রীতি নাই)
  • sm | 42.***.*** | ২৭ আগস্ট ২০২০ ১৩:০০453679
  • আমি এখনো বোঝার চেষ্টা করছি,এলেবেলে কি বোঝাতে চাইছেন।

    এক,নিজেই লিখেছেন পাঠশালা তে নিচু বর্ণের অবাধ প্রবেশাধিকার ছিলো।সেখানে করাকিয়া, গণ্ডাকিয়া শেখানো হতো। উচ্চ শিক্ষা ছিলো উচ্চবর্ণের জন্য।

    প্রশ্ন,বিদ্যাসাগর উচ্চ শিক্ষায় আপনার কথামত নবশাখ অবধি এলাউ করে কি ভুল করেছেন?? আর উচ্চ শিক্ষায় ইংরেজি ও অঙ্ক চালু করে কি ভুল করেছেন?? কড়াকিয়া, গণ্ডাকিয়া লীলাবতী এগুলো ঠিক ছিলো?

    দুই,জোনস সংস্কৃত জানতো না,মূর্খ ছিলো বা কু ম্ভীলক,তার স্বপক্ষে কোন উদ্বৃতি আনতে পারেন নি।এখনও অবধি অ্যানেকডোট ই ভরসায় নমঃ।

    তিন, গারল্যান্ড ক্যানন ও কেনেথ এ আর কেনেডি দুজনেই সুপণ্ডিত ও আমেরিকার বিখ্যাত ইউনির প্রফেসরস।তাঁরা মিথ্যে বলতে যাবেন কেন?

  • | ২৭ আগস্ট ২০২০ ১২:৫৪453678
  • বি,
    বাঘুবেকার উঠেছে দেখছি। অন্য কোন টই?
  • এলেবেলে | 202.142.***.*** | ২৭ আগস্ট ২০২০ ১২:৪৭453677
  • //ব্রাহ্মণ ও বৈদ্য ব্যতীত অন্য জাতির ছাত্ৰগণের জন্য কালেজের দ্বারা উদ্ঘাটন//

    এ জিনিস ২০১৬-র ইন্দ্রমিত্তিরেও আছে। বাঙালি এই পিটুলিগোলাগুলোকে দুধ মনে করে। কী আর করা যাবে!

    আমার এক বন্ধু আছে, শিবাশীষ। চরম বিদ্যাসাগর-ভক্ত। সে মশাই দেখছি আপনাদের চেয়ে ঢের ভালো!

  • এলেবেলে | 202.142.***.*** | ২৭ আগস্ট ২০২০ ১২:৪৫453676
  • বিহারীলাল সরকার ১৮৯৫। চরম হিন্দুত্ববাদী, সুবল মিত্রের মতোই। বিধবা বিবাহকে মানেননি। বহুবিবাহ না হওয়ায় খুশি হয়েছেন। কোনও রেফারেন্স ছাড়া খানিক গপ্পোগাছা লিপিবদ্ধ করেছেন। চণ্ডীচরণ এবং সুবল মিত্রতে তবু দু-চারটে ইংরেজি চিঠিচাপাটি আছে যার জন্য বইগুলো আস্তাঁকুড়ে ফেলা যাবে না। যদিও বইয়ের বাকি অংশে রেফারেন্সবিহীন গপ্পো ছাড়া আর কিছু নেই। তাই। বরং যুক্তিবাদী অবস্থান থেকেই বিহারীলালকে লাথি মেরে তাড়ানো উচিত। বিদ্যাসাগর-জীবনীগুলোর মধ্যে ওটাই নিকৃষ্টতম বিদ্যাসাগরের মৃত্যুসময়ের বিবরণ পড়বেন, হাসি চেপে রাখতে পারবেন না। তাই।

  • lcm | 2600:1700:4540:5210:8c70:c700:d723:***:*** | ২৭ আগস্ট ২০২০ ১২:৩২453675
  • বি,
    একটা পুরোনো টই "তিস্তা পারের বৃত্তান্ত" এ কমেন্ট করলাম - উঠে তো এলো।
    তোমার কেন হল না - কোন টই এর কমেন্ট করছিলে যদি একটু বলো
  • অরিন | ২৭ আগস্ট ২০২০ ১২:৩২453674
  • "বিহারীলাল সরকার আস্তাকুঁড়ে ছুঁড়ে ফেলে দিন।"

    কেন? 

  • PT | 203.***.*** | ২৭ আগস্ট ২০২০ ১২:৩১453673
  • "বিহারীলাল সরকার আস্তাকুঁড়ে ছুঁড়ে ফেলে দিন।"
    খুব যুক্তিবাদী অবস্থান থেকে এমন মন্তব্য করা যায়?
  • sm | 42.***.*** | ২৭ আগস্ট ২০২০ ১২:২৪453672
  • সেই পদ হইতে ১৮৫১ সালের জানুয়ারি মাসে সংস্কৃত কালেজের অধ্যক্ষের পদ প্রাপ্ত হন। অধ্যক্ষের পদে প্রতিষ্ঠিত হইয়াই তিনি নানা প্রকার সংস্কার কার্য্যে হস্তার্পণ করেন। প্রথম, প্রাচীন সংস্কৃত পুস্তকগুলির রক্ষণ ও মুদ্রণ; (২য়) ব্রাহ্মণ ও বৈদ্য ব্যতীত অন্য জাতির ছাত্ৰগণের জন্য কালেজের দ্বারা উদ্ঘাটন; (৩য়) ছাত্রদিগের বেতন গ্রহণের রীতি প্রবর্ত্তন, (৪র্থ) উপক্রমণিকা, ঋজুপাঠ প্রভৃতি সংস্কৃত শিক্ষার উপযোগী গ্রন্থাদি প্রণয়ন, (৫ম) ২ মাস গ্রীষ্মাবকাশ প্রথা প্রবর্ত্তন (৬ষ্ঠ) সংস্কৃতের সহিত ইংরাজী শিক্ষা প্রচলন।
    ---
    এলেবেলে বাবু,আপনার কথার মানে বুঝছি না।একদম অপারগ।দুম করে একটা সরকারী নথি পত্র ফেলে কি বোঝাতে চাইলেন??

    আর জোনস কে নিয়ে আমি দুজন স্কলার এর রেফারেন্স দিয়েছি।আপনি খালি সূচীপত্র দিয়েছেন।একদম তুলে ধরুন,আপনার রেফারেন্স এর লোকেদের বক্তব্য।লজ্জার কিছু নাই।
  • এলেবেলে | 202.142.***.*** | ২৭ আগস্ট ২০২০ ১২:১৬453671
  • ১৮৬৪। কাওয়েল তাঁর রিপোর্টে জানান, কলেজে ১৩ জন সুবর্ণবণিক, ৩ জন করে তাঁতি ও গোপ এবং একজন কৈবর্ত সম্প্রদায়ের ছাত্র মিলিয়ে মোট ২০ জন ছাত্র পাঠরত যাঁরা তাঁর মতে ‘would have been excluded by the former rule’।

    বিনয় ঘোষে আছে এই প্রাইমারি রেফারেন্স? ইন্দ্রমিত্তিরে? চণ্ডীচরণ-বিহারীলাল-সুবল মিত্তিরে? 

  • b | 14.139.***.*** | ২৭ আগস্ট ২০২০ ১২:১৫453670
  • পুরোনো টইয়ের নিচে গিয়ে কমেন্ট করলে ভেসে ওঠার কথা। উঠছে না।
  • এলেবেলে | 202.142.***.*** | ২৭ আগস্ট ২০২০ ১২:১৩453669
  • ক্যানন গুলে খাওয়া আছে। কারও বিরোধিতা করতে হলে আগে সেই সম্পর্কে ভালো ভালো কথা বলা বইগুলো পড়ে নিতে হয়। কী কী পড়িতে হইবে বলে দিয়েছি। আগে পড়ে আসুন , তারপরে কথা হবে।

    বিনয় ঘোষের দয়ায় বিদুর ব্রাহ্মণ্যবাদ প্রমাণ করার দশায় আসিনি এখনও। এই দেখুন ---

    ১৮৬৩ সালের সরকারি নথিপত্র। 

    In view of such sanction, Brahmins, Vaidyas, Kayasthas and the castes known as Nabasakh were admitted to the Sanscrit College. The privilege however was not extended to students belonging to castes of a lower grade than the Nabasakh.

    বিনয় ঘোষে আছে এই প্রাইমারি রেফারেন্স? ইন্দ্রমিত্তিরে? চণ্ডীচরণ-বিহারীলাল-সুবল মিত্তিরে? 

  • sm | 42.***.*** | ২৭ আগস্ট ২০২০ ১২:০৩453668
  • কার কথা মানব?বিনয় ঘোষ?যিনি ইনিয়ে বিনিয়ে খামচে খুমচে,অর্ধসত্য এর পসরা খুলে বসেছেন?এ এমন ভ্রান্ত মূলক প্রচার,যা মিথ্যার থেকেও খারাপ।

    আপনি বরঞ্চ প্রমাণ দিন জোনস সংস্কৃত জানতেন না, মূর্খ ও কুম্ভীলক! অ্যানেকডোট দেবেন না দয়া করে।

    আমি অলরেডি গার্ল্যান্ড ক্যানন ও কেনেথ আর কেনেডির রেফারেন্স দিয়েছি। এটাও বলবেন,এঁদের রিসার্চ  কেন পছন্দ নয়।

    আমি খাই এমনি এমনি খাই,হরলিক্স ;এরকম মুনমুন সেন মার্কা জবাব নয় কিন্তু।

  • সিএস | 2405:201:8803:bef5:49b2:cfa5:d519:***:*** | ২৭ আগস্ট ২০২০ ১১:৫১453667
  • অশোক রুদ্র অর্থনীতিবিদ ছিলেন, কাজের সূত্রে। আর বামপন্থী ছিলেন, প্রবন্ধ লিখতেন, বইও ছিল, আজকের ভাষায় সে সময়ে কিছুটা পাবলিক ইন্টেলেকচুয়াল।
  • এলেবেলে | 202.142.***.*** | ২৭ আগস্ট ২০২০ ১১:৪৮453666
  • বিহারীলাল সরকার আস্তাকুঁড়ে ছুঁড়ে ফেলে দিন। অত কম বেসিক জ্ঞান নিয়ে আজাইরা প্যাচাল পাড়বেনা তো। ভাল্লাগে না।

  • sm | 42.***.*** | ২৭ আগস্ট ২০২০ ১১:৪৩453665
  • বিদ্যাসাগর কলকাতা সংস্কৃত কলেজের অধ্যক্ষ হওয়ার আগে সকল বর্ণের ছাত্ররা সেখানে পড়তে পেত না। ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈদ্যরাই কেবল পড়ার সুযোগ পেত। সকল বর্ণের ছাত্ররা যাতে সংস্কৃত কলেজে শিক্ষার সুযোগ পায়, অধ্যক্ষ হয়ে বিদ্যাসাগর সেই ব্যবস্থাই নিয়েছিলেন। এ প্রসঙ্গে তিনি বলেছিলেন, 'যদি এ কার্যে সিদ্ধিলাভ না করতে পারি, তবে এ পদ পরিত্যাগ করব।' (বিদ্যাসাগর: বিহারীলাল সরকার)
  • অরিন | ২৭ আগস্ট ২০২০ ১১:২৮453664
  • @এলেবেলে, উইলিয়াম জোন্স নিয়ে আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ ।

     জোন্স অবশ্যই  বহু ভাষা জানতেন, এবং সেকালে, যাকে বলে পলিম্যাথ, তাই ছিলেন, তা হলেও অনেকে যে মনে করেন  জোন্স  ইন্দো-ইউরোপীয় ভাষা সূত্র আবিষ্কারের জনক, এবং যদিও সাধারণভাবে অনেক পন্ডিত ই  তাঁর বিষয়ে স্তুতি করেছেন, তাহলেও সেই সমস্ত স্তুতি যথাযথ কিনা, তা নিয়ে প্রশ্ন উঠছে । William Poser  যেমন লিখছেন 

    "Sir William Jones is incorrectly viewed as the discoverer of the Indo-European language family and founder of modern historical linguistics ...

    There are two points to make here. The first is that Jones was not the first to recognize the relationship of some of the languages that comprise the Indo-European Language family. Hypotheses very much like Jones' go back to the "Scythian Hypothesis". Even Sanskrit was brought into the picture as early as 1643 by Claudius Salmasius.

    The second and more important point is that Jones cannot be considered the founder of modern historical linguistics because he did not use the comparative method, the crucial innovation that distinguishes modern historical linguistics from its predecessors", 

    (https://languagelog.ldc.upenn.edu/nll/?p=489)

    এবং এই নিয়ে William Poser ও Lyle Williams এর বইতে (Language Classification: History and Method) বিস্তৃতভাবে লেখা আছে , তিন নম্বর চ্যাপ্টার এ , আগ্রহী রা পড়ে  দেখতে পারেন । 

    এলেবেলে, হতে পারে আপনি যেমন লিখেছেন, জোনসের সংস্কৃত নিয়ে সীমাবদ্ধ জ্ঞান হয়ত তার একটা কারণ । 

    আরেকটু  লিখুন । 

  • সম্বিৎ | ২৭ আগস্ট ২০২০ ১১:১৪453663
  • @অরিন, অক্ষদা আর আসেন না। অক্ষদারা বোধহয় পরিচয় আর্কাইভ তৈরি করছিলেন। ওনার কাছে থাকতে পারে। আর ডবল-ঢেউ যদি ওমনাথ হন, তাহলে তিনি নির্ঘাত জোগাড় করতে পারবেন।

  • Amit | 121.2.***.*** | ২৭ আগস্ট ২০২০ ১০:৫৮453662
  • যে করেছে সেতো নিজেই বিজেপির এমএলএ, চাড্ডিদের আপন লোক. আর ওদের তো আরো ভালো, প্রুভ হচ্ছে রাম রিয়েল ঐতিহাসিক ক্যারেক্টার, ফিকশনাল কিছু নয়.
  • অরিন | ২৭ আগস্ট ২০২০ ১০:৫৪453661
  • আমি অনলাইন এ  পরিচয় পত্রিকার ১৩৭১ এর  আষাঢ় সংখ্যা অবধি দেখতে পেলাম, আশ্বিন এর সংখ্যা অবধি এদের কাছে নেই  । আপনাদের কারো কাছে ১৯৬৪'র পরিচয়ের আশ্বিন  সংখ্যা থাকলে অশোক বাবুর লেখাটি  আপলোড করলে ভালো দেখলে হত । আষাঢ় সংখ্যায় ধ্রুব গুপ্তর চারুলতা নিয়ে একটি বেশ ইন্টারেষ্টিং রিভিউ আছে ।

  • S | 2405:8100:8000:5ca1::7b3:***:*** | ২৭ আগস্ট ২০২০ ১০:৫৩453660
  • আচ্ছা এইযে একদল নিজেদের রামের বংশধর বলে দাবী করে বসলো, চাড্ডীরা এতে চটে যায় নি?
  • এলেবেলে | 202.142.***.*** | ২৭ আগস্ট ২০২০ ১০:৪০453659
  • অমিত বাল্যবিবাহ নিয়ে ফার্স্ট ফেজের আন্দোলন ১৮৫০-১৮৬০, সেকেন্ড ফেজ ১৮৭০-১৮৮০। উনি কিন্তু সেকেন্ড ফেজে বহুবিবাহ নিবারণ নিয়ে লিখছেন। কিস্যু বুড়ো হননি। মেট্রোপলিটন দাপটে চালাচ্ছেন। কিন্তু বাল্যবিবাহ নিয়ে মুখে কুলুপ? কেন জানতে ইচ্ছে হয়নি কোনোদিন?

  • এলেবেলে | 202.142.***.*** | ২৭ আগস্ট ২০২০ ১০:৩৭453658
  • প্রসঙ্গত আকাশকুসুম নিয়ে এই সত্যজিতই মৃণাল সেনের সঙ্গে দীর্ঘ তক্কে জড়ান। তখন বোধহয় চিত্রনাট্যের অ-আ-ক-খভুলে মেরে দিয়েছিলেন! অশোক রুদ্র বিখ্যাত মার্ক্সিস্ট প্রাবন্ধিক এই প্রথম শুনলাম তাঁর প্রবন্ধ লেখার বাই ছিল। সত্যি কত যে খোরাক পাওয়া যায়!!!

    অমিত, বিদ্যাসাগর কী কী করেছিলেন তার একটা ছোট করে লিস্টি করে দেবেন? আমার খুব সুবিধা হয়। বাই দ্য ওয়ে, আপনি আমাকে এলেবেলে 'বাবু' বলেন না 'দা' বলেন এটা আমার খুব পছন্দ। এলেবেলেও বলতে পারেন, অ্যাকচুয়ালি আমি তা-ই।

  • সম্বিৎ | ২৭ আগস্ট ২০২০ ১০:২৯453657
  • > রুদ্রমশাইকে সমালোচনার উত্তরে সত্যজিৎ কী বলেছিলেন, সেইটে জানতে ইচ্ছে।
     

    বিষয় চলচ্চিত্র-র 'চারুলতা-প্রসঙ্গে' নামের লেখা শুরু করেছিলেন অশোক রুদ্রকে ঝেড়ে। রুদ্রমশাই বোধহয় আমলা ছিলেন, আইসিএস আইএএস ধরণের কিছু গেরেম্ভারি ব্যাপার। যদিও রঞ্জনদা-র শান্তিনিকেতন রেফারেন্স পড়ে এখন মনে সন্দ জাগছে। ওনার বাতিক ছিল প্রবন্ধ লেখা (যদিও আমার ওনার কিছু প্রবন্ধ খারাপ লাগেনা।) চারুলতা সম্বন্ধে লিখেছিলেন, নষ্টনীড়ের সঙ্গে চারুলতার কোন মিলই নেই। বলে, গল্পের সঙ্গে ছবির তফাত দেখিয়েছিলেন। তখন সত্যজিত কলম ধরে চিত্রনাট্য লেখার অ-আ-ক-খ শেখান ওই প্রবন্ধে। ভাগ্যিস অশোক রুদ্র প্রোভোক করেছিলেন। এই সেই পাতা (আশা করি ইমেজ আসবে)।
     

    রুদ্রমশাইয়ের রবীন্দ্রনাথের গান নিয়ে একটা প্রবন্ধের থিসিস ছিল, সবাই যে বলে রবীন্দ্রনাথের গানে সব ইমোশন আছে, সেটা ভুল আসলে আছে প্রেম আর বিরহ - সেটাও একটা নুয়্যান্সড বিরহ।

  • Amit | 121.2.***.*** | ২৭ আগস্ট ২০২০ ১০:২৮453656
  • রামের লিনিয়েজ র ক্লেমটা কিন্তু গুচ্ছ ছিল. এটাও বলেছে যে তেনারা নাকি রামের 309-থ জেনারেশন. পার জেনারেশন 25 বছর করে ধরলেও তো প্রায় আট হাজার বছর হয়ে যাচ্ছে, মানে আর্য রা আসার আরো 4000-5000 বছর আগে. এবার হয়তো প্রমান করেই ছাড়বে এবার যে গণেশের প্লাষ্টিক সার্জারি ও ওদের ফ্যামিলি কোবরেজ করেছিল.
  • Amit | 121.2.***.*** | ২৭ আগস্ট ২০২০ ১০:১৯453655
  • এলেবেলে দা, এখুনি রেফারেন্স দিতে পারছিনা, সাল তারিখ আপনি ভালো জানবেন বা আমাকে অনেক নেট এ আর্কাইভ খুঁজে দেখতে হবে যদি পাই. স্মৃতি থেকে বলছি, ভুল থাকতে পারে .

    বছর 20-22 আগে, শারদীয়া আবাপতে এই বাল্যবিবাহ নিয়ে একটা বড়ো লেখা বেরিয়েছিল. বোধহয় 1870-75 নাগাদ এটা নিয়ে আন্দোলন শুরু হয়, বিদ্যাসাগর তখন অলরেডি প্রবীণ, নানা দায়ে ভারাক্রান্ত , তার ওপর 1850-55 পিরিয়ড এ বিধবা বিবাহ নিয়ে যে পরিমান লাইফ থ্রেট, সামাজিক বয়কট, নিন্দে মন্দ, অত্যাচার ওনাকে সামলাতে হয়েছিল সেসবের সামনে কতজন মাথা উঁচু করে দাঁড়াতে পারতো সন্দেহ আছে. হিন্দু উইদো রি -ম্যারেজ এক্ট আসে 1855-56 এ.

    এবার প্রায় একা হাতে , এতো ঝড় ঝাপটা সামলানোর পর কেও যদি আবার সেই একই ঝড়ের সামনে দ্বিতীয় বার না দাঁড়াতে চান, সেটা কি খুব দোষের ? তিনি যদি বাল্যবিবাহ আন্দোলনকে সমর্থন দিতেন, তাহলে তিনিই যে আবার রক্ষণশীল দের মেন্ টার্গেট হতেন , তাতে তো সন্দেহ নেই, অলরেডি উনি ব্ল্যাক -মার্কড.

    উনি কি করতে পারেন নি, তার ওপর ওনার মূল্যায়ন না করে আমি অন্তত উনি কি করতে পেরেছেন, তার ওপর মূল্যায়ন করা পছন্দ করবো. কোনো মানুষই সুপারম্যান নয়, সক্কলের দোষ গুন্ আছে, তার মধ্যেই যারা নিজেদের এলিভেট করতে পারেন নিজের কয়েকটা কাজের মাধ্যমে, তাদেরকে সেসবের জন্যে এপ্রিশিয়েট করাটা আমার কাছে অন্তত গুরুপূজো নয়. অন্য কেও অন্য কিছু ভাবতেই পারেন. তাতে আমার ভাবনাটা আমার কাছে মিথ্যে হয়ে যায়না.
  • এলেবেলে | 202.142.***.*** | ২৭ আগস্ট ২০২০ ১০:১৬453654
  • রঞ্জনবাবু, নাঃ পারলাম না। আমি লেখার আগেই দেখি বিস্তর ভাটিয়ে ফেলেছেন! রামেন্দসুন্দর ও রবীন্দ্রনাথের সেই ঘিসিপিটি কোট এবং বিদুর বেদান্ত বিরোধিতা নিয়ে। তিনটেরই ঘাড় মটকে দিই?

    ১. রামেন্দ্রসুন্দর --- পুরো প্রবন্ধটা পড়েছেন নাকি ওই এলসিএমের মতো কানে শুনেই??? নাকি অশোকদার লেখা থেকে। আপনি যেখানটা থেকে তুলেছেন তার অব্যবহিত পরেই আছে বাঙালি হিন্দু মধ্যবিত্তের যুগপৎ ব্রিটিশপ্রীতি ও ইসলামোফোবিয়ার চরম নমুনা। পড়ুন দিকি।

    একটা কথা আজকাল অহরহঃ শুনিতে পাওয়া যায়। ইংরাজগণের শুভাগমনের পর হইতে চারি দিকে আমাদিগের জাতীয় অভ্যুদয়ের লক্ষণ দেখা দিয়াছে। অবশ্য অতি প্রাচীন কালে যখন হিন্দু রাজা হিন্দু রাজ্যে শাসনদণ্ড পরিচালনা করিতেন, তখন আমাদের জাতীয় অবস্থা সমধিক উন্নত ছিল, অনেকে এ কথা স্বীকার করেন; অন্ততঃ হিন্দুজাতির পুরাবৃত্তের অভাব সত্ত্বেও এ কথা লইয়া তর্ক-বিতর্ক যতক্ষণ ইচ্ছা চালান যাইতে  পারে। কিন্তু সেদিনকার মোসলমানি আমলে আমাদের দুর্দশার যে একশেষ ঘটিয়াছিল, এবং ইংরাজ বাহাদুর আমাদের সামাজিক জীবনটাকে সঙ্কটাপন্ন মুমূর্ষু অবস্থা হইতে ফিরাইয়া আনিয়াছেন; এবং তাঁহাদের দেশ হইতে আমদানি রাজনৈতিক ব্রাণ্ডি ও কুইনাইন যথেষ্ট মাত্রায় প্রয়োগ করিয়া সমাজশরীরে বলাধান ও নবজীবনের সঞ্চার করিয়াছেন, ইহা একরকম  সর্ববাদিসম্মত সত্য।

    রবীন্দ্রনাথ --- এইটা পড়েছেন? এইরকম অসংখ্য কথা (রবীন্দ্রনাথের থাকবে ওই বিদ্যাসাগরচরিতকে কাউন্টার করতে) থাকবে।

    ...যে-চাষা তাহার ছেলেকে প্রাইমারি স্কুলে পাঠায়, তাহার একটিমাত্র উদ্দেশ্য এই যে, তাহার ছেলে নিতান্ত চাষা না থাকিয়া কিঞ্চিৎপরিমাণে ভদ্রসমাজ-ঘেঁষা হইবার যোগ্য হয়; চিঠিটা পত্রটা লিখিতে পারে, পড়িতেও পারে, জমিদারের কাছারিতে দাঁড়াইয়া কতকটা ভদ্রছাঁদে মোক্তারি করিতে পারে, গ্রামের মোড়লি করিবার যোগ্য হয়, ভদ্রলোকের মুখে শুনিতে পায় যে, “তাইতো রে, তোর ছেলেটা তো বলিতে-কহিতে বেশ”!

    চাষা একটু সম্পন্ন অবস্থার হইলেই ভদ্রসমাজের সীমানার দিকে অগ্রসর হইয়া বসিতে তাহার স্বভাবতই ইচ্ছা হয়। এমন-কি, তাহার ছেলে একদিন হাল-লাঙল ছাড়িয়া দিয়া বাবুর চালে চলিবে এ সাধও তাহার মনে উদয় হইতে থাকে। এইজন্য সময় নষ্ট করিয়াও, নিজের ক্ষতি করিয়াও ছেলেকে সে পাঠশালায় পাঠায় অথবা নিজের আঙিনায় পাঠশালার পত্তন করে।

    কিন্তু চাষাকে যদি বলা হয়, তোর ছেলেকে তুই চাষার পাঠশালায় পাঠাইবি, ভদ্রের পাঠশালায় নয়, তবে তাহার উৎসাহের কারণ কিছুই থাকিবে না। এরূপ স্থলে ছেলেকে পাঠশালায় পাঠাইবার উদ্দেশ্যই তাহার পক্ষে ব্যর্থ হইবে।

    শুধু তাই নয়। পল্লীর মধ্যে চাষার পাঠশালাটা চাষার পক্ষে একটা লজ্জার বিষয় হইয়া দাঁড়াইবে। কালক্রমে ভাগ্যক্রমে যে-চাষাত্ব হইতে তাহারা উপরে উঠিবার আশা রাখে, সেইটাকে বিধিমতো উপায়ে স্থায়ী করিবার আয়োজনে, আর যেই হউক, চাষা খুশি হইবে না।

    বিদ্যাসাগরের বেদান্ত বিরোধিতা --- সংস্কৃত কলেজে অধ্যক্ষ থাকাকালীন, এমনকি অবসর নেওয়ার পরেও, বিদ্যাসাগর পাঠক্রম থেকে বেদান্তকে বাদ দেওয়ার কোনও ইচ্ছা প্রকাশ করেননি। বিদ্যাসাগরের অবসর গ্রহণের কিছু দিন পরে, ১৮৫৯ সালে জনশিক্ষা অধিকর্তা (Director of Public Instruction) সংস্কৃত কলেজের দর্শন পাঠ্যক্রমের সংস্কার সংক্রান্ত এক প্রস্তাব বাংলা সরকারের কাছে পেশ করেন। এই প্রস্তাবের সঙ্গে তিনি উড্রো, রোয়ার (Dr. Roer) ও সংস্কৃত কলেজের নতুন অধ্যক্ষ কাওয়েল (E.B. Cowell) সাহেবের সেই সম্পর্কিত মন্তব্যগুলিও জুড়ে দেন। সরকারের তরফে ছোটলাট এ বিষয়ে বিদ্যাসাগরের পরামর্শ চাইলে তিনি ১৮৫৯-এর ১৭ এপ্রিল লেখেন, Mr. Cowell appears to take objection to the study of the Smriti and Vedanta in the College. I am sorry that I must differ from him on this point. ...The Vedanta is one of the systems of philosophy prevalent in India. It is of a metaphysical character, and I do not think there can be any reasonable objection to its use in the College. Both the branches, as at present taught, are free from objection on religious grounds. In my humble opinion, the discontinuance of these subjects would make the college course a very defective one.

    কাজেই উড়ো কথায় কান দেবেন না।

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত