এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Amit | 203.***.*** | ১৯ আগস্ট ২০২০ ১০:১৫452569
  • মোটিভেশন তো থাকেই. সেতো লরেন বাবু র ও 100-% আছে কোনো সন্দেহ নেই. সেভাবে দেখলে সমকামী দের জোর করে বিয়ে দিলে তারাও ঘর ছেড়ে পালাতে পারেন, কেও ঝগড়ায় অতিষ্ট হয়েও পালাতে পারেন- তারা সক্কলে অবতার হয়ে যান না. প্রশ্নটা ছিল বুদ্ধ , চৈতন্য যেই হোকনা কেন , এনাদের যদি এতই ভগবান লাভের মোটিভেশন ছিল , তো বিয়ে করে তারপর ঘর ছাড়ার দরকার কি, না করলেই তো আপদ চোকে.

    এবার ধর্ম গুরুরা কজন নিজে আদতে উড়তে পারেন আর কজনকে ভক্তরা ওড়ান , সেটাও দ্বিতীয় প্রশ্ন. বেশির ভাগের ক্ষেত্রেই, বা প্রায় 100-% ক্ষেত্রেই ভক্তরাই তেনাদের কাঁধে ডানা লাগিয়ে ওড়ানোর কাজটা সেরে থাকেন.
  • কেন ছাড়লেন বা ছেড়ে কী করলেন। | 103.124.***.*** | ১৯ আগস্ট ২০২০ ১০:১৪452568
  • একটা লোক কেন বউ বাচ্চা ছেড়ে গেসল সেটা আমার কাছে সত্যি সেরকম সিরিয়াস ইস্যু নয়। সংসারের উপর বীতশ্রদ্ধ বা বীতকাম হওয়ার একশো হাজার কারন থাকে তার মধ্যে প্রচুর কারনে বহু লোক ঘর ছেড়ে জাহাজের খালাসি হয়ে ভেসে পরেছে এমন ঘটনা ও দুনিয়ায় দুরলভ নয়।  যেটা দুরলভ যে কোন সামাজিক বা চিন্তার ইতিহাসের লীগাসি সেই লোকটি কে ওরকম নৈর্বক্তিকতাবাদী অথচ কম্প্যাশনেট উপলব্ধির দিকে ঠেলে দিল?? 

    উত্তরটা ঘটনাচক্রে দেখুন আগের পোস্টে দু একটি শব্দ ব্যবহার করেছেন,  তার মধ্যে আছে ঃঃ " গিল্ট ফ্রী "।  মারাত্নক শব্দ এটা ঃঃ)) 

     কফি কোম্পানি চারগুন দামে একমাগ কফি বেচে,  তার গায়ে লেখা,  এই লাভের দশ শতাংশ নিকারাগুয়ার বাচ্চাদের স্কুল প্রজেক্ট এ যাবে।  আপ্নি সেটা পড়ে সামান্য হলেও গিল্ট ফ্রী হন কফিতে চুমুক দিতে দিত।। 

     এখন,  আংশিক স্বচ্ছল কিন্তু নেকেড এক্সপ্লয়টেশনে ভরা সমাজে,  তুলনামূলক স্বচ্ছল লোকেরা ক্রমাগত গিল্টে ভুগতে থাকে।  সনাতন ধরম তাদের ঘাড় ভেংগে যাগ যজ্ঞ,  পুরোহিততন্ত্র চালাত।  গিল্ট এর ওপর দাঁড়য়ে ব্যবসা। এর সংগে আদিম গুহাবাসী মানুষের ভয়ের যোগ নেই। 

     বুদ্ধ যখন ঘর ছাড়ছেন তখন সমাজের একটা বড় অংশ বেশ এফ্লুএন্ট,  লিপির আবিস্কার হয়েছে,  নগরনটি রা আছেন তথাকথিত সম্মানে, শ্রেষ্ঠী দের প্রতিপত্তি বেড়েই চলেছে,  একদিকে বিলাস বৈভব চূড়ান্ত আরেকদিকে এক্সপ্লয়টেশন আছে এবং সেটা ঘিরে বৈভবশালী অংশে গিল্ট তইরী হচ্ছে ,  বুদ্ধ এই গিল্ট ফীলিং থেকে মুক্তির নতুন রাস্তা খুঁজলেন। 

     একদিকে অরথহীন পৌরহিত্যের বিরধিতা,,  আরেকদিকে নিজেকে " দেখা " র একটা ধরন তুলে ধরলেন যাতে প্রভাবশালী হলেও অহংবোধ নীচে নেবে আসে,  অনিত্যতাকে মেনে নিতে শেখালেন যাতে হারানোর ভয় কমে প্রিভিলেজপ্রাপ্ত অংশে এবং  একটা ফিলানথ্রপিক মোড় দিলেন যাতে সমাজের ফিউজ বালব রক্ষিত হয়। পরিনতি, প্রিভিলেজড ক্লাস তাদের গিল্ট ফীলিং থেকে মুক্তির পথ পেল,  মানসিলভাবে আত্মনির্ভরশীল হল এবং তামসিকতায় পয়সা না উড়িয়ে কিছুটা সমাজের কাজে লাগতে শিখল। 

      

     একেবারেই,  লিবারাল ক্যাপিটালিজম এর শিক্ষাগুরু যাকে বলে। এই কারনেই প্রিভিলেজপ্রাপ্ত সমাজে,  তাবড় সিইও থেকে বিজনেস টাইকুন এদের মধ্যে বুদ্ধিজম আজ ও আবেদন রাখে।  পাওয়ার কন্ট্রোল করা এবং গিল্ট ফ্রী জীবনের পথ দেখায়।     

                                 

  • Amit | 203.***.*** | ১৯ আগস্ট ২০২০ ১০:০৮452567
  • সেসব ও উদাহরণ তো আছে হাতের কাছেই. 9থ -12থ সেঞ্চুরি তে ইন্ডিয়ায় যখন ডেকেয়িং হিন্দুইসিম কে রেভিভ করার জন্যে একটা মেজর পুশ এলো, তখন সেরকম কোনো ইনফ্লুয়েনটিয়াল রাজা বৌদ্ধ দের পেছনে ছিলেন না. প্রচুর বুদ্ধ মূর্তিকে শিব মূর্তি বানিয়ে দখল করা হয়েছিল, বুদ্ধকে নবম অবতার বানিয়ে হিন্দু ধর্ম প্রায় পুরোটাই গিলে ফেলেছিলো. ইন ফ্যাক্ট এটাও ক্লেম করা হয়েছে যে অযোধ্যা তে মসজিদের নিচে যে আর্কিওলজিকাল রেলিকস পাওয়া গেছে , সেসব আসলে হিন্দুই নয় , সব আসলে বুদ্ধ স্তুপের রেলিকস, সত্যি মিথ্যে হয়তো কখনোই সামনে আসবেনা, রামমন্দিরের নিচে চিরকালের মতো চাপা পড়বে. তো সেই সময় বৌদ্ধ দের পেছনে রয়েল ব্যাকিং থাকলে কি গল্পটা কি এরকম দাঁড়াতো ?

    12থ সেঞ্চুরি অনওয়ার্ডস বুদ্ধিজম ইন্ডিয়াতে আর কখনোই মেনস্ট্রিম এ আসেনি, মার্জিনাল হয়েই থেকে গেছে. আজকে ভারতে পপুলেশন এর কত % বুদ্ধিস্ট ? সেই জিনিসটা চিনে বা তিব্বত এ হয়নি, তাই এখনো সেখানে মেজর বুদ্ধিস্ট ইনফ্লুয়েন্স রয়ে গেছে.
  • ইয়ে | 194.28.***.*** | ১৯ আগস্ট ২০২০ ১০:০৭452566
  • স্টার্ভড

  • ইয়ে | 194.28.***.*** | ১৯ আগস্ট ২০২০ ১০:০৫452565
  • এটাও আমাদের দেশের একটা বৈশিষ্ট্য। গুরু বৌ বাচ্চা ফেলে চলে গেলে সেটা ভক্তরা খুব গ্লোরিফাই করে। সেক্সস্টার্ভ জাত কিনা।

  • aranya | 2601:84:4600:9ea0:9937:eb8b:bc0d:***:*** | ১৯ আগস্ট ২০২০ ১০:০৩452564
  • কেকে-কে দেখে খুবি খুশী হলেম
  • অরিন | ১৯ আগস্ট ২০২০ ০৯:৫৮452563
  • বৌ বাচ্চা ফেলে রেখে কেউ কোথাও যাওয়াকে ক্রেডিট দিতে হবে একথা কে বলেছে? কিন্তু  কেউ যদি ফেলে রেখে চলে যায় (একা বুদ্ধ কেন, লরেন তো হালের ছোকরা, চৈতন্য দেবও তো চলে গেছিলেন), তার একটা মোটিভেশন থাকে নিশচয়ই, সেইটা নিয়ে কথা | 

  • অরিন | ১৯ আগস্ট ২০২০ ০৯:৫৬452562
  •  তাহলে রাজার ইনফ্লুয়েনস শেষ হবার সঙ্গে সঙ্গে ধর্মের "বিস্তার"ও শেষ হত, তাই না? সেটা কি দেখা যাচ্ছে?

  • Amit | 203.***.*** | ১৯ আগস্ট ২০২০ ০৯:৫৫452561
  • তবে বুদ্ধের বৌ বাচ্চা কে ফেলে বেরিয়ে যাওয়াটা কে ক্রেডিট দিতে হলে তো আমাদের লরেন বাবু কেও একই ক্রেডিট দিতে হয়. কে বলতে পারে আজ থেকে 200 বছর পরে হয়তো লরেনবাবুকে ই বিষ্ণুর দশম অবতার বানিয়ে শঙ্করাচার্য র ওপরে বসানো হবে কলিকালে ইসলামের বা খৃস্টানিটির এগ্রেশন থেকে হিন্দু ধর্মকে রক্ষা করার জন্যে, তখন সঙ্গে এটাও বলা হবে ধর্ম রক্ষার্থে তিনি নিজের বৌকে ছেড়েছিলেন. ইন ফ্যাক্ট এখনই বলা হয়.

    আমার পাপী মনে যেটা ঢোকেনা যে বিয়ে করে তারপর ছাড়ার ঝামেলা র দরকার কি বাপু, তার থেকে বিয়ে না করলেই তো ল্যাটা চুকে যেত. তোমার ব্রম্মজ্ঞান লাভের দায় তোমার পরিবারকে কেন চোকাতে হবে ?

    :) :)

    যাক গে , টোয়ি বেপথে চলে যাচ্ছে, ভালো থিওরিটিক্যাল আলোচনা চলছিল, যদিও সেসব আমার মতো পাপী তাপি লোকের পক্ষে একটু মুশকিলের বটে. আমি বুদ্ধ নিয়ে এখানেই থামলাম.
  • Amit | 203.***.*** | ১৯ আগস্ট ২০২০ ০৯:৪৪452560
  • "তার মানে এদের কারো নিজের কোনো Agency বা সত্তা নেই, সবটাই পরের প্রভাবে?

    এ রকম একটা ধারণার পেছনে কি যুক্তি? "

    আমি কোনো আলাদা করে যুক্তি দিচ্ছিনা এখানে, জাস্ট উদাহরণ বা সিম্পল ডাটা এনালিটিক্স. ইতিহাসে এটাই দেখা গেছে যে মেজর ধর্ম গুলো আজকে আমরা দেখছি, হিন্দুইসম, বুদ্ধিসম্, ইসলাম , শিখ বা খ্রীষ্টান - এই সবকটার বিস্তারের পেছনেই কোনো না কোনো রয়্যাল ইনফ্লুয়েন্স রয়েছে. কোনোটাই জাস্ট নিজের জোরে দাঁড়ায়নি.

    তার মানে যে সেগুলো কোনো সময়েই নিজের জোরে দাঁড়াতে পারতোনা, বা কালকে অন্য কোনো নতুন গজানো ধর্ম নিজের জোরে উঠে আসবেনা সেটাও নয়. বা এসব যে ধর্ম গুরুরা প্রচার করেছেন, তারা ইনকম্পিটেন্ট - সেটাও নয়.
  • Du | 47.184.***.*** | ১৯ আগস্ট ২০২০ ০৯:৩১452559
  • আরে কতদিন পর কেষ্টাবাঘু!!। মাঝে মাঝেই ভাবি কোথায় চলে গেলো সব? খুব খুশি হয়েছি, ভালো আছো তো? আমরা সব ঠিকই আছি যদিও এখন ভালো থাকা গিল্ট ফ্রী তো নয়।
  • অরিন | 161.65.***.*** | ১৯ আগস্ট ২০২০ ০৯:২০452558
  • "  ওটা একটা জাতির সামাজিক অর্থনইতিক এবং চিন্তার ইতিহাসের থেকে এসেছে। "

    হ্যাঁ। 

    এবার ভেবে দেখুন সিদ্ধার্থ গৌতমের ক্ষেত্রে সেটা কি ছিল যে ভদ্রলোক সমস্ত কিছু  মায় বউ বাচ্চা ফেলে বেরিয়ে গেলেন, তারপর জীবনের ৫০ টা বছর জঙ্গলে ঘুরে বেড়িয়ে মাধুকরী করে অন্ন সংস্থান করে কেটে গেল। 

  • প্রিন্সিপিয়া | 151.197.***.*** | ১৯ আগস্ট ২০২০ ০৯:১৯452557
  • হ্ণ্যা হ্ণ্যা আমিও তো তাই বলছি - বিগ্গ্যান ও বুদ্ধ - সবই অর্থনৈতিক প্রিভিলেজড ক্লাসের টুল!
  • হ্যাঁ, কিন্তু | 103.124.***.*** | ১৯ আগস্ট ২০২০ ০৯:০৪452556
  • হ্যাঁ কিন্তু কোন মাসির গোঁফ গজাবে তার গপ্প অমন রান্ডম নয়।  ওটা একটা জাতির সামাজিক অর্থনইতিক এবং চিন্তার ইতিহাসের থেকে এসেছে।  বিগ্যানের খেত্রেও করপোরেট টাকা না ঢাল্লে আধুনিক টেক্নলজি আসত না, প্রিন্সিপিয়া মাথায় দিয়ে ঘুমুতে হত,  একটি ম্যানহাটন একটি জগত খুলে দিয়েছে -- তাতে কী?  করপোরেট বস রাস্ট্র আদউ কোন বিগ্যানচরচায় টাকা ঢালবে সেটা রান্ডম না,  দীর্ঘ ঐঐতিহাসিকতার অংশ।  ধর্ম ও তাই। যারা ওই লিনিয়েজ টা ধরতে পারে না তারা কী হইতে কী হইয়া গ্যালো ভাবে।               

  • অরিন | ১৯ আগস্ট ২০২০ ০৯:০০452555
  • "এবার এনারা কেন নিজে সেই ধর্মে কনভার্ট হতে গ্যালেন, সে নানা জায়গায় নানা গল্প হতে ই পারে. কেও বৌয়ের প্রভাবে, কেও গন্ডা খানেক গার্লফ্রেইন্ড এর প্রভাবে , কেও হয়তো কোনো গুরুর প্রভাবে, কেও হয়তো পলিটিকাল প্রভাবে etc. etc"

    তার মানে এদের কারো নিজের কোনো Agency  বা সত্তা নেই, সবটাই পরের প্রভাবে? 

    এ রকম একটা  ধারণার  পেছনে কি যুক্তি?  

  • Amit | 203.***.*** | ১৯ আগস্ট ২০২০ ০৮:৫০452554
  • সেটাই তো বললুম, নিজেরা আগে এঁরা কনভার্ট হয়েছেন, তারপর সেটার পেছনে টাকা ঢেলেছেন, যাতে ধম্মের সাথে সাথে নিজের ইনফ্লুয়েন্স ও বাড়ে. রথ দেখা, কলা বেচা- সব একসাথে সারা গেলো.

    এবার এনারা কেন নিজে সেই ধর্মে কনভার্ট হতে গ্যালেন, সে নানা জায়গায় নানা গল্প হতে ই পারে. কেও বৌয়ের প্রভাবে, কেও গন্ডা খানেক গার্লফ্রেইন্ড এর প্রভাবে , কেও হয়তো কোনো গুরুর প্রভাবে, কেও হয়তো পলিটিকাল প্রভাবে etc. etc. এই তো কদিন আগেই তিব্বত নিয়ে একখান সুন্দর টইতে সেখানে কিভাবে বুদ্ধধর্ম ছড়ালো সেই গল্প আছে. তো সেখানে সেই রানী বুদ্ধিস্ট না হয়ে মুসলিম বা খ্রীষ্টান হলে আজকে লেহ তে কাঠের সাত তলা মসজিদ বা গির্জা হতো হয়তো.
  • Atoz | 151.14.***.*** | ১৯ আগস্ট ২০২০ ০৮:৪২452553
  • কিন্তু সেই অশোক, কনস্টানটিন, রুশদিন কালিফেট, হিন্দু রাজারা---এঁরা অর্থ দিতেন কেন? মিলিটারি সাপোর্ট দিতেন কেন?
  • Atoz | 151.14.***.*** | ১৯ আগস্ট ২০২০ ০৮:৩৫452552
  • অর্থের ব্যাপার। যে যার মালিকের অর্থে খাচ্ছে।
    ঃ-)
  • lcm | 99.***.*** | ১৯ আগস্ট ২০২০ ০৮:৩০452551
  • Amit | 203.***.*** | ১৯ আগস্ট ২০২০ ০৮:২৯452550
  • তবে ইতিহাসে যেটুকু দেখা গেছে , কোনো ধর্মই শুধু নিজের সিম্পলিসিটি হোক কি লজিক বা যুক্তির গুনে কোথাও মাস স্কেল এ লোক টানতে পারেনি. সবসময়েই কোনো না কোনো রাজা, সম্রাট বা তাবড় লোকজন রা নিজেরা কোনোভাবে ইনফ্লুয়েন্সড হয়ে কনভার্ট হয়েছেন, তারপর সেই ধর্মকে প্রচারে নিজের লোকবল, অর্থবল সব ভালোমতো লাগিয়েছেন এস এন ইনভেস্টমেন্ট, তারপর সেসব মাস স্কেলে পৌঁছেছে. আর একবার কোনোমতে ক্রিটিকাল মাস এটেন করতে পারলে তারপর অনেক কিছুই সেলফ সাস্টেইনিং হয়ে যায়- সে ধর্ম হোক কি ড্রাগ ব্যবসা (আমার কাছে দুটোই এক যদিও ). তখন তার মাস আপিল নিয়ে অনেক থিওরি ই আসতে থাকে. সেই ডিম্ সোজা করে দাঁড় করানোর মতো.

    বুদ্ধধর্মের পেছনে অশোক, খ্রীষ্টান ধর্মের পেছনে কন্সটান্টিন, ইসলামের পেছনে রুশদিন কালিফেট, শঙ্করাচার্য র পেছনে গুচ্ছ হিন্দু রাজারা - এরা ইকোনমিক, মিলিটারি সব রকমের সাপোর্ট দিয়ে না দাঁড়ালে হয়তো এসবের অনেক গুলোই লোপ পেতো বা প্রান্তিক, প্যাগান টাইপের কিছু হয়ে এক কোণে পড়ে থাকতো.
  • Atoz | 151.14.***.*** | ১৯ আগস্ট ২০২০ ০৮:২২452549
  • লিবেরিলিজিয়ন? ঃ-)
  • aka | 2600:1005:b16b:dec6:c5f2:fe2:2668:***:*** | ১৯ আগস্ট ২০২০ ০৮:১৫452548
  • আরে ধৈর্য্য ধরুন, আপনাদের একান্ত আপন লিবেরাল ধর্মগ্রন্থ আসিতেছে, আসিতেছে, আসিতেছে।

    যা প্রশ্ন ছিল তা থাকবে, নতুন প্রশ্ন তৈরী করবে, সেইসব প্রশ্নের উত্তর খুজতে খুজতে জীবন কেটে যাবে। অন্বেষণই হল জীব্ন, সেই পথেই মুক্তি, সঙ্গে থাকুন শুধু।
  • প্রিভিলেজপ্রাপ্ত লোকেদের পক্ষেই সুইটেবল | 165.225.***.*** | ১৯ আগস্ট ২০২০ ০৭:৪৮452547
  • সায়েন্স ব্যাপার্টা ঠিক কাদের দ্বারা কাদের জন্যে কিভাবে উঠে এসেছে এ বিষয়ে কেউ আলোক্পাত করতে পারেন? সমাজের ঠিক কোন শ্রেনীর লোক সায়েন্স দ্বারা সবচেয়ে বেশী উপকৃত হচ্ছে?
  • Atoz | 151.14.***.*** | ১৯ আগস্ট ২০২০ ০৭:১৭452546
  • ঝিঁড়াভাই না জিঁরাভাই? কেউ একটু কনফার্ম করবেন তো?
    ভদ্রলোক নাকি আগে ছিলেন ঝিঁড়াভাই। পরে হলেন জিন্নাহ।
  • অরিন | ১৯ আগস্ট ২০২০ ০৬:২৫452545
  • "অরিনের যুক্তিটা খুব স্ট্যান্ডার্ড ডিফেন্স। উনি তো বেশিরভাগ সময় হাওয়াই চটি পরে ঘুরতেন। কথা হল রাজার বাগানে তিনদিন কাটালেও সেটা বুঝিয়ে দেয় লোকটা ক্ষমতাশালী। রামদেব কেস।"

    বুদ্ধদেবের সঙ্গে, হাওয়াই চটি পরে ঘোরা রাজনৈতিক ব্যক্তিত্ব, আর  রামদেবের তুলনা টানছেন দেখে দুঃখ পেলাম।  

    এর পর আর এ নিয়ে  অবান্তর তর্ক করে লাভ নেই।  

    আপনার মনোজগতে একটা ছবি আছে নিশ্চই, সেটা আপনার সংস্কারজনিত, আপনার জগতে আপনিই ঠিক ।  

  • Atoz | 151.14.***.*** | ১৯ আগস্ট ২০২০ ০৬:০৯452544
  • অনেকেই আসেন কেকে। আবার অনেকে আসেনও না। পুরনো অনেকে নানা চিহ্ন নিয়ে আসেন, নিক পরিত্যাগ করেছেন। ঃ-)
    মেঘকে মনে আছে? লেখো না আবার তাকে নিয়ে।
    বাঘারু কেক বানায় না, শুনে বড় মনস্তাপ হল। বানিও, নতুন নতুন আইডিয়ার কেক বানিও। যেমন ধরো ঝাল কেক। যেমন ধরো নোনতা কেক। যেমন ধরো অপরাজিতা কেক। ঃ-)
  • KK | 97.9.***.*** | ১৯ আগস্ট ২০২০ ০৬:০৫452542
  • এতজ, হুঁ, সেইই বটে। নাঃ, আজকাল কেক টেক আর তেমন বানাইনা। মাথার অনেক গুলি স্ক্রু ঢিলা হয়ে এদিক ওদিক পড়ে গেছে। তাইই খুঁজছি আর কি! :)

    ভালো লাগলো এতদিন পর তোমাদের দেখে।
  • Atoz | 151.14.***.*** | ১৯ আগস্ট ২০২০ ০৬:০৫452541
  • ভেবেছিল বিজেপি ওদের "আয় আয় তেলককাটা ভাই আমার" বলে বুকে জড়িয়ে ধরবে। এখন দ্যাখ! কী করেছে দ্যাখ। আরো দেখবি। সবে তো কলির সন্ধে।
  • বলুক দালাল | 103.124.***.*** | ১৯ আগস্ট ২০২০ ০৬:০০452540
  • বলুক দালাল।।  এই কনফ্লিক্ট গুলো লাগা দরকার।  ইদানীং দেখি বাংগালি গোঁসাইরা খুব পা চাটছে বিজেপির।  অথচ এই সনাতন ধর্ম কোনদিন হ্লাদিনী শক্তিকে মানে নি,  রাধা কে এবং গোটা ব্রহ্মবৈবর্ত পুরাণ কে বলেছে মুসল্মানদের নিরদেশে লেখা।  সেই গোঁসাইরা চিরকাল সনাতনিদের লাথি খেয়ে এখন ভাবছে তাদের পায়ে ধরে তরে যাবে।          

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত