পিঠে সুড়সুড়ি দেবার যন্ত্র কি পাওয়া যায়? আর পা টিপে দেবার?
পেলেই সোজা বনে
প্লীজ, অ্যামাজন প্রাইমে "বন্দিশ ব্যান্ডিট" দেখুন।
নাসিরুদ্দিনের অসামান্য অভিনয় এবং ক্ল্যাসিক্যাল গান। মনটা ভালো হয়ে যাবে ।
ছেঁড়া ছাতা রাজছত্র মিলে বৈকুন্ঠের পথে হাঁটা দেবে।
আজ্জো কাল তো নিউজে দেখলাম আটলান্টার কোন একটা হাইস্কুলের"স্বাভাবিক" ভীড়ঠাসা হলওয়ের ছবি।যে ছাত্র তুলেছে তাকে খুঁজে বার স্কুল সাসপেন্ডও করে ফেলেছে! এই গতিতে যদি অন্যকাজগুলোও করতে পারতো...
আমাদের গ্রামে সামনের সপ্তাহে খুলছে। তবে উনি বাড়ি থেকে ক্লাশ করবেন।কী ভাবে কী হবে কেউই জানে না। সবাই হাতে টর্চ নিয়ে আমড়াতলার মোড়ে:-(
একটি কথার দ্বিধাথরথর চুড়ে ভর করেছিল সাতটি অমরাবতী
একটি নিমেষে দাঁড়ালো সরণী জুড়ে থামিল কালের চিরচঞ্চল গতি
- সুধীন্দ্রনাথ দত্ত
আমি তো ভাবলাম গতি প্রচন্ড বেড়ে গেছে!
মাওরি ভাষায় হুরু শব্দের অর্থ "চুল" (?বাল), যেমন হুরুনুই বলতে প্রচুর চুল বোঝায়, যে কারণে খোলা চুলের মতন বহতা নদী সমৃদ্ধ জেলার মাওরী নাম রাখা হয়েছে হুরুনুই। হুরুহুরু কে সেই অর্থে লোম, পশম, চামড়া বলা যেতে পারে, কাজেই চামড়ার সামগ্রী বিক্রির দোকানের নাম যাঁরা হুরুহুরু রেখেছেন, আক্ষরিক অর্থে তাঁরা কিন্তু খুব offensive নাম রাখেন নি। কিন্তু ওই যে, আমাদের বাঙালীদের সঙ্গে মাওরীদের নানারকমের মিলের মধ্যে এও বোধহয় একটা, "চুল" বোঝাতে "বাল" কথাটা ব্যবহার করলে আজকালকার দিনে অনেকেই ব্যাপারটাকে অন্যভাবে দেখবেন।