নিউ জার্সির হুইপ রাজ মুখার্জি কী ভবানী আর আলোলিকা মুখার্জির কেউ হয়?
ওটি মাইটোকন্ড্রিয়াল ডিন এন এ হবে। মাইটোকন্ড্রিয়া নয়।যদিও রেয়ার অকেশনে বাবার থেকেও এই ডিন এন এ আসতে পারে।
“নরানাং মাতুল ক্রম”
এটাও বলা হয় যখন দেখা যায় সন্তান বাপের মত না হয়ে মায়ের মত বেশী। দাঁতে দাঁত চিপে মেনে নেয় বাপেরা।
জেনেটিক্যালি ম্যাটারনল জিন সন্তানদেরা অনেক বেশী ডমিনেট করে।
প্রকৃতির প্রতিশোধ !
"জন জামাই ভাগনা
তিন নয় আপনা।"
'জন' নয়, যম। এই প্রভার্ব গুলো আমরা অম্লান বদলে ব্যবহার করি কিন্তু এগুলো সবকটা পিতৃতান্ত্রিক ধ্বজা। আমাদের সমস্ত গালাগালি, কটূক্তি, স্ল্যাং মেয়েদের এবং যৌনতা রিলেটেড।
'ভাগনা' মানে বোনের ছেলে, সে দোষী। ভাইপো নয়। সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে ভাইপোদের গণ্ডগোল করার চান্স বেশী যদিও। জামাইও তাই। মেয়ের স্বামী ।
খুব কমন গালাগালি 'শালা.....' । কারণ স্ত্রীর ভাই।
যেসব সম্পর্কগুলো নিয়ে এত ঝামেলা, সবকটা বাড়ির মহিলাদের রিলেটেড।
ওই টইয়ের শেষ পাতা দেখুন, বছর চারেক আগে একক ভারত-চীন চুদুরবুদুর প্রেডিক্ট করে গিশল। হুঁ হুঁ বাবা, এমনি এমনি আমি একককে মহামতি বলি না।
আহ্হঃ, এবার আম্মো পেয়েসি।
কাল অব্দি হচ্ছিল না। সবই পূজনের কৃপা, আজকের দিনটার মহিমাই আলাদা। জয় শ্রীরাম।
এ মা, পাইদি, আমি কোনোকিছুই কেন খুঁজে পাই না কদিন ধরে। ওই চীনের সাথে ক্যাচাল টইটাও দেখি একবার চেষ্টা করে।
অমিতের জন্য। এই নিন সেই বিস্তারিত ইয়ে,
ওরেবাবা, অমিত আপনি একটা অসাধারণ অভিজ্ঞতা থেকে বঞ্চিত আছেন। কালি নিয়ে আবাপের সেই প্রতিবেদন পড়েন নি। পাতায় পাতায় শিহরণ, ছত্রে ছত্রে লোমহর্ষণ। গুরুতে একটা খুব জ্ঞানদায়িনী টই ছিল বছর চারেক আগে - আনন্দবাজার ও ভারতের প্রতিরক্ষাবাহিনী। এখন তো অনুসন্ধান মায়ের ভোগে, কোনোভাবে ওটা তুলতে পারলে পড়ে ফেলুন, একেবারে ধর্ম অর্থ মোক্ষ সব পেয়ে যাবেন।
জয় কালি কলকত্তাওয়ালি,
খাওয়ে পাঁঠা, বজাওয়ে তালি।
গুরুর আন্তর্জাতিক সম্পর্কের বাজারে রীতিমতো খরা চলছে। কেউই আসছেন না আর। অথচ কতকিছু জানার ছিল। মার্কিন প্রেসিডেন্ট রোজ ব্রেকিং নিউজ সরবরাহ করছেন, মধ্য এশিয়ায় ভারত সম্পূর্ণ প্রভাবশূন্য হওয়ার পথে, আফগানিস্তান থেকে চীন তেল তুলতে পারল কি না, ডীপ স্টেটের কী হাল, পুতিন কেমন আছেন - কিছুই বোঝা যাচ্ছে না।