এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • π | ২৯ জুলাই ২০২০ ০৩:২৬451150
  • অর্থনীতি বলতে মনে পড়ল। এটা তো বড়েস দেখেইছেন। আপনি নিজেই একটা অর্থনীতির ব্লগ চালু করুন না। আমেরিকার রাজনীতির মত। ভাল হয়। অর্থনীতি নিয়ে লেখার লোকের সত্যিই অভাব। বি দাও লিখতে পারেন, লেখেন না।

    https://www.guruchandali.com/comment.php?topic=17504

    ব্যানকিং নিয়ে রঞ্জনদাও বড় করে লিখলে ভাল হত।
    এনিয়ে একটা লেখা আসবে ক'দিনেই, এখনকার অবস্থা নিয়ে।
  • π | ২৯ জুলাই ২০২০ ০৩:১৮451149
  • বিজ্ঞান কি স্বাস্থ্যের লেখা বহু লোকে গুগল উইকির বাইরে অরিজিনাল পেপার টেপারর প্ড়ড়েও করেন, বহুজনই গবেষক, বিজ্ঞানী, এসব বিষয় নিয়ে কাজটাজও করে থাকেন। না করলেও রীতিমত সিরিয়াস চর্চাই করেন।
  • π | ২৯ জুলাই ২০২০ ০৩:১৪451148
  • স্মৃতিকথা নেই তে একটু অবাক হলাম, কারণ সদ্য শক্তিমাসিমার লেখাটাই ছিল। ন্যাড়াদা, সুকির লেখা নিয়মিত আসে। আরো আছে, আলাদা করে আর বললামই না।
    ক'দিন আগে দিনেমা নিয়ে, ফুটবল নিয়ে এত ব্যক্তিগত স্মৃতিচারণের লেখাপত্তরও হল।
    ৭০ নিয়ে আরেকটা ধারাবাহিক শুরু হবে।
    ঘোরা বেড়ানো নিয়েও কতজন লিখছেন।

    গল্পও বেরল কত। বহু গল্পেই কোন মন্তব্যই থাকেনা। আবার অনেকদিন পর হয়ত অন্যত্র শেয়ার সূত্রে সেই গল্পে হঠাত মন্তব্য শুরু হয়।

    প্রলয় বসু কি অনির্বাণ বা বিজ্ঞানের অনেক লেখাই তো ওই রাজনৈতিক ক্যাটেগরিতে পড়েইনা। মানে, হতেই পারে যেরকম চাইছেন, নেই, কিন্তু আমি ঠিক বুঝতে পারলাম না, এইসবগুলো পড়ে দেখে বলেছেন নাকি হয়ত মিস করে গেছেন বলে বললেন।

    অর্থনীতি নিয়ে এই সিরিজটাও পড়েছেন, আর কেউ পড়্বছেন কিনাও জানিনা। কোন আলোচনা হয়নি।
    https://www.guruchandali.com/search.php?searchTerm=%E0%A6%85%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%AD+%E0%A6%97%E0%A7%81%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%A4&searchForum=A&searchType=W

    বুবুভার লেখা ধরে এরকম আলোচনা করতে অস্বস্তিই হয়, না করারই চেষ্টা করি। কিন্তু কয়েকটা জায়গা বুঝতে পারলাম না বলেই জিগেশ করলাম।

    প্রথম পাতায় কীভাবে সাজালে নানা নতুন লেখা সব হাইলাইট করা যায়, আগের বাছাই লেখা, টই এসবের সংগে, এই নিয়ে সাজেশন থাকলেও দিন।
  • Atoz | 151.14.***.*** | ২৯ জুলাই ২০২০ ০৩:০৫451147
  • গুরুগম্ভীর লেখাগুলো দেখলে বৈকুন্ঠবাবুর মতন বলতে ইচ্ছে হয়, "ওরে বাবা, এ শহরে কেউ কভু এসো না।"
    ঃ-)
    উইকি ফুইকি গুগল ফুগল উজার করে যেসব প্রবন্ধ লেখা হয়, তারজন্য তো --- মানে ইয়ে ---
    ঃ-) ঃ-) ঃ-) ঃ-)
  • r2h | 2405:201:8805:37c0:4ddf:28d7:def6:***:*** | ২৯ জুলাই ২০২০ ০২:২৩451146
  • সাইটেও প্রবন্ধ ছাড়াও অনেকরকম লেখা বেরোয়। হরিদাস পালে আছে অনেক লেখা, ধারাবাহিকের মধ্যে রুহানি, ভাঙা দিন আছে (সদ্য শুরু হলো)। ক'দিন আগেও গল্প বেরুলো একগুচ্ছ। বিশ্লেষণাত্মক নয় ওরকম লেখার কথা ভাবলে জিনাত রেহানা ইসলাম, ঐন্দ্রিল ভৌমিক...

    কোন লেখাগুলিকে ডকুমেন্টারি দেখা মনে হতে পারে ভাবছি।
    লেখা ধরে ধরে সমালোচনা তো হতেই পারে, সেরকম হলেই এনগেজমেন্ট বাড়ে। কিন্তু সবই প্রবন্ধ টাইপ, সেরকম আদৌ নয়।

    এখন করোনা/ কোভিড নিয়ে বেশি লেখা বেরুচ্ছে, সেটা স্বাভাবিক ব্যাপার।
  • lcm | 99.***.*** | ২৯ জুলাই ২০২০ ০১:৪৯451145
  • অনলাইনে কোনোকিছু যেখানে পাঁচ বছর টিঁকিয়ে রাখাই একটা চ্যালেঞ্জ, সেখানে ১৫+ বছর ধরে চলছে একটা জিনিস, ৯০০০+ আর্টিকল, ৮০০,০০০+ কমেন্ট, ১০০+ মতন প্রকাশিত ছাপা বই (ই-বই ও শুরু হয়েছে রিসেন্টলি) - - - হ্যাঁ, একটু ল্যালাভোলা ব্যাপার আছে, কোনো সপ্তাহে হুড়মুড় করে কিছু বুলবুলভাজা বেরোলো, আবার কোনো সপ্তাহে একটাও বেরোলো না - ডিসিপ্লিনড নয়, অতটা অর্গানাইজডও নয় --- তবু --
  • lcm | 99.***.*** | ২৯ জুলাই ২০২০ ০১:২১451144
  • ফোরাম: আর্টিকল-সংখ্যা (জুলাই ২০২০ অবধি)
    ----------------
    টইপত্তর : ৪৭৩৪
    হরিদাস পাল : ২৫২৪
    বুলবুলভাজা : ২১২৫
    ---
    মোট : ৯৩৮৩
  • S | 2405:8100:8000:5ca1::15:***:*** | ২৯ জুলাই ২০২০ ০০:৩৭451143
  • ২০১২র ৩০শে এপ্রিল সিইও মশাই লিখেছিলেনঃ
    "পুরোনো ভাটিয়ালির পাতাগুলো আর্কাইভ করে শমীক আপলোড করছে। হয়ে গেলেই লিংক দিয়ে দেওয়া হবে। তবে সে কালকের আগে হবে বলে মনে হয়না।"

    এই আর্কাইভটা কোথায় পাওয়া যাবে?
  • S | 2405:8100:8000:5ca1::425:***:*** | ২৯ জুলাই ২০২০ ০০:৩২451142
  • নেপোটা কে? ফেসবুক?
  • S | 2405:8100:8000:5ca1::3fa:***:*** | ২৯ জুলাই ২০২০ ০০:২৩451140
  • বর্তমানে তথ্যসমৃদ্ধ গুরুত্বপূর্ণ লেখা ব্যাপারটা একটা ঢপের চপের দোকানে পরিণত হয়েছে।

    গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, নেহেরু পরিবার আসলে কাশ্মিরী পন্ডিত, কেউ কাউকে ফলের রস খাওয়ায়নি, মহাভারতের যুগে ইন্টারনেট ছিলনা, ঐসময় ভারতে ইমেইল আসেনি, মেঘ থাকলেও র‌্যাডার কাজ করে, কালোদের জন্য আব্রাহাম লিন্কনের থেকে বেশি কন্ট্রিবিউশান কোনও প্রেসিডেন্টের নেই, কোরোনাভাইরাস এমনি ফ্লুয়ের থেকে অনেক বেশি ক্ষতিকারক এইসব এখন প্রমাণ করতে একগাদা তথ্যসমৃদ্ধ প্রবন্ধ লিখতে হচ্ছে।

    যেন যারা এইসব হাবিজাবি দাবী গুলো করছে, তারা জানে না যে এগুলো আসলে ঢপ। তারা দিব্বি জানে, কিন্তু তারপরেও এইসব বলবে এবং বিশ্বাস করবে। তথ্য দিয়ে তাদেরকে ভুল প্রমাণ করতে পারবেন না।

    কিন্তু এর ফলে আমরা মিসইনফর্মেশানের একদম প্রথম লেভেলেই কাজ করে চলেছি। এর পিছনে যে আসল কাজকর্মগুলো চলছে, সেসব নিয়ে তেমন কোনও লেখাপত্তর হচ্ছেনা। যেমন ভারতের অর্থনীতি নিয়ে তেমন কোনও লেখাপত্তর তো আজকাল দেখিনা।
  • r2h | 2405:201:8805:37c0:fc80:b185:f7ed:***:*** | ২৯ জুলাই ২০২০ ০০:২৩451139
  • এলেবেলে, বুলবুলভাজা লেখকেরা মাঝেমধ্যে গুরুর পাঠক নন; মানে ধরুন আমি একটা ছাপা কাগজে লেখা পাঠালাম, লেখা বেরুলো, ঐ সংখ্যাটা সৌজন্য হিসেবে পেলাম, কিন্তু নিয়মিত গ্রাহক নই। তো, সেক্ষেত্রে লেখক হয়তো মন্তব্য দেখেন না।

    আবার অনেকে লেখক পাঠকের দূরত্বের প্রয়োজনীয়তা বোধ করেন (আমি নিজেই করি, লেখক নই যদিও)।
  • Tim | 2607:fcc8:ec45:b800:8946:8cd3:ff04:***:*** | ২৯ জুলাই ২০২০ ০০:২১451138
  • আড্ডা অনেকটা দই পাতার মত। এখন সব দইই নেপোর কাছে তাই গুরুতে আড্ডা হচ্ছেনা
  • সম্বিৎ | ২৯ জুলাই ২০২০ ০০:২১451137
  • আমায় ডিডিদার পোস্ট-প্রতি আড়াইশো গ্রাম হীরে কবুল করলে আমি ডিডিদাকে ফিরিয়ে আনার দায়িত্ব নিতে পারি।  

  • b | 14.139.***.*** | ২৯ জুলাই ২০২০ ০০:১৮451136
  • ন্যাড়াদা, ওফ্ফ্ফ!
    ডিডিদাকে মাসোহারা দিলে কি উনি ভাটে আসবেন? অবশ্য ওনার মিনিমাম ওয়েজ বোধ হয় দৈনিক চাট্টে সোনার বিস্কুট। গুরু দিতে পারবে না।
  • r2h | 2405:201:8805:37c0:fc80:b185:f7ed:***:*** | ২৯ জুলাই ২০২০ ০০:১৭451135
  • আমার দেখি কালকে দাড়ি সোজা করার অ্যাড এসেছে, তাতে ছবি আবার সোজা চুলওয়ালা ভদ্রমহিলার। সোজা দাড়িওয়ালা মডেল জোগাড় করতে পারেনি বোধয়।
  • এলেবেলে | 202.142.***.*** | ২৯ জুলাই ২০২০ ০০:১৭451134
  • অনেক দিন পরে এলাম। পাঠকের মন্তব্য নিয়ে আমার নিজস্ব একটা মত আছে। সম্ভবত এর আগেও হয়তো করেছি। সেটা হচ্ছে, বুলবুলভাজায় প্রকাশিত প্রচুর লেখক নিজে পাঠকের কোনও মন্তব্যের উত্তর দেন না। এটা আমার ক্ষেত্রে বহুবার ঘটেছে। তাঁরা কি মন্তব্য দেখেন না, নাকি উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করেন না কিংবা লেখা দিয়েই ধন্য করেন - সেটা বলতে পারব না। কিন্তু এই আদানপ্রদানটা অত্যন্ত জরুরি। ওই কারণে ইদানীং বুবুভার লেখা পড়ি কিন্তু মন্তব্য করার বিষয়টা এড়িয়ে যাই। আমার নিজস্ব মত, এ ব্যাপারটা গুরুর লোকজনদের দেখা উচিত।

    আরও একটা বিষয়। সেটা হচ্ছে বুবুভার লেখায় একরকমের ফর্ম্যাটিং এবং খুব পাকা হাতের ফর্ম্যাটিং নিঃসন্দেহে। এই সুযোগটা থেকে যাঁরা ব্লগ লেখেন বা ব্লগ ছাড়াই নতুন আলোচনা শুরু করেন, তাঁরা কেন বঞ্চিত হন সেটা জানি না। এটাও ভাবা হোক।

    আর আমিও একমত, একসঙ্গে হুড়মুড়িয়ে একাধিক লেখা চলে আসলে দু-চারটে লেখা তার প্রাপ্য মনোযোগ হারাতে বাধ্য।

  • r2h | 2405:201:8805:37c0:fc80:b185:f7ed:***:*** | ২৯ জুলাই ২০২০ ০০:১৫451133
  • হ্যাঁ, গুরু প্রকাশনা নিয়েও সুশিল আঁতেল বিদ্বজ্জন ইত্যাদিরা, মানে একেবারে ক্রিম ডে লা ক্রিমরাও বেশ অবগত সেটাও বছরখানেক আগে একটা কাজ উপলক্ষে চাক্ষুষ করে আমোদ পেলাম। আগরতলা বইমেলাতে তো বইপত্র ফুরিয়ে গেলে একাকার হলো সেবার। এবার নানারকম ফ্যাচাংও আছে। আজকাল যে নানান ক্ষেত্রের মত সাহিত্যজগতেও চাড্ডিদের দাপট হয়েছে অল্প অল্প সে তো অনেকেই জানে, তো ঐসব ফ্রিকশনও আছে, গুরুর যেহেতু একটা রাজনৈতিক পরিচয়ও ভালো রকম আছে। এসব অবশ্য অন্য কথা।

    ই-পত্রিকাটা নিয়ে আমিও আগ্রহী খুব, মানে কাগজের পত্রিকা নিয়ে বেশি ছিলাম তবে সে তো হচ্ছে না। এবার ই-পত্রিকা বনাম ওয়েবসাইটের প্রশ্নে একটু হোঁচট খাচ্ছি। ই-পত্রিকা ফর্মে, জমিয়ে রেখে পড়ার ব্যাপারটা অ্যাডেড। কিন্তু ওটার একটা সাবস্ক্রিপশন ফি থাকা উচিত। কিন্তু তাহলে লোকে ফ্রিতে বুবুভা না পড়ে পয়সা দিয়ে ই-পত্রিকা কেন পড়বে? সেসব প্রশ্ন আছে।

    ওরেব্বাবা ব্যাপারটা কিন্তু অন্যদিকেও আছে, কবে একটা বলছিলাম, লেখাতে টিপিক্যাল ফেসবুকিয় প্রতিক্রিয়া এখানে দিলে খিল্লি হতে পারে, ঐ ভেবে মন্তব্য একটু কম হয় (সে খারাপ কিছু না অবশ্য)।

    ||-[|:
    এই ন্যাও, গোঁফ পাল্টে দিলাম। তবে ধৃতরাষ্ট্রের যে ইঁদুর দাঁত আছে সেটা খুব মজার ব্যাপার।
  • সম্বিৎ | ২৯ জুলাই ২০২০ ০০:১০451132
  • আগে একটা ল্যাখা লিখলে লাখে লাখে লোক পড়ত। কয়েকবার তো কোটিই ছাড়িয়ে গেছিল। এখন দশই ছাড়ায়না। কতবার আর নিজের ল্যাখা পড়া যায়! 

  • S | 2405:8100:8000:5ca1::6cf:***:*** | ২৯ জুলাই ২০২০ ০০:০৮451131
  • এখনকার লেখাগুলো বড্ড গম্ভীর। সবই প্রবন্ধ টাইপের। মনে হয় যেন ডকুমেন্টারি দেখছি। একখুনি কেউ পড়া ধরবে।

    আগে লেখাগুলো যেন অনেক বেশি অর্গানিক ছিল। লেখক-লেখিকাদের চেনা যেত। পড়ে মনে হত সোন্দর গল্প পড়লাম। একজনের ইস্কুল নিয়ে একটা ধারাবাহিক ছিল, একজন লিখেছিলেন রাশিয়া থেকে ফিরে এক্সপেরিয়েন্স নিয়ে, আর একজন লিখেছিলেন দক্ষীন কোলকাতার কলোনীতে বামান্দোলন নিয়ে। কে কে লিখেছিলেন সেসবই মনে আছে, কিন্তু তাদের নাম নাহয় নাই বা করলাম। এইসব লেখাগুলো পড়লে যেন নিজেকেই ঐসময়ে প্রোটাগনিস্টের সঙ্গে দেখতে পেতাম।

    আর আড্ডাটা একদম নষ্ট হয়ে গেছে। যারা আগে গুরুতে নিয়মিত আসতেন আড্ডা দিতেন, এবং লিখতেন, গুরুর উচিত তাদের মাসোহারা দিয়ে আবার ফিরিয়ে নিয়ে আনা।
  • Tim | 2607:fcc8:ec45:b800:8946:8cd3:ff04:***:*** | ২৯ জুলাই ২০২০ ০০:০৩451130
  • আমাকে গুরু খুল্লেই ডোনাট, বেড়াল, আর চকরাবকরা হাওয়াইয়ান জামার বিজ্ঞাপণ দেখায়। শেষে কি বেড়াল কিনবো অনলাইনে? কি বিচিত্র অ্যালগো
  • Tim | 2607:fcc8:ec45:b800:8946:8cd3:ff04:***:*** | ২৯ জুলাই ২০২০ ০০:০০451129
  • বাংলা সিরিয়ালে নাকি লোকে কথায় কথায় হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করছে? মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় নাকি স্ক্রিপ্টে এই বদল? সত্যি?
  • Tim | 2607:fcc8:ec45:b800:8946:8cd3:ff04:***:*** | ২৮ জুলাই ২০২০ ২৩:৫৭451128
  • ই-বুকটা হয়ে বিরাট একটা কাজ হয়েছে। আমার মতে সাপ্তাহিক ই-পত্রিকা বের করা উচিত। তাতে কুড়িটা লেখা থাকলেও সাতদিনে লোকে নিজের পছন্দ মত কয়েকটা পড়ে নেবে, নতুন লেখা এসে পুরোনোকে চাপা দেবেনা। গুরুর রিডার বেস আগের থেকে অনেক বেড়েছে, লেখক বেসও আগের থেকে বেশি, পরিচিতিও হয়েছে ---এগুলো সবই ভালো দিক। কিন্তু এর সঙ্গে একটা অ্যাডেড দায়িত্ব আছে, প্রফেশনাল হওয়ার দায়। সেইটা নিয়ে কাজ হচ্ছে আমি জানি, কিন্তু আরো দ্রুত এটা করা দরকার। সেদিনই একজনকে গুরুতে লিখতে বলায় সে বললো ওরেব্বাবা ওখানে লেখার মত সামর্থ্য নেই, জানলাম সে সৈকতদার লেখা সে নিয়মিত পড়ে, এবং ওভারল প্ল্যাটফর্মের লেখার মান নিয়ে খুবই উচ্চ ধারণা পোষণ করে। গুরু এখন স্পাইডারম্যান।

    গোঁফ দাড়ি ও ধৃতরাষ্ট্রের মুখ খুবই ভালো হয়েছে। একটু একটু নেবুচাডনেজারের মত লাগছে, তা হোক।
  • রঞ্জন | 182.69.***.*** | ২৮ জুলাই ২০২০ ২৩:৪১451127
  • টিমের সঙ্গে একমত। ২০০৭ থেকে গুরুর পাতা দেখছি। 

    এখন অনেক নতুন লোকজন, লেখাগুলো অনেক তথ্যসমৃদ্ধ গুরুত্বপূর্ণ লেখা। বুবুভা নিয়ে ভাবা দরকার। এতগুলো ভালো লেখা প্রায় গায়ে গায়ে --একটু অসুবিধে হয় । ভালো লেখা মিস করে যাই। 

    আসলে তখন ফর্মেশন পিরিয়ড। ফর্ম্যাট নিয়ে ভাবা হচ্ছে। নতুন সব আইডিয়া আসছে। তাই যাই হত সব দারুণ মনে হত । চটিবইয়ের আইডিয়াটাই ধরা যাক ।

    কী হারিয়েছে?

    তা হল চিমটি কাটা ও আড্ডার মেজাজ (ভাটিয়ালি বাদে), এখন লেখাগুলো একটু গম্ভীর। বলা ভাল লেখার টোন। তখন একটা ছোট পরিবার ফিলিং ছিল। যেন যাদবপুর এলাকায় নতুন কলোনি গড়ে তুলছি। এখন অনেক বেশি প্রফেশনাল মেজাজ। নিঊ টাউন গড়ে উঠছে। এটা বড় হবার মূল্য, চোকাতেই হবে। 

    তিনচারটে খুব মনে পড়ে। 

    ডিডির শুক্কুরবারের পদ্য, আদ্যিকালের বদ্যিবুড়ি ও হুতোমের বাক্যালাপে বঙ্গের রেনেসাঁর মূল্যায়ন, লেনিন বা মার্ক্স নিয়ে ঈশান ও বৈজয়ন্তের উতোরচাপান এবং আইপিএল এ চিয়ারলিডারগিরি মেয়েদের ক্ষমতায়ন কিনা তা নিয়ে ঈশান এবং স্যানের বিতর্ক।

  • r2h | 2405:201:8805:37c0:fc80:b185:f7ed:***:*** | ২৮ জুলাই ২০২০ ২৩:৩৬451126
  • ||-{|: এই গোঁফটা আরেকটু রাজকীয় হলো।

    এমনিতে, মানে এখানে নয়, বৃহত্তর বঙ্গসমাজের কাছে পড়ার সময় নেই তা না, কিন্তু চারদিকে জাঙ্ক কন্টেন্ট অনেক, তো ঐসব থেকে গুরুতে পাঠক নিয়ে আসার কাজটা চালিয়ে যাওয়া আরকি। অনেক বছর ধরে সেটা চলছে, তার ফলও পাওয়া যাচ্ছে, তবে এখনো অনেক বাকি।
    নীরব পাঠকও অনেক তা তো বইমেলার ফিডব্যাক থেকে জানতে পারি; এছাড়াও যেসব লেখা ফেসবুকে শেয়ার হয় তাতে অনেকসময়ই ফেসবুকেই মন্তব্য আসে।
  • π | ২৮ জুলাই ২০২০ ২৩:০৮451125
  • এটা ভাল হয়েছে।
    ||-||

    কিন্তু ধৃতরাষ্ট্র এত দাঁত ক্যালাচ্ছে কেন। মুচকি হাসিও তো দিলে পারে। বা মিতহাস্য।
    ||-:|:

    বেশি কাটাছেঁড়ার আগে বলেদি ( কিছু এঁকেই কী এঁকেছি বলে দেওয়ার অভ্যেস আমার স্কুল থেকেই, বায়োলজির দিদমণিদের সুপরামর্শে)
    উপরের দুটো ডট হল গোঁফের প্রতীক, আর নিচের দুটো ডট দুটো দাঁত। পাটিবিকাশের পরিবর্তে।
  • π | ২৮ জুলাই ২০২০ ২২:৫৮451124
  • বিদা বা অন্যদের, এর মধ্যে প্রায় প্রতিদিনই একাধিক লেখা বেরিয়েছে, শনিবারে মানে ২৫ শে পাঁচ-ছ'টা ধারাবাহিক একসংগে। ফ্রিকোয়েন্টলি লেখা বেরতে সমস্যা নাকি একদিনে বেশি লেখাতে? মানে, কম্পাইলেশন হলে এই একহপ্তায় ১৪-১৫ টা লেখা হয়ে যাবে। সেটা কি একটা সূচিপত্র করে রেখে দিলে পরে পড়ার সুবিধে হবে?
    কারণ, ওই যা হুতো বলল, এরপর ওই রোববারের 'পড়াবই' বিভাগ, কবিতা নিয়ে কিছু এসব আসার সংগে সংগে তো লেখা আরো বাড়বে। আমারো এই চিন্তাটা খুব হয়, ভাল লেখা হলে তা যদি যথেষ্ট সামনে না আসে, তাই শেয়ার টেয়ার নিয়েও চিন্তা হয়, সবক'টা ঠিকঠাক গুরুত্ব দিয়ে হলনা ভেবে। কিন্তু লোকজনের পক্ষে ফুলটাইম এই কাজ না করে হিউম্যানলিই আর সম্ভব নয়। একসময় হয়ত পারতাম, এখন মাঝেসাঝেই পারিনা। আরো কিছু লোকজন আছে। তবু আরো লোকজন এটার ব্যাপারেও একটু এগিয়ে এলে, অন্তত ভাললাগার লেখাগুলো শেয়ার টেয়ার হলে হয়ত ভাল হয়। মন্তব্য এলেও।
    এবারে এই পড়ার সমস্যা কীকরে কাটান যাবে তো জানিনা।
    আমিও খুব ঘনঘন লেখা তোলার পক্ষে নই, কিন্ত বহু লেখা, যা সাম্প্রতিক বিষয় নিয়ে, সেগুলো তোলার তাড়া থাকে, পরে অর্থ থাকেনা। যেগুলো নিয়ে অপেক্ষা করার সুযোগ থাকে, সেরকম অনেক ক্ষেত্রে আবার লেখকের বেশ তাড়া থাকে, দেরি হলে অনেকে অধৈর্য হয়ে পড়েন, তাঁদের বারবার কমিউনিকেট করতে করতে অধৈর্য হয়েও কিছু লেখা বেরিয়ে যায়, যেগুলো আমার মতেও পরে বেরতে পারত। এসবের পরেও হয়ত কিছু লেখা না বা পরে বেরতে পারত।
    এর সংগে ব্লগ। ব্লগের ফ্রিকোয়েন্সি তো হাতে নেই।
    সেক্ষেত্রে সমাধান কী? ক্যালেন্ডার করে রাখলে কি সুবিধা হয়, দিনের উপর ক্লিক করলে সেদিনের সব লেখা আসবে?

    আর প্রথম পাতায় যাতে ঘুরিয়ে ফিরিয়ে নানা লেখা দেখায়, সেজন্যই মুভিং টাইটেল অপশন চালু হল, এটা কবে আসবে জানিনা, আরো কিছু করার কথা।

    আমার নিজেরও, এই যে লেখা যে পাঠকের, যত পাঠকের, কাছে গেলে ভাল হত, না গেলে অস্বস্তি হয়।

    আরেকটা কথা, অনেকেই হয়ত দেন, আবার অনেকে দেন না, বা ফেসবুকে শেয়ার হলে দেন। মতামত। লেখার নিচে মন্তব্য এলে, সে ভাল মন্দ যাহোক, পাঠক পড়েছেন, এনিয়ে মতামত আছে, সেইই মতামত শুনতে পেলে অনেক লেখকেরই ভাল লাগে। যদিও পঠিত আর শেয়ার ( সেটা আবার এখন কাউন্ট দেখায় না দেখি) কাউট আসায় নীরব পাঠকের একটা ধারণা করা যায়। একটা সময় ছিল, নানা জায়গায় নানা মন্তব্য এলে তুলে তুলে লেখকদের জানাতাম, যতটা সম্ভব। এখন সেও আর সম্ভবই হয়না ব্হুসময়। জীবনে চাপ বহুগুণ বেড়ে গেছে, সংগে বয়সও :) এগুলোতেও অস্বস্তি হয়।

    লেখাগুলির নিচে আলোচনা সমালোচনা তর্ক বাড়লে ভাল হত। ফেসবুক হোয়াপ টুইটার যদিও লোকের সময় অন্যত্র অনেক কমিয়েই দিয়েছে।
  • r2h | 2405:201:8805:37c0:fc80:b185:f7ed:***:*** | ২৮ জুলাই ২০২০ ২২:৩৭451123
  • :—D

    ||—D (এর মানে চোখে পট্টি বাঁধা)

    ||-|| তাহলে এটা হলো মাস্ক পরা ধৃতরাষ্ট্র।
  • Tim | 2607:fcc8:ec45:b800:8946:8cd3:ff04:***:*** | ২৮ জুলাই ২০২০ ২২:২৬451122
  • b | 14.139.196.11 | ২৮ জুলাই ২০২০ ১৫:৫৩

    বি দাকে ধন্যবাদ। গুরুচন্ডা৯'তে যে পরিমাণ ভালো লেখাপত্র স্রেফ দিস্তে দিস্তে লেখা একসাথে তোলার জন্য হারিয়ে যায় তা বিস্ময়কর। ২৫ তারিখ একসাথে সাতটা লেখা বেরোলো, সবই ধারাবাহিক। পরের দিনই বেরোলো তিনটে লেখা। তারপর ২৭-২৮ তারিখের মধ্যেই আরো তিনটে। অর্থাৎ তিন কি চারদিনে ১৩ টা লেখা বেরোলো, এর সঙ্গে থাকলো ব্লগের লেখা। এর চারদিন পরেই আবার এটাই রিপিটেড হবে। আমরা কীভাবে দাবি করতে পারি এই সব সব লোকে পড়বে?

    প্রতি দুদিন তিনদিন অন্তর এত লেখা একসাথে তোলার জন্য প্রথম পাতায় আগের দিনের লেখার লিংক দেখা যায় না। এমনকি হরাইজন্টাল স্ক্রলে পর্যন্ত একইদিনে প্রকাশিত সবকটা লিংক দেখতে গেলে স্লাইড করে দেখতে হয়। এরপর আরো আরো নতুন বিভাগ আসছে।

    আর মাইরি, পনেরো বছরেও গুরু স্ট্রিমলাইন্ড হলোনা, আর হুতোদা বলছে এটা "একটু" চিন্তার কথা। এ পুউরো ধৃতরাষ্ট্র হয়ে গ্যাছে গা। ঃ-))
  • | 2601:247:4280:d10:1842:cff0:8111:***:*** | ২৮ জুলাই ২০২০ ২২:১৭451121
  • আচ্ছা সানিতাপাল( সানিদেওল) কি ব্রুসদাকে নকল করেন?নাকি আমারই এমন মনে হয?

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত