Tom Holland is a much better historian than William Dalrymple.
Dalrymple ইন্ডিয়ায় বাজারটা ভালো পেয়েছে ।
আমার স্কুল জীবনে Stephen Hawking র 'A brief history of time' আলোড়ন ফেলেছিল। ওই বইটা না পড়লে প্রায় আর মান থাকেনা। কষ্ট করে পড়েছিলাম মনে আছে । একদম ভাল লাগেনি। অনেক পরে পুরনো বইপত্র পরিষ্কার করতে গিয়ে আরেকবার পড়ার চেষ্টা করেছিলাম। কিছু পড়ে রেখে দিয়েছিলাম ।
"ছোটবেলায় পেরেলম্যানের বই পড়তে যে কি ভালো লাগতো! ফিজিক্স ফর এন্টারটেইনমেন্ট, দু ভল্যুমের বই। একদম গল্পের বই এর মতো। আর হ্যাঁ গ্যামোর বেশ কিছু বই পড়েছি, অসাধারন। ওনার লেখা মিস্টার টম্পকিন্স সিরিসের কোন কথা হবে না। "
সত্যি কথা, জর্জ গ্যামো ফিজিসকস এর ওপর ভালবাসা জন্মিলেই দিয়েছিলেন। এ প্রসঙ্গে আরেকজনের নাম করব, রিচার্ড ফেনম্যান ।
বাহ, এটা কাল দেখব তো! মাল্টি-কলাম করতে পারে। আমি বছর দুয়েক আগে একটা লিকজেছিলাম গুগুল এপিআই ব্যবহার করে। কিন্তু মাল্টি-কলামে গুগুল ন্যাজেগোবরে হয়ে গেল।
Compahnie নয়, Compagnie
ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম ছিল Verenigde Oostindische Compahnie. আমার ধরণা ওই প্রথম শব্দটা থেকে ফিরিঙ্গি শব্দের উৎপত্ত।
এবং পশ্চিম জার্মান ওই জাতির নামে সাদা লোকেদের নাম উইকিপিডিয়া বলছে ফ্রাঙ্ক কথাটা ফরাসি , ফিরিঙ্গি ফারসী। একই ব্যুৎপত্তিগত কারণে থাই ভাষায় সাদাদের ফারাঙ বলে।
ফ্রাঙ্ক > ফেরঙ্গ?
পেরেলম্যানের বই চমৎকার। শুধু অংক নয়, ফিজিক্সেরও। আর চমৎকার ছিল গ্যামো। ফিজিক্সের বইটা তো অসম্ভব ভাল, নাম ভুলে গেছি। তবে যেটা পড়ে গ্যামোর ফ্যান হয়েছি, সেটা হল One, two, three ... infinity.
ফিরিঙ্গি শব্দের উৎপত্তি সম্বন্ধে কারুর জানা আছে। আমি একটা আন্দাজ খাড়া করেছি, কিন্তু আমার কব্জায় একটিমাত্র অভিধানে যা উৎপত্তি দেওয়া আছে, তার সঙ্গে মিলছে না। কোই হ্যায়?
"দাবার আর প্রথম পছন্দের খুব ভালো ভালো রাশিয়ান বই পেয়েছি। সেগুলো অবশ্য English এ।"
রাশিয়ান বইয়ের অনুবাদ, তার সাহিত্যের গুণমান কি ইংরিজিতে, কি বাংলায় কেমন যেন , পড়লেই বোঝা যায় যে কষ্ট করে অনুবাদ করছে, স্রেফ গুগল ট্রান্সলেট ছিল না তাই। তবে পড়তে অসুবিধে হতো না। Yakov Perelman একটি ভারী চমৎকার অংকের ধাঁধার বই ছিল ছোটবেলায় , যাচ্ছেতাই ইংরিজি অনুবাদ, কিন্তু অসাধারণ ।